নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
সকালে ঘুম থেকে উঠে ভোরের বার্তা তুলে দেখি
নীল খামে মোরা রোদ্দুরের নামে লিখা উড়ো চিঠি
যতো আবেগ ছিলো মনে ঝেড়ে দিল চিঠির মাঝে
শুনতে চাইল মনের খবর চাইল উত্তর সন্ধা সাঁঝে।
যে কথা বলতে চাইনি লিখা ছিল যতনে হৃদয় বৃন্তে
যা কভু দেখাতে চাইনি গোপন রেখেছি প্রানান্তে
না বলা সে গোপন কথাগুলো ছিল যে হৃদয়কোণে
এখন উড়ো চিঠির প্রেক্ষিত জানাব তা স্ববিবরণে।
ভালবাসি তোমার ভাললাগা, ভালবাসি মেঘের হাসি
হিরকের মত স্বচ্ছ হৃদয় গোলাপের পাপরিসম খুশী
গড়ায়ে যখন পরে হৃদয় তন্ত্রীতে পাকা ডালিমের মত
নাবলা কথাগুলো ফেটে ছোটে মেঘের প্রতি অবিরত।
যে কথা বলতে চাইনি, যে কথা ছিলই শুধু হৃদয় মুলে
ভোরের বারতায় থাকা চাবিতে মনের তালা যায় খুলে
হৃদয়ের গুপ্ত কথাটি প্রকাশে আধারের দেয়াল ভাঙ্গে
হারিয়ে যাওয়া নীজকে যেন খুঁজে পাই ভালবাসা রঙ্গে।
চিঠির কানায় থাকা নামটি দেখা হয়নি আগে ভাল করে
হৃদয়ের রক্ত কনিকায় লেখা নামটি ভাসল চোখের পরে
আকাশ ছেদে উড়ে আসা বার্তা এল যা নীল খামে ভরে
তার যবনিকায় লেখা প্রতিউত্তর নিয়ে চলে এসো উপরে ।
উর্ধালোকের স্বর্গীয় বার্তা এসে কানে কানে যখন বলে
পাবেই আমাকে যদি উড়ে চলি আকাশে ছাতা মেলে
হল তাই পেলাম সেথায় বসে আছে নীল ডানা মেলে
এই মেঘ এই রোদ্দুর সার্থক নাম লিখা হল হৃদয়মুলে।
১৬ ই মে, ২০১৬ রাত ১০:৫০
ডঃ এম এ আলী বলেছেন: পথিক ভাই খুব ভাল লাগল এমন করে হঠাৎ করে আচম্বিতে উড়ে এসে এত চমৎকার ভাবে বলা কথা শুনে ।
অনেক ধন্যবাদ, ভাল থাকুন শুভ কামনা থাকল ।
২| ১৬ ই মে, ২০১৬ রাত ১০:৫৫
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৬ ই মে, ২০১৬ রাত ১০:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকার শুভকামনা থাকল ।
৩| ১৬ ই মে, ২০১৬ রাত ১১:০১
মুসাফির নামা বলেছেন: অনেক সুন্দর কবিতা।+
১৬ ই মে, ২০১৬ রাত ১১:৩১
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ মুসাফির ভাই । কবিতাটি সুন্দর হয়েছে শুনে খুব ভাল লাগল ।
অনেক ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
৪| ১৭ ই মে, ২০১৬ রাত ১২:০৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লেখনি। ধন্যবাদ কবি হে।
১৭ ই মে, ২০১৬ রাত ১:০১
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ কবি ভাই । আপনার সুন্দর কথায় আমি অভিভুত । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
৫| ১৭ ই মে, ২০১৬ রাত ১:০০
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ কবি ভাই । আপনার সুন্দর কথায় আমি অভিভুত । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
৬| ১৭ ই মে, ২০১৬ রাত ১:২৪
রিপি বলেছেন: কবিতার মধ্যে কেমন জানি স্বর্গীয় একটা ভাব ফুটে উঠেছে। আহা ভালোবাসা। চমৎকার লিখেছেন কবি।
১৭ ই মে, ২০১৬ রাত ১:৪৩
ডঃ এম এ আলী বলেছেন: বেচারা ভালবাসাটা শুধু আহা উহুই পেয়ে গেল স্বর্গ মর্ত পাতাল দেশ বিদেশ দাবরিয়েও ভালবাসার নাগাল পেলোনা । ধন্যবাদ চমৎকার বলার জন্য ।
৭| ১৭ ই মে, ২০১৬ রাত ১:৫২
রিপি বলেছেন: ভাইজান, ভালোবাসা কি মোয়া মুরকি যে চাইলেই পাওয়া যাবে?
এর জন্য দরকার সাধনা। সাধনা করতে থাকেন। পাইলেও পাইতে পারেন অমুল্য রতন।
১৭ ই মে, ২০১৬ রাত ২:৩৭
ডঃ এম এ আলী বলেছেন: বুবুজান সময় গেলে হবেনা সাধন , এবার যাব অচীনপুরে ঘোড়ায় চেপে মেঘের ভাজেঁ নীলের খাজেঁ হাতে নিয়ে কৃঞ্চ বংশীখানী ।
বাজাব মোহন বাশী পাইব রতন রাশী রাশি । আর্শীবাদ করেন আশায় যেন না পরে গুরাবালী ।
৮| ১৭ ই মে, ২০১৬ সকাল ৯:০৮
চাঁদগাজী বলেছেন:
যাক, অনন্ত বিরহের অবসান হয়েছে, সব কস্টের অবসান হয়েছে, নীল খামে চিঠি এসেছে, ধরণী আবার ফুলে ফলে ভরে যাবে।
১৭ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৫
ডঃ এম এ আলী বলেছেন: বিরহের অবসান হলে আর কি হবে ভাই, অভাগা যে দিকে যায় সাগর শুকায় , ফুলে ভলে ভরা ধরণী এখুনি হয়ে যাবে মরুভুমি ।
ভাল থাকুন এ কামনা করি ।
৯| ১৭ ই মে, ২০১৬ সকাল ১০:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে খুব ।
১৭ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৭
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর বলার জন্য । ভাল থ্কুন এ শুভ কামনা থাকল ।
১০| ১৭ ই মে, ২০১৬ রাত ১০:৫৬
কালনী নদী বলেছেন: অনবদ্য ভাইয়া।
১৮ ই মে, ২০১৬ রাত ১২:৪৩
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । গত ১০ দিন দেখা না পেয়ে হয়েছিলাম কাতর । হয়ে গেছলাম প্রায় পাথর । ভাল লাগছে এখন ।
১১| ১৮ ই মে, ২০১৬ রাত ১২:২২
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । গত ১০ দিন দেখা না পেয়ে হয়েছিলাম কাতর । হয়ে গেছলাম প্রায় পাথর । ভাল লাগছে এখন ।
১২| ১৮ ই মে, ২০১৬ সকাল ১১:১৫
সোজোন বাদিয়া বলেছেন: বাহ, সুন্দর অনভূতি প্রাণ জুড়ে ঢেউ তুলে গেল। ভালবাসা অমর হোক। ভাল থাকুন।
১৮ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৭
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ এ ডেউ এর বুকেই ভালবাসার ডিংগী ভাসিয়ে করব বিচরণ । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।
১৩| ১৮ ই মে, ২০১৬ রাত ৮:০৭
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার অনুভুতির ছন্দময় প্রকাশ
ভালোলাগা রেখে গেলাম
১৮ ই মে, ২০১৬ রাত ৯:৫৫
ডঃ এম এ আলী বলেছেন: রেখে যাওয়া ভাললাগাটুকু রেখে দিলাম হৃদয় গহীনে সযতনে । অনেক ভাল থাকুন এ শুভ কামনা রইল ।
১৪| ১৮ ই মে, ২০১৬ রাত ৮:২৬
শায়মা বলেছেন: ভাইয়া কবিতা অনেক সুন্দর কিন্তু ছবিতায় তো উড়ো চিঠির সাথে সাথে চিঠি লেখিকাও উড়ে উড়ে আসছে!!!!!!!
১৮ ই মে, ২০১৬ রাত ১০:০৪
ডঃ এম এ আলী বলেছেন: আপুমনি ঠিকই ধরেছেন এটাইতো ছিল চাওয়া । অনেক ধন্যবাদ এত সুন্দর করে গভীরভাবে কবিতা পাঠ ও ছবি পর্যবেক্ষনের জন্য । প্রতিভার দৃপ্তিতে ভর করে আরো উচ্চ শীখরে আরোহন করুন এ কামনা থাকল ।
১৫| ২৪ শে মে, ২০১৬ রাত ১:৩৫
ঘটক কাজী সাহেব বলেছেন: উড়ো চিঠি ...... হুমম
২৪ শে মে, ২০১৬ সকাল ৭:২৬
ডঃ এম এ আলী বলেছেন: কি আর করা ভাই উড়ো হলেও তো একটা পাওয়া গেল । অনেক ধন্যবাদ ।
১৬| ২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:১০
ঘটক কাজী সাহেব বলেছেন: খালি একখান চিডিই পাইছুইন, আর পান নাই গো মাইয়ু
২৫ শে মে, ২০১৬ ভোর ৫:৪৯
ডঃ এম এ আলী বলেছেন: পাইবো গো কেমনে দেহেন না আসমানে কেমনে উড়তেছে আর গিয়া পরতাছে তেল তেলা মাথায় ।
১৭| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:০৫
কালনী নদী বলেছেন: ভাইয়া আপনার প্রতিউত্তর আগে কি কারণে মিস করে গিয়েছিলাম, আজকে এসে চোখে পড়ল!
সবসময় কাছে থাকতে চাই ভাই তবে অনেক সময় পারা হয়ে ওঠে না। আপনাকে অনেক মিস করি ভাইটি।
২৭ শে মে, ২০১৬ রাত ১০:১৪
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ভাল লাগল কথাটি শুনে ।
ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
১৮| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:১৩
খায়রুল আহসান বলেছেন: সকালে উড়ো চিঠি দিয়ে সন্ধ্যার আগেই উত্তর চায়? দারুণ আকর্ষণ তো!
কবিতা ভালো লেগেছে। কবিতায় ব্যক্ত সুগভীর আবেগানুভূতি মন ছুঁয়ে গেল!
কবিতায় অষ্টম ভাললাগা। + +
১৫ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:১৯
ডঃ এম এ আলী বলেছেন:
অনেক পুরাতন একটি লেখায় ভাললাগা
জানিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
১৯| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:১৮
কালো যাদুকর বলেছেন: সকাল সকাল উড়ো চিঠি পাওয়া ভাগ্যের ব্যাপার ৷ কবিতা খুবই চমৎকার হয়েছে।
১৫ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:২২
ডঃ এম এ আলী বলেছেন:
সত্যি কথাই বলেছেন ।
সকাল সকাল উড়ো চিঠি পাওয়া
ভাগ্যের ব্যপার , তবে তাতে থাকতে
হবে কিছু না কিছু সুসংবাদ ।
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৬ রাত ১০:৪২
কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার
ছন্দময় কবিতায়+++++