নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
কেমন আছো কাদামাটি লেপ্টে
দিবস শেষে ঘন মেঘলা দিনে
বিকেলের ভ্রমন শেষে
ঘরে ফিরার কালে
ঝুমবৃষ্টিতে কাকভেজা হয়ে
হাঁচি দিতে দিতে গৃহে প্রবেশে ,
এখনও ঘন কালো চুলগুলো
কি ভিজাই রয়ে গেছে?
তোয়ালে দিয়ে ভালো করে
মাথাটা কি নাওনি মুছে ?
কেমন আছো তুমি?
কেমন আছো যখন রাত গভীরে
এদিক সেদিক তাকিয়ে
কাওকে খুঁজতে গিয়ে
ক্ষুধাতোর মনে দেখনি কিছু
পাওনি কোন স্পর্শ
শুধুই কান পেতে শুন
দুর হতে ভেসে আসা
কোন আহা উহু,
মনে কি পরে কাওকে তখন?
কেমন আছো তুমি?
আর আমার কথা
কি আর বলব তা
ভাবছি আর লিখছি
কস্টের প্রহর শেষে
ঘুম ভাংগে
রাতের কষ্ট মাখা
কবিতার লাইন কটা
মাথায় নিয়ে ।
বিষন্ন মুখের কোণে
যে কস্টটা
ছিল লুকিয়ে
আশ্রয় নেয়
দুটি কবিতার চরণে
ভালো আছ তো ?
মন খারাপ নাত ?
কথা দুটি শুনে ।
আচ্ছা বলতে পারো
কেমন থাকতে পারি
নিশী জাগা ভোর রাতে
শরীর খারাপ হবে নাত
এখনো ঘুমুওনি কেন
একথা দুটি না শুনে।
আচ্ছা রাত জেগে
কবিতার মালা গেথে
বই এর পাতায় মোরে
যে মুক্তোর মালাটা
এই তো সেদিন
পরিয়ে ছিলাম
তোমার গলেতে
গিয়েছ কি তা ভুলে ?
এই তো সেদিন
সাগর বেলা হতে
কুড়িয়ে এনে ছিলে
কিছু এলোমেলো ঝিনুক
আর এবরো থেবরো
কিছু মুকতার টুকরো
জানতে চেয়েছিলে
কেও দিবে কি
ঘষে মেঝে সেগুলা
মুক্তোর মালা করে।
অনেক যতনে
ঝকঝকে করে
রংগীন মুক্তোগুলো
কবিতার সুতোয় পুরে
দিয়েছিনু তোমার করে
তাও কি তুমি
গিয়েছ ভুলে।
এখন বারতা পাঠাও
ছোট করে জানতে চাও
ভাল আছতো
মন কি খারাপ তোমার ?
এখন তুমিই বল
মন কেমন থাকতে পারে ?
১৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২০
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ।
২| ১৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ।
৩| ১৭ ই মে, ২০১৬ রাত ৯:৩১
কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার কবিতা।
কবিতায়+++++
১৭ ই মে, ২০১৬ রাত ৯:৫৩
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ভাল লাগল , মনে হল তাই লিখে ফেলা চমৎকার হয়েছে শুনে ভাল লাগল । কবিতায় হাতে খড়ি মাত্র, আপনার ভাল লাগায় অফুরন্ত অনুপ্রেরণা যোগায় । ভাল থাকুন এ কামনা করি ।
৪| ১৭ ই মে, ২০১৬ রাত ৯:৩৪
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
১৭ ই মে, ২০১৬ রাত ১০:০২
ডঃ এম এ আলী বলেছেন: নীল পরি যখন বলেছে ভাল লাগল, আকাশে তো একবার ছাতা মেলে উড়বই, আমার তো আর ডানা নেই কবিতার পাখনা মেলেই উড়াল দিব দেখে আসব পরিদেরকে । আচ্ছা বলতে পারেন , পরিরা কি দিনে ঘুমায় না রাতে ঘুমায় ,আমার জানা নেই তবে মনে হয় দিনেই ঘুমায় আর রাতে নীচে নেমে আসে - নাচে গায় ফুল ফুটায় ।
ভাল থাকুন শুভ কামনা থাকল ।
৫| ১৭ ই মে, ২০১৬ রাত ১০:০১
ডঃ এম এ আলী বলেছেন: নীল পরি যখন বলেছে ভাল লাগল, আকাশে তো একবার ছাতা মেলে উড়বই, আমার তো আর ডানা নেই কবিতার পাখনা মেলেই উড়াল দিব দেখে আসব পরিদেরকে । আচ্ছা বলতে পারেন , পরিরা কি দিনে ঘুমায় না রাতে ঘুমায় ,আমার জানা নেই তবে মনে হয় দিনেই ঘুমায় আর রাতে নীচে নেমে আসে - নাচে গায় ফুল ফুটায় ।
ভাল থাকুন শুভ কামনা থাকল ।
৬| ১৭ ই মে, ২০১৬ রাত ১০:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবির মন ঘন ঘন খারাপ হওয়া ভাল। তাহলে কবিতা লিখতে পারবেন
১৭ ই মে, ২০১৬ রাত ১০:৪১
ডঃ এম এ আলী বলেছেন: বা: কবিতা লিখার ভাল মেডিসিন দিলেন । দেখা যাক অসুধে কি কাজ হয় । কাজ ভাল হলে সবার জন্য প্রেসক্রাইব করে দিতে হবে কিন্তু।
৭| ১৮ ই মে, ২০১৬ বিকাল ৫:১২
রাবেয়া রাহীম বলেছেন: পাঠ্ মন ভরে গেলো শুভেচ্ছা রইল
১৮ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৯
ডঃ এম এ আলী বলেছেন: শুভেচ্ছার ঢালাখানি রেখে দিলাম অতি যতনে । ভাল থাকুন এ কামনা থাকল ।
৮| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:০৩
কালনী নদী বলেছেন: অনিন্দ সুন্দর বিরহি মনের কবিতা ভাইয়া।
২৭ শে মে, ২০১৬ রাত ১০:০৫
ডঃ এম এ আলী বলেছেন: আচ্ছা ভাইয়া বলতে কি পারেন বিরহি কি সংগী সহ না সংগীহীন হয়। দুইটা একসাথে থাকলে কাইজ্জা কইরা ক্ষনে ক্ষনে আরো বেশী বিরহি হয় ।
ভাল থাকার শুভেচ্ছা থাকল ্
৯| ২৮ শে মে, ২০১৬ রাত ৮:৪২
কালনী নদী বলেছেন: হাহা বিরহে অনেক প্রেম আছে ভাই!
১০| ১০ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩০
খায়রুল আহসান বলেছেন: "মনে কি পড়ে কাওকে তখন?" - এ এক চিরন্তন জিজ্ঞাসা!
কবিতা ভালো হয়েছে। + +
©somewhere in net ltd.
১| ১৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২২
ভাবনা ২ বলেছেন: কবিতাটি খুবই ভাল লেগেছে তবে মন কেমন থাকতে পারে শুনে একটু খারাপ লাগছে ।