নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

বৃন্দাবনের নির্বাসন হল যে অবসান

১৯ শে মে, ২০১৬ সকাল ৮:৪৩


সাহসী ঘোড়ায় চড়ে
বৃন্দাবনে আগমন
এযে আনন্দময় নির্বাসন
তমালের তলে একাকী বসে বংশী বাদন
দুর মন্দিরে শুনা যায় নুপুরের গুঞ্জন
সহসাই ভেসে আসে চোখে
কামনার রথে চরে দেবী মোর
আসছে হাতদুটো মেলে ধরে। ।

ভালবাসার আগমন
দেবীরথ যায় থেমে
এসে তমালের তলে
হৃদয় তন্ত্রীতে বাজে আনন্দ মিলন
অতীত ব্যথা বেদনা সহসাই বিলীন ।

দেবী মুর্ছনার রেশ কাটতে
না কাটতেই
ভয়ের চেতনা ছড়ায়
এ শাপ না অভিশাপ
দেবী মুর্তী যাবে কি ধরা
না রয়ে যাবে অধরাই
সংসয় নাহি কাটে
আত্মার দায়
দেবতা না বুঝন্তি
হবে কি তাই ।

দেবী দর্শন
ভয়ে ভিতু মনে মৃ্ত্যু
ভালবাসার আগুনে আত্মাহুতি
যতটাই ভিতু ততটাই দু:সাহসি
এবং সহসাই শুনি দৈববাণি
ভালবাসাই সবি
এবং ভালবাসাই দিবে
বিশ্বাসেই মুক্তি
সংসয় সন্দেহে যাতনাই বেশী ।

দেবী কন্ঠের ভালবাসায়
সিক্ত হয়ে বৃন্দাবনের
নির্বাসন হল অবসান
নয়ন মেলে দেখা গেল
ডানা কেটে রেখে আসা
সেই নিদারুনটাই
রথে সমাসীন ।

বৃন্দাবনের নির্বাসন
হল যে বৃথাই
যেও লাও সেই কদু
তাই ঘরেই ফিরে যাই ।



ছবিসুত্র: গুগল নেট

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৬ সকাল ৯:৫১

আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী,




শিরোনামের বানানে সম্ভবত (?) ভুল আছে , দেখতে খারাপ লাগছে । যেহেতু শিরোনামটি বড় হরফে লেখা ও বোল্ড করা থাকে ।

শুভেচ্ছা রইলো ।

১৯ শে মে, ২০১৬ সকাল ১০:৪০

ডঃ এম এ আলী বলেছেন: অনিচ্ছাকৃত ভুলটি সংশোধন করা হয়েছে । আপনার প্রতিও শুভেচ্ছা রইল । ভাল থাকুন এ শুভ কামনা থাকল

২| ১৯ শে মে, ২০১৬ সকাল ১১:৩৮

রাবেয়া রাহীম বলেছেন: ভালো লেগেছে শুভেচ্ছা রইলো

১৯ শে মে, ২০১৬ বিকাল ৪:৩০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । আপনার প্রতিও থাকল অনেক শুভেচ্ছা ।

৩| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল
ভাল থাকুন শুভেচ্ছা

১৯ শে মে, ২০১৬ বিকাল ৪:৩১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সাথে ভাল লাগার শুভেচ্ছা রইল ।

৪| ২১ শে মে, ২০১৬ সকাল ১১:২৫

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২১ শে মে, ২০১৬ দুপুর ১২:২৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাল লাগার জন্য ।অনেক ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

৫| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:০২

কালনী নদী বলেছেন: বৃন্দাবনের নির্বাসন
হল যে বৃথাই
যেও লাও সেই কদু
তাই ঘরেই ফিরে যাই ।
++++ সুন্দর হয়েছে ভাই।

২৭ শে মে, ২০১৬ রাত ৯:৫১

ডঃ এম এ আলী বলেছেন: ভাগ্য ভাল বৃনাদাবন থেকে এসেছি বলে ভাই এর দেখা পেলাম ।

অনেক শুভেচ্ছা রইল ।

৬| ২৮ শে মে, ২০১৬ সকাল ৯:৪০

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: অসাধারণ ! বেশ ভাল লেগেছে ,,,

১৯ শে জুন, ২০১৬ ভোর ৫:১৩

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ। দু:খিত বিলম্ববিত উত্তরের জন্য । সামুর নোটিফিকেশন লিমিটেশনের জন্য নোটিফিকেশন পাইনি ।
ভাল থাকার শুভকামনা থাকল ।

৭| ১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৫১

খায়রুল আহসান বলেছেন: বৃন্দাবনে নির্বাসনটা বৃথা হওয়াটাই ভালো হয়েছে মনে হচ্ছে।
সেই সাথে কবিতাও ভালো হয়েছে।

২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ৭:৫৬

ডঃ এম এ আলী বলেছেন:
অনেক পুর্বের একটি লেখা পাঠান্তে
সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ার
জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল

৮| ২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৬

রোকসানা লেইস বলেছেন: যেই লাউ সেই কদু তাই ফিরেই যাই।
বৃন্দাবন নিয়ে একটা নস্টালজিক ভাব জড়িয়ে থাকে।
ভালোলাগা রেখে গেলাম

২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ৭:৩৬

ডঃ এম এ আলী বলেছেন:

বেশ পুরাতন একটি লেখা পাঠ করে
যাওয়ার জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.