নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন ছুঁতে চায় কির্তিময়ী সুমাইয়া ( কবিতাটি শ্রবণ প্রতিবন্ধী সুমাইয়াকে উৎসর্গিত)

২০ শে মে, ২০১৬ সকাল ৭:৪৭


সদা হাস্যময়ী
বিষণ্যতা করেনি
তাকে স্পর্শ
চোখ ভরা স্বপ্ন
নির্মল চেহারা
শুনতে পায়না কানে
বলতে পারেনা কথা
ভরসা এক জোড়া
টানা টানা চোখ ।

স্কুলে পাঠ নেয়া কালে
শুধুই চেয়ে থাকে
ফ্যাল ফ্যাল করে,
মেলে ধরে কাগজের
টুকরা সহপাঠি পরে
টোকে নিত পাঠের বিষয়
এবং হোম ওয়ার্ক সকলের।

ঘরে এসে খুলে বইখাতা
নিবিষ্ট মনে নিত তুলে
যা কিছু আছে লেখা
কাগজের পাতা জুরে ।

বছর শেষে অবাক করা
ফল করে টেলেন্ট পুলে
বৃত্তি নিয়ে ফিরত ঘরে
স্নেহময়ী মায়ের কোলে ।

নাম তার সুমাইয়া রহমান
ওরফে রিয়া, এবছর
বগুরার পুলিশ স্কুল হতে
এস এস সিতে অবতীর্ণ হয়ে
বিজ্ঞানে সকল বিষয়ে
জিপিএ -৫ পেয়ে
গড়েছে কির্তিময়তা ।

দুবছর বয়সকাল হতে শ্রবণ
ও বাক প্রতিবন্ধী হয়েও
গড়েছ কির্তি তুমি
লহ মোদের প্রাণ ঢালা
প্রিতি ও অভিনন্দন ।

শ্রবণ ও বাক প্রতিবন্ধী
মেয়েটি স্বপ্ন কি তার
জানাল প্রতিবেদকেরে
বলতে পারিনা কথা
শুনতে পাইনা কানে
তাই ঈশারায় জানাই ।
এতদিন হৃদয়ে আমার
ছিল যা গোপনে
তা সহসা এসে আজ
প্রাণে আনল জোয়ার
সেকথা বলব কি ভাবে,
কত যে স্বপ্ন ছিল
ভাষায় পারিনা বলে
কাগজের টুকরায়
লিখে তা জানায় ।

মেলানো কাগজের পাতায়
লিখে দিল অবলিলায়
স্বপ্ন দেখি সেই ছোটবেলায়
স্কুল কলেজ ভার্সিটির গন্ডী
পেরিয়ে হব বড় ব্যাংকার
যদিও শুনেছি বোবা কালাদের তরে
চারুকলাই নাকি আদর্শ কর্মসম্ভার ।

স্বপ্নের কথা সব শুনে
প্রাণ খুলে আশীর্বাদ
পাঠালাম সুমাইয়া তোমার পরে
কামনা করি স্বপ্ন তোমার
পৌঁছে যাক আকাশ চুড়ায়
দেশের ব্যাংক ছাড়িয়ে
বিশ্ব ব্যাংকের শীর্ষ পর্যায়
আসুক তব হাতের মুঠায় ।

মিনতি রইল সকলের তরে
বাক ও শ্রবণ প্রতিবন্ধী
এ সদা হাস্যময়ী বালিকাটি
অকালেই যেন উড়ে না যায়
কোন কাল বোশেখীর ঝড়ে ।

সুন্দর হোক মসৃন হোক
তোমার মত আর সকল
শ্রবণ ও বাক প্রতিবন্ধীর
কষ্টকর দু:সাহসিক জীবন ।
তারাও যেন প্রেরণা পায়
আর জীবন চলার পথে
তোমার মত অসাধারণ
মেধা ও প্রয়োগ কৌশল
করতে পারে অনুসরন ।

তথ্য সুত্র ও ছবি : দৈনিক প্রথম আলো ২০/৫/২০১৬

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৬ রাত ১:২৮

ঘটক কাজী সাহেব বলেছেন: কি লিখবো বুঝতে পারছি না...........................।। বাকস্বাধীনতা নাকি........................।।

২৪ শে মে, ২০১৬ বিকাল ৩:০৩

ডঃ এম এ আলী বলেছেন: খুবই উচ্চমার্গের কথা । যাহোক এতে চিন্তার অনেক কিছুই আছে । অনেক ধন্যবাদ থাকল ।

২| ২৪ শে মে, ২০১৬ সকাল ৭:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: খুবই উচ্চমার্গের কথা । যাহোক এতে চিন্তার অনেক কিছুই আছে । অনেক ধন্যবাদ থাকল ।

৩| ২৪ শে মে, ২০১৬ সকাল ৭:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

২৪ শে মে, ২০১৬ বিকাল ৩:০৪

ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বোবা কালা মেয়েটার প্রতি নজর দেয়ার জন্য ।

৪| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:০০

কালনী নদী বলেছেন: অনেক ভালো লাগলো সুমাইয়াকে নিয়ে লেখায় ভাইয়া।

২৭ শে মে, ২০১৬ রাত ৯:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । প্রথম আলো কে টেলিফোনে রিকোয়েস্ট করায় তারা সুমাইয়াকে উৎসর্গিত কবিতাটি প্রিন্ট করে সুমাইয়ার কাছে পাঠিয়ে দিয়েছে বলে সংস্লিষ্ট সাংবাদিক মহোদয় আমাকে জানিয়েছেন ।
অনেক শুভ কামনা রইল ।

৫| ২৮ শে মে, ২০১৬ রাত ৮:৩৬

কালনী নদী বলেছেন: ওয়াউ, অনেক খুশি হলাম ভাইয় যে সুমাইয়ার হাতে আপনার কবিতা পৌছে-ছে। অসংখ্য শুভ কামণা রইল :)

৩০ শে জুন, ২০১৬ ভোর ৬:২৩

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ।
দূ:খিত বিলম্বিত উত্তরের জন্য ।
নোটিফিকেশন সমসস্যার কারণে
সঠিক সময়ে এখানে অাসা হয়নি
তাই এ বিলম্ব ।
ভাল থাকার শুভকামনা রইল ।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: মেয়েটি ভারি মিষ্টি দেখতে। আল্লাহ্‌ তায়ালা আমাদের পরীক্ষা নেন, দেখেন তিনি আমরা কি প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্য করছি কিনা। যদি আমরা তাদের সাহায্যে এগিয়ে আসি তাহলে স্বয়ং সৃষ্টিকর্তাও অনেক খুশি হন।
আপনার পোষ্টের মাধ্যমে একটি ম্যাসেজ পৌঁছিয়েছে সকলের মাঝে। ধন্যবাদ।

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ এসে দেখে মুল্যবান মতামত রেখে যাওয়ার জন্য ।
শুভেচ্ছা রইল

৭| ২৩ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩০

খায়রুল আহসান বলেছেন: মিষ্টি মেয়ে সুমাইয়ার অসাধারণ সাফল্যের জন্য তাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন! আর তাকে আশীর্বাদ করে লেখা আপনার এ কবিতাটা 'প্রথম আলো' এর সৌজন্যে তার হাতে পৌঁছেছে, এ খবরটি জানতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি।

সুন্দর, প্রেরণাদায়ক কবিতা। কবিতায় ভাললাগার তৃতীয় স্বাক্ষরটি রেখে গেলাম। + +

২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:২৬

ডঃ এম এ আলী বলেছেন:



প্রায় ছয় বছর আগেকার একটি লেখা পাঠ করে
সুন্দর একটি মন্তব্য ও ভাললাগা জানিয়ে
যাওয়ার জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল

৮| ২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: আপনি এই পোস্টটি লেখার পর প্রায় ছয় বছর পার হতে চলেছে। সুমাইয়ার ব্যাপারে আর কোন আপডেট জানা আছে কি?

২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৫

ডঃ এম এ আলী বলেছেন:




দু:খিত সুমাইয়ার বিষয়ে আমার কাছে
এখন কোন আপডেট তথ্য জানা নেই ।
পরবর্তী সময়ে আমি প্রথম অলোর সাথে
ফোনে যোগাযোগ করলে তারা
সুমাইয়ার বিষয়ে কোন আপডেট
জানাতে অপারগতা প্রকাশ করেন ।
তাই এ বিষয়ে আমিও নিরাশ হয়ে
পরি । তবে দোয়া করি সে যেন
তার জীবনে সাফল্যমন্ডিত হয় ।
তার বিষয়ে আপডেট জানতে
চাওয়ার জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.