নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

ছন্দবিহীন নদীর পাতন

২১ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৭


তোমার ঐ চোখের তারার
কোমল নদীর মৃদু স্রোত
হৃদয় আয়নার দুরবীনে
আজ হোক না জরীপ ।

চোখের তারার ছলকানিতে
হৃদয় কোণায় রক্ত ঝরে
জরীপ প্রতিবেদন ভুবন কাপে
চাঁদ ডুবে যায় তমসার কুহকে।

ছন্দ বিহীন নদীর মনাঘাতে
নীল আকাশের সুরগুলো সব
ভিন্নলয়ে অতি বেসুরো বাজে
দেয়না ধরা ছুতেও পাই নাযে ।

জীবনের বিষাদময় দিনগুলো
পাহাড় তলে সুমেশ্বরীর জলে
তলিয়ে যায় সঘন বিথীকাতলে
ঝর্ণা বহে মনের অতলতলে ।

কালনির জলে ভাসমান কচুরী
পানার পেলব কোমল নীল ফুল
হয়ে হদয় আঙিনা পাশে এসে
ওষ্ঠ মিলনে মিটায় প্রেম তৃষা ।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৬ দুপুর ১:১৭

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

হৃদয় আয়নার দুবরবীনে < দূরবীনে হবে।

২১ শে মে, ২০১৬ দুপুর ২:১৯

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

২| ২১ শে মে, ২০১৬ দুপুর ১:১৭

মুসাফির নামা বলেছেন: ভালো লেগেছে।

২১ শে মে, ২০১৬ দুপুর ২:২২

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ মুসাফির ভাই । নিরন্তর ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

৩| ২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

মার্কোপলো বলেছেন:



প্রকৃতির সাথে ভালোবাসার তুলনায় পংক্তিগুলো প্রান্জল হয়ে উঠেছে

২১ শে মে, ২০১৬ রাত ১০:১০

ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভাললাগার জন্য । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

৪| ২২ শে মে, ২০১৬ দুপুর ১:১৪

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

সজল কবিতা।
+++

২২ শে মে, ২০১৬ রাত ৯:২১

ডঃ এম এ আলী বলেছেন: দাদা, শুনে কথা কেমন আছেন চোখে আসে জল , আরো জেনে হয়েছে কবিতা সজল । খুঁজেছি অনেক পাইনি তব দেখা যে ছিল মোর পাশে অবিচল।
ভাল থাকুন এ কামনা থাকল ।

৫| ২২ শে মে, ২০১৬ রাত ৮:৪৬

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
কবিতায়++++++++++.

২২ শে মে, ২০১৬ রাত ৯:৩২

ডঃ এম এ আলী বলেছেন: কবি কন্ঠে শুনে কথা চমৎকার,
হয়ে অনুপ্রানিত বড় সর কবিতা
একটা লিখব " কচুরী পানার সাথে
ফুলেরা কথা কয়", হব খুবই প্রিত
যথাকালে যদি হয় দেখা তথায়।
অনেক ভাল লাগল । নিরন্তন ভাল থাকার
শুভ কামনা থাকল ।

৬| ২২ শে মে, ২০১৬ রাত ৯:২৫

বিজন রয় বলেছেন: এই তো আছি। কোথায় আর যাব।

একটু ব্যস্ত ছিলাম।

২২ শে মে, ২০১৬ রাত ৯:৩৮

ডঃ এম এ আলী বলেছেন: দাদা ব্যস্ততাই জীবন যত উপরে উঠবেন ব্যস্ততা ততই বাড়বে, আর এ রকম ব্যস্ত থাকুন এইতো করি কামনা। খুশি হলাম বড় একা একা লাগছিল । মনটা ভরে গেছে এখন ভাল লাগায় ।
ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

৭| ২২ শে মে, ২০১৬ রাত ১১:৩২

কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লিখনি ।

২৩ শে মে, ২০১৬ রাত ১:৫১

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ কবি ভাই । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

৮| ২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে

২৪ শে মে, ২০১৬ রাত ৮:২১

ডঃ এম এ আলী বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

৯| ২৭ শে মে, ২০১৬ রাত ৮:৫৯

কালনী নদী বলেছেন: জীবনের বিষাদময় দিনগুলো
পাহাড় তলে সুমেশ্বরীর জলে
তলিয়ে যায় সঘন বিথীকাতলে
ঝর্ণা বহে মনের অতলতলে ।

অসাধারণ ভাইয়া ++++

২৭ শে মে, ২০১৬ রাত ৯:৪০

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ অসাধারণ মনে হওয়ার জন্য । কালনী ও শুমেশ্বরী কিন্তু দুই ভাই বোন । কালনীর ইতিহাস আপনি ভাল করে জানেন । শুমেশ্বরী গাড়ো পাহার থেকে নেমে এসে নেত্রকোনার সুসং দুর্গাপুরের পাশ ঘেসে দুকুল বর্ষায় দুকুর প্লাবিত করে মাঝে মাঝে দুর্গাপুরের পাথারিয়া ( সুনামগঞ্জ লাগুয়া ) গ্রাম পদ ভাসিয়ে নিয়ে ব্রম্মপুত্র নদের সাথে মিশে খানিক এগিয়ে গিয়ে ভৈরবের কাছে মেঘনার সাথে মিশে চলতে চলতে চাদপুরে গিয়ে পদ্মার সাথে মিশে বঙ্গোপসাগরে গিয়ে বিলীন ।
অনেক ভাল থাকুন এ কামনা থাকল ।

১০| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:৫৫

লক্ষ্মীছেলে বলেছেন: লেখা, ফুল দুটোর মাঝেই ভালো লাগা রেখে গেলাম কবি। ভালো থাকুন সব.........।

২৭ শে মে, ২০১৬ রাত ১০:২৮

ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল শুনে এই না লক্ষ্মীছেলের মত কথা যেমন নাম তেমনি তার গুণ । ভাল থাকুন এ কামনাই থাকল মনে ।

১১| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:৩৮

লক্ষ্মীছেলে বলেছেন: দুঃখিত, আপনার ফুলের ছবির ওখানে মন্তব্য করতে গিয়ে কোথায় করে ফেলেছি। আজকাল মাথাটা মনে হয় একেবারেই......... কিছু মনে করবেন না কবি। তবু ভালো যে এই কবিতা টি এই ভুলের কারনে পড়া হল। ভালো থাকুন কবি সব সময়............

২৮ শে মে, ২০১৬ রাত ৩:১৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । সমস্যা নেই দুটোই ফুল নিয়ে । ভাল থাকুন এ শুভকামনা থাকল নিরন্তর ।

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৮

খায়রুল আহসান বলেছেন: "ঝর্ণা বহে মনের অতলতলে" - কতই না গভীর এ ছোট্ট পংক্তিটির মর্মকথা!
কোন চোখের তারার ছলকানিতে আর যেন হৃদয়ে রক্তক্ষরণ না হয়!
কবিতায় ভাললাগা রেখে গেলাম।

১৫ ই জুন, ২০২২ ভোর ৫:২৮

ডঃ এম এ আলী বলেছেন:
আনেকদিন পুর্বের একটি লেখায় ভাললাগা
জানিয়ে যাওয়ায় ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.