নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
পুরা বিষয়টাই হয়ত বা ধারণা
মনে হয় কিছু একটা ত হবেই
হয় পেট ব্যাথা না হয় কুসংবাদ,
হয় মাথা ব্যথা নাহয় সল্তে পুড়া
নিভু নিভু হারিকেনের আলোই
চোখ পেদানো যন্ত্রনায় বই পড়া
কিংবা ঘুমন্ত আত্মার চটকানী বা
ফেটে যাওয়া হৃদয়ের জল বসন্ত
এসবের কিছু একটাতো হবেই ।
বলি তাই মনে মনে খুঁজে যাই
যে কারণে নীজেকেই ভুলে যাই
এটা কি আসলে সরলতাই নাকি
নিস্কাম মনের কোন জটিলতাই,
তবে বিছানায় শুয়ে মনে মনে
সংগোপনে স্মৃতির পাতা হাতরাই।
নীজেকেই মনে হয় বড় যাদুকর
অমি দৃশ্য হতে অদৃশ্য হতে পারি
পানিকে দুধ মনে করে খেতে পারি
মনে হয় সাত বছরে দুষ্ট ছিলাম
ষোল বছরে যুবরাজ হয়েছিলাম ।
তবে এখন জানালার কাছে দাঁড়িয়ে
পড়ন্ত বেলার রোদ্র দেখি তাকিয়ে
পারিনা হতে একাত্ম রোদের সাথে
কথনো মনে হয় হিংস্র কখনো স্নিগ্ধ
আর উঠোনের কোণে বেড়ে উঠা
জাম চারাটার ছায়ার কিনারায়
আমার ভাংগা লক্কর ঝক্কর মার্কা
সাইকেলের গ্যারেজের দেয়ালে
হেলান দিয়ে অন্ধকার নীলে বসে
পুরানো অংকের হিসাবটা মিলাই ।
নীজেকে শুধাই এই কি বিষন্নতারই শুরু
মহাকালের ভিতর দিয়ে হেটে যেতে যেতে
মনে হয় এটাই এখন উপযুক্ত সময়
বন্ধুদেকে গুডবাই বলে দেয়া আর
প্রথম জীবনের সুসময়ে ফিরে যাওয়া ।
ধারণা করি গতকালও আমি মনে করতাম
আমার ত্বকের গহীনে তখন আলো জ্বলত
তুমি কেটে চিরে দিলেও তা চকচক করত
কিন্তু আজ জীবনের ফুটপাথে দাঁড়িয়ে
আমার হাটুর চামড়ায় রক্ত ঝড়িয়ে
মনে হয় কেও যেন দুর হতে দাঁড়িয়ে
ফক ফকা দাতে হি হি করে হাসছে
মনে হয় এটাই ছিল মোর শেষ পরিনতি
ভাংগা সাইকেলে চরে হারাল জীবনের গতি ।
২| ৩০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
ঘটক কাজী সাহেব বলেছেন: বললেন না আপনার......। আসলে আমিই তো বোকা, না পড়েই ছবি দেখে, পড়ে আসি,
৩| ৩০ শে মে, ২০১৬ রাত ৮:০৩
ঘটক কাজী সাহেব বলেছেন: এইটা কি শুধুই কবিতা, নাকি ভাই বলেন না, উত্তর কেন দেন না, ওই পা! আপনি কি এখন সুস্থ, আরে ভাই কথা বলেন না কেন?
৩০ শে মে, ২০১৬ রাত ৮:১৪
ডঃ এম এ আলী বলেছেন: ভাংগা সাইকেলে চইরা উচানীচা রাস্তায় চইল্যা বুঝলেন ভাইয়া এই দশা । হেরা চায় ফেরারী, বিএম আর, প্রাডো, মার্সিডিস , রলস রয়েস কত যে তাদের চয়েস । আপনেই আইলেন বাকি সব দেখবেন রক্ত দেইখ্যা দিবে দৌড় । শেষ বেলায় আইস্যা ঘুইরা দেইখ্যা যাইএন হাচা কইলাম না মিছা কইলাম ।
অনেক অনেক ধন্যবাদ সমবেদনার জন্য ।
৪| ৩০ শে মে, ২০১৬ রাত ৮:১০
ঘটক কাজী সাহেব বলেছেন:
৩০ শে মে, ২০১৬ রাত ৮:২২
ডঃ এম এ আলী বলেছেন: চিন্তার কারণ নাই, খানিকটা বটে, সখের সাইকেল দিল বারটা বাজাই , বেস্ডিস কইরা দাওয়ায় বইসা কবিতাটি লেইখ্যা আল্লার রহমতে অহন ভালাই ।
অনেক ধন্যবাদ তালাশ নেয়ার জন্য ।
৫| ৩০ শে মে, ২০১৬ রাত ৮:১৯
ঘটক কাজী সাহেব বলেছেন: কখন হয়েছে এটা, তবে ওই পা.........। আপনি সুস্থ আছেন তো...
৩১ শে মে, ২০১৬ রাত ৮:৩৪
ডঃ এম এ আলী বলেছেন: ঘটকের ছাতা তো দেখি সত্যিই উড়ায়ে দিছে
৬| ৩০ শে মে, ২০১৬ রাত ৮:২২
ঘটক কাজী সাহেব বলেছেন: কেন যে ............
৭| ৩০ শে মে, ২০১৬ রাত ৮:২৭
ঘটক কাজী সাহেব বলেছেন: এটা কখন হয়েছে বললেন নাতো কিছু
৩০ শে মে, ২০১৬ রাত ৮:৪৪
ডঃ এম এ আলী বলেছেন: এই তো ভোর বেলা এটা নিয়ে যখন রাস্তায় চলা
আধা লেংটি একটা না দেখে আচমকা দিল দৌড়
পড়বেতো পর বেটি পরল এসে আমারি উপর
ধরাধরি করে বেন্ডিস করে রেখে এর ঘরের ভিতর
টেবলেট খেয়ে আল্লার রহমতে ভালাই লাগে এখন
অনেক ধন্যবাদ দেখে মোর প্রতি আপনার সংবেদন।
৮| ৩০ শে মে, ২০১৬ রাত ৮:২৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: হায় হায়.....! এমন এক্সিডেন্ট ...!! আল্লাহ আপনাকে খুব দ্রুত সুস্থ করে দিক। আমীন। । এখন কেমন আছেন। খুব খারাপ লাগছে দেখে।
৩০ শে মে, ২০১৬ রাত ৮:৪৫
ডঃ এম এ আলী বলেছেন: বিষয় সামান্য উপরের এক জবাবে দেয়া হয়েছে বিস্তারিত । আল্লার রহমতে পুরা সুস্থ । অনেক অনেক ধন্যবাদ দোয়ার জন্য ।
ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
৯| ৩০ শে মে, ২০১৬ রাত ৮:৫১
ঘটক কাজী সাহেব বলেছেন: দোয়া করি ভালো থাকুন কবি, সব............ সময়, শরীরে যত্ন নিতে ভুলবেন না যেন। কেন জানি মনটা ভালো লাগছে না, হয়তো ...। ঠিক মত ওষুধ খাবেন, আর......ভালো, অনেক ভালো থাকুন, আপনি অসুস্থ হয়তো এভাবে বসে না থেকে, বরং শুয়ে বিশ্রাম নিন। ব্লগিং তো কতই করতে পারবেন, সুস্থ হন আগে কবি... কতগুলি রক্ত গিয়েছে আপনার শরীর থেকে, দুধ খাবেন বেশি করে, আর লাল শাঁক, কাঁচা কলা, শিং মাছ, বাচ্চা কবুতর............ এগুলো খাবেন কিন্তু মনে করে। খুব ব্যাথা করছে না; বেশিক্ষণ বসে থেকেন না। ক্ষতি হতে পারে, সিগ্রই সুস্থ হয়ে যাবেন, খুব দোয়া .................................।।
১০| ৩০ শে মে, ২০১৬ রাত ৮:৫৬
ঘটক কাজী সাহেব বলেছেন: ছবিটা ...................................................।।
৩০ শে মে, ২০১৬ রাত ৯:২৭
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । ছবিটা একদিন থাকবে এর মধ্যে পট্টিখূলে ফেলা হবে । মেনুটা সুন্দর হয়েছে । যথারীতি সেবন চলছে । আপনার জন্যও কিছু পাঠালাম ।
১১| ৩০ শে মে, ২০১৬ রাত ৯:২৬
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । ছবিটা একদিন থাকবে এর মধ্যে পট্টিখূলে ফেলা হবে । মেনুটা সুন্দর হয়েছে । যথারীতি সেবন চলছে । আপনার জন্যও কিছু পাঠালাম ।
১২| ৩০ শে মে, ২০১৬ রাত ১০:০৪
নীলপরি বলেছেন: ভালো থাকুন , সুস্থ থাকুন ।
কবিতা ভালো হয়েছে ।
৩০ শে মে, ২০১৬ রাত ১০:২০
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ সাথে সুস্থ থাকার বাসনার জন্য কৃতজ্ঞতা রইল ।
আপনিও ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
১৩| ৩০ শে মে, ২০১৬ রাত ১০:৫২
কালনী নদী বলেছেন: নীজেকে শুধাই এই কি বিষন্নতারই শুরু
মহাকালের ভিতর দিয়ে হেটে যেতে যেতে
মনে হয় এটাই এখন উপযুক্ত সময়
বন্ধুদেকে গুডবাই বলে দেয়া আর
প্রথম জীবনের সুসময়ে ফিরে যাওয়া । সুন্দর হয়েছে !
আপনি একসিডেন্ট করেছেন?? হায় হায়!!! তারাতারি সুস্থ হয়ে ওঠেন আর কিছু দির রেস্ট নেন।
দুশ্চিন্তায় রাখলেন ভাইয়া।
আশা করি তারাতারি সুস্থ হয়ে ওঠবেন।
৩০ শে মে, ২০১৬ রাত ১১:৪২
ডঃ এম এ আলী বলেছেন: অতি সামান্য একটু টামরা ছড়ে গেছে । কোন সমস্যা নেই একটু পট্টি কয়টা টেবলেট ব্যাশ । খুবই সুস্থ আছি অাল্লার রহমতে তবে নতুন একটি অনুভুতি সাইকেল নিয়ে এর সাথে চোখ বুঝে কত কি মনে হয় তাই নিয়ে একটু খোটাখুটি করে দেখি এটাকে মোটামোটি একটা কবিতার মত দেখায়, ভাবলাম সামুর ভাইদের সাথে শেয়ার করি । এটা যে আমাতেই গড়াবে তা তখন বুঝতে পারিনি ।
যাহোক উৎকন্ঠা ও দোয়ার জন্য ধন্যবাদ ।
ভাল থাকুন এ শুভ কামনা রইল ।
১৪| ৩০ শে মে, ২০১৬ রাত ১১:৩২
লক্ষ্মীছেলে বলেছেন: পা সুস্থ হয়ে যাবে জলে আলে, ভালো থাকুন,
১৫| ৩০ শে মে, ২০১৬ রাত ১১:৩৮
ডঃ এম এ আলী বলেছেন: অতি সামান্য একটু টামরা ছড়ে গেছে । কোন সমস্যা নেই একটু পট্টি কয়টা টেবলেট ব্যাশ । খুবই সুস্থ আছি অাল্লার রহমতে তবে নতুন একটি অনুভুতি সাইকেল নিয়ে এর সাথে চোখ বুঝে কত কি মনে হয় তাই নিয়ে একটু খোটাখুটি করে দেখি এটাকে মোটামোটি একটা কবিতার মত দেখায়, ভাবলাম সামুর ভাইদের সাথে শেয়ার করি । এটা যে আমাতেই গড়াবে তা তখন বুঝতে পারিনি ।
যাহোক উৎকন্ঠা ও দোয়ার জন্য ধন্যবাদ ।
ভাল থাকুন এ শুভ কামনা রইল ।
১৬| ৩০ শে মে, ২০১৬ রাত ১১:৩৯
লক্ষ্মীছেলে বলেছেন: ঘটক সাহেব ঘাবড়ে গিয়েছিলেন মনে হয়, এত প্রশ্ন!! আমার পাগলিটা টিউবলাইট এই পড়ে বুঝে আর কি, দাগ টা......... দুঃখিত, পা টা নদীতে রেখে দিলে ভালো হয়ে যাবে ভাই,
৩০ শে মে, ২০১৬ রাত ১১:৪৬
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাই ভাল কথা কইছেন । নদীতেই যাব তবে পাগলিটারে সামাল দিয়েন আমার একটার জালায় পায়ের এই দশা ।
ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
১৭| ৩০ শে মে, ২০১৬ রাত ১১:৪৩
লক্ষ্মীছেলে বলেছেন: টামড়া কি ভাই
৩১ শে মে, ২০১৬ রাত ১২:১৭
ডঃ এম এ আলী বলেছেন: চামড়াটা ছিরে যাওয়ায় টামড়া হয়ে গেছে এই আরকি ।
১৮| ৩১ শে মে, ২০১৬ রাত ১২:৩৪
কল্লোল পথিক বলেছেন:
কবিতা ভালো হয়েছে।
দ্রুত সুস্থতা কামনা করছি।
৩১ শে মে, ২০১৬ রাত ১:০৪
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ পথিক ভাই । সুস্থতা কামনার জন্য কৃতজ্ঞতা জানাই ।
আপনিও ভাল থাকুন এ কামনা রইল ।
১৯| ৩১ শে মে, ২০১৬ সকাল ৯:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভাল লাগ
সুস্থ হোন তাড়াতাড়ি দোয়া করছি
৩১ শে মে, ২০১৬ দুপুর ১:০৮
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ দোয়া করার জন্য ।
২০| ৩১ শে মে, ২০১৬ দুপুর ১:৫৮
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
৩১ শে মে, ২০১৬ দুপুর ২:৪২
ডঃ এম এ আলী বলেছেন: দাদা সম্পুর্ণ সুস্থতা অনুভব করছি। সহানুভুতির অনেক ধন্যবাদ
২১| ৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
ঘটক কাজী সাহেব বলেছেন: পায়ের ছবিটা সঙ্গে নিতে চাই, যদি অনুমতি দেয়া হয় কবি।
২২| ৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
ঘটক কাজী সাহেব বলেছেন: অনুমতি নেই, নিলাম না।
২৩| ৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
ঘটক কাজী সাহেব বলেছেন: আর কই অপেক্ষা করলাম, কিছু তো ঝড় বৃষ্টি এখনো আইলনা ভাই কতক্ষণ আর বইসা থাকতে হবে মোকাবেলা করতে। পায়ের যত্ন নিবেন, ভালো থাকবেন, যেতে চাচ্ছি, আল্লাহ হাফেজ।
৩১ শে মে, ২০১৬ রাত ৮:৩৬
ডঃ এম এ আলী বলেছেন: শুধু পা কেন আমারে শুদ্ধা নিলেও কোন আপত্তি নাই । আমার পা একদম ভাল হয়ে গেছে এর মধ্যেতো আমি চুয়াডাংগার কার্পাশডাংগায় আপনার জ্ঞাতি কাজী নজরুল এর স্মৃতি দেখে এলাম ।
ভাল থাকুন এ কামনা থাকল
২৪| ৩১ শে মে, ২০১৬ রাত ৮:০৬
ডঃ এম এ আলী বলেছেন: শুধু পা কেন আমারে শুদ্ধা নিলেও কোন আপত্তি নাই । আমার পা একদম ভাল হয়ে গেছে এর মধ্যেতো আমি চুয়াডাংগার কার্পাশডাংগায় আপনার জ্ঞাতি কাজী নজরুল এর স্মৃতি দেখে এলাম ।
ভাল থাকুন এ কামনা থাকল
২৫| ৩১ শে মে, ২০১৬ রাত ৮:৪৮
ঘটক কাজী সাহেব বলেছেন: আমার জ্ঞাতি কাজী নজরুল মানে কি?
৩১ শে মে, ২০১৬ রাত ৯:০৮
ডঃ এম এ আলী বলেছেন: আপনার জ্ঞাতি মানে আপনিও কাজী তিনিও কাজী কবি নজরুল ইসলাম সেই হিসাবে এটা তো বুঝা খুব সহজ ছিল । কাজীই কাজীর জ্ঞাতি হবে এটাইতো প্রাথমিক ধারনা । ভুল হলে ক্ষ্যন্তি দিলাম ।
২৬| ০১ লা জুন, ২০১৬ রাত ২:৪৮
ঘটক কাজী সাহেব বলেছেন: বিদায়.........।।
২৭| ০৫ ই জুন, ২০১৬ রাত ১২:২৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: কবি কেমন আছেন এখন? অনেক দিন হয়ে গেল খোজ নিতে পারিনি।
০৫ ই জুন, ২০১৬ রাত ১২:৫৬
ডঃ এম এ আলী বলেছেন: আপনাদের দেয়ায় আল্লার রহমতে এখন সম্পুর্ণ সুস্থ । অনেক খুশি হলাম আমার প্রতি মহানুভুতি প্রকাশের জন্য ।
ভাল থাকুন এ শুভকামনা থাকল ।
২৮| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:২২
কবি হাফেজ আহমেদ বলেছেন: খুব খুশি হলাম সুখবর শুনে। শুভ কামনা রইল।
০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১১
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । শুভ কামনা থাকল
২৯| ০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ১২:২০
খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা, তৃতীয় স্তবকটা বেশি সুন্দর। + +
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
ঘটক কাজী সাহেব বলেছেন: পায়ে কি হয়েছে আপনার, রক্ত কেন???? জলদি বলুন,প্লিজ...