নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

অগ্নিদগ্ধ মেধাবী ছাত্রী আলমী’র জন্য আরোগ্য কামনা : ( কবিতাটি আলমী’কে উৎসর্গিত)

০১ লা জুন, ২০১৬ দুপুর ২:১২


সম্প্রতি
ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতাল
হয়েছে অপারগ
করতে চিকিৎসা
আগুনে দগ্ধ
ভিকারুন্নেসা’র
পিতৃহীন অনাথ
মেধাবী ছাত্রী
আলমী'কে ।

শঙ্কিত বজ্র নিপাত
জীবন না যায় জানি
আগুনে ঝলসে যাওয়া
ছোট্ট অগ্নিস্ফুলিংগ বালিকা
বলেছিল ডেকে উঠ রে
জেগে মানবতার পাখি
নিশি-প্রভাতের অরুনদয়ে
ঘন আঁধারের মিনারে সিটি
হসপিটাল নেয় তারে ডাকি ।

এদিকে সামুর পাতায়
গেম চেঞ্জার এর পোস্টে
বাজিছে শঙ্খ আরতি-ধ্বনি
সকলের তরে রাখিল আহবান
আলমী'র চিকিৎসার প্রয়োজনে
যার যার সাধ্যমত মেলে দিতে
সাহায্যের ডালাখানি ।

ঢাকা মেডিকেলের
মানবতাহীন নিপীড়ন-
উৎসবের পরে
আগুনে ঝলসে যাওয়া
আলমী'র নিশি অবসানে
পুড়া -আবরণ অপসারি
সিক্তশাখায় মেঘ-বাদলের ফাঁকে
আলমী এখন ঘন আবেসে
মনে মনে ডেকে বলে
ও গো সব সহায়তাকারী
তোমাদের সাহায্য সুষমা
আনতেছে মোর জীবনে
শীতলতার কুসুমাঙ্ক-বৃষ্টি
নিভিয়ে চলছে ঝলসে যাওয়া
মোর আধা পুড়া দেহখানি।

নিত্যই জানছি
গেম চেঞ্জারের
নিয়মিত আপডেটে
আলমী আছে উৎকন্ঠায়
আবার কি পারবে আসতে ফিরে
ভিকারুন্নেছার সবুজ মাঠে
নিয়ে মসৃন সুস্থ সতেজ
আগের সে দেহ খানি।

এ দু:সময়ে
সিটি হসপিটালের
বেডে থাকা আলমী'কে
অকুন্ঠ চিত্তে জানাতে চাই
তার পরে শত শত মানুষের
রয়েছে সযত্ন আবেগ
সকরুন সহানুভুতি
সেসাথে তার সুস্থ
সুন্দর জীবনের
জন্য আকুতি ।

মন্তব্য ১৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:০৮

বিজন রয় বলেছেন: মানবিক মূল্যবোধের কবিতা!!
++++

আলমীর জন্য শুভকামনা।

০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:২৫

ডঃ এম এ আলী বলেছেন: দাদা অনেক ধন্যবাদ। আলমীর জন্য শুভকামনা বিধাতার দয়ায় নিশ্চয় পৌঁছিবে তার কাছে ।

২| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:১০

প্রামানিক বলেছেন: আলমী'র সুস্থ জীবন কামনা করি

০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৩৪

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । আমাদের মেধাবী আলামী, যে এখন কাতরাচ্ছে হসপিটালের বেডে তার জন্য সুস্থ জীবন কামনা সে যে আপনারই মহত্বতা । আপনার সাথে সাথে আমরাও তার সুস্থ জীবন কামনা করছি ।

ভাল থাকুন এ কামনা থাকল ।

৩| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
আলমীর সুস্থতা কামনা করছি

০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: আলমীর সুস্থতা কামনা করার জন্য অনেক ধন্যবাদ ।

৪| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:০৪

কল্লোল পথিক বলেছেন:



সুন্দর কবিতা।
কবিতায় ++++++++++++

০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:১০

ডঃ এম এ আলী বলেছেন: অনেক খুশী হয়েছি দাদার মধুমাখা কথা শুনে ।

ভাল থাকার শুভকামনা থাকল ।

৫| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৫:১৯

দেবজ্যোতিকাজল বলেছেন: আর কি এ সমস্যা চলবেই......সমাজ বেহাতে চলে যাচ্ছে

০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

ডঃ এম এ আলী বলেছেন: এটাই তো উৎকন্ঠার বিষয় । ভাল লাগল দাদাকে এখানে পেয়ে । ভাল থাকার শুভ কামনা থাকল ।

৬| ০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

গেম চেঞ্জার বলেছেন: চমৎকার লিখেছেন!! অনেক শুভকামনা রইলো আপনার জন্য!

০১ লা জুন, ২০১৬ রাত ৮:২৭

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । আপনার প্রতিও রইল অনেক শুভকামনা সে সাথে পিতৃহীন অগ্নিদগ্ধ মেয়েটির কল্যানে মানবিকতা নিয়ে একটি গুরুত্বপুর্ণ কর্মপ্রয়াস চালানোর জন্য রইল অকৃত্রিম অভিনন্দন ।

৭| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৮

কালনী নদী বলেছেন: নিত্যই জানছি
গেম চেঞ্জারের
নিয়মিত আপডেটে
আলমী আছে উৎকন্ঠায়
আবার কি পারবে আসতে ফিরে
ভিকারুন্নেছার সবুজ মাঠে
নিয়ে মসৃন সুস্থ সতেজ
আগের সে দেহ খানি।

গেম চেন্জার ভাই ও আপনার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাই কবি সাথে সাথে আলমী-র আরোগ্যের জন্যও দোয়া করি। আল্লাহ আপনাদের সহায় হোন।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: আল্লাহ সকলের দোয়া কবুল করুন এ প্রার্থনাই করছি । আপনাকে অশেষ ধন্যবাদ ।

৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আলমীর শারীরিক অবস্থা এখন কেমন?

৯| ০৫ ই মার্চ, ২০২২ সকাল ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: কবিতায় ব্যক্ত মানবিক আবেদন অন্তর স্পর্শ করে গেল!
আলমী'র ব্যাপারে আর কোন আপডেট কি জানতে পেরেছিলেন? তিনি কি পড়াশুনায় ফিরে আসতে পেরেছিলেন?
কবিতায় ষষ্ঠ ভাললাগা। + +

০৬ ই মার্চ, ২০২২ রাত ২:০২

ডঃ এম এ আলী বলেছেন:


কবিতায় ব্যক্ত মানবিক আবেদন অন্তর
স্পর্শ করে গেছে শুনে প্রীত হলাম ।
প্রচন্ড ব্যক পেইনএ ভোগছি ।
আমার জন্য দোয়া করবেন ।
শুভ কামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.