নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

রীতির প্রয়োগ রীতি.............

০৩ রা জুন, ২০১৬ সকাল ৮:৫১


রীতির প্রয়োগ পদ্ধতি কত যে তার বিশেষ বিশেষ নাম
কোনটা বিশেষ্য কোনটা ক্রিয়া কোনটা আবার সর্বনাম
কোন জায়গায় রীতি কখনো বা ধারা কখনো বা প্রকার
কখনো রুপ ধরে পদ্ধতি কখনো বা বনে যায় আকার ।

রীতিটা হয়ে যায় ক্ষেত্র বিশেষে শৈলী কখনো বা ধরন
কখনোবা রচনাশৈলী কখনোবা রূপ ধরে হয়ে যায় ভঙ্গি
অনেক ক্ষেত্রে রীতি নাম ধরে হয় প্রথা কিংবা আচার
বেশী আদর করে অনেক সময় রীতিকে বলে দেশাচার।

রাগান্বিত হলে রীতিকে বলে এটা নয় চলন সাথে আরো
বলে চলনকে করবেনা অভ্যাস কিংবা চর্চায় প্রতিপালন
ভাল হওয়ার কালে রীতিকে বলে করবে তা অনুশীলন ।

রীতিকে যখন করতে চায় তন্ত্র প্রনালী কিংবা নিয়ম শৃঙ্খল
রীতিকে বাধে তখন আদেশে ক্রম কিংবা অনুক্রমে তবে
রীতিকে ফর্মে নেয়ার কালে বলে একে গঠন কিংবা আকার
যখন যেমন বিবেচনায় এর আকৃতি বা রূপ বদলায় বার বার।

যে সময় রীতিকে করতে চায় ব্যক্তিগত পর্যায় তখন বলে
তাকে শারিরিক ধাত মানসিক ধাত অভ্যাস কিংবা বৈশিষ্ট
আবার রীতিকে করতে চাইলে আপন সুবিধামত ব্যাবহার
এর সাথে জড়িয়ে দেয় প্রযুক্তি পদ্ধতি করণীয় ও পরিহার।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৬ সকাল ১১:৫০

সোজোন বাদিয়া বলেছেন: আইডিয়াগুলো সুন্দর, তবে কিছুটা দুর্বোধ্য মনে হচ্ছে। অবশ্য সেটা আমার ক্ষমতার অভাবও হতে পারে। ভাল প্রচেষ্টা, ভাল থাকুন।

০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: রীতি যেহেতু বিবিধ পদ্ধতির সমাহার সেজন্য এটা সর্বদাই একটু দুর্বোধ্য । কখন যে কাকে কোন রীতিতে ধরবে ছাড়বে সেটা বুজা বড় দায় দেখেন না বিবিধ কতৃপক্ষের বিবিধ ধরণের রীতির প্রয়োগ । রীতিতে কেও পায় মৃত্যুদন্ড কেও পায় খালাশ । আশা করি এবার কিছুটা বোধে আসবে । ভুল বলছেন আপনার ক্ষমতার মোটেও অভাব নেই ক্ষমতা আছে বলেই এই ছোট্ট লিখাটি পাঠ করে মন্তব্যের ঘর অবদি পৌঁছেছেন অন্যথায় এটা স্কিপ করে নামী দামী জনপ্রিয় পোষ্টগুলিতে সময় দিতেন ।

অনেক ধন্যবাদ মুল্যবান মন্তব্যের জন্য ।

২| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:৩৪

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:৫০

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ দাদা । ধারনা ছিল রীতি পাবেনা কারো প্রিতি , সে বদনাম ঘুচে গেল পেয়ে সম্প্রিতি । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

৩| ০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর বলান জন্য ।

৪| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:৫৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ক্ষেত্রে রীতি নাম ধরে হয় প্রথা কিংবা আচার
বেশী আদর করে অনেক সময় রীতিকে বলে দেশাচার।
- বেশ বলেছেন। সাথে চিত্রযোগ করে আকর্ষণীয় করেছেন।

০৩ রা জুন, ২০১৬ রাত ১০:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় । এখানে আপনাকে পেয়ে হয়েছি অনুপ্রানিত । ভাল থাকার শুভকামনা থাকল ।

৫| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৬

কালনী নদী বলেছেন: রাগান্বিত হলে রীতিকে বলে এটা নয় চলন সাথে আরো
বলে চলনকে করবেনা অভ্যাস কিংবা চর্চায় প্রতিপালন
ভাল হওয়ার কালে রীতিকে বলে করবে তা অনুশীলন ।

বাহ রীতি নীতির অনুশীলন অসাধারন লেখনীতে প্রকাশ পেয়েছে।
প্রিয়তে!@!

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ অসাধারণ মন্তব্যের জন্য । ভাল থাকার শুভ কামনা থাকল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.