নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

শেষের কবিতার প্রথম পর্ব ......................

০৩ রা জুন, ২০১৬ রাত ১১:১৩


কবির জগতটা ক্রমেই হতেছে ছোট থেকে ছোট
বলা হয়েছিল কবিতা লিখা হবে আর মাত্র দুটো
ভালইতো হল সময়টা পেনসিল আর্টে দেয়া গেল
দুটোর মধ্যে ইতোমধ্যে একটি লিখাও হয়ে গেল ।

সকালে ইথারে ভেসে আসা একটি ছোট্ট কথা হুম
অবলিলায় কেরে নিতে পারে শত সহয্র রজনীর ঘুম
অযথাই খুঁজে ফেরা যথায় হত দেখা সকাল সন্ধায়
গুরু বাক্য করে শিরোধার্য্য সে আর আসেনা তথায়।

বিষয়টা আবার জানাজানি হয়ে গেল সকল জায়গায়
তাই পিছনের সব কলকাঠিগুলো যতি টানল এ যাত্রায়
আমারো লিখিতব্য কবিতার মধ্যে এক পর্ব হলো শেষ
জানিনা কবিতাটির দ্বিতীয় পর্বে কখন যে হবে প্রবেশ ।

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৬ রাত ১১:২১

বিজন রয় বলেছেন: কবিতার ২য় পর্ব আমার জন্য থাক, মৃত্যুর আগে কিংবা পরে।
+++

০৩ রা জুন, ২০১৬ রাত ১১:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: দাদা শর্তটি কি একটু বেশী কঠিন হয়ে গেলনা । এখন তো আমিও ভাবতেছি এটা কখন লিখা হবে মৃত্যুর আগে না পরে । তবে এটা ঠিক পর্বটা লিখা হবে বসে এখানে না হয় সেখানে এবং দেখাও হবে তদ্রুপ ।
ভাল থাকুন এ কামনা থাকল ।

২| ০৩ রা জুন, ২০১৬ রাত ১১:২২

বিজন রয় বলেছেন: প্রথম মন্তব্য করলাম বলে আবার মনে করবেন না যে কবিতা পড়িনি।
মাইন্ড করবেন না আবার।

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:০৯

ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটির যা আকার তা পড়ার জন্য আধা মিনিটের বেশী সময় লাগার কথা না । সে হিসাবে এই সময়ের মধ্যে এটাকে ২ বার পড়া যায় । একটি পোস্টে মন্তব্যের গতি নিয়ে লিখায় আপনাকে নিয়ে ঘাটাঘাটি করতে দেখে লিখায় অামার মন্তব্যের উপর পোষ্ট লিখক এক হাত নিয়েছেন আমায় । এখন আপনেও যদি বলেন তাই, তাহলে কোথাই যাই । সে মন্তব্য দৃষ্টিগোচর না হয়ে থাকলে অনুরোধ থাকল একটু ঘুরে আসুন তথায় ।

অনেক ধন্যবাদ শ্রদ্বেয় । আপনার হাতে প্রথম মন্তব্য সে যে আমার পরম সৌভাগ্য ।

৩| ০৩ রা জুন, ২০১৬ রাত ১১:২৩

মাহাবুবা মিম বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:১১

ডঃ এম এ আলী বলেছেন: অনেক খুশী হয়েছি কবিতা ভাল লেগেছে শুনে । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

৪| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:২৯

বিজন রয় বলেছেন: কিছু অদক্ষ ও অযোগ্য ব্লগার যাদের কোন যোগ্যতাই নেই পরনিন্দা ছাড়া তারা ব্লগে নানা কথা ছড়িয়ে বেড়াচ্ছে, তাই ওকথা বলেছি।

আশাকরি ভালভাবে নিবেন।

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: আরে দাদা কি যে বলেন আমি বুঝতে পেরেছি আপনি মনের অনেক কস্ট থেকে সে কথা বলেছেন । জনৈক ঐ পোস্টের লিখাটি আমাকেও ব্যথিত করেছিল । তাই প্রথমে অতি বিনয়ে বিভিন্ন কথায় বুঝিয়ে দিতে চেয়েছিলাম । প্রথমে তার প্রোফাইল দেখেনি । তার প্রতিউত্তর পাওয়ার পরে তার প্রফাইল দেখে সব কিছু পরিস্কার হয়ে যায় । দেখলাম তার প্রতি উত্তরেরর জবাব দেয়াটাই বেহুদা হবে । আমিতো খারাপভাবে নিইনি গোরাতেই খুব ভালভাবে নিয়েছি ।

অনেক অনেক ধন্যবাদ থাকল শ্রদ্ধেয় ।
ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

৫| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৯

কালনী নদী বলেছেন: বিষয়টা আবার জানাজানি হয়ে গেল সকল জায়গায়
তাই পিছনের সব কলকাঠিগুলো যতি টানল এ যাত্রায়
আমারো লিখিতব্য কবিতার মধ্যে এক পর্ব হলো শেষ
জানিনা কবিতাটির দ্বিতীয় পর্বে কখন যে হবে প্রবেশ ।
বাহ:!!!

দ্বিতীয় পর্বের অপেক্ষায় লেখাটি প্রিয়তে সংগ্রহে রাখলাম সাথে সাথে আপনার লেখা চলুক অবিরত এই দোয়া রইল ভাই।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: ভাই এর বচন শিরোধার্য লিখা যতখানি পারি চালিয়ে যাব । ভাল থাকুন এ কামনা করি ।

৬| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালই হাহাহাহাহ

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:০০

ডঃ এম এ আলী বলেছেন: জানতাম কবিতার কপালে কারো না কারো ভাল লাগার একরাস হাহাহাহাহা জোটবে । কবিতার প্রাপ্তি হলো পুর্ণ , ধন্যবাদ দেয়া হলো ফর যথাযথ মুল্যায়ন ।

৭| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

কালনী নদী বলেছেন: আপনার চলা হোক অবিরত!

১২ ই জুন, ২০১৬ রাত ৮:৩২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ উইথ দু:খ প্রকাশ ফর বিলম্বিত জবাব।
আশা করি চলা হবে অবিরত।
ভাল থাকার শুভ কামনা থাকল ।

৮| ১২ ই জুন, ২০১৬ রাত ৮:৩৭

বিজন রয় বলেছেন: সেই অপদার্থ ব্লগারের খবর কি?

১২ ই জুন, ২০১৬ রাত ১০:৩৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ দাদা । ঐ ব্লগারের আর কোন খবর নিতে রুচিতে ধরেনি । তাই খবর নেয়া হয়নি আর ।

৯| ১২ ই জুন, ২০১৬ রাত ১০:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ দাদা । ঐ ব্লগারের আর কোন খবর নিতে রুচিতে ধরেনি । তাই খবর নেয়া হয়নি আর ।

১০| ১২ ই জুন, ২০১৬ রাত ১০:৪২

বিজন রয় বলেছেন: কিন্তু আমি ওকে এমনিতেই ছেড়ে দিব না। ওর শেষ দৌড় আমি দেখে নিব। সাথে আরো দুইটা আছে।

১২ ই জুন, ২০১৬ রাত ১১:২৩

ডঃ এম এ আলী বলেছেন: তাহলে তো দাদার সাথে থাকতেই হয় , অাছি সাথে দাদা তুমি এগিয়ে চল ।

১১| ২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৪

খায়রুল আহসান বলেছেন: ছন্দে ছন্দে কবিতাখানি লিখেছেন বেশ,
শেষ হয়েও যেন কবিতাটি হলোনা শেষ,
মনোমাঝে রেখে গেল ভাললাগার রেশ,
কবিকে জানাই তাই শুভেচ্ছা অনিঃশেষ।

১৬ ই মে, ২০২২ রাত ১:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:


ছন্দে ছন্দে লেখা মন্তব্যটিউ হয়েছে অপরুপ ।
ভাল থাকার শুভ কামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.