নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

বন্ধু অবহেলা জোড়া লাগানোর জন্য কি করতে পারতাম ? ( বিপরিত চিন্তা )

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:০৩


ভাবছি বলেছিই টা কি
কিংবা করছিই টা কি
যা ওর খারাপ লাগছে
বুঝার চেষ্টা করিনা কেন একটু
কিংবা ভেবেই দেখছিনা কেন
কি কারণে খারাপ লাগতে পারে ওর ।

সে যদি জেদ ধরেই বসে থাকে তাহলে
আমিই বা কেন কঠোর হচ্ছিনা একটু
সে যদি অনুভূতির তোয়াক্কা নাই বা করে
আমিও বা কেন দূরত্ব টা রাখছিনা বজায়।

ভাবছিনা কেন কারণটা
ফোনটাই বা কেন ধরছেনা
ফেবুটাই বা কেন রেখেছে ব্লক করে
টেক্সট বা ইমেইল তো পাঠাতেপারতাম
জানছিনা কেন কারণটা এ ভাবেও ।

কথা যদি বলতে নাই চায়
কয়টা দিন সময়ই বা কেন দিলাম না
অপেক্ষা না করে বিরক্তিই বা কেন করলাম
বিরক্তি না করে অপেক্ষাটা করলে
সে হয়ত এমনিতে নীজের থেকেই
যোগাযোগটা করতে পারত ।

রাগ আর বিরক্তিটা কেনই বা দিলাম ধরিয়ে
তার সাথে তো নরম সুরেই কথাটা বলতে পারতাম
ওয়াল পোস্টে ছোট একট মেসেজওতো দিতে পারতাম
এই সহজ কাজটাও কেন করলামনা ।

দুজনের সম্পর্কটা বুঝে, দৃষ্টিভঙ্গিটাও জানে
সহজে জোড়া লাগাতে পারত
এমন কারো সাহায্যও তো নিতে পারতাম
তাওতো করি নাই ।

সম্পর্কটা গুরুত্বপুর্ণ জেনেও ক্ষমা চেয়ে
সম্পর্কটা সহজ করে কেন নিলাম না
এত সব ভাবনাই তো ভাবছি এখন
সরি নামের সহজ কথাটাও বললামনা
এতে চিঁড়ে না ভিজলেও আমার দিক
হতে পরিস্কার তো থাকতে পারতাম ।

কোন কিছু কাজ করেনি বলে
মাথা থেকে চিন্তাটাই বা
কেন সহজে নামালাম না
এটা চিন্তা করতে থাকলে
অযথা ট্রেসটাও যে বাড়ে
এটাও কেন মানলাম না
তার মানে এই না যে
সম্পর্কটা জোড়া
লাগাতেই চাইনা ।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:১৩

প্রামানিক বলেছেন: সুন্দর কথামালা। ধন্যবাদ

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:২৬

ডঃ এম এ আলী বলেছেন: ছন্দের যাদুকরের কাছ হতে সুন্দর শুনা, এর থেকে আনন্দের কথা কি আর হতে পারে অনেক ধন্যবাদ । অনুরোধকৃত ছড়াটা দেখার বড় সাধ ছিল পরামর্শদাতারাই ভাসাইতাছে ডুবাইতাছে দেশটারে ।
অনেক ভাল থাকার শুভ কামনা থ্কল ।

২| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৩৯

কাশফুল মন (আহমদ) বলেছেন: দারুণ

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:০২

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ ।

৩| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৩৩

বিজন রয় বলেছেন: উপরে দুজন বলেছেন.........

সুন্দর কথামালা। ধন্যবাদ।

দারুণ

আমি ওরকম বললে তারা দোষ মনে করে।
তার মানে কি?

যাহোক..............
এই কবিতা নিয়ে বলি........ বন্ধুত্ব হলে অবন্ধুতা আসবে।

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: দাদার মনে যে ব্যথা দিয়েছে তাকে বিভিন্ন জায়গায় ধোয়া হচ্ছে দেখতে পাচ্ছি । কবি গুরু তার ভাষা ও ছন্দে শেষ চরণে বলেছেন কবি তুমি যা রচিবে তা সব সত্য জেনো । সেরকম আপনার গুটি কয়েক শব্দে লিখা কথামালা যায় যে বলে অনেক কথাই সে কথা সহজে যায় যে বুঝা ।
এ কবিতা সম্পে্র্কে আপনার শেষ কথাটি চরম সত্য বন্ধুত্ব হলে অবন্ধুতা আসবে।

ভাল থাকুন অজস্র ব্লগারের শুভ কামনা অাছে তব সাথে ।

৪| ০৫ ই জুন, ২০১৬ রাত ১২:০৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ। এগিয়ে যান প্রিয় কবি। শুভ কামনা।

০৫ ই জুন, ২০১৬ রাত ১২:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: অনেক খুশী হয়েছি কবি ভাই আপনাকে এখানে পেয়ে । কেন জানি মনটা খুঁজে সর্বদাই প্রিয় ভাইটিকে । আপনার শুভ কামনা সবসময়ই আমার সাথে থাকবে, এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে সতত । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

৫| ০৫ ই জুন, ২০১৬ রাত ১:১৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল ¡ বেশ ভাল

০৫ ই জুন, ২০১৬ রাত ২:৩১

ডঃ এম এ আলী বলেছেন: মোটাফ্রেমের চশমার ফাকগলে প্রতিভাদিপ্ত চোখ দুটি দিয়ে দেখা কবিতাটি বেশ ভাল হয়েছে শুনে খুব খুশী হয়েছি ।

ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

৬| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৭

কালনী নদী বলেছেন: ভাই আমার বর্তমান প্রেক্ষাপটের সাথে আপনার কবিতার অনেক মিল, তাই মন্তব্য করতে সঙ্কোচ বোধ করছি সাথে নষ্ঠালজিক।

আশা করি ভালো আছেন।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভাবছিলাম হারাল কোথায় আবার, অনেক বন্ধুই তো হারায় আর করে অবহেলা । যাহোক খুশী হলাম পেয়ে হেথায় । দোয়া করি কারো অবস্থা যেন মিলে না যায় এ কবিতার সাথে, কেও যেন না পায় বন্ধু অবহেলা ।

ভাল আছি ভাল থাকুন রইল এ কামনা ।

৭| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ

৮| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:




বাংগালীদের বিরাট সময় হারিয়ে যায় মানে-অভিমানে, অনেক সময় দরকার খুঁজিতে সমাধান।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৭

ডঃ এম এ আলী বলেছেন: কতদিন ধরে তব ব্লগে দেখে কিছু কদাকার , চোখের জলে নাকের জলে হয়েছিল একাকার । খুশী হলাম এই জেনে এসেছেন এখানে । কবিতাটি পেল এক গতি হয়তবা এনে দিবে অভিমানের যতি :
দুজনের সম্পর্কটা বুঝে, দৃষ্টিভঙ্গিটাও জানে
সহজে জোড়া লাগাতে পারত
এমন কারো সাহায্যও তো নিতে পারতাম
তাওতো করি নাই ।

তৃতীয় কেওতো আসেনি এগিয়ে এতদিন
দেখা যাক হলো কি সমাধান
জানাব পরের বারতায়
যদি সে সুযোগ পাই ।
ভাল থাকার কামনা থাকল ।

৯| ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৩

রিপি বলেছেন: এটা কি পড়লাম! কবিতা নাকি গল্প।!! হা হা।
সময় থাকতে সাধন না করিলে এমনি হয়।

০৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: অবহেলায় কি মাথা ঠিক থাকে , এটা কি গল্প না কবিতা তা বিচারের ক্ষমতা কি তখন থাকে । তবে এটা ঠিক সময় থাকতে সাধন না করিলে এমন হয় , তবে সময় থাকা কালে যে এমন হবে তাত গাধাটা বুঝতে পারে নাই তখন ।

অনেক ধন্যবাদ অবহেলা ভুলে যে আসা হয়েছে এখানে ।

১০| ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৮

রিপি বলেছেন: আশা করছি গাধাটা এখন শিয়ালপন্ডিত হয়ে গেছে। ;)
নাহ একদম অবহেলা না। এটা আমার অভিমত।
কবির জন্য শুভেচ্ছা রেখে গেলাম। :)

০৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:১১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । বুঝেছি সেটা ছিল অভিমত তবে অভিমতের সাথে একমত । শুভেচ্ছা সাদরে গৃহীত ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

১১| ০৩ রা মে, ২০২২ সকাল ১০:১৩

খায়রুল আহসান বলেছেন: গতস্য শোচনা নাস্তি!

০৭ ই মে, ২০২২ রাত ৩:০৩

ডঃ এম এ আলী বলেছেন:



নবরত্নমালায় গতস্য শোচনা নাস্তি
নিয়ে সতেন্দ্রনাথ ঠাকুর লিখেছেন -

কৃতস্য করণং নাস্তি মৃতস্য মরণং তথা,
গতস্য শোচনা নাস্তি হ্যেতদ্বেদবিদাং মতং ।

কৃতের করণ নাই, মৃতের নাহি মরণ,
'গতস্য শোচনা নাস্তি’-শাস্ত্রের বচন ।

অনেক পুরাতন একটি লেখা পাঠের জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.