| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ডঃ এম এ আলী
	সাধারণ পাঠক ও লেখক

রাত ভর জেগে জেগে স্বপ্ন দেখি
সে সব  স্বপ্ন নিয়ে কবিতা লিখি
ভোর লগনে সেখানে দিয়ে আসি
ঘুম ভাঙলে আবার সে গুলি মুছি।
মুখে নিয়ে সদা আনন্দময় হাসি
সকলকে কাছে ডেকে বলে আসি
করিও ক্ষমা হয়েছে যে মহা ভুল
স্বপ্নটুকু সত্য ছিল লিখাটাই ভুল । 
জানলনা কেহ বুঝলনা কোন কিছু 
কি ছিল কবিতায় কোথায় সে ভুল
যে বুঝিল সে কহিলনা কোন কিছু
রেখে যাওয়া চিহ্ন গেল পিছু পিছু।
রাতজাগা পাখী  স্বপ্ন দেখেনা আর
স্বপ্নময়ি এসে ফিরে যায় বার বার 
লেপটপ কুলে পিঠে বালিস ঠেলে
হাত খুলে কবিতা লেখা যায় ভুলে।
আত্মা নিজেকেই হয়ত একাকিত্বে পায়
অন্ধকার রাত্রে নির্জন সমাধিক্ষেত্রে যায়   
চেতনার গভীরে কিছু কবিতা উঁকি মারে 
বাকিসব অজানা গোপনীয়তায় রূপান্তরে।
নির্জনে সেকবিতাগুলি একাকিত্বে হারায়
মৃত ব্যক্তির আত্মার ন্যয় শিয়রে দাঁড়ায়
তিমিরাচ্ছন্ন  আঁধারে কবিতার মৃত্যুতেও
ভোরের আলোতে সে আবার জীবন্তই হয়।
বিধাতার দান নিশ্বাস  বয়ে  যায় প্রাণে 
পাহাড়ের উপর ঝুলে থাকা  শিলাখন্ড
হাত ছানি দিয়ে ডাকে  ওগো  কবিবর
শীঘ্র এসে হাত ধরে হয় যাও সহোদর । 
উর্দ্ধ  হতে আসা কবিতা উর্দ্ধেই যায় চলে
যেথায় জন্ম তার সেথায় গিয়ে পড়ে ডলে
মাঝের সময়টুকু জীবনাচারের নির্মমতায়
বাঁধনে থাকা সাথিহারা বেদনায় কাতরায়।
 
১৭ ই জুন, ২০১৬  সকাল ৯:০৪
ডঃ এম এ আলী বলেছেন: বুঝে ফেলেছেন !!! আপুমনি  মনে হয় পাহাড়ের কাছাকাছি ছিল তাই খুব তারাতারি পেয়ে গেছে । ভাল লাগল কাছে পেয়ে । 
ভাল থাকার শুভ কামনা রইল  ।
২| 
১৭ ই জুন, ২০১৬  সকাল ৯:০৮
শায়মা বলেছেন: পাহাড় না আমি তো আকাশেই থাকি।![]()
 
১৭ ই জুন, ২০১৬  সকাল ৯:৫০
ডঃ এম এ আলী বলেছেন: শুনেছি হিমালয় পাহাড়টা নাকি আকাশকে ছাড়িয়ে গেছে । এর পরের বার কবিতাকে নিয়ে মেঘদুত হয়ে আকাশে উড়ব সেখানে গিয়ে আপুমনিকে ধরব । মেঘদুত নিয়ে গতকাল ভোরে আকাশে উড়েছিলাম । রমজানে মেঘদুত কাহিল হয়ে যাওয়ায় বিশ্রাম দেয়ার জন্য বেলা বারার সাথে সাথে তাকে উঠায়ে নিয়ে এসেছি । 
অনেক ধন্যবাদ আবার আসার জন্য
৩| 
১৭ ই জুন, ২০১৬  সকাল ৯:৩৬
কল্লোল পথিক বলেছেন: 
সকালবেলা সুন্দর একটা কবিতা পড়লাম।
 
১৭ ই জুন, ২০১৬  সকাল ৯:৪৯
ডঃ এম এ আলী বলেছেন: পথিক ভাই অনেক ধন্যবাদ ।  কবিতারা আমাকে ডাকছে পাহাড়ে, সায়মা আপু আকাশেই নাকি থাকে আপনাকে কোথায় পাওয়া যাবে !!! ।
অনেক ভাল থাকার শুভ কামনা থাকল ।
৪| 
১৭ ই জুন, ২০১৬  সকাল ৯:৫১
শায়মা বলেছেন: মেঘদূতের সাথে যমদূতের লড়াই বাঁধিয়ে দেবো ভাইয়া! কারণ আই লিভ উইথ যমদূত! 
 
 ![]()
 
১৭ ই জুন, ২০১৬  সকাল ১০:০৩
ডঃ এম এ আলী বলেছেন: মেঘদূতের সাথে বিদ্যুৎপ্রিয়াও থাকবে পিছনে থাকবে ইন্দ্রজিৎ যমদূতের বারটা বাজায়ে দিবে ।  ![]()
৫| 
১৭ ই জুন, ২০১৬  সকাল ১০:১২
সুমন কর বলেছেন: চমৎকার লাগল।
 
১৭ ই জুন, ২০১৬  বিকাল ৩:৫০
ডঃ এম এ আলী বলেছেন: খুব খুশি হয়েছি  চমৎকার হয়েছে শুনে
অনেক আনেক ধন্যবাদ সেসাথে 
থাকল ভাল থাকার শুভকামনা।
৬| 
১৭ ই জুন, ২০১৬  সকাল ১০:১৮
শায়মা বলেছেন: এহ!!!!!!!!!!!!!!
সব কয়টারে আমি একাই সাবাড় করে ফেলবো। নো নিড যমদূতও!!!!!!!!! 
 
 ![]()
 
১৭ ই জুন, ২০১৬  বিকাল ৪:০২
ডঃ এম এ আলী বলেছেন: তোমার হাতে মেঘদূত 
এবার আনন্দের সহিত 
সাবাড় হতে রাজী আছে 
সহাস্যে আরো  বলেছে : 
এনেছে  সে সাথে করে এক মৃত্যুহীন প্রাণ
মরনের পরে  তা তোমায় করে যাবে দান।
৭| 
১৭ ই জুন, ২০১৬  সকাল ১০:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা। ভাল থাকুন
 
১৭ ই জুন, ২০১৬  বিকাল ৪:০৪
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ভাল লাগার জন্য ধন্যবাদ ।
ভাল থাকার শুভেচ্ছা গ্রহণ ও প্রেরণ
করা হল একি সাথে ।
৮| 
১৭ ই জুন, ২০১৬  সকাল ১১:২১
নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো । ++
 
১৭ ই জুন, ২০১৬  বিকাল ৪:০৮
ডঃ এম এ আলী বলেছেন: খুব খুশী হলাম কবিতাটি সুন্দর হয়েছে জেনে
প্রাণডালা শুভেচ্ছা রইল  সাথে
ভাল থাকার শুভকামনা ।
৯| 
১৭ ই জুন, ২০১৬  দুপুর ১২:২৫
চাঁদগাজী বলেছেন: 
কবিতা মানুষের হৃদয়ের অনুভুতির কাব্যিক প্রকাশ, মানুষের মাঝেই আছে চিরকাল।
 
১৭ ই জুন, ২০১৬  বিকাল ৪:২৩
ডঃ এম এ আলী বলেছেন: যতার্থই বলেছেন কবিতাতো হৃদয়ের অনুভুতি হতেই আসার কথা । হৃদয়ের বাহির হতে সুন্দর সুন্দর কথা এনে জোড়া দিয়ে দেখতে ও পাঠে সুন্দর অনুপম কবিতার মাঝে অনেক সময় হৃদয়ের অনুভুতির কনসিসটেন্ট প্রকাশ পাওয়া যায়না, তবে সে সব কবিতার অনেক ভিতরে থাকে নির্যাস , বেশ কষ্ট করে নীজের মনের মাধুরী মিশিয়ে তা অনুভব করা যায় বৈকি । 
অনেক ধন্যবাদ কবিতাটি পাঠের জন্য ।
ভাল থাকার শুভেচ্ছা রইল ।
১০| 
১৭ ই জুন, ২০১৬  রাত ৮:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: উর্ধ হতে আসা কবিতা উর্ধেই চলে যায়
যেথায় জম্ম তার সেথায় গিয়ে মিশে রয়
মাঝের সময়টুকু জীবনাচারের নির্মমতায়
বাঁধনে থাকা সাথিহারা বেদনায় কাতরায় । 
বাহ। বেশ গভীর ভাবনা। ভাল লাগল।
 
১৭ ই জুন, ২০১৬  রাত ৯:২৬
ডঃ এম এ আলী বলেছেন: মজার ঘটনা অমরত্বে প্রেমরত্বে পাঠ করে এসেই এখানে পেয়ে গেলাম , খুব খুশী হলাম পেয়ে এখানে । 
কবিতার ভাবনা ভাল লাগল শুনে ভাললাগাটুকুও বেড়ে গেল বহুগুণে ।
ভাল থাকার শুভকামনাই থাকল এই সনে ।
১১| 
১৭ ই জুন, ২০১৬  রাত ১০:৩২
মোঃ মঈনুদ্দিন বলেছেন: সম্পূর্ণ কবিতাটাই চমৎকার সূরলহরী আর ছন্দে আবদ্ধ। বিষয় ভাবনাও দারুণ! 
জানল না কেহ বুঝল না কিছু
কি ছিল কবিতায় কোথা সে ভুল
যেবুঝিল সে কহিলনা কোন কিছু
রেখে যাওয়া চিহ্ন গেল পিছু পিছু।
কিন্তু, এই লাইনগুলো খুবই ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর কবিত উপহার দেয়ার জন্য। ভালো থাকুন আর লিখে চলুন সতত।
 
১৮ ই জুন, ২০১৬  রাত ১২:৪৬
ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল কবিতাটি পছন্দ হয়েছে  শুনে । আপনার লিখাটিও খুব ভাল হয়েছে । 
ভাল থাকার শুভ কামনা থাকল । 
১২| 
১৭ ই জুন, ২০১৬  রাত ১১:৫৩
কালনী নদী বলেছেন: বাহ আপনি চাদজি-কে কবিতার প্রেমে ফেলে দিয়েছেন!!!
আমি জানতাম ভাই আপনি যে কবিতার জাদুকর।
 
১৮ ই জুন, ২০১৬  রাত ১:০৪
ডঃ এম এ আলী বলেছেন: চাদজিকে যতটা কাঠখোট্টা মনে করেছেন ততটা নয় তার ভিতরেও অনেক কবিতা আছে । শুধু হাতের ছোট্ট খঞ্জনেই মিহিন সুরের ছন্দ বাজেনা, কঠিন শিলা খন্ডের ঝঙ্কারেও গম্ভীরা তান ঊঠে - সুরের লহরী তুলে পাহারের খানা খন্ধ মাতোয়ারা করে । 
মনে হয় যেন হয়নি দেখা অনেক দিন , থাকেন নীজঘরে আসছি সেখানে্ই । আমি যদি কবিতার যাদুকর হই আপনি মহা যাদুকর কেননা আপনার লিখা কবিতায় অমৃত ঝরে ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
১৩| 
১৮ ই জুন, ২০১৬  সকাল ৯:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: এলোমেলো ভাবনারা! ভাল্লাগসে!
 
১৮ ই জুন, ২০১৬  সকাল ৯:৩৪
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার ভাললাগার পরশ পেয়ে এলোমেলো ভাবনারা পেয়ে গেল গতি । 
ভাল থাকার শুভ কামনা থাকল ।
১৪| 
১৮ ই জুন, ২০১৬  সকাল ১০:২০
সিক্ত শ্রাবণ বলেছেন: অপূর্ব লেখনী। ভাল লাগলো।
 
১৮ ই জুন, ২০১৬  বিকাল ৪:১৯
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
১৫| 
১৮ ই জুন, ২০১৬  দুপুর ১২:১১
বিজন রয় বলেছেন: শুরুতেই ভুল!!!!
কবিতার জম্ম মৃত্যু
জন্ম হবে।
হা হা হা ............... আবার আসবো।
 
১৮ ই জুন, ২০১৬  বিকাল ৪:৩০
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । ঠিক করে দিয়েছি ।  কি যে করি দাদা ভুলের দানবটা মাথা থেকে নামছেইনা । মনে হচ্ছে জন্মটাই যেন আজন্ম পাপ । আবার আসবেন শুনে খুব খুশী হলাম । কবিতার মত কিছু একটা  কনসিভ করেছে বলে মনে হচ্ছে  হয়ত কিছুক্ষনের মধ্যে ভুমিস্ট  হতে পারে  । জানিনা সেটা কবিতা না অন্য কিছু । তবে যথাসময়ে  দেখে যাওয়ার আমন্ত্রন রইল । 
ভাল থাকার শুভ কামনা রইল ।
১৬| 
১৮ ই জুন, ২০১৬  বিকাল ৫:৪৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: উর্ধ হতে আসা কবিতা উর্ধেই চলে যায়
যেথায় জন্ম তার সেথায় গিয়ে মিশে রয়
মাঝের সময়টুকু জীবনাচারের নির্মমতায়
বাঁধনে থাকা সাথিহারা বেদনায় কাতরায় ।
ভাইয়া, খুব ভালো লাগলো কবিতাটি পড়ে।
এগিয়ে যান, শুভকামনা। 
 
১৮ ই জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:১৯
ডঃ এম এ আলী বলেছেন: কবি ভাই অনেক ধন্যবাদ । পরিত্র রমজানুল মোরারকে ভাল থাকুন , সুস্থ থাকুন এ কামনা থাকল ।
১৭| 
১৮ ই জুন, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৭
বিজন রয় বলেছেন: এই ভুল, ভুল নয়। 
এ যে শব্দ প্রতুল।
লেখা চলবে আমরণ!!
 
১৮ ই জুন, ২০১৬  রাত ৮:১৬
ডঃ এম এ আলী বলেছেন: নিজের লিখায় ভুল দেখলে নিজেরই চামড়া খস খসায় । জ্যোতিশ পার্থ আচার্যকে  লাগিয়ে চামড়ার তিল গুলি দেখাব ভাগ্যে কি লিখা আছে ।
অনেক ধন্যবাদ কস্ট করে এখানে এসে শান্তনা দেয়ার জন্য । লিখা চলবে আমরণ আশা রইল ।
ভাল থাকার শুভ কামনা রইল । 
১৮| 
২০ শে জুন, ২০১৬  সকাল ১০:২৯
খায়রুল আহসান বলেছেন: কবিতার জন্ম বৃত্তান্ত পড়ে ভালো লাগলো। সমাপ্তিটা চমৎকার হয়েছে।
 
২০ শে জুন, ২০১৬  বিকাল ৫:২৫
ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় আহসান ভাই । 
প্রসংসা বাক্যটুকু রেখে দিলাম অন্তরে গেথে ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
১৯| 
২০ শে জুন, ২০১৭  বিকাল ৫:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যারা বুঝে তারা সমালোচনা আলোচনা করে, যারা বুঝে না তারা ভালোলাগা জানিয়ে যাবে, অনেকে বুঝেও নীরবচারী! আমি কোন কাতারে পরবো ভেবে পাচ্ছি না। কবিতার ইতিহাস, কবিতার জন্ম বৃত্তান্তদর্শী কবি'র বিষণ্ণতা থেকেই যায়। 
প্রিয় ভাই, প্রিয় কবি'র জন্য শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়।
 
২০ শে জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:১৬
ডঃ এম এ আলী বলেছেন: 
ধন্যবাদ নয়ন ভাই
আমার কবিতার মৃত্যু ঘটেছে
আমি আর কবিতা লিখিনা 
অপেক্ষায় আছি যদি
কোনদিন পুণর্জন্ম হয় !!!
শুভেচ্ছা রইল ।
২০| 
২০ শে জুন, ২০১৭  রাত ৮:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড় কষ্টের মানতে যে আপনার কবিতার মরণ হয়েছে, আমি মানতে নারাজ ভাই।
আমি আপনার কবিতার পুণর্জন্ম প্রত্যাশী।
আপনার কবিতার মৃত্যুকষ্ট তাড়াতাড়ি দূর হোক, পুণর্জন্ম হোক কবিতার কামনা স্রষ্টায়
 
২০ শে জুন, ২০১৭  রাত ১০:৪৮
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , দোয়া করবেন যেন কবিতার পুণর্জন্ম হয়
শুভেচ্ছা রইল ।
২১| 
১৬ ই মে, ২০২২  বিকাল ৪:০৩
খায়রুল আহসান বলেছেন: এ কবিতাটিতে আগেও মন্তব্য করে ছিলাম। পুনরায় পাঠ করলাম, পুনরায় চমৎকৃত হ'লাম। তবে একই সাথে আনন্দিত এবং ব্যথিত হ'লাম শেষ দু'টি মন্তব্যে নাঈম জাহাঙ্গীর নয়ন এর হৃদয়স্পর্শী কথাগুলো পড়ে। কত আন্তরিকভাবে তিনি ব্লগের পোস্টগুলো, বিশেষ করে কবিতাগুলো পড়তেন এবং মনছোঁয়া মন্তব্য করতেন! 
আল্লাহ সুবহানু ওয়া তা'লা ওনাকে শান্তিপূর্ণ ক্ববর দান করুন এবং শেষ বিচারের দিনে তাকে জান্নাত নসীব করুন! 
প্রথম মন্তব্যটা ভাল লেগেছে। ৯ নম্বরটাও একটি সুন্দর মন্তব্য। 
কবিতায় সপ্তম ভাললাগা। + +
 
১৬ ই মে, ২০২২  রাত ৯:৪৭
ডঃ এম এ আলী বলেছেন: 
কবিতাটি পুনরায় এসে দেখায় ধন্যবাদ ,
আপনার মন্তব্যে অনুপ্রানিত । 
নাঈম জাহাঙ্গীর নয়ন এর লেখা কবিতা
তার স্বকন্ঠনিসৃত গান ও ব্লগের বিভিন্ন 
পোষ্টে ছড়িয়ে ছিটিয়ে থাকা মন্তব্যগুলি
ছিল খবই  হৃদয়স্পর্শী । তিনি সামুব্লগে
থাকা আমার প্রিয় ব্লারদের মধ্যে অন্যতম
একজন । আপনার মত আমিউ দোয়া করি
আল্লাহ যেন ওনাকে শান্তিপূর্ণ ক্ববর দান করেন
এবং শেষ বিচারের দিনে ওনাকে জান্নাত 
নসীব করেন । 
মন্তব্য সমুহের মুলায়ন করেছেন দেখে 
ভাল লাগল । 
শুভেচ্ছা রইল 
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৬  সকাল ৮:৫৮
শায়মা বলেছেন: উর্ধ হতে আসা কবিতা উর্ধেই চলে যায়
 

যেথায় জম্ম তার সেথায় গিয়ে মিশে রয়
মাঝের সময়টুকু জীবনাচারের নির্মমতায়
বাঁধনে থাকা সাথিহারা বেদনায় কাতরায় ।
হা হা উর্ধ হতে আসা কবিতা তো উর্ধে গেলো না ভাইয়া! ব্লগেই তো নামলো এসে!!!!
সকাল সকাল সারারাতের কবিতা লিখে ফেলাটা মজার তাইনা?