নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
ত্বকের গায়ে আঁকা
তিলের চিহ্ন কাওকে
দেখায় ফ্যশান অনুমুখী
মেকাপের তুলির শৈলীতে
কথনোবা রূপের আইকন
কারো কপালে থাকলে
মনে হয় মহাকবি হাফিজ
ঘোষিত সৌন্দর্য কথন ।
কোন তিল উজ্জল
কোনটা হালকা বরণ
কোনটা অতি সুদর্শণ
কোনটা লজ্ঝা বরণ ।
ত্বক তিলের আছে যে
শতেক রকম দোষগুণ
তা বিচারে কোনজন ।
জ্যোতিষ আচার্য রায়
তার ভাগ্য গণনায়
তিলের দুশগুনের বিবরণ
দেয় যত ভালর চেয়ে
মন্দটাই অধিক হয় তত।
জ্যোতিষ পার্থ আচার্যের
ত্বকের তিলের বিচার্যের
হিসাবটা এবার মিলাই
চিত্র দিয়ে অল্প কথায় ।
কপালের একটু ডান দিক
ভুরুর উপর থাকলে তিল
অপ্রত্যাশিত প্রাপ্তি সে সাথে
যশোলাভের সম্ভাবনা টুকুও
সকলেরিই থাকে সমধিক ।
চোখের নীচে তিল
নারী পুরুষ ভেদে
স্পষ্টকরে বলে দেয়
অধ্যাবসায়ের চিহ্নমাখা
বলিষ্ট ব্যাক্তিত্বটাকেই ।
গলায় থাকা তিল
কপাল খারাপ
ধনশালী হওয়ার
সম্ভাবনা শিথিল ।
উপরের ঠোট কোণে
কাল তিল স্পষ্টতই
চিহ্ন বিলাসিতারই
বুকে তিল সুস্থদেহ
ও ভাগ্যের পরচায়ক
জ্যোতিষ পার্থ আচার্যের
এক নির্ভুল গণনা চর্চা ।
উদরের পাশে তিল
প্রকাশে পেটুক স্বার্থপর
পোশাক পরিচ্ছদপ্রিয়
মানব মানবীর রূপ ।
হাতের ডান বা বাম বাহুয়
ধারণকৃত তিল বলে দেয়
মোহময়ি ধৈর্যশীলতার
এক সৌন্দর্যময় প্রতিক ।
মানতে কস্ট হলেও জ্যোতিশ
পার্থ আচার্যের গণনায়
কপালের বা দিকের তিল
দু:খ ও অসৎ চরিত্রেরই
এক অতি নিষ্ঠুর প্রকাশ
জ্যোতিশ পার্থের গনণায়
নাকের দুপাশের তিল
দীর্ঘজিবী , ধনবান ও
অধ্যাবসায়ীর চিহ্ন মাখা
এক ভাগ্যমান কুলশীল
থাকলে বা দিকে তিল
সে হয় সন্তান যত্নশীল।
কানে তিল ভাগ্য ও যসের প্রতিক
ডান পায়ে তিল জ্ঞানের পরিচয়
থাকলে কারো পায়ে ফলিবে নিশচ্ছয় ।
ঘাড়ের বাদিকের তিল
দাম্পত্যপ্রেমে সুখ কিন্তু
অসৌভাগ্যের চিহ্ন তবে
এতিল যায়না দেখা সমধিক ।
মাথার শীর্ষে থাকা তিল বা আঁচিল
এনে দিবে রাজনীতিতে স্থিতিশীল
থাকবেনা তার কোন প্রতিকুল
লাল বা সবুজ রংএর তিল মাখান
একজন মন্ত্রী সে হবেই একদিন।
মন্ত্রী না হলেও সংস্থা প্রধান বা
চেয়ারম্যান তো হবেই একদিন
নীজ ক্ষেত্রে হবেনা সাফল্যহীন।
বাদিকে হলে ধনশালী হবেন
বিবাহিত জীবনটাও হবে মশ্রিণ
হবেনা কোন দিন প্রিয়তমাহীন
ধার্মিকতো বটেই জ্ঞানও তিনি
অকাতরে করবেন বিতরণ ।
যদি থাকে কপাল মধ্যখানে তিল
সমৃদ্ধী সুনাম খ্যাতি পাওয়া হবেনা জটিল
ঈশ্বরভক্তির সাথে নীজের জন্য অন্যের
ভক্তিটুকু পাওয়াও হবে একান্তই সহচর ।
ভুরুর উপর নীচ মধ্যখানে
তিল থাকুকনা যেখানেই
সম্পদ নাম খ্যাতি নেতৃত্ব
গুণাবললী সকলী তাতে রয়।
পাবে তারা বিলাসী জীবন
বিয়ের পর হবে সৌভাগ্যবান
বাল্য প্রেম বা বিবাহসুত্রটি
হারিয়ে যাবে আলো মেঘের
ছায়ায় ছন্দময় জীবনের গানে।
হবেনা দুর্ভাগা কোনদিন
চাকরি কৃহকর্ম ব্যাবসা
সমস্যা কোন নয় যদিও
থাকে কোন খিটিমিটি
পরিবার পরিজনে ।
আঁখির উপরে বা নীচে করলে তিল ধারণ
যে চোখেই খাকুক না কেন তিনি হবেন
অন্তরে গর্বিত মহান বিশ্বাসে বলিয়ান
ব্যয়ের তুলনায় আয় টুকু হবে বেশী
ঈশ্বর ও মানবতার সেবায় হবেনা কুন্ঠিত
তবে তিলটি যদি বাম দিকে হয় তাহলে
তিল ধারণকারী কিছুটা কৃপণ হয় তবে
অন্যের বিরাগ বা হিংসার শিকাড় নয়
এভাগ্য গণনা নারীপুরুষ সমপ্রযোয্য হয়।
তিলটি যদি থাকে নাকের ডগায়
রাগ চিন্তা বয়ে আনে সহসায়
তবে অন্যের উপরে হয় জয়
যদি থাকে নাকের ডানে তবে
তা জীবনে টাকা বয়ে আনে
হয় নীজে না হয় পরিজনে
হয় মস্ত বড় এক ব্যাংকার
ব্যাংক ব্যালান্স হয় দুর্বার ।
চিবুক তলে তিল হলে
সফর হন কুটনীতির চালে
চিন্তায় চেতনায় থাকে সফলতা
সংকির্ণতা ও ভিরুতা যায় চলে
আয়ের সাথে নামে হয় যশ।
বামে হলে ভালবাসা তার দিকে হেলে
তবে তিনি হন ঝগড়াটে শাস্রে বলে।
ঠোচের নীচের কানায় তিলটি হলে
ভাল মানুষের চিহ্ন টুকু বয়ে চলে
তিনি ভাবুক মানুষের কল্পিত নারী
নারী পুরুষ সকলেই প্রেম ভিখারী
তারা হন ভোজনপ্রিয়, শিল্পকলায়
পারদর্শী জীবনটাই তাদের অভিনয়।
ডান বা বাম গালে যথায় হোক না তিল
তারা হন অতিমাত্রায় সংবেদনশীল
তারা সন্তানসহ ভালবাসেন পরিজনে
টাকা ও সম্মান থাকে চির জীবনে ।
ত্বকের তিল সমাচার বর্ণণা
রয়ে গেল আরো কিছু বাকি
কারণ গোপনাঙ্গের কিছু তিল
দেখতে যে পাস ওয়ার্ড লাগে
কেহ যদি সেসব জানতে চায়
পাস ওয়ারড দিতে হবে আগে ।
অট :
Acharjjo Partha Roy is famous for Astrology (Tradition & Modifyed K.P.), Hand and Vastu. He was awarded as Jyotisharnab, Jyotish Saraswati, Jyotish Bachospati (2001-2003), Gold Medalist (From South Asian Astrologer's Conference 2003), Raj Jyotishi (From College of Astromedical research year 2005), Gold Medalist & Jyotish Samrat Awards (From World Astrologers Society year 2006), Ratnachuramoni (From 12th International Astrology, spiritual Vastu Conference 2011 A.D.) for his contributions in astrology.
ছবি সুত্র : আনন্দবাজার ও গুগল মামা
১৯ শে জুন, ২০১৬ রাত ১২:২৯
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । এ তত্বগুলো আমার না ভাই এ গুলো জ্যোতিশ আচার্য্য পার্থ রায়ের আমি শুধু একটু ছন্দময় করেছি ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
২| ১৯ শে জুন, ২০১৬ রাত ১২:৫০
নাবিক সিনবাদ বলেছেন: অনেক গিয়ান হাসিল করলুম থ্যাংকু আপনারে
১৯ শে জুন, ২০১৬ রাত ১২:৫৫
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । আপনার জাহাজে আসতেছি সাগর পারি দেয়ার জন্য ।
ভাল থাকার শুভ কামনা থাকল।
৩| ১৯ শে জুন, ২০১৬ সকাল ৮:৫৯
নীলপরি বলেছেন: দারুন বিষয়বস্তু । ভালো লাগলো ।
১৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:০৮
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ দারুন এবং ভালো লাগার জন্য । বিষয় বস্তুতে একটু বৈচিত্রতা আনার চেষ্টা এই আর কি ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
৪| ১৯ শে জুন, ২০১৬ সকাল ৯:৪২
বিজন রয় বলেছেন: প্রথম প্লাসটি আমার।
দুশগুণ নয়........ দোষগুণ হবে।
তিলে তিলে দেখি সয়লাব!!!
ছবিগুলো মিলিয়ে পেলেন কোথায়?
দুটি ছবি আমার পছন্দ হয়েছে।
বলবো না।
১৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৩
ডঃ এম এ আলী বলেছেন: আমার জন্য অনেক বড় সুখবর লিখাটি দাদার হাতেই প্রথম প্লাস পেয়েছে । দুশটাকে গুণ করে দিয়েছি । পাঠ্ক আরো তিল চায় দেখি সেগুলি কোথায় পাই । আচার্য্য পার্থ রয় এর কাছে যেতে হবে । কলকাতায় অনেকদিন যা্ইনি । কলকাতার অভিজ্ঞতাগুলি খুব্ই মধুর । ছবিগুলি গুগল মামা মামিরা দিয়েছে । না বললেও বুঝতে পেরেছি , পছন্দের ছবি দুটি দাদার নামে উৎসর্গিত ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
৫| ১৯ শে জুন, ২০১৬ দুপুর ১:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: তিল সমাচার ভাল লাগল
তবে আমার নাকের বামে
ডান বাহুতে
ডান ভুরুতে
এগুলোর বর্ণনা নাই ক্যারে হ্যহ হ্যহ
রোজার দিনতো ছবিগুলো .... আচ্ছা যাক লেখার সাথে ছবি দিতেই হয়
আবার মুইছালাইয়েন না কিন্তু ।সাবধান
১৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪২
ডঃ এম এ আলী বলেছেন: তিল সমাচার ভাল লাগল শুনে খুব খুশী হলাম । জানা ছিলনা তিলগুলার কথা । এখন জানলাম ,যাব জ্যোতিশের কাছে, তাদের সমাচার জেনে নিয়ে দিয়ে দিব এখানে । বাকি বিষয়টিও গুরুত্ব দিলাম । সাবধান হলাম ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
৬| ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৯
সুমন কর বলেছেন: হাহাহাহাহা..........মজা পেলাম।
১৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪৭
ডঃ এম এ আলী বলেছেন: দাদা মজা পেয়েছে দেখে খুব ভাল লাগছে । দাদার হাতের কলম হাহাহাহা ছুড়ে দিয়েছে । দাদার এই হাসিমাখা মজাটা্ই যে আমি চাই সদাই ।
ভাল থাকার শুভেচ্ছা রইল ।
৭| ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:০১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
তিল সমাচার পড়ে অনেক কিছু জানতে পারলাম। তবে নিজের সাথে মিলাতে পারলাম না।
পরে মিলায়ে নিব.............
১৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫১
ডঃ এম এ আলী বলেছেন: খুব খুশী হলাম । কামনা করি মিলগুলি যেন ভালো গুণগুলির সাথে মিলে যায় ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
৮| ১৯ শে জুন, ২০১৬ রাত ১১:০৭
বিজন রয় বলেছেন: আমার ডান চোখের নিচে তিল আছে। আমার কি হবে? আমি কোন গোত্রের??
২০ শে জুন, ২০১৬ রাত ১২:৩২
ডঃ এম এ আলী বলেছেন: দাদা এডিট করে আরো কিছু তিল বিবরণী লাগিয়ে দিয়েছি এর মধ্যে আপনারটাও আছে একটু কষ্ট করে দেখে নিন ।
অনেক ধন্যবাদ এখানে আবার আসার জন্য ।
৯| ২০ শে জুন, ২০১৬ রাত ১২:৫৩
মনিরা সুলতানা বলেছেন: হাহাহা করেছেন কি......
দারুন করে কাব্যে কাব্যে তথ্য প্রকাশ করে দিলেন
ভাল্লাগসে
২০ শে জুন, ২০১৬ রাত ১:১৯
ডঃ এম এ আলী বলেছেন: খুব খুশি হলাম আপুমনির আগমনে চলে গেছে যত সংসয় ছিল মনে । ব্যাপারটা একটু খুলেই বলি, সেদিন দেখলাম পার্কের কোণে এক জ্যোতিষীমত লোক মেগনিফাইং গ্লাস দিয়ে এক তরুনীর হাতের তালু ও মুখের তিল দেখে দেখে গড়গর করে ভাগ্যলিপি বলে দিচ্ছে । কৌতুহল হওয়ায় একটু দুরে দাঁড়িয়ে দেখলাম । সবশেষে টাকা পয়সার কিছু বিনিময় হল । ভাবলাম, এই তবে ভাগ্য গণনা দিব তিলতত্ব সব ফাস করে । ইন্টারনেট ঘাটাঘাটিতে ফল যা পেলাম দিলাম তা পাবলিকের কাছে তুলে । তবে তিল নিয়ে ভাগ্যলিপির কিছু বিশ্বাস আছে সর্বমহলে । তিলের ভাল দিকটাই বেশী খারাপ বলতে গেলে নাই । পারস্যের কবি ওমর খৈয়াম প্রিয়তমার চিবুকের তিলের বিনিময়ে রাজ্যত্বটাই দিয়ে দিতে পারে বলছে তার রুবাইয়েতে । তিল নিয়ে তাঁর মত এত সুন্দর কবিতা আর কেও লিখেছে বলে এখনো দেখিনি চোখে ।
১০| ২০ শে জুন, ২০১৬ রাত ১:২৯
অশ্রুকারিগর বলেছেন: শরীরের কোথায় তিল থাকলে কি হয় এটা এতোদিন শুধু অনলাইন ফিচারগুলোতে গদ্যাকারে পড়েছি।
ডাঃ সাহেবের কল্যাণে পদ্যাকারে জানা হল।
অন্যরকম সুন্দর, ভালো লাগল।
২০ শে জুন, ২০১৬ রাত ১:৩৮
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । গদ্যে অনেক বিস্তারিত। সব বিবরণ লিখতে গেলে অনেক বড় হয়ে যায় , কবিতায় কথা সংক্ষেপ করে বলা যায় । এই সুবিধাটুকু নিলাম , তবে কেও বিস্তারিত জানতে চাইলে গদ্যাকারে লিখা অনলাইন ফিচারগুলোতে বিচরণ করলেই ভাল ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
১১| ২০ শে জুন, ২০১৬ রাত ৩:২২
কালনী নদী বলেছেন: sexy picture!! LoVe iT
২০ শে জুন, ২০১৬ ভোর ৪:১৭
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । তিলের কারণে পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত sexy picture হয়ে গেছে । picture এর কারণে নয় LoVe ফর তিল ।পারস্যের কবি ওমর খৈয়াম প্রিয়তমার চিবুকের তিলের বিনিময়ে রাজ্যত্বটাই দিয়ে দিতে পারে বলছেব তার রুবাইয়েতে ওমর খৈয়ামে ।
অনেক ধন্যবাদ ফর কৌশলী মন্তব্য ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
১২| ২০ শে জুন, ২০১৬ ভোর ৪:২৩
কালনী নদী বলেছেন: yes . . women !! they are so lovely
২০ শে জুন, ২০১৬ ভোর ৬:৫১
ডঃ এম এ আলী বলেছেন: প্রিয় কালনী ভাইয়ু , এবার হয়েছে ঠিকমত । Male pictures are equally so--- . বিধাতা তিলগুলিকে এমন জায়গায় সুন্দর করে ফিট করেছেন যে সেগুলি it selves indicate so ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
১৩| ২০ শে জুন, ২০১৬ ভোর ৬:২৮
চাঁদগাজী বলেছেন:
হাজারে ২/৩ জনের তিল ক্যানসারাস তিল হওয়ার সম্ভাবনা
২০ শে জুন, ২০১৬ ভোর ৬:৫৬
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, কথাটা একদম উড়িয়ে দেয়া যায়না । নতুন একটা পোস্ট দিয়ে কাল তিলকে দিব ডেকে ।
১৪| ২০ শে জুন, ২০১৬ সকাল ৯:৪৬
খায়রুল আহসান বলেছেন: কবিতার বিষয়বস্তুতে বেশ বৈচিত্র্য এনে দিলেন। তা এই রোযা রমজানের দিনে হঠাৎ এই বিষয়ের প্রতি আকর্ষণের হেতু?
২০ শে জুন, ২০১৬ বিকাল ৫:১৭
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । তিল তত্ব দেখার জন্য ।
ব্যাপারটা একটু খুলেই বলি, সেদিন দেখলাম পার্কের কোণে এক জ্যোতিষীমত লোক মেগনিফাইং গ্লাস দিয়ে এক তরুনীর হাতের তালু ও মুখের তিল দেখে দেখে গড়গর করে ভাগ্যলিপি বলে দিচ্ছে । কৌতুহল হওয়ায় একটু দুরে দাঁড়িয়ে দেখলাম । সবশেষে টাকা পয়সার কিছু বিনিময় হল । সেদিন আবহাওয়া ভাল থাকায় বেশ অনেকটা সময় পার্ককে কাটিয়েছি । দেখলাম ।ঐ জ্যোতিষ এরকম আরো কয়েকজন তরুনীর হাত ও তিল দেখে ভাগ্য গণনা করে দিচ্ছে এই রমজান মাসে । হাত দেখে ভা্গ্য গণনায় অামি বিশ্বাসী নই । মনটা বিদ্রোহী হয়ে উঠল । ভা্বলাম ভাগ্যগণনা ও তিলতত্ব দিব সব ফাস করে সেদিন পার্কে দেখা ঘটনাগুলো কিছুতেই মন থেকে ছাটাই করতে পারছিলাম না । রাতে খতম তারাবীতে দাঁড়ালে মনের মধ্যে এগুলি ক্রমানত উঁকি মেরে একাগ্রতা নষ্ট করে । তাই ভাবলাম মনের এই ভাবনাটুকু শীঘ্রই ঝেড়ে ফেলতে হবে । পরদিন ইন্টারনেট ঘাটাঘাটিতে ফল যা পেলাম দিলাম তা ফাস করে । ঘন্টা দুয়েক সময় নষ্ট হল একটি ব্যার্থ কাজে । ইন্টারনেট ঘাটাঘাটিতে দেখলাম তিল নিয়ে ভাগ্যলিপিতে কিছু বিশ্বাস আছে সর্বমহলে । তিলের ভাল দিকটাই দেখানো আছে বেশী খারাপ বলতে গেলে নাই । পারস্যের কবি ওমর খৈয়াম প্রিয়তমার চিবুকের তিলের বিনিময়ে রাজ্যত্বটাই দিয়ে দিতে পারে বলছেন তার রুবাইয়েতে । যাহোক তিল বিষয়ক চিন্তা মনের ভাবনা থেকে এখন একেবারে উধাও । বিঘ্ন ঘটাচ্ছেনা অন্য কিছুতে একাগ্র হতে, অনেক ক্ষতির মধ্যে এটুকু শান্তনা ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
১৫| ২০ শে জুন, ২০১৬ সকাল ১০:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
২০ শে জুন, ২০১৬ বিকাল ৫:১৯
ডঃ এম এ আলী বলেছেন: আপনার প্রতিও রইল ধন্যবাদ ।
১৬| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪৭
অপরিচিত সেই আমি বলেছেন: তিল থেকে তো আপনি তাল বানিয়ে ফেললেন রে ভাই! ক্রাশ খাওয়া ছবি গুলো না দিলেই কি চইলতো না?
২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২১
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, তিল যে তাল হয়েছে তা বুঝা গেল এখন , ছবি গুলি সে স্থানেই যথারীতি আছে। এগুলিও ঢেকে দিব কিছুক্ষনের মধ্যেই ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
১৭| ২১ শে জুন, ২০১৬ ভোর ৬:২৬
খায়রুল আহসান বলেছেন: প্রতিমন্তব্যের জন্য ধন্যবাদ। চমৎকার ব্যাখ্যা দিয়েছেন।
২১ শে জুন, ২০১৬ সকাল ৭:০১
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । হাসি মুখের চশমার দুকোনে জ্ঞানের দ্যোতি দুটু দেখলে মনটা এমনিতেই ভরে যায় । আপনার নতুন কবিতাটি পড়ে আসলাম ভাললাগাটুকু সেখানেই বলেছি ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
১৮| ২৪ শে জুন, ২০১৬ সকাল ১১:৩১
সুবল চন্দ্র বর্মন বলেছেন: তিল তত্ত্বের বেশ নিখুঁত চিত্রাঙ্কন করেছন। সংগ্রহে রাখলাম বিশেষ বিবেচনায় কাজে লাগবে।
৩০ শে জুন, ২০১৬ রাত ১:৩১
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ দাদা । বিলম্বিত উত্তরের জন্য দু:খিত । প্রফেশনাল লিখায় সময় দেয়ায় এখানটায় সময় করে আসা হয়ে উঠেনি । খুব খুশী হয়েছি দাদার মুখে প্রসংসা শুনে । বিশেষ বিবেচনায় এটা কোন কাজে লাগতে পারে শুনে ভাল লাগছে ।
১৯| ২৯ শে জুন, ২০১৬ রাত ১২:০৭
মানবী বলেছেন: তিলে তিলারণ্য তিলোত্তমা পোস্ট!
যদিও ব্যাখ্যার মাঝেই স্বাবিরোধীতা জ্যোতিষের বিবরণের অসাড়তা প্রমান করে তার পরও ভিন্ন একটি প্রসঙ্গে মজার পোস্ট পোস্ট লেখকের ক্রিয়েটিভিটি প্রমান করে।
পোস্টের জন্য ধন্যবাদ।
৩০ শে জুন, ২০১৬ রাত ১:৫৫
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ আপু,
এটা নিয়ে লিখার সময়
মনে মনে একটা শংকা
ছিল গোড়া ও উদারমনা
দের প্রতিক্রিয়া কি হয়
তা নিয়ে, আশংকা ভুল
হয়নি , অন্য মাধ্যমে
দুএকজন একটু অন্যরকম
মন্তব্য করেছেন এরকম
লিখা এ সময়ে পোস্ট
এখানে দেয়ার জন্য
যা আমাকে নক্ষত্রের
সাথে বসবাস নামে
একটি কবিতা লিখতে
প্ররোচনাদেয়, নিম্মোক্ত
কথা দিয়ে যা শুরু হয়েছে :
কত মন্দ ক্ষুদ্র মন আমার
ঘৃণ্য কিছু কাজ করার জন্য
ইচ্ছুক হয়ে পরি ত্বক তিল
চিহ্ন দিয়ে ভবিষ্যদ্বাণী করার ।
খুব খুশি হলাম জ্যোতিষ এর বিবরণীটি
পাঠে মুল্যব্ন মন্তব্যের জন্য ।
শুভেচ্ছা থাকল ।
২০| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:১৫
আখেনাটেন বলেছেন: এতো দেখছি তিল নিয়ে বিশাল তেলেসমাতি কাণ্ডকারখানা।
পড়ে তো মনে হলো কিছু কিছু জায়গায় তিল থাকা মানে সর্বনাশ।
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৪:১৫
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ এসে দেখার জন্য । শুধু কিছু জায়গায় কেন, সুন্দরী রমনীদের মুখের যে কোন জায়গায় তিল থাকলে অনেক পুরুষের জন্যই মহা বিপত্তির কারণ হযে দাঁড়ায় !!!
অনেক অনেক শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৬ রাত ১১:৪৯
কল্লোল পথিক বলেছেন:
বাহ!বেশ তো তিল তত্ত!