নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

কৃতজ্ঞতা সকলের তরে

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৭


ছবি : শ্বেত চন্দন ফুল


দিবস বছর পার করে এত দিন ধরে
মনে হচ্ছিল আমি তো সাধারণ এক ব্লগার
আমি কি পড়ি কোন গুণী মানুষের কাতারে,
নইতো আমি কোন মন্ত্রী, কিংবা কোন দলের নেতা
নইতো কোন নামি কবি কিংবা লেখক
কি করে ঠাই পাবো আমি গুণী জনের কাতারে ।

আমার তো অতি সাধারণ এক প্রাণ
নিরবে থাকাটাই তো ছিল মোর প্রত্যাশা
মানতাম লেখালেখি দিয়েই পেতে হবে মর্যাদা
তাই প্রয়াস নিয়েছিলাম বিশ্বমাঝে নীজকে তুলে ধরার ।

ব্লগারদের করুন দশা জানা নাই কার
তবে এটাও সত্য আমাদের জন্যইতো
দেশটা পরিচিত আজ বিশ্ব মাজার।

আমি তো এ দেশের সব্যসাচী কোন লেখক হওয়ার রাখিনা দাবী
অসুখে বিশোকে কাতরাতে কাতরাতে সয্যাসায়ী হয়েই থাকতে হবে
আমি তো এমন কেও নই যে আমার অসুখের ব্যখ্যা করতে হবে ।

সম্ভবত ব্লগের বয়োজেষ্ঠদের মাঝে
আমিও এক জন, তাই বাধ্যর্কজনীত
বেশ কিছু ব্যধিও বাসা বেধেছে এই দেহে ।
সে সাথে সাধারণ এক দুর্ঘটনায় দুহাতের
কতক আঙ্গুলের ডগা গিয়েছেযে ফেটে ।
তাই শুধু চোখ মেলে কোনমতে পাঠ করে যাই
সামুতে ভেসে আসা প্রিয় জনের লেখাগুলি মাঝে মাঝে
লিখতে পারিনা মনের কথাগুলো হাতের ব্যথার চোটে ।

ভেবেছিলাম বদ্ধ ঘরে ব্যন্ডেজ বাধা হাতে
অলস সময় শুয়ে শুয়ে কাটাতে হবে
আমার মত সাধারণ এক ব্লগারের জীবনে
এর থেকে চাওয়ার আর কি হতে পারে ।

অনেক দিন বাদে আজ সামুর পাতায় এসে
ব্যথা ভুলে হৃদয়খানি খুশীতে শত পাপরী মেলে
দেখতে পেলাম সেদিনের নির্বাচিত পাতায়
ড: এম এ আলী নামে নতুন নকিবনতুন নকিবের
হৃদয় গ্রাহী একটি লেখা জ্বল জ্বল করে উঠেছে ভেসে
সামুর নির্বাচিতপাতা সহ আলোকিত পাতাজুরে ।

পাঠ করে দেখলাম আমার সাথে আরো আনেকের জন্য
সামুর প্রিয় সহব্লগারদের কেমন আকুল মমতা ঝরে ।

চিরসবুজ সুগন্ধি শ্বেত চন্দন গাছের পাশে থাকা অন্য গাছেও যেমন
চন্দনের বিবিধ প্রকারের ঔষধীসম মনলোভা সুগন্ধ ছড়িয়ে পড়ে
আমার মনে হয় তাঁর লেখাটির ছোঁয়ায় সামুর প্রিয় সকল ব্লগারের মাঝে
পরস্পরের প্রতি সহানুভুতিশীল হওয়ার বারতাও জমা পরেছে থরে থরে ।

হে সামু তোমার প্রতি কৃতজ্ঞ
তোমার পিঠে চড়ে প্রিয়তম সহব্লগার নতুন নকিব সহ
অগনিত প্রিয় মুখ করেছে বিধাতার তরে
মোর লাগি আন্তরিক দোয়া ও শুভ কামনা ।

সামু তোমার পাদপিঠে থেকে বিধাতার কাছে
আমার তরে দুহাত তুলেছে অগনিত ব্লগারে
তাঁদের সকলের আশীর্বাদে আর
পরম করুনাময়ের অশেষ রহমতে আজ
অনেক দিবস পরে শান্তিতে ঘুমাতে দিয়েছে আমায় ।

সকলের ভালবাসার জবাব দেয়ার আকুল বাসনা থাকলেও
তা দেয়ার ক্ষমতা এক্ষনে নেই গিয়ে দিবযে সকলের ঘরে,
তাইতো আমার প্রতি সহানুভুতিশীল সকলের লাগি
কৃতজ্ঞচিত্তে মঙ্গল যাচনা করি বিধাতার তরে ।

যে প্রীতির ডোরে জড়ালেন সকলে মোরে,
কৃতজ্ঞ চিত্তে মাথায় তুলে নিলাম তাঁদেরে
দোয়া করবেন আপনাদেরকে যেন
সন্মান দিতে পারি সারাজীবন ধরে ।

সামুতে সুস্থ দেহে ফিরে আসার বাসনায়
সকলের কাছে দোয়া চাই বারে বারে ।

আল্লাহ সকলকে ভাল রাখুন


মন্তব্য ১৫৯ টি রেটিং +২০/-০

মন্তব্য (১৫৯) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২০

নজসু বলেছেন: আপনি ভালো থাকুন।
ব্লগে লিখে চলুন।
আমরা নতুন, নবীন।
আপনাদের কাছে শিখবো। জানবো।।

২১ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ দোয়া করার জন্য ।
নবীনদের জন্য আমার শুভ কামনা সর্বক্ষন বহমান ।
নব প্রজন্মের কাছে জাতির অনেক চাওয়ার আছে,
তা পুরণের জন্য যথাযথ প্রস্তুতি ও সেবার মনোভাব
সবসময় বহমান থাকুক এ কামনা রইল ।

২| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৯

জুন বলেছেন: আপনাকে আমরা কতখানি মিস করছি তা বুঝতে পেরেছেন ভেবে অনেক ভালোলাগলো । আংগুলের ডগা কি সেই মেরু অভিযানে ফেটেছিল ? মনে হয় ফ্রস্ট বাইট । অনেক দোয়া করি আপনি সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের মাঝে ফিরে আসুন জলদি জলদি । শুভকামনা জানবেন।

২১ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: আমাকে মিস করছেন তা অআপনার অআগের অনেক মন্তব্যেই দেখতে পেয়েছি । লিখতে বড় কষ্ট হয় তাই সবসময় লেখার উত্তর দিতে পারিনা । অআপনি ঠিকই বলেছেন । বড়ফের দেশের কষ্টটা খুবই যন্ত্রনা দিতেছে । মনে হয় সেখানে গিয়েই মরি । বরফের নীচে চাপা পরে থ্কলে হাজার বছর দেহটা হয়তবা অক্ষত থাকবে , যদিনা মরু ভাল্লুক আর শিলে খেয়ে না ফেলে !!! অপনার দোয়া মাথা পেতে নিলুম । একটু সুস্থ ফিল করলে আপনার দেশে বেড়াতে যাব সপরিবারে ।
ব্লগে আমি আপনাদের পাশেই আছি । ছেলেটা আর মেয়েটা অফ লাইনে ব্লগ খুলে লেখা দেখায় । মন্তব্য করতে পারিনা । আমার জন্য দোয়া করবেন ।

৩| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৮

আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী ,




অনেকদিন পরে এসে আপনি ব্লগে বসন্ত বাতাস বইয়ে দিলেন ।


এমন করে লেখায় আনন্দ আর বেদনার মিশেলে মনটা আনচান করে উঠলো ।
ভালো থাকুন । সর্বমঙ্গলময় প্রভু আপনাকে মঙ্গল করুন ।

২১ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সর্বমঙ্গলময়ের কাছে আমার জন্য মঙ্গল কামনার জন্য ।
ব্লগে নিয়মিত বিচরণ করার জন্য মনটা সব সময় হাসফাস করে ।
নব বসন্তের দিনে রব কি রবনা সে শঙ্কাই কেবল মনে বাজে ।
আমার সুস্থতার জন্য নিরন্তর দোয়া কামনা থাকল ।
শুভেচ্ছা রইল ।

৪| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:



অনেকদিন পর, আপনি পোষ্ট দিয়েছেন, অনেক ভালো লাগলো; আপনার পুর্ণ সুস্হতা কামনা করছি।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ আমার সুস্থতা কামনার জন্য । আমার বিষয়ে সুপ্রিয় নতুন নকিবের করা পোষ্টে আপনার মন্তব্যের প্রেক্ষিতে আমার অবস্থা জানান দিতে এই পোষ্ট দিতে প্রয়াস নিয়েছি । আপনার ভাল লাগার কথা শুনে খুশি হলাম ।

৫| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২

নতুন নকিব বলেছেন:



অাপনি রয়েছেন হৃদয়ের গহীনে। অনুভব-অনুভূতিতে অাপনার স্নিগ্ধ পরশ অালতো ছুঁয়ে যায় অহর্নিশ। অাপনার সুস্থতা কামনা করছি
সর্বান্তকরনে, মহান প্রতিপালকের দরবারে।

লাইকসহ পোস্ট প্রিয়তে।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:১১

ডঃ এম এ আলী বলেছেন: হৃদয়ের গহীনে যে আছি সে তো অনুভব করছি হৃদয় দিয়ে ।
কামনা করি আল্লাহ যেন আপনার দোয়া কবুল করেন ।
এখন আগের থেকে অনেক সুস্থ । সকলের দোয়ায় পুর্ণ সুস্থ
হয়ে উঠব এ আশাই রাখি । পোষ্ট টি প্রিয়তে নেয়ায় খুশী
হলাম । আরো একটু সুস্থ ফিল করলে সামুতে নিয়মিত
বিচরণের আশা রাখি ।
শুভেচ্ছা রইল ।


৬| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৫

কানিজ রিনা বলেছেন: অত্যান্ত শ্রদ্ধাভরে আপনার প্রতি কামনা
আল্লাহর দরবারে আপনি সুস্থ হয়ে উঠুন।
নিশ্চয় আপনার ডান হাতের সমস্যা হয়েছে।
আশা রাখি অতিতারা করে সুস্থ হয়ে উঠবেন।
ব্লগ আকাশের উজ্জল নক্ষত্র ডাঃ এম এ
আলি। আপনার মত উজ্জল তারকার জীবন
অবসান অত্যান্ত দুঃখ জনক। আল্লাহ্
আপনাকে ভাল রাখুক এই কামনা করি।
অসাধারন পোষ্ট দিয়েছেন শুভ কামনা।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: আল্লার দরবারে দোয়া করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।
সমস্যাটা দুহাতেই , তবে ডান হাতের টাই ভোগাচ্ছে বেশী ।
আমার প্রয়াত মা তাঁর বৃদ্ধ বয়সে বলতেন অসুখ বিশোক হওয়া
নাকি ভাগ্যের ব্যপার , তাহলে খোদাকে বেশি করে ডাকা হয়
ফলে রোগের আরোগ্যের সাথে পাপ মোচনেরও সুযোগ
পাওয়া যায় ।
পোষ্ট টি অসাধারণ হয়েছে শুনে ভাল লাগছে।
সকলের দোয়ায় আল্লার রহমতে এখন আমি পুর্বের চেয়ে অনেক বেশি অরাম ফিল করছি ।
কামনা করি আল্লাহ আপনাদের সকলের দোয়া কবুল করুন ।

শুভেচ্ছা রইল

৭| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৯

আরোগ্য বলেছেন: স্যার,আপনাকে ব্লগে দেখে খুব ভাল লাগছে। আশা করি আগের চেয়ে সুস্থ আছেন। আপনার পূর্ণ আরোগ্য কামনা করছি।
নতুনদের জন্য দোয়া করবেন।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৪

ডঃ এম এ আলী বলেছেন: আপনাদের সুন্দর সুন্দর লেখাগুলি মিস করছি । হ্যা আমি আপনাদের দোয়ায় আল্লার রহমতে আগের থেকে বেশ ভাল বোধ করছি । কামনা করি আল্লাহ আপনার দোয়া কবুল করুন । আমাদের নব প্রজন্ম অসাধারণ টেলেন্ট , কামনা করি এই টেলেন্ট নব প্রজন্ম আমাদের দেশটাকে সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে । আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য সবসময়ই আমার দোয়া থাকবে ।
শুভেচ্ছা রইল

৮| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৪

করুণাধারা বলেছেন: সুস্থ হয়ে উঠুন, পরিপূর্ণ কর্ম-উদ্দীপনা নিয়ে ব্লগে ফিরে আসুন- দোয়া করি।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , কামনা করি আপনাদের দেয়ায় আমার প্রতি যেন সবসময় করুনাধারা বর্ষিত হয় ।
আপনার জন্যও শুভ কামনা রইল ।

৯| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আলহামদুলিল্লাহ। আপনাকে ব্লগে দেখে অনেক ভাল লেগেছে। আপনার পূর্ণ আরোগ্যতা কামনা করি। আগের মতো আবারো আমাদের মাঝে আপনার জ্ঞানমহিমায় উজ্জ্বল করুন ব্লগ পাতা।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৯

ডঃ এম এ আলী বলেছেন: আপনাদের ভাল লাগাই আমার চলার পথের পাথেয় ।
কামনা করি আল্লাহ আপনাদের সকলের দোয়া কবুল করুন ।
আপনাদের নকলের জন্য উত্তরোত্তর সাফল্য কামনা রইল ।

১০| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যে প্রীতির ডোরে জড়ালেন সকলে মোরে,
কৃতজ্ঞ চিত্তে মাথায় তুলে নিলাম তাঁদেরে
দোয়া করবেন আপনাদেরকে যেন
সন্মান দিতে পারি সারাজীবন ধরে ।

....................................................................................
আপনার ভালবাসায় আমরা সিক্ত
অনেক অনেক আছে আপনার ভক্ত

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:
আপনার দু লাইনের কবিতায় আমি আপ্লুত ।
কামনা করি বাড়ুক আপনার লেখার ভক্তকুল
সুন্দর সুন্দর লেখায় আলোরণ উঠুক তুমোল ।

১১| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১১

অপ্‌সরা বলেছেন: ভাইয়া

অনেক অনেক ভালোবাসা আর ভালো লাগা তোমাকে দেখে।

খুব তাড়াতাড়ি সব কিছু পার হয়ে সুস্থ্য হয়ে উঠবে দেখো!!! :)

অনেক অনেক শুভকামনা তোমার জন্য ভাইয়ামনি!

২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: লম্বা একটা ঘুম দিয়ে উঠে চা পানি নিয়ে বসলাম তোমাকে নিয়ে । তোমাদের সকলের দোয়ায় অআল্লার রহমতে এখন অনেকটা সুস্থ । বয়সকালে কত রোগেই যে বাসা বাধে শরীরে তা কেবল ভুক্তভোগীই জানে । তবে তোমাদের দোয়ায় মনে জোর পাচ্চি । আশা করি অচীরেই আবার বেরোব বইরে কোথাও ভ্রমনে । আলোচিত পাতায় তোমাকে দেখা যাচছে , দেখা হবে সেখানে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১২| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৪

সনেট কবি বলেছেন: আপনার উপস্থিতি সবার আনন্দের কারণ। খুব মিস করেছি। আপনার অভাব অন্য কোনভাবে পূরণ হবার নয়। কারণ আপনার বিকল্প শুধুই আপনি। আল্লাহ আপনার মঙ্গল করুন।

২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর অনুভবের জন্য । মিস করছেন জেনে ভাল লাগছে । সনেট কবি আল্লার গুনগান করে সারা ব্লগটিকে পুণ্যময় করে তুলেছেন দেখতে পাচ্ছি । সময় করে সবগুলি দেখব ।
আপনার জন্যও মঙ্গল কামনা রইল

১৩| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৮

রাকু হাসান বলেছেন:


দারুণ খুশির ব্যাপার । ফিরে আসায় অভিনন্দন । বেশ কিছু ব্লগার একসাথে অসুস্থ ছিল , সবার খবর কিছু না কিছু পাচ্ছিলাম । আপনার খবর পাচ্ছিলাম না । এখন পোস্ট দেখে ভীষণ ভালোলাগা । ভালো থাকুন ,সুস্থ থাকুন সব সময় ।

২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

ডঃ এম এ আলী বলেছেন: আপনার সাদরে গ্রহন করা হলো । বুঝতে পারছিলাম ব্লগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি অসুস্থতার কারণে । একসময় না এক সময়তো সবকিছু থেকে বিদায় নিতেই হিবে বিধাতার অমোঘ বিধানে । অসুস্থ থাকলে অনেক কথাই চিন্তায় আসে । ভবিষ্যত থেকে অতীতটাই বার বার চেতনায় ফিরে আসে । ফেলে আসা দিনের কথা মনে পড়ে যায় । সেগুলি নিয়ে গুছিয়ে গাছিয়ে লিখতে ইচ্ছে করে । জানিনা কখন দির্ঘক্ষন লাগিয়ে লিখতে পারব । আমার জন্য নিরন্তর দোয়া কামনা রইল ।

অল্লাহ আপনার মঙ্গল করুন ।

১৪| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪০

সাগর শরীফ বলেছেন: ভাল লাগল। সুন্দর+++

২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ,ভাল লেগেছে জেনে খুশী হলাম ।
লেখার হাতটি আপনার ভাল , লিখে যান দোয়া রইল ।সময় করে দেখে আসব ।

শুভেচ্ছা রইল

১৫| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩৩

মলাসইলমুইনা বলেছেন: আলী ভাই,
লেখা নিয়ে এখন কিছু বলছিনা I এতো দিন পরে আপনি লিখেছেন সেটা দেখেই মনে হয় স্বস্থির কলিটা ধীরে ধীরে পাপড়ি মেলে যেন মনের ভেতর মৌ মৌ ভালোলাগার শ্বেত চন্দন ফুলের সুবাস ছড়িয়ে দিলো | অনেক ভালো লাগলো আপনাকে ব্লগে দেখে আর লেখাটা পরে I ভালো থাকুন অনেক অনেক I

২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

ডঃ এম এ আলী বলেছেন: আমার সুস্থতা নিয়ে ব্লগে দেয়া পোষ্ট টি দেখে জবাব দিতে গিয়ে মনে হল সকলকে পৃথক পৃথক ভাবে উত্তর দেয়াটা জরুরী । কিন্তু হাতের কারণে লিখতে কষ্ট হওয়ায় মনে হল ছোট করে নতুন একটি পোষ্টে সকলের কাছে কৃতজ্ঞতাটুকু জানাই । তাই মনের আবেগ মিশিয়ে লিখতে গিয়ে হয়তবা তারাহুরা করে তোমন করে গুছিয়ে লিখতে পানিনি । তবে এটা ঠিক শ্বেত চন্দনের সুবাশ পাচ্ছি চারিদিক হতে । মনে হচ্ছে পুরো ব্লগ বাড়ীটা্ যেন শ্বেত চন্দনের সুঘ্রানে মৌ মৌ করছে । এমনতর পরিবেশই ব্লগে কাম্য । এখানে বিভিন্ন বিষয়ে যার যার সুকোমল ও যৌতিক সৃজন শৃলতা নিয়ে বিচরণ করলে কতই না ভাল হয় । পুরো ব্লগ বাড়ীটাই চলে যায় পারষ্পরিক সম্পৃতি বোধের ক্ষেত্রে আরো উচ্চ মার্গে ।
ব্লগের সকলেই ভাল খাকুন এ কামনাই রইল ।

১৬| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৩

রোকসানা লেইস বলেছেন: ভালো হয়ে উঠুন। কিছুই তো জানতাম না। শুধু মিস করছিলাম।আজ আপনার পোষ্টটা দেয়ার সাথে সাথে চোখে পরে ছিল। কিন্তু মন্তব্য দেয়া হয়নি কাজে চলে গেলাম জন্য।
নতুন চমক নিয়ে কি লিখলেন এত দিন পর, তা দেখতে এসে চমকটা একদম মন ভেঙ্গে দিল। অসুস্থতা সঙ্গী করে কাটাচ্ছেন এত দিন কিছুই জানতাম না।
ভালো হয়ে উঠুন ভালো হয়ে উঠুন। ফিরে আসুন লেখার ভান্ডার নিয়ে। আপনাকে মন্ত্রী হতে হবে না। লেখার গুণেই গুণী আপনি, পরিচিত পাঠকের মনে।
শুভকামনা অনেক। ভালো হয়ে ফিরে আসুন আবার জমজমাট লেখায় মাতিয়ে তুলুন আবার।

২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: একজন লেখকের আঙ্গুলের ডগায় অসুখ যে কত বেদনার তা কেবল ভুক্তভোগীই জানে । যাহোক , আপনাদের সকলের দোয়ায় এখন অনেকটা সুস্থ । আমার থেকে আপনার লেখায় চমক আরো অনেক বেশী , আরো একটু সুস্থ হলেই ঘুরে আসব সেখান হতে । 'জনাতন সুইফট' তাঁর ' হ্যপী দি ম্যান কবিতায় লিখেছিল ' আই ওয়ান্ট টু ডাই আনলেমেনটেড ' আমিউ তাই চাই ।
কামনা করি আল্লাহ আপনার দোয়া কবুল করুন ।

আপনার জন্যও শুভ কামনা রইল ।

১৭| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৬

করুণাধারা বলেছেন: আমি ব্লগে লেখার জন্য জি বোর্ড দিয়ে লিখি, এতে আমি কথা বললে লেখা হয়ে যায়, যেমন এখন আমি কোন হাত দিয়ে লিখছি না। শুধু লেখা শেষ হলে বিরতি চিহ্ন জায়গামতো বসাতে হয়। কিবোর্ড বদলানো খুব সোজা- ইংরেজি থেকে বাংলা এবং যখন যে ভাষায় কথা বলি সে ভাষাতেই লেখা হয়ে যায়। আশা করি জিবোর্ড দিয়ে লিখলে আপনার কষ্ট কম হবে, যদিও মাঝে মাঝে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার কথা ঠিকমতো প্রসেস করতে পারে না বলে এক কথা বললে আরেক কথা লেখা হয়, তখন শুধু ভুল কথাটা আমি মুছে দিয়ে ঠিক করে নেই। এই লেখায় এখন পর্যন্ত একবারও কিবোর্ড ধরিনি।

আরেকবার শুভ কামনা আপনার জন্য।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ মুল্যবান একটি তথ্য জানানোর জন্য । নীচের মন্তব্যগুলি থেকে দেখা যাচ্ছে অনেকেই বিষয়টির প্রতি বেশ আগ্রহী । তাই বিষয়টি এখানে কিংবা এ নিয়ে পৃথক একটি পোষ্ট দিলে অনেকেই বিষযটির কারিগরী দিক ও তা ব্যবহার করার কৌশল জেনে লাভবান হতে পারবেন । তাই বিষয়টি চিন্তা করে দেখতে পারেন ।
আমি কোয়ালিটেটিভ রিসার্চের জন্য মাঝে মধ্যে এনভিবো- ১২ সফটোয়ার প্রোগ্রাম ব্যবহার করে ভয়েজ ডাটাকে ট্রান্‌সক্রাইব করে নেই । তবে এটা বেশ প্রয়াস সাধ্য । অাপনার পরামর্শমত জি বোর্ড ব্যবহার করতে পারলে ভাল হয় । এমাজনে ডু মেরে দেখলাম সেখানে এটা পাওয়া যায়নি । দুএকটা ওয়েব সাইটে এর হদিস পাওয়া গেছে , তবে বিশ্বাস যোগ্য হয়নি বলে ইনন্স্টল করিনি । সহজ নির্ভরযোগ্য উৎস জানালে বাধিত হব ।
শুভ কামনা রইল ।

১৮| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০১

বিজন রয় বলেছেন: ???!!!!???

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৩

ডঃ এম এ আলী বলেছেন: অনেক প্রশ্ন অনেক অনেক আশ্চর্য রেখে গেলেন । বুঝতে পেরেছি । আমার আগের পোষ্টে মন্তব্যের ঘরে গেলে ??? এর উত্তর পেয়ে যাবেন । শ্রদ্ধা সাথে বিনীত ক্ষমা প্রার্থনা রইল ।

১৯| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৭

খায়রুল আহসান বলেছেন: শ্রদ্ধেয় আলী ভাই,
আল্লাহ রাব্বুল 'আ-লামীন এর কাছে লাখো শুকরিয়া, তিনি আপনাকে সুস্থ করে তুলছেন, এবং সর্বান্তঃকরণে আশা করছি আপনি দ্রুতই সম্পূর্ণ আরোগ্যলাভ করবেন। ফ্রস্ট বাইটে আঙুলের এমন কঠিন অবস্থা হয়, জেনে ভয় পেয়ে গেলাম, কারণ আমার নাতনিটা শীতের দেশে থাকে। আজকেই ওদেরকে বলবো এ ব্যাপারে খুব সাবধানে থাকতে।
যে কবিতায় হৃদয়ের এতটা আবেগ ঢেলে সকলের তরে কৃতজ্ঞতা জানিয়েছেন, সে কবিতায় আমিও আমার ভাল লাগা রেখে গেলাম। + +
@করুণাধারা,
আপনারা বিজ্ঞানী মানুষ, কি সুন্দর করে প্রযুক্তিকে নিজের আজ্ঞাবহ করে রেখেছেন, জেনে মুগ্ধ হ'লাম। এই লেখায় এখন পর্যন্ত একবারও কিবোর্ড ধরিনি - কি চমৎকার!

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫২

ডঃ এম এ আলী বলেছেন: আমার শ্রদ্ধাপুর্ণ ভালবাসা রইল । আমার প্রতি আপনার উৎকণ্ঠা ও সহানুভুতি
ও দোয়া আমি বিভিন্ন পোষ্টে মন্তব্যের ঘরে দেখেছি ।
অসুস্থতার জন্য জবাব দেয়া হয়ে উঠেনি । আশা করি ক্ষমা সুন্দর চোখে দেখবেন ।

আপনার সামরিক জীবনের কঠোর নিয়ম চারিতার কারনে এই বয়সেও বেশ সুস্থ ও স্বাছন্দে আছেন । এটা আল্লার নিয়ামত ।
আমি মনে হয় বিভিন্ন পরিবেশে থেকে ও বিভিধ প্রকারে প্রফেশনাল কর্মযজ্ঞের কারণে শরীরের উপর অনেক অনিয়ম করে ফেলেছি , তাই এই বয়সে এসে একটু বেশীই কাবু করে ফেলেছে । তবে আপনাদের দোয়ায় ও একটু বিশ্রামে থাকার কারণে আল্লার রহমতে এখন অনেক সুস্থ হয়ে উঠছি । ডারমোটুমুয়ীস্ট রোগ হিসাবে শিতের প্রকোপে অনেকেরই হাতের আঙ্গুলের ডগা এবং পিঠ প্রথমে লাল হয়ে ফুলে যায় ও পরে তা ফেটে যায় , সহজে এর আরোগ্য হয়না তবে চিকিৎশায় একে নিয়ন্ত্রনে রাখা যায় ।বাচ্চা ও বয়স্কদের এটা বেশী হয় । কাজেই সকলেই সতর্ক থাকা ভাল । শীতের দেশে বসবাসকারী আপনার পরিজনদেরকে পরামর্শ দিয়ে ভালই করেছেন ।
আপনার অনেক মুল্যবান লেখা পাঠ করা হয়ে উঠেনি, সময় করে দেখে আসব ।

আপনার ম্যসেজ করুনা ধারার কাছে পৌঁছিয়ে দিয়েছি । আশা করি তিনি এ বিষয়ে সকলকে বিস্তারিত জানাবেন ।

অনেক অনেক শুভ কামনা রইল


২০| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৪

নতুন নকিব বলেছেন:



@ বোন করুণাধারা,
দারুন ব্যাপার জানালেন। একটিও ভুল ব্যতিত এমন সুন্দর করে জিবোর্ড দিয়ে লেখা যায়, ভাবিনি। জিবোর্ড এ্যাপস ব্যবহার করে লেখা যায়, জানতাম কিন্তু কখনো প্রাকটিস করে দেখিনি। আপনার থেকে জানার পরে ব্যবহার করে দেখার ইচ্ছে হল। ধন্যবাদ, বিষয়টি শেয়ার করায়।

অনেক ভাল থাকুন।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৬

ডঃ এম এ আলী বলেছেন: বোন করুনাধারাকে সকলের ইচ্ছার কথাটি জানিয়ে দিয়ে এসেছি তার ব্লগে গিয়ে । আশা করি তিনি বিষয়টা বিষদভাবে সকলের সাথে শেয়ার করবেন । ধন্যবাদ ।

২১| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৭

ডঃ এম এ আলী বলেছেন: মনোমুগ্ধকর হয়েছে শুনে খুশী হলাম ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।

২২| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২২

বিজন রয় বলেছেন: @ করুণাধারা ...... জিবোর্ড সম্পর্কে বিস্তারিত জানালে খুশি হবো।
কিভাবে কি করতে হয়?

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩০

ডঃ এম এ আলী বলেছেন: বোন করুনাধারাকে সকলের ইচ্ছার কথাটি জানিয়ে দিয়ে এসেছি তাঁর ব্লগে গিয়ে । আশা করি তিনি বিষয়টা বিষদভাবে সকলের সাথে শেয়ার করবেন ।
সেখানে করা মন্তব্যের জবাবটা মনে হয় দেখা হয়নি ।
শুভেচ্ছা রইল

২৩| ২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

অন্তরন্তর বলেছেন: সৃষ্টিকর্তা আপনাকে সুস্থতা দান করুক এই প্রার্থনা করি। আপনার দীর্ঘ অনপুস্থিতিতে আমরা অনেক অনেক মূল্যবান লিখা মিস করেছি। আপনার মত লিখক না থাকলে ব্লগ অনেক কিছু মিস করে তা আমি মনে করি। শুভ কামনা রইল ভাই।

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:০১

ডঃ এম এ আলী বলেছেন: আমার লেখা মিস করছেন শুনে ভাল লাগল । ব্লগে আপনাদের সকলের লেখাই খুব সুন্দর ও হৃদয়গ্রাহী । আমিও আপনাদের সুন্দর সুন্দর অনেক লেখা পাঠ করতে পানিনি বলে মনোকষ্টে আছি । আমার জন্য দোয়া করবেন যেন শিঘ্র দীর্ঘ সময় ধরে লেখার জগতে বিচরণ করতে পারি ।

শুভেচ্ছা রইল

২৪| ২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

তারেক ফাহিম বলেছেন: অনেক ভালোলাগলো ভাইয়া আপনাকে দেখে।


অনেক অনেক মিস করছিলাম।

বিধাতা আপনাকে পূর্ণ সুস্থতা দান করে পুণরায় ব্লগে ফেরার তৌফিক দিক।

নিরন্তন শুভকামনা আপনার জন্য।

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৫

ডঃ এম এ আলী বলেছেন: আপনার শুভ কামনা মাথা পেতে নিলাম । কামনা করি বিধাতা আপনার দোয়া কবুল করুন ।
আপনাদের দোয়ার বদৌলতে এখন আগের থেকে অনেকটা সুস্থ ।

আপনার জন্যও শুভ কামনা রইল

২৫| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনাকে অনেক দিন পর পেয়ে সত্যি খুব ভালো লাগছে। আল্লাহ আপনাকে ভালো রাখুন।

শুভেচ্ছা নিরন্তর।

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৭

ডঃ এম এ আলী বলেছেন: আপনার ভাল লাগার কথা শুনে খুশী হলাম। কামনা করি বিধাতা আপনার দোয়া কবুল করুন ।
আপনাদের দোয়ার বদৌলতে এখন আগের থেকে অনেকটা সুস্থ ।
আশা করি সহসাই নিয়মিতভাবে আপনাদের সাথে থাকতে পারব ।

আপনার জন্যও শুভ কামনা রইল

২৬| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০২

সোহানী বলেছেন: নিজেকেই বিশ্বাস করতে পারছি না আলী ভাইয়ের লিখা.........। আলী ভাই, আপনি যে কতটা মূল্যবান ব্লগের জন্য কিংবা আমার জন্য সেটা মনে হয় অনেকবার বলেছি। আপনাকে শুধু মিস করি কথাটা বললে কম বলা হবে। ব্লগে আসার আগ্রহ নষ্ট হয়ে যায় আপনি, জিএস ভাই, খায়রুল ভাই, বিগু, জুনাপু, কি করি ভাই, শায়মা, কিংবা গাজি ভাই সহ আরো অনেকের লিখা যদি না পাই। আপনি শুধু ব্লগই নয় বাংলা সাহিত্যের সম্পদ।

আমি জানি এই ঠান্ডায় এ ধরনের অসুস্থতা কতটা ভোগায়। তারপরও আবদার একটু হলে ও জানান দিবেন আপনার উপস্থিতি, আপনি চোখের বাইরে চলে যান কখনই তা চাই না।

আর করুনা আপুর সাজেশান খুব ভাল লেগেছে। এই দেখুন অপশান ঠিকই বের হয়ে গেছে, এবং আরো অপশান হয়তো পাবো। প্লিজ সাথে থাকুন ..........

সুস্থ হয়ে উঠুন পুরোপুরি ঠান্ডা পড়ার আগেই এ প্রার্থনা করুণাময়ের কাছে কারন আপনাকে অনেক পথ আরো পাড়ি দিতে হবে লিখালিখির জগতে।

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: আমারো বিশ্বাস ছিলনা এই হাতে এতখানি লেখা এখন লিখতে পারব ।
কোন অজ্ঞাত কারণে ইমোনাইজেসন ডেফিসিয়েন্সির জন্য হাতের আঙ্গুলে এই যন্ত্রনা দায়ক ব্যধি বাসা বেধেছে ।
তবে আপনাদের সকলের দোয়ায় ও চিকিৎসকদের সহায়তায় ও আল্লার রহমতে এখন অনেকটা সুস্থতার দিকে ।
ব্লগে বিচরণ করে কারো লেখায় কোন কমেন্ট করতে না পারলে মনে বড় কষ্ট লাগে ।

দোয়া করবেন ব্লগে যেন নিয়মিত হতে পারি । আপনার অনেক মুল্যবান ও সুন্দর সুন্দর লেখা পাঠ করতে পারিনি । আরো একটু সুস্থ ফিল করলে মিস হয়ে যাওয়া লেখাগুলি পাঠ করব ইনসাল্লাহ ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

২৭| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১১

রাফা বলেছেন: বাহ্ বেশ ভালো লাগলো ব্লগের এই শহমর্মিতা দেখে।এখানেই মনে হয় স্বার্থকতা ব্লগের।

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, সহমর্মিতায় শরিক হয়ে ব্লগটিকে যথাযথভাবে মুল্যায়ন করার জন্য ।

অনেক অনেক শুভ কামনা রইল

২৮| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০২

পদাতিক চৌধুরি বলেছেন: ব্লগে আপনাকে দেখে খুব আনন্দিত হলাম। আপনার সম্পূর্ণ সুস্বাস্থ্য আরোগ্য লাভ কামনা করছি । আপনার উপস্থিতিতে ব্লগারও ঝলমল হয়ে উঠুক, কামনা করি।
অফুরান শুভেচ্ছা আপনাকে।

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২০

ডঃ এম এ আলী বলেছেন:
আপনার সুন্দর আশা জাগানিয়া কামনায় আমি আপ্লুত ও অনুপ্রেরিত ।
নিরন্তর শুভ কামনা রইল ।

২৯| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৩

শামছুল ইসলাম বলেছেন: আপনার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করছি।

আপনার সরব পদচারণায় ব্লগ ভরে উঠুক।

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩

ডঃ এম এ আলী বলেছেন:
আপনাদের সকলের সাথে নিয়মিত ব্লগে বিচরণ করার জন্য মনটা কেবলি কাঁদে ।
দোয়া করবেন সহসাই যেন পুর্ণ সুস্থ হয়ে ব্লগে নিয়মিত বিচরণ করতে পারি ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

৩০| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

করুণাধারা বলেছেন: আমি জি বোর্ড নিয়ে একটা পোস্ট দিয়েছি।

২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, দেখতে গেলাম ।
শুভেচ্ছা রইল

৩১| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫

সুমন কর বলেছেন: কিছুদিন ব্লগে সময় দিতে পারিনি, তবে পোস্টটিতে ঘুরে গিয়েছিলাম।

আপনি সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন...........

২৭ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৪

ডঃ এম এ আলী বলেছেন: আপনার মঙ্গল কামনা মাথায় পেতে নিলুম । আপনি যে এসেছিলেন তা আমি দেখেছি ।

বরাবর সাথে ছিলাম এবং সাথেই থাকব ।

শুভ কামনা রইল ।

৩২| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
অনেকদিন পর পোস্ট দিলেন, আগে চা লন

তারপর বলুন, কেমন আছেন?

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩১

ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ , আপনার পরিবেশিত চা পরম তৃপ্তির সাথে উপভোগ করলাম ।
এখন আপনাদের দোয়ায় আল্লার রহমতে অনেকটা সুস্থতা ফিল করছি ।
অনেক অনেক শুভেচ্চা রইল।

৩৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৬

মনিরা সুলতানা বলেছেন: ব্লগে কয়েকদিন থেকেই একটু অনিয়মিত ছিলাম; আপনার পোস্ট দেখতে এ জন্যেই সময় লাগলো।
অনেকদিন পর প্রিয় একজন ব্লগারের উপস্হিতি !!! দারুন আনন্দময় সাথে কিছুটা বেদনার ও অনুভব । আশা করছি পরিপূর্ন সুস্হ্যতায় আবার ও আপনাকে আমাদের পাশে পাবো খুব জলদি ।

আল্লাহ আপনাকে হায়াতে শেফা দান করুন । আমাদের জন্য চনৎকার সব লেখা নিয়ে আসবার অপেক্ষায় ।

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ এসে দেখার জন্য ।
দোয়া করবেন সুস্থ হয়ে যেন ব্লগে নিযমিত বিচরণ করতে পারি ।
শুভেচ্ছা রইল ।

৩৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫০

আখেনাটেন বলেছেন: আপনার অসুস্থ হয়ে পড়ার খবর শুনে খারাপ লেগেছিল। আমার আমাদের মাঝে গুণী মানুষটি ফিরে আসছেন জেনে ভালো লাগল।

২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

ডঃ এম এ আলী বলেছেন: গল্পটা পড়ে এসেই দেখি আপনি এখানে । আপনার আগমন ভাল লাগল ।
আমার জন্য দোয়া করবেন ।
শুভেচ্ছা রইল

৩৫| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: কেমন আছে??

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:২০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ এসে কুশল জানতে চাওয়ার জন্য ।
এখন অনেকটা সুস্থ ফিল করছি ।
দোআ করবেন ।
শুভেচ্ছা রইল

৩৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৯

নীলপরি বলেছেন: একটু অনিয়মিত থাকায় পোষ্টটা দেখতে দেরী হয়ে গেলো । দেখে আপ্লুত হলাম ।

আপনি সামুর সাধারণ কেউ নন । আপনি অনেক কিছু । আপনার অসাধারণ পোষ্টগুলো সামুর পাতাকে সমৃদ্ধ করেছে ।
আর আপনার মন্তব্য ছাড়া যে কোনো পোষ্ট অসম্পূর্ণ মনে হয় । এগুলো শুধু আমার ব্যক্তিগত উপলব্ধি নয় । আমার অনেক ব্লগারই একমত হবেন ।

তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে উঠুন ।

শুভকামনা রইলো

০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ সুন্দর ও মুল্যবান অনুভুতি প্রকাশের জন্য , খুবই অনুপ্রানিত হলাম ।
শীঘ্রই যেন সুস্থ হয়ে সামুতে নিয়মিত বিচরন করতে পারি সে লক্ষ্যে আর্শীবাদ
কামনা করি ।

শুভেচ্ছা রইল

৩৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার পুর্ণ সুস্হতা কামনা করছি.....


আপনার গবেষণা মূলক পোস্টের অপেক্ষায় সব সময় থাকি।
শুভকামনা রইল ভাইয়া।

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , সুস্থতা কামনার জন্য কৃতজ্ঞতা জানবেন ।
শুভেচ্ছা রইল ।

৩৮| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: নতুন কোন লেখা প্রকাশ করেন

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০১

ডঃ এম এ আলী বলেছেন: অনুপ্রেরনা দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমার লেখার কলেবর বেশ বড় হয় । একটি লেখার কাজ ধীর গতিতে এগিয়ে চলছে । দোয়া করবেন যেন সহসা শেষ করতে পারি ।
শুভেচ্ছা রইল

৩৯| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আল্লাহ্‌ আপনাকে সুস্থতা দান করুন।

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫১

ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । কামনা করি আল্লাহ আপনার দোয়া কবুল করুন ।
শুভেচ্ছা রইল ।

৪০| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

সোহানী বলেছেন: গতকাল থেকে এখানে বরফ শুরু হয়েছে সাথে মেঘলা আকাশ............ এবারের ঠান্ডা মনে হয় ভোগাবে। কারন নভেম্বর শুরু না হতেই বরফ!!!!

সুস্থ থাকুন ও উষ্ণ থাকুন সাথে মাঝে মাঝে ব্লগে উকিঁ দিবেন এ প্রত্যাশায়।

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৩

ডঃ এম এ আলী বলেছেন:


আজ সকালে যখন ঘুম ভাঙ্গবে
তখন দেখবেন আরো একটা মেঘলা আকাশ
উপহার হয়ে এসেছে আপনার জন্য ,
তার সাথে গুড়ি গুড়ি বরফ একটা ভেজা রাস্তা,
তখন নিশ্চয়ই মন কিছুটা খারাপ হবে
মেঘলা আকাশ দেখে মনের কোণেও মেঘ জমতে পারে
শীতে কাবু হয়ে ভেজা রাস্তা দেখে তখন যেন
কান্না না পায় , বরং অবাক দৃষ্টিতে জানালার পাশে বসে
বাচ্চা কাচ্চা নিয়ে মিষ্টি হাসার কামনা রইল ।

ধন্যবাদ আমার সুস্থতা কামনার জন্য

৪১| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: প্রিয় মানুষ গুলো দীর্ঘজীবী হোক।

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৬

ডঃ এম এ আলী বলেছেন: দীর্ঘায়ু কামনার জন্য কৃতজ্ঞতা জানবেন ।
শুভকামনা রইল

৪২| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হেই!!!!!!!!!!
আপনার ফিরে াসার খবর এত দেরিতে চোখে পড়ল!!!!!!!!!! সো স্যাড

অব্যশ আমিও গত দু সপ্তাহ প্রায় অনিয়মিত হয়ে পড়েছিলাম!
অনেক অনেক অনেক ভাল লাগল ফিরে আসায়
আর দূর্ঘটনার কথা শুনে ব্যাথিত হলাম । আল্লাহর কাছে কায়মোনবাক্যে প্রার্থনা শীঘ্য শিঘ্র সুস্থ হয়ে উঠুন।

দুর্লভ সাদা চন্দন ফুলের মতোই ফিরে আসার সুবাসে মাতোয়ারা হল ব্লগ :)

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ এসে কুশল বিনিময় করার জন্য ।
আপনার সুবাসেও ব্লগ মাতোয়ারা করে বিশেষ করে
গুঢ় আধ্যআতিক কথামালায় রচিত কবিতাগুলি
এ ব্লগের অমুল্য সম্পদ ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।

৪৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৭

কথাকথিকেথিকথন বলেছেন:







লেখাটা পড়ে হৃদয়ে বেশ খারাপলাগা অনুভূতি আসলো।
আপনি পুরোপুরি সুস্থ হয়ে পুরোদমে ফিরে আসুন সেই প্রত্যাশা।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯

ডঃ এম এ আলী বলেছেন: খারাপ লাগার কোন কারণ নেই
মানব জীবনে এরকম হরমামেসা সকলেরই হয়
কামনা করি আপনার দোয়া আল্লাহ কবুল করুন ।
শুভেচ্ছা রইল

৪৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০২

বলেছেন: মন খারাপ হয়ে যায় করো দুঃখের কথা শুনলে আর সে যদি হয় প্রিয় কেউ যে আমারে চেনে না --

ভালো থাকুন , সুস্থ থাকুন,। সবার ভালোবাসায় থাকুন।



আসসালামুআলাইকুম।

৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ মোর লাগি শুভ কামনার জন্য । ব্লগে বেশ কিছুদিন নিয়মিত হতে না পারার জন্য অনেক গুণীজনের লেখাই দেখা হয়ে উঠেনি । সময় সুযোগে লেখাগুলি দেখা হবে ।
শুভেচ্ছা রইল

৪৫| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৪

নজসু বলেছেন:



আশা করি ভালো আছেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , এখন অনেকটা সুস্থ আছি ।

৪৬| ৩০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

নজসু বলেছেন:



আমি কিন্তু প্রায়ই আপনার ব্লগে আসি আপনাকে খুঁজতে।
আপনার লেখার অনুসন্ধান করতে ।
আপনার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, সন্মান যেন আরও বেড়ে গেছে।
এতো আন্তরিক, অমায়িক মানুষ আমি খুব কমই দেখেছি।
আপনি অনেক অনেক ভালো থাকুন।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: লেখালেখিতে সময় খুবই কম দিতে পারছি ।
আমারো অনেক অনেক ভালবাসা সাথে কৃতজ্ঞতা থাকল ।
শুভেচ্ছা রইল

৪৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , আল্লাহ আপনারো মঙ্গল করুন ।

৪৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন পোস্ট দিন

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৬

ডঃ এম এ আলী বলেছেন: দিন কয়েক খুবই ব্যস্ততার মধ্যে আছি ,
একটু ফুরসত করতে পারলেই নতুন পোষ্ট দিব ।
দোয়া করবেন ।
শুভেচ্ছা রইল ।

৪৯| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

মনিরা সুলতানা বলেছেন: আপনার নতুন লেখার অপেক্ষায় আছি ...।
আগ্রহ নিয়ে !

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১২

ডঃ এম এ আলী বলেছেন: এই মহুর্তে কনসালটেন্ট হিসাবে বেশ কিছু প্রফেসনাল লেখালেখির কাজ নিয়ে ব্যস্ততার মাঝে সময় পার করছি । অসুস্থ থাকার কারণে অনেক লেখাই সময়মত শেষ করতে পারিনি অথচ কিছু কিছু কাজের জন্য এডভান্স নেয়া হয়েছে , তাদের তাগিদটাও কম নয় , নিত্যই তাগাদা দিচ্ছে । তাই একটু ফুরসত পেলেই ইনসাল্লাহ নতুন পোষ্ট দিব । অনুপ্রেরনা দেয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভ কামনা রইল

৫০| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২০

খায়রুল আহসান বলেছেন: শীত আসছে ধেয়ে। একটু সাবধানে থাকবেন, প্রিয় ব্লগার!

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫১

ডঃ এম এ আলী বলেছেন: শীতের চেয়ে বিষয় কর্ম চেপে ধরেছে বেশী । একটু ফাক পেলেই দেখা হবে ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।

৫১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী,





আমার কতোদিন পরে কবিতাটিতে ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫১ তারিখে করা আপনার মন্তব্যের প্রতিউত্তর করে এসেছি।

বিদায়ী বছরের শেষ দিনগুলোর শুভেচ্ছা। ভালো থাকুন।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫৫

ডঃ এম এ আলী বলেছেন:
নোটিশ পাইনি বলে প্রতি উত্তরটি দেখতে পারছিনা ,
দয়া করে লেখার লিংকটি দিলে সুবিধা হতো ।
নিরন্তর শুভেচ্ছা রইল

৫২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী,





প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ।
লিংকটি এই --কতোদিন পরে !

শুভেচ্ছান্তে।

৫৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

বিজন রয় বলেছেন: কেমন আছেন এখন?

নতুন পোস্ট আশা করছি।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ব্যস্ত সময় পার করছি ।
নতুন লেখার জন্য অনুপ্রেরনা দেয়ায় খুবই খুশী হলাম ।
শুভেচ্ছা রইল

৫৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

বিজন রয় বলেছেন: দেশে আর কোন দিন আসবেন না??

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: আসবনা মানে আমিতো দেশেই আসি আর যাই, ঘুরে বেড়াই টেকনাফ থেকে তেতুলিয়া ,পথে প্রান্তরে নগড় ও গ্রামে ।
মাতৃভুমি দেশই আমার কাছে অমরাবতী , এটাই কাছে টানে বারে বারে যদিও কর্ম বিষয় কারণে দেশের বাইরেই কাটাতে হয়
জীবনের অনেকটা বেলা । তবে দেশে থাকার কালে নীজকে সংবরন করে অনেকটাই চলি সংগোপনে কারণ নীজকে নিয়ে বলার মতো কিছুই যে নাই এ জীবনে । কামনা করি আপনাদের বিচরণ হোক দেশের সর্ব অঙ্গনে নীজেদের অশেষ গুণপনার কারণে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

৫৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৭

নিউজপ্রিন্ট বলেছেন: হিরু আলুম নামের নিকৃিষ্ট আলুম নোংরা অশালীন ভিডিও ইউটিউবে প্রচারকারী আসন্ন সংসদ নির্বাচনে বগুরা ৪ আসন থেকে নির্বাচনে অংশ নেবে, যেই সংসদ নির্বাচণে অংশ নেবেন শেখ মুজিব কন্যা শেখ হাসিনা, যেই সংসদ নির্বাচনে অংশ নেবেন বর্তমান সরকারের তাবত মন্ত্রী পরিষদের মন্ত্রীগণ। কিন্তু হিরু আলুম কে ? কি তার পরিচয় - দেশে তার গ্রামে মেম্বার নির্বাচন করার যোগ্যতা সে রাখে না। চেয়ারম্যান নির্বাচন করতে চাইলে ভর বাজারে বিচার ডেকে হিরু আলুমকে কানে ধরে উঠ বস করানো হবে। সেই ব্যাক্তি নর্দমার কীট নোংরা অশালীন ভিডিওকারী ও ই্উটিউবে নোংরা অশালীন ভিডিও প্রচারকারী কিভাবে বাংলাদেশে সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে - তার বিরুদ্ধে আপনারা কেউ লিখেন না, আবার আপনারা সবাই ব্লগ লিখেন ! কিসের ব্লগ লিখেন বলতে পারেন ? দেশের প্রতি কি দায়িত্ব নিয়ে লিখেন যে একটা নোংরা নর্দমার কীট অশালীন ভিডিওকারীর বিরুদ্ধে লিখছেন না। আপনাদের কাছে দেশ কি আশা করে? আপনারা ব্লগে বড় বড় কলাম লিখেন এই নর্দমার কীট সম্পর্কে কেনো লিখছেন না । কি লাভ এই বড় বড় কলাম লিখে যদি আপনার-আপনাদের লিখা দেশের সমাজের পরিবেশের উপকারে না আসে।

নিজের বিবেককে প্রশ্ন করুন হিরু আলুম নামক নিকৃষ্ট আলুম নোংরা অশালীন ভিডিও ইউটিউবে প্রচারকারী কিভাবে বাংলাদেশের সর্বোচ্চ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে? পবিত্র সংসদ ভবন যেখানে দেশের আইন বিচার ব্যাবস্থা সংশোধন সংযোজন পরিমার্জন করা হয় সেখানে হিরু আলুম নামক নিকৃষ্ট আলুমের কাজ কি?

হিরু আলুম বাংলাদেশ ইন্টারনেট সমাজে নোংরা অশালীন ভিডিও প্রকাশ করে সমাজ ধ্বংসের অন্যতম কারণ। সে কিভাবে দেশের সর্বোচ্চ পবিত্র স্থানে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে ? আপনারা কেউ কিছু বলুন ? কেউতো কিছু লিখুন - এই নোংরা কীট সমাজ ছিড়ে খাবলে খাবে । সমাজ পরিবেশ দেশ রক্ষা করুন। আপনারা দেশের কাছে দায়বদ্ধ - নিজেকে কি বলে সান্তনা দেবেন ?

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫২

ডঃ এম এ আলী বলেছেন: বেশ কিছু গরুত্বপুর্ণ কথা রয়েছে মন্তব্যটিতে । কি আর করা যাবে আমাদের মহা মহা বিজ্ঞ সংবিধান প্রনেতারা জাতীয় সংসদের সদস্য পদের লক্ষ্যে নির্বাচনে অংশ গ্রহনের জন্য যে কোন ২৫ বছর বয়সী বাংলাদেশী নাগরিকের জন্য ( আদালত কতৃক একটি নির্দিষ্ট মেয়াদের সাজা বা ঋন খেলাপী জাতীয় কিছু নিগেটিভ কথা ছাড়া) নির্বাচনে অংশ গ্রহনের পথ সংবিধানে খোলা রেখেছেন । নিগেটিভ ব্যতিত পজিটিভ দিক যথা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা, রাজনীতি কিংবা সাংবিধানিক বিষয়ে একটি নিদৃষ্ট মাত্রার জ্ঞান থাকা ( যথা প্রশ্ন ফাস না করে দেশের সংবিধানের গুরুত্বপুর্ণ কিছু ধারা উপধারার উপর একটি পরীক্ষা পাশ করা ) । বয়সের সাথে সাজা টাজা ব্যতিত আর কোন কিছু যুক্ত না থাকার কারনে অনেকেই অতীতে ও এখনো এই পদের জন্য প্রার্থী হতে পারছেন । সংবিধানের নিয়মের আওতায় থেকে দেশের যে কোন নাগরিক জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য প্রার্থী হতে পারেন । এখানে প্রধান মন্ত্রী হতে শুরু করে সকলেই আইনের চোখে সমান । তবে জাতীয় সংসদে অনেক গুরুত্বপুর্ণ কাজ করতে হয় বলে সেখানে যোগ্য লোকদেরকে ভোট দিয়ে পাঠানো দেশের সকল নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য , এ দায়িত্বটুকু সকলেই নিষ্টার সাথে পালন করলে যথাযোগ্য লোকেরাই জাতীয় সংসদে যেতে পারবেন । তাই অনেক বিকল্প প্রার্থীর মধ্যে উপযুক্ত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদের সদস্য করার বিষয়টি নিয়ে সকলের যথাযথ সচেতনতা আসুক এটাই কামনা করি ।

৫৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার ব্লগে দাওয়াত রইলো :)

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , দাওয়াত কবুল ।
শুভেচ্ছা রইল ।

৫৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৫

কালীদাস বলেছেন: এখন শরীর কেমন আপনার?

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ কুশল জানতে চাওয়ার জন্য ।
আল্লার রহমতে এখন ভাল আছি ।
আপনি কেমন আছেন ।
দেখে আসলাম আপনি এখনো
রান্নাবান্না নিয়েই আছেন ।
এখন নতুন কিছু পরিবেশন হোক ।

শুভেচ্ছা রইল

৫৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

কালীদাস বলেছেন: আমি আগেরবার ডুব মারার আগেও আপনি অসুস্হ ছিলেন; আমার মনে হয় ব্যাপারটা আরও সিরিয়াসলি থরো চেক করা উচিত।

আমি সম্ভবত আমার জীবনের সবচেয়ে ব্যস্ত বছরটা পার করলাম। এখনও অনেক কিছু বাকি, ১০/১২দিন পর হয়ত আবার ডুব মারতে বাধ্য হব। আপনার পরামর্শ মাথায় থাকল, পারব কিনা দেখা যাক।

ভাল থাকবেন এবং অনেক শুভকামনা রইল।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ আবার এসে জানান দেয়ার জন্য ।
আমিউ বিবিধ কারণে ডুব সাতারের মধ্যেই আছি ।
এ বছরটাও মনে হয় ব্যস্ততার মাঝেই যাবে ।
যাহোক আপনার নতুন লেখার জন্য অধীর হয়ে রইলাম ।
শুভেচ্ছা রইল

৫৯| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমন আছেন শ্রদ্ধেয় ? অনেকদিন আপনার কোন খোঁজ খবর পাইনি। আসলে আমিও অনেকটা ঝামেলায় সময় পার করেছি নতুন পোষ্টিং আর নতুন কর্মস্থলে যোগদানের পর মানসিকভাবে অনেকটা বিষন্নতা ভোগ করছি অনেকদিন যাবত। তাই ব্লগে মাঝেমধ্যে আসলেও তেমন সময় কাটাতে পারিনাই। সেজন্য আপনার খবরও নিতে পারিনি। আজ আপনার ব্লগে এসে জানতে পারলাম আপনার এক্সিডেন্ট এর কথা। আপনার অসুস্থতার কথা জানতাম, কিন্তু এক্সিডেন্ট করার কথা আজই জানলাম। মর্মাহত হলাম আপনার আঙুল ফেটে গিয়েছিল শুনে। এখন কেমন আছেন জানলে অনেকটা শান্তি পাবো। আপনার অভাব সবসময় ভাবিত করেছে, তবে মনে হয়েছে হয়তো অসুস্থতার জন্য সবার ব্লগে যেতে পারছেনা। কিন্তু এক্সিডেন্ট করার কথা জানিনি।

যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, যতো দূরেই রাখেন শ্রদ্ধেয়, আমার জন্য সামান্য দোয়া রাখবেন।
আপনার সুস্থতা কামনায় সবসময়, আল্লাহ পাক আপনাকে শান্তি দিক সবদিক থেকে।

২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

ডঃ এম এ আলী বলেছেন: এসে কুশল বিনিময়ের জন্য ধন্যবাদ ।
এখন আপনাদের সকলের দোয়ায় অনেকটা সুস্থ আছি ।
মানষিক যন্ত্রনা মুক্ত হয়ে নতুন কর্মস্থলে নব প্রেরনায় কাজ
করার তৌফিক দানের জন্য পরম করুনাময়ের কাছে দোয়া চাইছি ।

শুভেচ্ছা রইল

৬০| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আলী ভাই, আল্লাহর কাছে আপনার পূর্ণ সুস্থতা কামনা করছি। আশা করি, আপনি আপনার জ্ঞানের ভাণ্ডার উজাড় আবার আমাদের জন্য লেখালেখি করবেন।
ভাই, আমার একবার হার্ট এ্যাটাক এবং একবার স্ট্রোক করেছিল। দু'বারই মৃত্যুর মুখ থেকে ঘুরে এসেছি। স্ট্রোকের কারণে বাঁ হাতের আঙ্গুলগুলোতে এখনো ঠিকমতো সাড়া পাই না। শুধু ডান হাতে টাইপ করি। এ ছাড়াও আমার ব্যাক পেইন এবং হাঁটুতে ব্যথা আছে। তারপরেও আমি সব সময় সতেজ থাকার চেষ্টা করি। আমার কার্ডিয়াক ফিজিশিয়ান (ভারতে) আমাকে বলেছিলেন, এই বয়সে বেঁচে থাকতে হয় মন দিয়ে, শরীর দিয়ে নয়। আমি অক্ষরে অক্ষরে তাঁর উপদেশ মেনে চলি। হাসি খুশি আনন্দে থাকার চেষ্টা করি।
আপনিও নিশ্চয় ভালো থাকবেন। আপনার জন্য দোয়া রইল।

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: আমার সুস্থতা কামনার জন্য কৃতজ্ঞতা জানবেন ।
হার্ট এটাক ও স্ট্রোকের হাত থেকে আল্লাহ আপনাকে সুস্থ সহিমতে
আমাদের মাঝে ফিরিয়ে আনার কথা জানতে পারায় আল্লার কাছে
শুকরিয়া জানাই , ভাল গুণী লেখকের এই আকালের দিনে আমাদের
সাহিত্য জগত অলওয়েজ ক্লেইমস ইউ ।

অসাবধানতা বসত কোন এক অজানা ভাইরাস এটাকের কারণে
আমার হাতের আঙ্গুলের ডগায় ডারমাটুয়িস্ট জনিত একটি মসিবত
বাসা বেঁধেছে । ওষুধে সেরে গেলেও আবারো দেখা দেয়।
লিখতে গেলে কষ্ট হয়।

আপনার সতেজ থাকার কৌশলের কথা শুনে খুশী হলাম ।
সময় অভাবে সামুতে ইদানিং কম বিচরণ করতে পারি ।
মাঝে মাঝে এসে প্রিয়জনদের মুল্যবান লেখা দেখে যাই ।
আপনার নিকের ছবি পরিবর্তন হওয়ার কারনে এতদিনের
চেনা শ্রদ্ধেয় আশরাফুল ভাইকে দেখতে না পেয়ে আপনার
মুল্যবান অনেক পোষ্ট মিস হয়ে গেছে। তবে এই নিকটি
বেশ ভালই লাগছে । নিকে যারা কোমলমতি বাচ্চাদের ছবি
ব্যবহার করে তারা সকলেই বেশ নিনয়ী হয় বলেই দেখা যায়।
আর আপনিতো বিনয়ের অবতার ।

মহান রাব্বুল আলামিনের কাছে আপনার জন্যও
সুন্দর সুস্থ জীবন কামনা করছি ।

শুভেচ্ছা রইল







৬১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নিকের ছবিটি আমার একমাত্র নাতনি নয়নতারার। আমার বড় ছেলের ঘরের। ওর ফরমাল নাম তানিশা তৌহিদ। আমি ওকে নয়নতারা নামে ডাকি। ছবিটি ওর ছয় মাস বয়সে তোলা। এখন ওর বয়স ১১ মাস। ওর আট মাস বয়সে তোলা আর একটি ছবি নিচে দিলাম। শিশুরা হলো বেহেশতের ফুল। আশা করি, এই ফুল দেখে আপনার মন ভালো থাকবে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০১

ডঃ এম এ আলী বলেছেন: উত্তর দিতে বিলম্বের জন্য দু:খিত । মানচেষ্টারে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান সসিওলজিকেল এসোসিয়েসনের একটি কনফারেন্সে উপস্থাপনের জন্য একটি লেখা পাঠাবার শেষ তারিখ ১লা ফেব্রোয়ারী থাকায় ব্যস্ততার কারণে সামুতে বেশী সময় দিতে পারিনি ।
আপনার নাতনীর ফূলের মত সুন্দর নিষ্পাপ হাসিখুশী ছবি দেখে মনটা আনন্দে ভরে গেল । পরিবারের সকল সদস্যকে
আমার শ্রদ্বেয় প্রিয় লেখকের নাতনীর ছবিটি দেখিয়েছি । ছবি দেখে সবাই বেজায় খুশী , তার উজ্জল সুন্দর ভবিষ্যত কামনা করে সকলেই দোয়া করছি । নয়নতারা ও তার গর্বিত পিতামাতার প্রতি রইল একরাশ শুভেচ্ছা । নানার আনন্দময় সময় কাটুক তাকে নিয়ে, আর সে আনন্দে আমাদের জন্য লেখা হোক সুন্দর সুন্দর গল্প এ কামনায় রইল ।

ভাল থাকার শুভ কামনা রইল

৬২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪

শায়মা বলেছেন: ভাইয়ামনি কেমন আছো এখন???

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৭

ডঃ এম এ আলী বলেছেন: খুবই খুশী হলাম এসে কুশল জানতে চাওয়ার জন্য ।
আল্লার অশেষ রহমতে আর তোমাদের সকলের দোয়ায় এখন অনেকটা সুস্থ আছি ।
অতি ব্যস্ততার দরুন ব্লগে বিচরন এই মহুর্তে দারুনভাবে কমে গেছে বলে প্রিয়জনদের অনেক লেখা
ইদানিং দেখা হয়ে উঠছেনা যদি্ও দিনের বেশীরভাগ সময়েই কাটে লেখালেখিতে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

৬৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:১৯

মলাসইলমুইনা বলেছেন: আলী ভাই,
আশা করছি শরীর ভালোই আছে এখন ।আপনি ব্লগে আছেন সেটা দেখাও আমাদের জন্য অনেক আনন্দের । সময় করে একটা লিখা পোস্ট করুন । আপনাকে দেখতে পাবার সাথে সাথে আপনার লেখা পড়ার সেই আনন্দটা আমাদের তাহলে হয়ে যাবে সীমাহীন। প্রচন্ড ঠান্ডা নিশ্চই পড়েছে আপনাদের ওখানে। অনেক উষ্ণতার কামনা সবার জন্য ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৬

ডঃ এম এ আলী বলেছেন: দু:খিত বিলম্বিত উত্তরের জন্য ।
একটি লেখলেখির কাজে বেশী সময় দেয়া লাগছে বলে এখানে সময় দিতে পারছিনা ।
এখানে লেখার বিষয়ে অনুপ্রেরনা দেয়ার জন্য ধন্যবাদ ।
অনেক অনেক শুভেচ্ছা রইল

৬৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৫

আখেনাটেন বলেছেন: আপনাকে ইদানিং ব্লগে খুবই কম দেখি। প্রিয় ব্লগারদের ব্লগে না দেখলে..........


ভালো আছেন তো?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: দু:খিত বিলম্বিত উত্তরের জন্য ।
খুশী হলাম এসে কুশল জানার জন্য ।
একটু ব্যস্ত থ্কায় ব্লগের লেখালেখিতে এই মহুর্তে সময় দিতে পারছিনা ।
দোয়া করবেন আমার জন্য ।
শুভেচ্ছা রইল

৬৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২৯

নীলপরি বলেছেন: আপনাকে ব্লগে দেখে ভালো লাগলো । আপনি এখন কেমন আছেন ?

শুভকামনা

০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৯:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: বিলম্বিত উত্তরের জন্য দু:খিত ও ক্ষমাপ্রার্থী ।
এখন ভালই আছি , ইতোমধ্যে আপনার বাড়ী হতে ঘুরেও এসেছি ।
অনেক অনেক শুভেচ্ছা রইল

৬৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:১৮

সোহানী বলেছেন: কেমন আছেন? ব্লগে সবাই এবার বই মেলায় দারুন আনন্দ করছে। আপনি কোথায়। আমার শেষ দুটো লিখায় আপনাকে স্মরণ করেছিলাম। খুব ইচ্ছে নেক্সট বই মেলায় আপনার কোন অটোগ্রাফ সহ বই কিনতে লাইন দিবো................

০৩ রা মার্চ, ২০১৯ সকাল ১০:১৪

ডঃ এম এ আলী বলেছেন: বিলম্বিত উত্তরের জন্য দু:খিত ও ক্ষমাপ্রার্থী ।
এখন ভালই আছি , স্মরণের কিছু আগেই আপনার লেখা দুটো দেখে এসেছি ।
আগামী বই মেলায় হয়তবা দেখা হয়েও যেতে পারে । পাঠক লাইন দিয়ে কারো বই কিনতে আমি এখনো দেখিনি
বরং লেখকগন লাইন ধরে বসে থাকে পাঠক ধরার জন্য । এখন থেকে লেখকেরাই পাঠকের কাছ হতে অটোগ্রাফ নিবে ,
নীজের বই এর উপরে পাঠকের রিভিউতো বলতে গেলে বইটির উপর পাঠকের টেস্টিমনিয়াল যা বড় দাগের একটি অটোগ্রাফই বটে!!!
অনেক অনেক শুভেচ্ছা রইল

অনেক অনেক শুভেচ্ছা রইল

৬৭| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৮:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমন আছেন শ্রদ্ধেয় প্রিয়, আপনি সুস্থ আছেন-তো....!
দীর্ঘ পাঁচ মাস আপনার নতুন কোন না পেয়ে অনেকটাই চিন্তিত অনুভব হচ্ছে আমার মনটাকে! আপনার শারীরিক সুস্থতার খবর জানার জন্য অধীর আগ্রহ জানিয়ে গেলাম।

শ্রদ্ধা ভালোবাসা আর সুস্থতা কামনায় সবসময়

০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ২:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ কুশল জানতে চাওয়ার জন্য ।
আপনাদের দোয়ায় মঙ্গল মতেই আছি ।
শুভেচ্ছা রইল

৬৮| ১১ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪৭

নজসু বলেছেন:



আশা করি, আপনার কাছে এখন মাঝে মাঝে নতুন লেখা পাবো।
বিভিন্ন পোষ্টে আপনার মন্তব্যগুলো খুবই মনোযোগ দিয়ে পড়ি।
আমার জানার পরিধি বেড়ে যায়।
একটু আগে রাজীব নূর ভাইয়ের নামায বিষয়ক পোষ্টে আপনার মন্তব্য পাঠ করে এলাম।

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যাবাদ এখানে এসে আপনার মুল্যাবান কথামালার জন্য ।
বিভিন্ন পোষ্টে করা আমার মন্তব্যগুলি ভাল লাগে জেনে খুশী হলাম ।
গুণী সকল ব্লগারদের জ্ঞান গর্ভ লেখার উপর যথাযথ মন্তব্য দান করার ক্ষমতা আমার সীমিত
তার পরেও সে গুলিতে কিছু শিক্ষনীয় থাকে শুনে প্রীত হলাম ।

শুভেচ্ছা রইল

৬৯| ২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুবই চমৎকার একটি পোস্ট দিয়েছেন।
পাঠ করে বিমোহিত হলাম।
আমার ধন্যবাদ গ্রহণ করুন।

২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সাদরে গৃহীত
বিমোহিত হওয়ার কথা শুনে ভাল লাগল ।
শুভেচ্ছা রইল

৭০| ২৬ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন পোস্ট দিন।

২৭ শে এপ্রিল, ২০১৯ ভোর ৫:০৩

ডঃ এম এ আলী বলেছেন: নতুন পোষ্ট দিতে অনুপ্রেরনা দেয়ার জন্য ধন্যবাদ ।
একটু ব্যস্ততার মাঝ দিয়ে যাচ্ছি , তাই নতুন পোষ্ট
দেয়া হয়ে উঠছেনা । দোয়া করবেন ।
শুভেচ্ছা রইল

৭১| ০৯ ই মে, ২০১৯ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সামু সুস্থভাবে ফিরে আসার বাসনায় আমিও উন্মুখ

সুন্দর লিখেছেন ভাইয়া জি

০৯ ই মে, ২০১৯ রাত ৯:২১

ডঃ এম এ আলী বলেছেন:
এসে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
লেখা সুন্দর হয়েছে জেনে খুশী হলাম ।
সুস্থভাবে সামু ফিরে আসার বাসনা আমারো ।

শুভেচ্ছা রইল

৭২| ০৯ ই মে, ২০১৯ রাত ৯:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার ,আপনার পোস্ট পড়ে মনটা খুব খারাপ হয়ে গেল। সিনিয়র নাগরিকগণ জাতির বিবেক, জাতির আলোক বর্তিকা। জাতির বাতিঘর। আপনি অবশ্যই লিখবেন। আপনার লেখা আমাদেরকে অনুপ্রাণিত করবে।

জিবোর্ড কিবোর্ড ইন্সটল করে নিন। এটা দিয়ে আপনি কথার মাধ্যমেই লিখতে পারবেন। হাত দিয়ে কিবোর্ড টাচ না করলেও চলবে। গুগলের একটা বিরাট উপহার।

আপনার জন্য শুভকামনা ।আপনি অনেক অনেক ভালো থাকুন। দীর্ঘজীবী থাকুন।

১০ ই মে, ২০১৯ বিকাল ৩:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ এসে দেখার জন্য ।
গুগলের বিরাট উপহার বিষয়ে পরামর্শ দানের জন্য ধন্যবাদ
এর সফল প্রয়োগে সচেষ্ট হব ।
শুভেচ্ছা রইল

৭৩| ১০ ই মে, ২০১৯ দুপুর ১:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার এক টুকরো লেখা পোস্টটি পড়ার আমন্ত্রণ রলো :)

১০ ই মে, ২০১৯ বিকাল ৩:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: আমন্ত্রন জানানোর জন্য ধন্যবাদ।
আপনার লেখাটি এক টুকরা হলেও
তা অনেক অনেক মুল্যবান ।
শুভেচ্ছা রইল

৭৪| ১১ ই মে, ২০১৯ রাত ১০:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
স্যার আপনার মন্তব্যের জবাবে আমি একটি বিরাট ভুল করেছিলাম । ভুলটি সংশোধন করে দিয়েছি । আশা করি, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন সবসময়।

১৩ ই মে, ২০১৯ ভোর ৬:৩৮

ডঃ এম এ আলী বলেছেন:




ধন্যবাদ , সংশোধনিটি দেখে এসেছি ।
সামান্য একটু প্রমাদের জন্য বুঝতে
একটু ভ্রম হয়েছিল। ক্ষমা চাওয়ার মত
কোন বিষয়ই নয় , প্রশ্নও উঠেনা ।
শুভেচ্ছা রইল

৭৫| ১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সময় পেলে আমার এই কবিতাটা একটু পড়বেনঃ
আমার কাছে কবিতা

২০ শে মে, ২০১৯ বিকাল ৪:৪২

ডঃ এম এ আলী বলেছেন: আমন্ত্রন জানানোর জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল ।

৭৬| ২৫ শে মে, ২০১৯ বিকাল ৫:৪৪

নীলপরি বলেছেন: আপনি এখন কেমন আছেন ? সময় পেলে নতুন পোষ্ট দেবেন আশা করছি ।

২৭ শে মে, ২০১৯ ভোর ৫:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: শাস্ত্রে বলে - "আত্মমোক্ষার্থং জগৎ হিতায় চ"।
অর্থাৎ নিজের আত্মার প্রগতির সাথে সাথে সমাজ জগতের কল্যাণ করে যাও।
আত্মার প্রগতি তথা আত্মার আমি কে পরমাত্মার সাথে এক করে দেওয়া,
এই মাহে রমজানে সেটার সাধনাই কিছুটা চলছে ।
অন্য দিকে পরিবারে, সমাজে ও দশের ভালোর জন্য কিছুটা নিয়োজিত
থাকতে হচ্ছে বিধায় নতুন পোষ্ট দেয়ার ফুরসত তেমন পাচ্ছিনা।
ভাল আছি ,আপনি ভাল থাকুন এ কামনা রইল ।

৭৭| ২৭ শে মে, ২০১৯ ভোর ৫:৪৫

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
আপনি এক জন বিজ্ঞ মানুষ।
আপনার কল্যাণ কামনা করি।

২৭ শে মে, ২০১৯ সকাল ৭:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:
আমার ব্লগে স্বাগতম ।
আপনার জন্যও রইল
কল্যান কামনা ।

৭৮| ২৯ শে মে, ২০১৯ রাত ১১:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: সময় পেলে আমার এই পোস্টটা পড়ার অনুরোধ রইলোঃ
লিখতে চাইলে....

৩০ শে মে, ২০১৯ ভোর ৬:১৬

ডঃ এম এ আলী বলেছেন: আমন্ত্রন জানানোর জন্য ধন্যবাদ

৭৯| ৩১ শে মে, ২০১৯ রাত ১২:০৮

বলেছেন: আল্লাহ আপনাকে হায়াতে শেফা দান করুন ।

০১ লা জুন, ২০১৯ রাত ১০:০৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ,আল্লাহ আপনাকে হায়াতে শেফা দান করুন ।

৮০| ২৮ শে জুন, ২০১৯ বিকাল ৪:১৯

হুদাই পাগলামি বলেছেন: খুব ভালো লিখেছেন।
পাগলার ভালোলাগা রইল।

১৩ ই জুলাই, ২০১৯ রাত ১০:১৯

ডঃ এম এ আলী বলেছেন: মন্তব্যের নোঠিশ পাইনি বলে দেখতে দেরী হল
বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত ।
হুদাই পাগলই নয় , সব পাগলের
প্রতিই আমার হৃদয়ের টান আছে ।
পাগল নিয়ে এ ব্লগে আমার গুটি কয়েক কবিতাও আছে
লিংকে গিয়ে দেখতে পারেন
পাগল পাগলীর প্রেম যায় আনন্দধামে

পাগল আমি চলেই যাব

পাগলটা যাবেনা চলে যদি বল তাই........

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.