নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
মিষ্ট কথার স্মৃতিতে মন যার ভরে না
সুখ স্বপনের স্মরণে হৃদয় যার ঝরে না
যাদের চোখে অকারণ অশ্রুর ধারা বয়
রাতের বাতাসে জাগে না যার হদয় ।
পল্লী সমিতির বিদ্যুতে আঁধারের রাত
যে প্রেমিকের হৃদয়ে জ্বলে শত আঘাত
চোখকে বলে থামো, সে তা শোনে না
হৃদয়কে বোঝালেও শুধু ভুলায় ব্যথা।
তরু আর পাহাড়ের স্মরণ, সাথে ব্যাকুলতা
প্রেমের সাক্ষী হয় দুঃখের যতসব ব্যর্থতা
চোখের রেখায় থাকে অপ্রাপ্তির বারতা
মুখের বিবর্ণতা জানায় প্রেমের তীব্রতা।
নির্ঘুম রাত কাটে নিয়ে প্রিয়তমের স্মৃতি
আনন্দকে কষ্টে মেশায় হয়ে প্রেমের যাত্রী
নিন্দুকদেরকে বলেনা ক্ষমা চাই আমি
প্রেম ব্যথা বুঝতে নয় তারা অন্তরযামী।
উপদেশ শুনেনা, প্রেমিকের কান বধির
প্রবীণের জ্ঞানে মনে যার সন্দেহ গভীর
পড়শির নিন্দায় যন্ত্রণা মোটেও কমেনা
প্রেমাগুনে দগ্ধ হৃদয়ে সান্ত্বনা মিলেনা।
যেখানে ছিল আলো, আজ সেখানে আঁধার
ছুয়ে থাকা প্রেমের ছোঁয়া যেখানে হয় পর
পরে থাকে প্রাপ্তি আর অপ্রাপ্তির স্মৃতি ধরে
তাদের প্রেমেই পরিনামে শুধু অশ্রু ঝড়ে ।
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৩
ডঃ এম এ আলী বলেছেন:
ভাল অনুভবের জন্য ধন্যবাদ ।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর কবিতা।
এই তো জীবন। জীবন এমনই।
০৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৪৪
ডঃ এম এ আলী বলেছেন:
ঠিকই বলেছেন , এই তো জীবন ।
হিসাবের খাতা রয়ে যাবে শুধু খালি।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৪৩
ডঃ এম এ আলী বলেছেন:
ঠিকই বলেছেন , এই তো জীবন ।
হিসাবের খাতা রয়ে যাবে শুধু খালি।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: ৩/৪ টা বানান এডিট করে ঠিক করে নিবেন।
আমি অনেক বেশি বানান ভুল করি। কিন্তু কারো লেখায় ভুল বানান আমি মেনে নিতে পারি না।
ব্লগে যখন কোনো অন্যায় হয়। তখন আপনি চুপ থাকেন কেন? কখনও আপনি প্রতিবাদ করেন না। ইহা দুঃখজনক।
চাঁদগাজী/সোনাগাজীর সাথে অন্যায় হয়েছে। অথচ আপনি প্রতিবাদ করেননি।
০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৪
ডঃ এম এ আলী বলেছেন:
বানান ভুল ধরার ক্ষমতা থাকেনাযে সবার
স্যলুট জানাই আপনাকে এজন্য শতবার ।
ঠিকই বলেছেন অন্যায়ের প্রতিবাদ হেথায়
করিনা আমি ব্লগ টীমের প্রতি থাকি শ্রদ্ধায়।
তারা নিয়মের ভিতরে যা যা করার তা করেন
ব্লগের নিয়ম মেনে চললে নাই ক্ষতির কারন।
এছাড়াও ছোট্ট করে অপনাকে সবিনয়ে জানাই
আমি দুর্বল মনে নেই বল
সামান্য কিছু লেখাই সম্বল
তবু খুঁজে ফিরি প্রতিদিন
শব্দের মাঝে সুরের ঋণ।
চাদগাজী/সোনাগাজী সহ
সকলের প্রায় সব পোষ্টেই
বিচরনে প্রয়াস নেই প্রতিদিন
হয়ত সকল পোষ্টে নেই চিন।
লিখতে গিয়ে থেমে যাই বারবার
মনের ভেতর কেবল দ্বিধার ভার
তবু আশা রাখি, হারাই না হাল
হৃদয় কোণে বাঁধি নতুন কাল।
ছন্দের পথে ভাঙা স্বপ্নের খেলা
চলার পথে দেখি আলোর মেলা
তুচ্ছ যা কিছু তাই সম্পদ আমার
এভাবেই গড়ি ছোট্ট এক সংসার।
আমি দুর্বল মনে নেই বল
সামান্য কিছু লেখাই সম্বল
এটুকু দিয়েই রচি আকাশ
তাতেই বয় আমার নিশ্বাস।
শুভেচ্ছা রইল
৫| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৯
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৩
পবন সরকার বলেছেন: অনেক ভালো লাগল