![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
যখন প্রতি দিনকার সামুর পাতায় রাখি চোখ
আমি কেবলি ভেঙে পড়ি, মনটা বড়ো ভার
ভাবি চলে যাবো, তবু বারে বারে হই এ ধার
যেখানে হেঁটে বেড়াতাম, ছিল মুক্তি, ছিল সাধনা
ছিল পরম প্রশান্তি ছিল অবসর কাটাবার ঠিকানা।
নতুন ও পুরাতন পোস্টে গিয়ে বলো বাজাতে বাঁশি
আমার পোস্টে ঝড়ে পড়ে তোমাদের নির্মল হাসি
তোমরা যখন আবদার কর, আমি পরি দুটানায়
মনটা হয়ে যায় বিষণ্ন , লিখতে না পারার যন্ত্রনায় ।
নিরাবতা পেয়ে বসে সময় কাটে মহা প্রয়ান ভাবনায়
চাই না বলা হোক আমার কথা , নহে কোন কামনায়
তোমাদের কামনা সে যেন এক মহা মায়ার বাধন
আমি তো রোবট নই, কেমনে হবে প্রকাশ সাধন।
নীজ "মর্যাদা" শব্দটা শুনেছ কি তোমরা কভু?
তার মানে জানো? তার গভীরতা বুঝো কভু?
লিখ তোমাদের নব নব ভাবনা, ভরে উঠুক পত্র পৃষ্ঠা
লেখনী কেবল শক্তি নয়, বরং হয়ে উঠবে মহা স্রষ্টা।
আমিও একদিন ছিলাম দৃঢ়, ছিল লেখার মনোবল
সে জায়গা আজ শুন্য, আমার লেখনি প্রায় অস্তাচল
তোমাদের কাজ আজ সামুর পাতাকে সুন্দর করা
যেন আমি অনুভব না করি ব্যথা আর জ্বরা ?
আমি চাই তোমরা সামুকে এমনভাবে ভালোবাসো
যেমন তোমরা চাও, তোমাদেরকেও কেউ ভালোবাসুক
তবেই তো প্রিয় সামু ব্লগ পাবে এক মানবিক সমাজ
যেখানে কেউই ঠকবে না, সবারই থাকবে আজাদ রাজ।
সকলের প্রতি শুভ কামনা রইল ।
২| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ৩:০৯
কলিমুদ্দি দফাদার বলেছেন: কেমন আছেন? আপনাকে পেয়ে লগিন করলাম।
কবিতা পড়ে মনে হচ্ছে-
ব্লগে এসে লিখতে না পাড়াটা হয়তো আপনাকে ভীষণ পিঁড়া দেয়।
আপনার সৃষ্টিশীল, গবেষণাধর্মী অসামান্য যেসব বিষয়,
নিয়ে এই প্লাটফর্ম কে সমৃদ্ধ করেছেন তাতে বা কম কি?
সামুতে আপনার যে অসামান্য অবদান; একজন পাঠক ও আপনার পোষ্টে
মন্তব্য করাটা দুটোই বেশ গর্বের এবং সম্মানের।
আমিও একদিন ছিলাম দৃঢ়, ছিল লেখার মনোবল
সে জায়গা আজ শুন্য, আমার লেখনি প্রায় অস্তাচল
"সূর্য অস্ত যায় কিন্তু তার আলো মনে রয়ে যায়; ঠিক আপনার লেখুনির মত
আর সূর্যাস্তের পরেই সম্ভাবনাময় রাত তারপর আবার ভোর।
বৈশাখের প্রখর উত্তাপের মত আপনার লেখা আবারো ছড়িয়ে পড়ুক সামুতে।
ভালো থাকবেন। আর গানটি আপনার জন্যে। চিরকুট
৩| ০৩ রা আগস্ট, ২০২৫ সকাল ৯:০১
রাজীব নুর বলেছেন: হ্যা আমরা সামুকে ভালোবাসি।
কিন্তু সামু যে চাঁদগাজীর সাথে অন্যায় করছে, তার কি হবে? যে লোকটা ব্লগিং ভালোবাসে তাকে কেন বারবার ব্যান করা হচ্ছে? ইহা দুঃখজনক।
৪| ০৩ রা আগস্ট, ২০২৫ সকাল ৯:১২
সৈয়দ কুতুব বলেছেন: কবিতা ভালো হয়েছে।
৫| ০৩ রা আগস্ট, ২০২৫ সকাল ৯:৩২
মেঘনা বলেছেন: বাংলাদেশের মত সামুও এখন জামাতি দের কব্জায়।
৬| ০৩ রা আগস্ট, ২০২৫ সকাল ১০:১৬
সুলাইমান হোসেন বলেছেন: সুন্দর কবিতা
৭| ০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৭
খায়রুল আহসান বলেছেন: আজ সকালে পঠিত আপনার এই কবিতাটি আমাকে স্পর্শ করেছে। তারই ফলস্বরূপ আমার এ তাৎক্ষণিক, যৎসামান্য নিবেদনঃ
হে কর্মবীর,
তোমার নিরলস লেখনী করেছে এ ব্লগকে সমৃদ্ধ।
তোমার মৌলিক ভাবনা, নিরন্তর গভীর গবেষণা
ব্লগের বহু পাঠককে করেছে আন্দোলিত ও মুগ্ধ।
আজ ‘লিখতে না পারার যন্ত্রণা’য় কি কাতর তুমি!
যেমন অব্যক্ত ব্যথায় কাতর থাকে নিষ্ফলা ভূমি।
নীরবতা আর নিষ্ক্রিয়তা আজ আচ্ছন্ন করে তোমায়
অন্য বিবিধ ভাবনাসহ ‘মহাপ্রয়াণ ভাবনা’য়!
তুমি বলেছো, তোমার লেখনি আজ ‘প্রায় অস্তাচল’,
তাই তুমি সকাতরে দিয়েছো ডাক ভালোবাসায় বিরল,
‘সামু’র বিদগ্ধ লেখককূল যেন ‘সামু’র পাতায়
‘মানবিক সমাজ’ গঠনে ব্রত হয় অপার্থিব মায়ায়!
হে ক্লান্ত কলমযোদ্ধা,
অলস কলম নিয়ে তোমার এ যাতনা আমি বুঝি,
কারণ একই পীড়ায় পীড়িত, আমিও নিরন্তর যুঝি,
ক্ষীয়মান মনন আর নিষ্ক্রিয় কলমের জরায় ভুগি।
ঢাকা
০৩ অগাস্ট ২০২৫
(আমার এ মন্তব্যটি একটি আলাদা পোস্ট হিসেবে আমার পাতায়ও প্রকাশ করছি, একটু পরেই।)
৮| ০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪০
মোস্তফা সোহেল বলেছেন: আপনাদের মত ব্লগাররা সামুতে নিয়মিত লিখলে সামু আবার প্রান ফিরে পাবে।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০২৫ রাত ২:৪৫
এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর কবিতা । ভালো লাগলো ।