নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

আঁধারের মাঝেও আলো থাকে

১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:০৮


আমাদের মানব জীবনে আলো আঁধারের দ্বন্দ্ব চিরন্তন
ইতিহাস বারবার করেছে প্রমান অন্ধকার যত গভীরই হোক
তার ভিতরেই পরবর্তী আলোর বীজ লুকিয়ে করে অঙ্কুরণ।

আঁধারেও আলো থাকে শুধু একটি কবিত্বময় বাক্য নয়
এটি মানব সমাজের বিবর্তন, রাজনীতির পাঠ, ধর্মের দর্শন
আর আধ্যাত্মিকতার সত্যকে একসূত্রে করে দেয় বন্ধন ।
কারণ
অন্ধকার যত গভীরই হোক
তার বুকে থাকে আলোরই বীজ
রাত্রির অন্তরে লুকিয়ে থাকা
ভোরের প্রথম সূর্য কিরণের তেজ।

সমাজ যখন ক্লান্ত হয়ে পড়ে
অন্যায়, দুঃখ, বৈষম্যের ছায়ায়
তখনই মানুষ হাত ধরে মানুষের
আলো জ্বালে মানবতার দায়।

সংকটই শেখায় আঁধারের ভিতরেই
পরিবর্তনের আলো জেগে রয়।

রাজনীতির অমানিশা বাড়ে যখন
অপশাসন ঘিরে ধরে দেশ
তখনই নাগরিকদের চোখে
সত্যের আলো করে প্রবেশ।

বঞ্চনা যত বাড়ে, তত দৃপ্ত হয়ে
জ্বলে স্বাধীনতার দিপ্ত শিখাটি
অন্যায়ের দিকে ধৃষ্ট দৃষ্টি ছুঁড়ে
চলমান আলোরই জাগরণ ফুটি।

মানুষের কষ্ট, ব্যথা, হাহাকার
তাকে শেখায় আরও মমতা
ব্যথার মাঝেও জন্ম নেয় তখন
আলোর পথে চলার দৃঢ়তা।

অন্ধকারের প্রতিটি দিন
এক নতুন আলোকের জন্ম দেয়
সহমর্মিতার ছোট্ট প্রদীপ
মানুষের মনেই জ্বলে–জ্বলে ওঠে।

ধর্মের বাণী বলে চিরকাল
কষ্টের সঙ্গেই স্বস্তি থাকে
অন্ধকার থেকে আলোয় তোলো
প্রার্থনার সুরে এ ডাকই ডাকে।

বিশ্বের সব ধর্মেই হয়েছে বলা
অসৎ শেষতক দমন হবে
সত্য কল্যাণ ন্যায় জয়ী হবে।

ইসলাম ধর্ম বলে, “কষ্টের সঙ্গেই আছে স্বস্তি”
হিন্দুধর্ম বলে, “আঁধার তমসাকে আলোতে নিয়ে চলে”
খ্রিস্টধর্ম বলে “আলো সত্য ও মুক্তির প্রতীক”
ধর্মের এই বারতাগুলো মানুষকে শেখায়
আঁধার ভয় নয়, বরং আলোর পথে
এগোনোকেই শক্তি হিসেবে দেখো।

সত্য, ন্যায়, সৎ পথে যে হাঁটে
তার মনেতে থাকে নূরের দ্যুতি
ধর্ম শেখায়, অন্ধকার শুধু পথ
আলোই আমাদের চূড়ান্ত গতি।

আধ্যাত্মিকতারও নিঃশব্দ কোণে
মানুষ খুঁজে নেয় নিজের আলো
ঝড় ঝঞ্ঝায় সে আলো নিভে না
চেতনার প্রদীপ জ্বলে আরো ভালো।

ধ্যান, প্রার্থনা, আত্ম অন্বেষণ
দেখায় অন্তরের নীল আকাশ
বাহিরে যত রাত, অন্তরের আলো ততই
বলে আমি আছি দিলাম আশ্বাস

শেষমেশ জীবন শেখায় আমায়
অন্ধকারেরও আছে ঘোষণা
যেখানে রাত হয় ঘনীভূত
সেখানে ভোরেরই উন্মেষ রচনা।

তাই আলো খুঁজতে চাইলে আগে
নিজেই হতে হয় আলোর মতো
কারণ, ঘন আঁধারেও আলো থাকে
সে আলো জাগে মানুষের অন্তর তলে।

তাই প্রতিদিন একটি আয়াত
কিংবা একটি ধর্মবাণী কিংবা
নীতি কথা পাঠ ও অনুসরণ
অন্তরে ঘটাবে আলোর বিস্ফোরণ
মানব সমাজ দেশ পাবে সুশাসন।

মন্তব্য ১০ টি রেটিং +৮/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:১৯

নতুন নকিব বলেছেন:



প্রিয় আলী ভাই, আপনার গভীর, হৃদয়স্পর্শী এবং আলোকময় লেখাটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। মানবজীবনের অন্ধকারকে যেভাবে আপনি ধর্ম, দর্শন, রাজনীতি এবং আধ্যাত্মিকতার আলো দিয়ে ব্যাখ্যা করেছেন, তা সত্যিই অনুপ্রেরণার।

আলো–আঁধারের এই চিরন্তন দ্বন্দ্বকে এমন সুন্দরভাবে তুলে ধরার জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।

২| ১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি মন্তব্যে দক্ষ নই। তথাপি বলব আপনার কবিতা সব দিক থেকে ভালো হয়েছে। আল্লাহ আপনার নেক হায়াত দান করুণ- আমিন।

৩| ১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুন হয়েছে কবিতা।

৪| ১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০৪

খায়রুল আহসান বলেছেন: আঁধারের মাঝেও আলো থাকে - তবে সব চোখ সে আলো দেখতে পায় না। কিছু ক্ষতিগ্রস্থ চোখ আলোকেও আঁধারের চেয়ে কালো দেখে।
"বাহিরে যত রাত, অন্তরের আলো ততই
বলে আমি আছি দিলাম আশ্বাস"
- মানুষের মনের এই অন্তর্নিহিত আলোই এক সময় তার জ্বরাগ্রস্ত মনের চালিকাশক্তি হয়ে দাঁড়ায়, তাকে তার গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যায়।

৫| ১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২০

শেরজা তপন বলেছেন: আমি আপনার পোস্ট না দেখেই আমার লেখায় প্রতিমন্তব্য করে এসেছি।*

ধর্মের কিছু কথায় কারো কারো মতভেদ থাকলেও আপনার কবিতার অন্তর্নিহিত অর্থ একদম ঠিক।
কপি করতে পারছি না বলে আপনার লেখার অংশবিশেষ তুলে মন্তব্য করতে পারলাম না :(

৬| ১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:১৬

আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী,



অন্ধকার যত গভীরই হোক
তার বুকে থাকে আলোরই বীজ
রাত্রির অন্তরে লুকিয়ে থাকা
ভোরের প্রথম সূর্য কিরণের তেজ।

যথার্থ লিখেছেন, ভোরের সূর্য্যালোকের মতোই অমোঘ একটি সত্য। দীর্ঘ এই কবিতার মূল কথাটিই এই যে, অন্ধকার বিদির্ণ করে আলো জ্বালতে হবে অন্তরে তবেই মানব সমাজে হবে আলোর বিস্ফোরণ।

খায়রুল আহসান
এর মন্তব্যটি চমৎকার।
শুভেচ্ছান্তে।

৭| ১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




অসাধারণ, ডঃ এম এ আলী ভাই!

৮| ১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ সুন্দর ভাইয়া

আলোর বিস্ফোরণ ঘটুক অন্তরে
দেশে যাক সুশাসন ঝরে।

৯| ১৬ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০০

বাজ ৩ বলেছেন: মাশাআল্লাহ, এম আলি ভাই—
আপনার কবিতাটি যেন অন্ধকার রাতে একটি বাতিঘর। মানুষের অন্তরের ভাঙাচোরা মুহূর্তে এমন কবিতা সত্যিই আশার আলো হয়ে দাঁড়ায়।

অন্ধকার না থাকলে আলোকে মানুষ চিনতে পারত না।
দুঃখ না থাকলে সুখের মাধুর্য হৃদয়ে ধরা দিত না।
হতাশার গভীরতা না থাকলে আশার রঙ এত উজ্জ্বল হতো না।

মানুষ নিশ্চিন্তে ঘুমায় শুধু এই বিশ্বাসে—
রাত যতই গভীর হোক,
ভোর ঠিকই আসবে।

ঠিক তেমনই, যদি তওবার দরজা খোলা না থাকত, তবে মানুষ গুনাহের অন্ধকারে পথ হারিয়ে ফেলত। আল্লাহর রহমতই মানুষকে ফিরিয়ে আনে আলোয়।

কবি অত্যন্ত সত্য বলেছেন—
অন্ধকার যত গভীর হয়, সকাল তত কাছে আসে।

মাওলানা সাদী (রহ.) কত সুন্দর করে বলেছেন—
নাকানি–চুবানি না খেলে, নৌকায় বসার আনন্দ কেউ বুঝতে পারে না।

তাই জীবনের দুঃখ–কষ্ট আসা মানেই ধ্বংস নয়;
বরং তা মানুষকে দৃঢ়, ধৈর্যশীল ও শোকরগুজার করে তোলে।

আল্লাহর কাছে দোয়া—
যে পরীক্ষাই আসুক, তা যেন আমাদের সহ্যের মধ্যে থাকে।
আর মৃত্যু হোক সব দুঃখ-কষ্টের শান্ত সমাপ্তি।

সত্যিই, হৃদয় ছুঁয়ে যাওয়া এই কবিতার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

১০| ১৬ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৫

বাজ ৩ বলেছেন: সামুতে মন্তব্য করলে ডিলেট কেন করা যায়না,দুঃখজনক।আমার ব্লগ ঘুরে আসার আমন্ত্রন রইলো,এম আলী ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.