| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডঃ এম এ আলী
সাধারণ পাঠক ও লেখক

দুর্যোগ যখন নামে আকাশে বাতাশে আগুনের ধোঁয়া জমে
রাস্তা জুড়ে কখনো নীরবতা কখনো উত্তাল প্রতিবাদের ঢেউ
এই শহরের শিক্ষিত হৃদয়গুলো কি তখনও নিশ্চুপ থাকে
নাকি জ্বলে ওঠে তাদের চোখের ভেতর নাগরিক বজ্র
কেউ কেও বলেন নীরব থাকাই শ্রেয়
সময় নিজেই ঠিক করবে বিচার।
উত্তেজনার আগুনে যুক্তিগুলি পুড়ে গেলে
হারিয়ে যায় সত্যের পথ, জন্ম নেয় নতুন বিভাজন
শান্তির নামে দূরে থাকা নাকি দায়িত্বেরই এক প্রকরণ
কথা না বলাই হয়তো বা অনেকের কাছে
দেশের ক্ষত নিরাময়ের উপকরণ!
আবার কেউ কেও বলেন
নীরবতা তো আসলে সম্মতির আরেক নাম
যেখানে অন্যায় হাঁটে বুক উঁচু করে
সেখানে চুপ করে থাকা মানে
অপরাধের ছায়ায় নিরবে সন্তরণ ।
মানুষের কণ্ঠ যদি যায় থেমে
তাহলে কালের ইতিহাস লেখে
স্বৈরতার কলমে অন্ধ কালির দাগ
তাই সুশীলের কাছে চাওয়া
শব্দ, অবস্থান, আর সাহস ।
এভাবেই দ্বিধা সব ঘিরে রাখে জনপদ শহর
চুপ থাকব, না উচ্চারণ করব সত্যের ঝড়?
দেশের দুর্দিনে এ প্রশ্নই বারবার ফিরে আসে
আর আমরা সকলেই, আলোর খোঁজে দাঁড়িয়ে
নিজ নিজ অন্তরের আদালতে বিচার করি
কোনটা দায়িত্ব, আর কোনটা শুধু
নিরাপদ নীরবতার আশ্রয়।
২০ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩২
ডঃ এম এ আলী বলেছেন:
মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ ।
অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তা ঘৃণা যেন তারে তৃণসম দাহে ।
কবি গুরুর এই আপ্ত বাক্যটি প্রণিধানযোগ্য ।
শুভেচ্ছা রইল
২|
২০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:০৮
প্রামানিক বলেছেন: বাস্তবতার নিরীখে চমৎকার কবিতা। ধন্যবাদ ভাই
২০ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪
ডঃ এম এ আলী বলেছেন:
আপনার জন্য ও রইল অন্তরিক ধন্যবাদ ।
আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন।
শুভেচ্ছা রইল
৩|
২০ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১০
সৈয়দ কুতুব বলেছেন: চমৎকার কবিতা ।
২০ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা চমৎকার অনুভুত হওয়ার জন্য ধন্যবাদ ।
আপনার করা পোস্টগুলি সাম্রতিক রাজনৈতিক
ঘটনাগুলির একটি চমৎকার দর্পন । দুর দেশে
বসে প্রকৃত ঘটনার সারবস্তু বুঝতে না পারায়
অপনার তথ্যবহুল লেখায় নাক গলাতে গিয়ে
আরো বেশি করে জানার মানতে নিমগ্ন হয়ে
পড়ায়, আসল পোস্ট হতে চলে যাই গ্লবাল
তথ্যের জগতে , সেখানে গিয়ে আরো বেশি
করে খেই হারিয়ে ফেলি বিবিধ প্রকারে ।
শুভেচ্ছা রইল ।
৪|
২০ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৬
সুলাইমান হোসেন বলেছেন: প্রিয় এম আলী ভাই,আপনার কবিতাটা পড়লাম।পুরো কবিতার মধ্যে,নীরব থাকব নাকি প্রতিবাদ করব এই দ্বিধা দন্দের অবসান ঘটানো হয়েছে,শেষের একটি বাক্য।অন্তরের আদালতে বিচার করবো, আসলে,চুপ থাকব কিনা,অথবা কথা বলব কিনা।
প্রিয় ভাই,এটা আসলে চমৎকার একটি সিদ্ধান্ত।আমরা আাসলে এই বিয়য়টা থেকে খুবই উদাসিন।আমাদের অন্তরই মূলত সত্য মিথ্যার পার্থক্য করতে পারে,যদিও সবার অন্তরে সেই যোগ্যতা নাও থাকতে পারে।
কোনো কোনো সময় কথা বলাটাই উত্তম,আর কোনো কোনো সময় নিরব থাকা উত্তম।
নফস এবং শয়তান আমাদের ভিতরে অনেকসময় উস্কানি দিতে থাকে এবং ফুসলাতে থাকে,কথা বের করার জন্য,শয়তানের উদ্যেশ্য থাকে বিপদ ঘটানো,অনেকসময় ভালো একটি কথাও কাল হতে পারে,শয়তানের কুট চক্রান্তের কারনে।ধন্যবাদ এবং শুবেচ্ছা রইলো আপনার জন্য,
২০ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫২
ডঃ এম এ আলী বলেছেন:
অসাধারণ হৃদয়স্পর্শী ও চিন্তাশীল মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। আপনি যে দিকটিকে গুরুত্ব দিয়ে তুলে
ধরেছেন নীরবতা ও প্রতিবাদের মাঝামাঝি মানুষের অন্তর্দ্বন্দ্ব তা সত্যিই গভীর এক মানবিক বাস্তবতা। সত্য
মিথ্যার বিচারে অন্তরের আদালত কে আপনি যে প্রাধান্য দিয়েছেন, সেটি নিঃসন্দেহে একটি পরিপক্ক ও
প্রজ্ঞাময় উপলব্ধি।
আপনি ঠিকই বলেছেন।সব সময় কথা বলা সমাধান নয়, আবার সব সময় নীরব থাকাও প্রজ্ঞার পরিচয় নয়।
সময়, প্রেক্ষিত, নিয়ত ও আত্মার বিশুদ্ধতা সবকিছু মিলেই ঠিক করে দেয় কখন কোন অবস্থান উত্তম। নফস
ও শয়তানের ফাঁদ থেকে বাঁচতে হলে ভেতরের চেতনা যেমন জাগ্রত রাখতে হয়, তেমনি আল্লাহর কাছে
হেদায়েত কামনাও জরুরি।
আপনার এ উপলব্ধি এবং আন্তরিক শুভেচ্ছা আমার জন্য অনুপ্রেরণাদায়ক।
আপনাকেও শুভকামনা জানাই।
৫|
২০ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬
সুলাইমান হোসেন বলেছেন: আমার ব্লগ ঘুরে আসার আমন্ত্রন রইলো প্রিয় এম আলী ভাই
২১ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:০০
ডঃ এম এ আলী বলেছেন:
দেখেছি , সেখানে ছোট্ট একটি মন্তব্ করে এসেছি ।
৬|
২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:২৯
নাইমুল ইসলাম বলেছেন: "নিরাপদ নীরবতার আশ্রয়" গভীর!
২১ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:০২
ডঃ এম এ আলী বলেছেন:
একটি খুবই উচ্চ মার্গের মন্তব্য ।
৭|
২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩০
মহাজাগতিক চিন্তা বলেছেন: চমৎকার কবিতা ।
২২ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:৫০
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা চমৎকার অনুভুত হওয়ার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা রইল
৮|
২১ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:০৪
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা চমৎকার অনুভুত হওয়ার জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
২২ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:৫২
ডঃ এম এ আলী বলেছেন:
৯|
২১ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:৫৮
ক্লোন রাফা বলেছেন: সুশীল নয় , বাংলাদেশে কুশীলের বাম্পার ফলন হয়েছে।উপদেষ্টা পরিষদের দিকে তাকিয়ে দেখেন । একজনও নেই প্রকৃতপক্ষে পজিটিভ কিছু উপহার দেওয়ার মত ।
২২ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:১০
ডঃ এম এ আলী বলেছেন:
আমি তো সুশীল কুশীল কোন বুদ্ধিজীবীকেই দেখছিনা মাঠে ।এই উপদেষ্টাদের মেয়াদ আর কত দিন ।
এদের কি পজিটিভ কোন কিছু দেয়ার কথা !!!
১০|
২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১০
করুণাধারা বলেছেন: বর্তমান বাস্তবতায় আমাদের অবস্থা চমৎকারভাবে কবিতায় তুলে ধরেছেন।
অসংখ্য ধন্যবাদ।
২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:০৪
ডঃ এম এ আলী বলেছেন:
বর্তমান প্রকৃত বাস্তবতা অনুভবের জন্য অসংখ্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
১১|
২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৫৮
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
২৪ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:২১
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা পাঠের জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১৯
এইচ এন নার্গিস বলেছেন: খুব সুন্দর এবং সময় উপযোগী কবিতার বক্তব্য। আমার মতে চুপ করে সব সহ্য করা একটা বড় অন্যায় । রবীন্দ্রনাথের কবিতার উক্তি অনুযায়ী "যে অন্যায় করে এবং যে অন্যায় সহে " দুজনেই সমান দোষী ।
আরও অনেক কিছুর বলার আছে । সময় আসলে বলতে হবে।