নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

ঝড় থেমে গেলে পৃথিবী শিখে ধৈর্য

২৩ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:১৩


ব্লগের একি হাল , অনলাইনে মাত্র ২ জন ব্লগার
যাহোক শান্তনা এই সামু ব্লগ সাম্রাজ্যে এখনো
সুর্য যায়না অস্তাচলে নিভু নিভু হয়েও জ্বলে
এ অনুভুতিতে লেখা কবিতা খানি দেখুন নীচে।
...............
ঝড় থেমে গেলে যে নীরবতা ঘিরে ধরে চারদিক
সেই নীরবতার মাঝেই যেন পৃথিবী শেখে ধৈর্য
পাতাহীন শাখায়ও থাকে সকুজের সম্ভাবনা
অন্ধকারের গভীরতা যতই গাঢ় হোক
তার ভেতরেই জাগে আলো ফোটার বীজ।

পথ হারিয়ে মানুষ হাটে বারবার
তবুও আকাশ ফুরোয় না
নক্ষত্রগুলো দাঁড়িয়ে থাকে নীরব প্রহরী হয়ে
স্মরণ করিয়ে দেয় হারানো মানেই শেষ নয়
বরং আবার শুরু করার গোপন ইশারা।

সময়ের নদী বয়ে যায় নিরবে নিঃশব্দে
তবে তার বুকে লিখে রাখে ক্ষনিকের ঘটনা
কেউ গড়ে সাময়িক আবার কেউ ভেঙে যায়
তবু জীবনের পথচলায় থেমে থাকে না স্রোত
কারণ জীবন নিয়ে বাঁচা মানেই
পুনরায় সবেগে ঘুরে দাঁড়ানো
নিজেকে নতুন করে আবিষ্কার করা।

এ কবিতা লেখা যখন হল শেষ
ব্লগবাগানে দেখায় ব্লগারের হিসাব
যেন এক দু তিন চার পাঁচ ছে সাত
আট ন দশ গার বার তের......
কামনা করি এমন্ই হোক ব্লগার বিকাশ।

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:৫৩

আরোগ্য বলেছেন: আশাজাগানিয়া কবিতা।

জীবনে এমন কিছু ঘটনা ঘটে বা কিছু হারানো যায় তখন সব আশা স্বপ্নও ফুরিয়ে যায়। পুরনো স্পৃহা যেন আর খুঁজে পাওয়া যায় না। সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য যেন নিজের সাথেই মেকি আচরণ করতে হয়। ঘুরে দাঁড়ানোর শক্তি আর পাওয়া যায় না। হয়তো আবারও ঘন মেঘ ভেদ করে সূর্যের আলো হাসবে।

২| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:৫৬

আরোগ্য বলেছেন: আমি তো একদিন ভোরে অনলাইনে শূন্য ব্লগার দেখলাম। কেমন জানি ব্লগটাও ক্লান্ত হয়ে গেছে। আশা করি ব্লগে আমাদের যাত্রা আব্যাহত থাকবে আর ব্লগ টাও টিকে থাকবে ইনশাআল্লাহ।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:২৬

নতুন নকিব বলেছেন:



ব্লগ আবারও জমজমাট হবে ইনশাআল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.