নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একমাত্র বিরোধী পক্ষ!!

*কুনোব্যাঙ*

তফাত যাও সব ঝুঁট হ্যাঁয়!

*কুনোব্যাঙ* › বিস্তারিত পোস্টঃ

*কুনোব্যাঙ* এর কোথাও কোন শাখা নেই!!!

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৮









ব্লগার সিউল রায়হানের পোষ্টে একটি ওয়েব সাইটের লিংক পেয়ে ভাবলাম দেখি তো আমার লেখার কপি কোথাও রয়েছে নাকি! অতঃপর বিডিটুডে নামক একটি সাইটের ব্লগে একটি পোষ্টের কপির সন্ধান পেয়ে গেলাম। যদিও সেই লেখাটার শেষে উৎস হিসেবে সামহোয়্যারইন ব্লগের নাম উল্লেখ রয়েছে। শুধু এতটুকু দায়মুক্তি নিচ্ছি, সামহোয়্যারইন ব্লগ ব্যাতিত *কুনোব্যাঙ* এর কোথাও কোন শাখা নেই। সুতরাং অন্য কোথাও *কুনোব্যাঙ* নিকের কোন পোষ্টের এবং মন্তব্যের উত্তরের কোনরূপ দায়ভার সামু ব্লগের *কুনোব্যাঙ* এর উপর বর্তায় না।



সামুর পোষ্টঃ



মানসিক চাপঃ যাপিত জীবনের নিত্য সঙ্গী!!





বিডি টুডে ব্লগের পোষ্টঃ



মানসিক চাপঃ যাপিত জীবনের নিত্য সঙ্গী!!





বাঙ্গালী মন তাই ভাবের রাজ্যে উদাস হতে কোন কারণ লাগেনা! কয়দিন ধরে পটার কন্ঠে আসাম দেশের এই গানটি খুব শুনছি-











মন্তব্য ৭৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

=p~ =p~ =p~

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: B:-) B:-) B:-)

২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২

নিয়েল ( হিমু ) বলেছেন: জাতীকে বিভ্রান্তির হস্ত হৈতে রক্ষা করায় আপনাকে সাধুবাদ :P

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: জাতি বিভ্রান্তির হস্ত হৈতে রক্ষা পাইয়াছে জানিয়া অত্যন্ত আনন্দিত বোধ করিতেছি :P

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

অদৃশ্য বালক বলেছেন: *কুনোব্যাঙ* এর কোথাও কোন শাখা নেই!!!

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০

*কুনোব্যাঙ* বলেছেন: ঠিক তাই, *কুনোব্যাঙ* এর কোথাও কোন শাখা নেই!!! :D

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২

*কুনোব্যাঙ* বলেছেন: ঘটনা কি, সবাই খালি হাসে ক্যা :||

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: এরকম অনেক পত্রিকায় আমার কবিতাও দেখেছি , শ্লার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না ! :|

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

*কুনোব্যাঙ* বলেছেন: নকল কইরা মেট্রিক পাস কর্ছে মনেহয় তাই পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করেনা /:)

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার নিক সহ দিয়েছে দেখলাম, ভালো কথা। :D

আমার একটি লেখা বেমালুম নিজের নাম একজনে একটি অনলাইন নিউজ পেপারে চালিয়ে দিয়েছে!!! B:-) :-*

এমন হলে কষ্ট লাগেনা বলেন? এতে অবশ্য অনলাইন নিউজপেপারগুলোর মানও বোঝা যায়!! /:)

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০

*কুনোব্যাঙ* বলেছেন: নিক সহ দিছে দেইখাই তো আরো ভ্যাজাল! সেই নিক থেকে পোষ্ট বা মন্তব্য আসলে দেখা যাবে সেটা আমার ঘাড়ে বর্তাইতেছে :|


এত্ত এত্ত নিউজ পেপার, এত্ত এত্ত লেখালেখির সাইট। কপি পেষ্ট না কইরা উপায় কি বলেন। এত্ত এত্ত মৌলিক লেখা পাওয়া তো চাট্টি খানি কথা না। তবুও ভালো সেখানে সুত্র হিসাবে সামুব্লগের নাম উল্লেখ করে দিছে।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

ফুরব বলেছেন: কুনোব্যাঙ তো বাংলাদেশের সব ডিস্টিকের ডোবা নালায় পাওয়া যায়। এরা কি আপনার শাখা না? :P :P

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০১

*কুনোব্যাঙ* বলেছেন: নাহ, তারা আমার জাতি ভাই। আর আমি হইলাম ব্যাঙ জাতির নেতা ব্যাঙ্গবন্ধু *কুনোব্যাঙ* :P



ব্যাঙ্গবন্ধু উপাধীদাতা মাগুর জাতি

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১

অদৃশ্য বালক বলেছেন: আমি একটা শাখা খুলতে চাই। শাখা খুলতে হলে কি করতে হপে? B-) B-) ;)

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩

*কুনোব্যাঙ* বলেছেন: আর খুলতে হবেনা! নিচের কমেন্টগুলা দেখেন। জনগণ নিজ দায়িত্বে আপ্নের শাখা খুইলা দিবে ;)

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

ডেডম্যান বলেছেন: http://www.bdtoday.net/blogdetail/detail/958

zubayer vai er lekhao dise

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

ডেডম্যান বলেছেন: http://www.bdtoday.net/blogdetail/detail/944

রীতিমত লিয়া

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

ডেডম্যান বলেছেন: http://www.bdtoday.net/blogdetail/detail/949

শামীম আরা সনি

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: আপ্নে এইগুলা কি দেখাইলে। এ যে দেখি কেঁচো খুড়তে গিয়া এনাকোন্ডা বাইর হয়ে যাচ্ছে B:-) B:-)

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: আমার লেখাও দিছে দেখি। http://www.bdtoday.net/blogdetail/detail/876


এটা কেমন হলো? সামুর প্রায় সব ব্লগারের লেখা দিয়ে এইটা ভর্তি। আজব তো।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭

*কুনোব্যাঙ* বলেছেন: এত এত লেখা যখন কপি হয়েছে তাহলে সামু ব্লগ থেকে তো মনেহয় এর একটা প্রতিবাদ জানানো উচিত।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সেখানে দেখি সামুর বিভিন্ন ব্লগারের হুবুহু নামে নিক খোলা হয়েছে ও লেখাগুলো কপি করা হচ্ছে :-B :-B :-B :-B

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১২

*কুনোব্যাঙ* বলেছেন: ব্যাপক অবস্থা!!! এতদিন কেউ খোঁজ পাইলনা ক্যাম্নে সেইটা ভেবে একটু আশ্চর্য হচ্ছি!

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এই ইমো হবে B:-) B:-) B:-) B:-)

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: বুঝছি

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: View this link জানা !:#P !:#P !:#P

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনাদের লেখার আর্কাইভ হচ্ছে, সামুতে ডিলিট হওয়া লেখাও আছে !:#P !:#P :#> B-)) =p~

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: সেজন্য আমরা সামু ব্লগাররা গর্বিত !:#P !:#P !:#P B-)) =p~

১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনাদের লেখার আর্কাইভ হচ্ছে, সামুতে ডিলিট হওয়া লেখাও আছে
=p~ =p~ =p~

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৭

*কুনোব্যাঙ* বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪

অদৃশ্য বালক বলেছেন: মামলা করতে হপে দেখছি!!! X( X(( X( X((

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: হুম, , , এত্ত এত্ত কপি পেষ্ট দেখে আমি অবশ্য বেশ মজাই পাচ্ছি!!

১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: জানা আপুও জানেন না মনে হয়। মনে হচ্ছিলো সামুর একটা ব্রান্চ! যতদূর দেখলাম সামুর সব নির্বাচিত লেখাগুলো কপিপেষ্ট করে।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২২

*কুনোব্যাঙ* বলেছেন: হুমম, খুব সম্ভব জানা আপু জানেনা। জানলে তো একটা ব্যবস্থা অবশ্যই নিত।


এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনাদের লেখার আর্কাইভ হচ্ছে, সামুতে ডিলিট হওয়া লেখাও আছে

২০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লেখা চোর দেখলেই ধরে চাবকাইতে ইচ্ছে করে। /:) দুঃখের বিষয় আজ পর্যন্ত একটারেও হাতের সামনে পাই নাই। :(

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৪

*কুনোব্যাঙ* বলেছেন: একটু আধটু চুরি করে বুঝলাম তাইবলে এমন গণহারে চুরি :||

২১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২১

এস. এম কামরুল হাসান পলাশ বলেছেন: বাঁচার অধিকার, চিকিৎসার অধিকার, বাসস্থানের অধিকার, কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার ঠিক তেমনি কপি পেষ্ট এরও অধিকার আছে (এটা নতুন অধিকার) এই অধিকার থেকে আপনি কাউকে বঞ্চিত করতে পারেন না।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: এইটা কি শামসুদ্দিন মানিকের রুল নাকি :P


তবে আপনার কমেন্টে সহমত ;) B-)

২২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

রাফা বলেছেন: লেখক, না কপি পেস্টার বলি !উনি মনে হয় সামুর সংকলন বের করতে চাচ্ছেন!
তাই সবার লেখাই নিয়ে গেছেন ওখানে।আপনারা উনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না।আপনাদের প্লিজ লাগে।

আমার মনে হয় উনি সামুর ব্লগার।

ধন্যবাদ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৭

*কুনোব্যাঙ* বলেছেন: উনি মনে হয় সামুর সংকলন বের করতে চাচ্ছেন! আমরা উনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে পারিনা।


সহমত রাফা ভাই!

২৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৫

ঘুড্ডির পাইলট বলেছেন: মামুন ভাই আমি কালকে ওখানে ফোনে কথা বলবো , ওখানে একজন আছে পরিচিত । নিকটা পর্যন্ত সেইম টু সেইম :(

১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১০

*কুনোব্যাঙ* বলেছেন: সংগ্রহ বাড়ানোর জন্য সেইম নিক দিয়ে সেইম লেখা যেভাবে গণহারে কপিপেষ্ট করেছে এটা এক ধরনের পাগলামি ছাড়া কিছুই না!

২৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭

আমিনুর রহমান বলেছেন: একটা নিক ওপেন কইরা আসলাম ;) :P

১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৪

*কুনোব্যাঙ* বলেছেন: শুভ কামনা এন্ড হেপি বলগিং ;)ঃপ

২৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: কমেন্ট দিয়া আসলাম X(

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২০

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো হইছে। কমেন্টে কি লিখছেন?

২৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪

রৌহান খাঁন বলেছেন: উনি মনে হয় আপনার জমজ ব্যাঙ :P

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৩

*কুনোব্যাঙ* বলেছেন:

২৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫০

মিজানুর রহমান মিলন বলেছেন: কুনোব্যাঙ্গের শাখা তো বর্ষাকালে বেশি দেখা যায় রাস্তা ঘাটে, নালা নর্দমায় B-) :D :D :D

তয় তারপরেও তো আপনার নামেই তো চালিয়েছে । একবার আমার একটা লেখা তো একজন নিজের নামই চালিয়ে দিয়েছিল ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: বর্ষাকালটা কুনোব্যাঙের জন্য স্পেশাল, , , :!> :#> :P

২৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২৭

আরজু পনি বলেছেন:

ওটা মনে হয় ব্রাঞ্চ ধোলাইখাল ;)

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: সহমত!!! ;) ;)

২৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০

শামীম আরা সনি বলেছেন: :| :| :|

আমি খুঁজতে গেলে তো
You have reached your daily free Quick Search limit.
Please purchase additional credit to enable the Deep Search.

এটা বললো :(

আর আরেকটা সাইটে সাইনআপ করতে বলে :( /:) /:)

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

*কুনোব্যাঙ* বলেছেন: আমিও এমনটা দেখেছি। কয়েকটা সার্চ করার পর এমন বলে।

৩০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

সুখী চোর বলেছেন: ই ই ই ই ...... এইটা তো পুরা সামুর কপি ....!!!

একটা লেখা কপি হইলেই আমরা ফাটাইয়া ফালাই, আর এইখানো তো পুরা ব্লগই কপি হইয়া গেছে .... এই কি "বিডি টুডে!?!?!"

কুনোভাই, আপনে আরো বিখ্যাত হইয়া গেছেন, সুতরাং মিষ্টি পার্সেল করেন।।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

*কুনোব্যাঙ* বলেছেন: অস্বীকার করার উপায় নেই যে লেখা কপি হওয়াতে কিছুটা গর্ববোধও করছি :!> :#>

আমার এলাকা টাংগাইলের ঐতিহ্যবাহী চমচম

৩১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

আমি ইহতিব বলেছেন: http://www.bdtoday.net এর কাজ দেখেতো সামুর ব্লগার হিসেবে গর্ব বোধ করছি ;), একটা অনলাইন নিউজ ওয়েবের একটা বড় অংশ জুড়ে সামুর ব্লগারদের লেখা, ওদের তো উচিত প্রতি লেখে বাবদ লেখকদের ফি দেয়া।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: সামু ব্লগার হিসেবে আমরা গর্বিত ;)

৩২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

কালোপরী বলেছেন: জটিল অবস্থা

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০

*কুনোব্যাঙ* বলেছেন: হা হা হা , , , , আসলেই ইন্টারেস্টিং

৩৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

doha057 বলেছেন: বাচ্চাসুলভ চুরি ;)

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০

*কুনোব্যাঙ* বলেছেন: ঠিক কথা ;)

৩৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

দি সুফি বলেছেন: আমার নিক নাই B-) B-)

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

*কুনোব্যাঙ* বলেছেন: এহেন পক্ষপাতিত্বমূলক আচরণের জন্য বিডি টুডেকে তীব্র ধীক্কার !! X((

৩৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

তামিম ইবনে আমান বলেছেন:
কপি করতে পয়সা লাগে না ;)

২০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪০

*কুনোব্যাঙ* বলেছেন: সস্তার তিন অবস্থা ;)

৩৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

শায়মা বলেছেন: :P

২০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০২

*কুনোব্যাঙ* বলেছেন: :)

একদা এমনই বাদল শেষের রাতে-
মনে হয় যেন শত জনমের আগে-
সে এসে সহসা হাত রেখেছিল হাতে,
চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে ;
সে-দিনও এমনই ফসল বিলাসী হাওয়া
মেতেছিল তার চিকুরের পাকা ধানে ;
অনাদি যুগের যত চাওয়া, যত পাওয়া
খুঁজেছিল তার আনত দিঠির মানে। ...

..... স্মৃতি পিপিলিকা তাই পুঞ্জিত করে
অমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা ;
সে ভুলে ভুলুক, কোটি মন্বন্তরে
আমি ভুলিব না, আমি কভু ভুলিবো না।
--------------

ভালো থাকবেন, মনে রাখবেন :) :)

৩৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

নেক্সাস বলেছেন: :D :D

২০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: আসলে ওটা মনেহয় সামু ব্লগের নির্বাচিত পোষ্টের আর্কাইভ :D

৩৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

আমি তুমি আমরা বলেছেন: *কুনোব্যাঙ* এর কোথাও কোন শাখা নেই!!!

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২২

*কুনোব্যাঙ* বলেছেন: *কুনোব্যাঙ* এর কোথাও কোন শাখা নেই!!! :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.