নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একমাত্র বিরোধী পক্ষ!!

*কুনোব্যাঙ*

তফাত যাও সব ঝুঁট হ্যাঁয়!

*কুনোব্যাঙ* › বিস্তারিত পোস্টঃ

কিভাবে বুঝবেন ব্লগে আপনি কারো প্রেমে পড়েছেন!!! (শুধুমাত্র ব্লগারদের জন্য)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:০৪





কথায় বলে ভালোবাসা আর সিগারেটের ধোঁয়া নাকি লুকিয়ে রাখা যায়না। আপনিও দেখে নিন কোন ব্লগারের প্রেমে পড়েছেন কিনা!!!





=> আপনার ব্লগে সে কোন মন্তব্য করলে বা তার ব্লগে আপনার কোন মন্তব্যের উত্তর বার বার পড়বেন।



=> তার ব্লগে মন্তব্য করতে অনেক সময় নিবেন। একটা কিছু লিখবেন আবার সেটা মোছার জন্য ব্যাকস্পেস চাপবেন। চেষ্টা করবেন কিভাবে একটি আকর্ষনীয় মন্তব্য করা যায়।



=> ব্লগে এসেই ভিজিটর লিষ্টে তার নাম খুঁজবেন। না পেলে মন খারাপ করবেন।



=> সাম্প্রতিক মন্তব্যের ঘরে তার নিক দেখলেই আপনি সেখানে দেখতে যাবেন যে সে কি মন্তব্য করেছে।



=> আপনার ভাবনা জুড়ে থাকবে তার প্রোপিক এবং তার ভালোবাসা সংক্রান্ত পোষ্ট ও মন্তব্যগুলো।



=> ব্লগে সে উপস্থিত থাকলেই আপনার আনন্দ বেড়ে যাবে বহুগুণ।



=> কোনদিন ২ লাইন কবিতা না লিখলেও ইচ্ছে হবে সুন্দর প্রেমের কবিতা পোষ্ট করতে। কিন্তু তার যদি ভালো না লাগে সেই ভয়ে কবিতা পোষ্ট করবেন না।



=> নানা ভাবে তাকে বোঝাতে চাইবেন আবার কিঞ্চিত ভয়েও থাকবেন যে কেউ বুঝে ফেলছে কিনা।



=> তার ফেসবুক লিংক বা ইমেইল এড্রেস না থাকলে নানা ভণিতা করে তার আইডি জানতে চাইবেন বা খুঁজবেন।



=> যদি দেখতে পান যে সে অন্য কারো ব্লগে আড্ডা দিচ্ছে বা ঘন ঘন কমেন্ট বিনিময় করছে তখন প্রচন্ড রাগ হবে। ইচ্ছে হবে যার সাথে সে আড্ডা দিচ্ছে তাকে মাল্টি দিয়ে জ্বালাতে। ব্লগ থেকে বের করে দিতে।



=> সুযোগ পেলেই তার সাথে আপনার প্রিয় গানগুলোর লিংক শেয়ার করবেন।



=> আপনার মন্তব্যের উত্তরে সে যদি শুধু ধন্যবাদ দেয় এবং অন্য কারো মন্তব্যের উত্তর একটি ডিটেইল দেয় তাহলেই আপনার সন্দেহ হওয়া শুরু হবে যে সে তার প্রেমে পড়েছে কিনা।



=> আপনি একটি পোষ্ট দিলে আপনার ব্লগ বার বার রিলোড করে দেখতে থাকবেন যে সে আপনার ব্লগে এসেছে কিনা। না এসে থাকলে বা আসলতে দেরী করলে অভিমান বোধ করবেন।



=> লক্ষণগুলো মিলিয়ে নিন এবং খুঁজে বের করুন আপনি কারো প্রেমে পড়েছেন কিনা। আর যদি না বের করতে পারেন তাহলে নিচের দিকে যান...





























.

.

.

.

.

.

.

.

.

.



.

.

.



এই পোষ্ট পড়ার সময় আপনি তার কথাই ভাবছিলেন!



আপনার জন্য শুভ কামনা :)





পোষ্ট কৃতজ্ঞতা মাহ্‌মুদুল হাসান রাকিব







মন্তব্য ৩২৪ টি রেটিং +৪৯/-০

মন্তব্য (৩২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:০৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা হা হা হা =p~ =p~ =p~ =p~

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১১

*কুনোব্যাঙ* বলেছেন: সিরিয়াস কথা কইলাম এইখানে হাসির কি হইল B:-) B:-) B:-)

২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: যাক বাবা ব্লগেও প্রেম !!! =p~ =p~ =p~ =p~

ব্লগে প্রেম ট্রেম করলে কট খাওয়ার চান্সই বেশী , ছাইয়া নিকের তো অভাব নাই । :P :P

এই রকম পরিস্থিতিতে একটু বিনোদনের জন্য ধন্যবাদ ।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:২২

*কুনোব্যাঙ* বলেছেন: প্রেম ইজ এভরিহোয়্যার! প্রেমের নাই কোন স্থান কাল!!! :D


ছাইয়াদের তীব্র ধিক্কার X(( X((


কি করুম কন! ২ দিন ধইরা মনের দুঃখে লগিন করতে ইচ্ছা হয়না। শান্তি নাই :(

৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১২

ফালতু বালক বলেছেন: ব্যাং ভাই বাস্তব অভিগতার আলোকে পোস্ট দিলেন নাকি ;) ;) ;)

B-) B-) B-) B-) B-)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:২৯

*কুনোব্যাঙ* বলেছেন: এইটা বলা যাবেনা :!> :!> :#> :#>

৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১৫

আমি তুমি আমরা বলেছেন: সকল ব্লগারের নিকের পাশে তার রিলেশানশীপ স্ট্যাটাস উল্লেখ করার তীব্র দাবি জানাচ্ছি...

উল্লেখ্য, আমি নাভানার সিভিল ইঞ্জিনিয়ার নই... ;) :P

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:০১

*কুনোব্যাঙ* বলেছেন: নাভানার সিভিল ইঞ্জিনিয়ার ব্যাতিত এব্যাপারে অন্য কারো দাবী গ্রহন করা হবেনা /:) :P

৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১৬

মোঃমোজাম হক বলেছেন: বুঝে সুজে এখন আর কি লাভ ;) ;)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: প্রেম শাশ্বত চিরন্তন। প্রেমের তো কোন বয়স নাই মোজাম ভাই ;) ;)

৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:২২

তারছেড়া লিমন বলেছেন: ব্যাঙ ভায়া আপ্নের পজিশনটা কতি.............?

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: সেইটা সিক্রেট... B-)) B-))

৭| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:২৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: আল্লাহ বাচাইছে ! আমার ব্লগে মেয়েরা কম আসে :)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:২২

*কুনোব্যাঙ* বলেছেন: ব্লগের নারী জাতিকে তীব্র ধিক্কার জানাইলাম X(( X(( :প

৮| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:৩০

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: কিচির মিচির কিচির মিচির :P :D :P

ভাইগো পিরিতি'?? জিনিসটা কি খায় না ঘুমায়?

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: পিরিতি একটি রোগ। ক্ষুধা মন্দা ও অনিদ্রা এই রোগের অন্যতম প্রধান লক্ষণ!!! :D ;) :P

৯| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:৩৫

নাফীস কাজী বলেছেন: বুকে হাত দিয়া কনতো, ব্লগে কি প্রেমে পড়ার মত মেয়ে আছে ??? সব মেয়েইতো সুশীল !! :| (তবে সুশীল ছেলেদের কথা আলাদা। তাদের ব্লগিংএর আরালে অন্য উদ্দেশ্য থাকে.......... :P:P:P:P:P:P:P:P:P:P )

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: এমন একটা প্রশ্ন করলেন নাফীস ভাই এর উত্তরে যদি হ্যাঁ কই ব্লগের আপুরা আমার দাবড়ানি দিতে পারে!! আবার যদি না কই তাইলে লুল ভাবতে পারে!!! ভালোই বিপদে ফেললেন দেখি :| ;) :P

১০| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:৪৭

ওবায়েদুল আকবর বলেছেন: কি যে একখান পোস্ট দিলেন ভাই। এইটা বাম্পার খাইব। নারীকূল অশেষ বিনোদন লাভ করব। হক মাওলা।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:৫৮

*কুনোব্যাঙ* বলেছেন: কই এক স্বর্ণা বাদে আর কাউরে তো দেখতেছিনা এখনও :| :(

১১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:৫৩

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আমি ছেলে ব্লগারের প্রেমে পড়েছি :| ব্লগ গে হয়ে গেলাম নাকি ??? :|

০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৪:০০

*কুনোব্যাঙ* বলেছেন: হুম, চিন্তার কথা :| সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না !!! :|

১২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:০০

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আমি ছেলে ব্লগারের প্রেমে পড়েছি :| ব্লগ গে হয়ে গেলাম নাকি ??? :|

০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৪:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: হুম, চিন্তার কথা :| সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না !!! :|

১৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:১১

অপু তানভীর বলেছেন: চমত্‍কার ! চমত্‍কার ! অতিব চমত্‍কার । দাড়ান আপনার এই পোষ্টের উপর ভিত্তি করে একটা গল্প দাড় করানো যায় কিনা দেখি !

০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৪:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: দারুন রোম্যান্টিক একটা ব্লগীয় প্রেমের গল্প দাঁড় করিয়ে ফেলেন তানভীর ভাই। অনেক মজা হবে :)

১৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:২১

সিউল রায়হান বলেছেন: মজা পেলাম লাস্টের লাইনটা পড়ে। :) দারুন লেখা।






আমার রিলেশনশীপ স্ট্যাটাসঃ কি জিনিস এইটা? খায় না মাথায় দেয়?

০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৪:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাংক্স রায়হান ভাই :)


রিলেশনশীপ স্ট্যাটাস কি এইটা নিয়া আমি নিজেও বিভ্রান্ত :|

১৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:২৫

রাফা বলেছেন: মনে হয় আপনি নিজেই.............। :P :P অসুবিধা নাই কেউ বুঝবেনা চালিয়ে যান।

০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৪:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: কেউ না বুঝলে কেমন হবে রাফা ভাই :( অন্তত একজনের তো বোঝা উচিত ;) :P

১৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:৩২

ভুল উচ্ছাস বলেছেন: অনেকেই ব্লগ প্রেম দেখে অবাক হচ্ছে তাদের জানার সুবিধার জন্যে বলতেছি ব্লগ প্রেম বেশ কয়েকটা ইতিমধ্যে সফল হয়েছে, বহুল আলোচিত হামা ভাই এবং সমুদ্র কন্যা আপুরটা আপনরা অনেকেই জানেন। কিন্তু এর বাহিরে আরো আছে, অবশ্য আমি মাত্র আর একটা জানি। সেইটা বিয়ে পর্যন্ত গড়াবে শিঘ্রই তখন আপনাদের জানামুনে, ওহ নো আরো একটা আছে। ইয়ে আমি তিনটার কথা জানি।

০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৪:১৮

*কুনোব্যাঙ* বলেছেন: আমাদের উদাসী ভাই আর ফারা আপু :)

১৭| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:৪৩

চায়নাবুড়া১৮ বলেছেন: ভুল উচ্ছাস ব্র, আমি বুড়া মানুষ , আমারে কইতারেন । আমি কমু না কাউরে ।

০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৪:২২

*কুনোব্যাঙ* বলেছেন: তুমারে কইয়া কি হইব! তুমি তো কানেই শুননা ঠিক মত!!!!

১৮| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:৫৪

ভুল উচ্ছাস বলেছেন: নু ওয়ে ম্যান। =p~

০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৪:২২

*কুনোব্যাঙ* বলেছেন: =p~ =p~

১৯| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৪:০০

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আমার জন্য একটা সুন্দর মাইয়া ব্লগার দেখেন ;) বিয়া করতে মুন চাই :D :!> :!> :!> :!> ;) B-)

০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৪:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: একটা লিংক দিলাম। অনেক সুন্দরী। প্রোপিক দেখলেই বুঝবেন!! ;) :P

View this link

২০| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৪:০৭

শ্রাবণ জল বলেছেন: :)

০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৪:২৯

*কুনোব্যাঙ* বলেছেন: আপু, আপনি এখন কেমন আছেন? শরীরের অবস্থা কি? আগের চাইতে একটু সুস্থ?

২১| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৪:১৫

আমি-টর্নেডো বলেছেন: কনতো আমি কার লগে প্রেম করি?না পারলে আপনার পোস্টে মাইনাস। :)

০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৪:৩১

*কুনোব্যাঙ* বলেছেন: টর্নেডোর প্রেম বাতাসের লগে। এইটা না পারার কি আছে! পোষ্টে পিলাস দেন তাড়াতাড়ি!!! B-)

২২| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৫:২২

এম হুসাইন বলেছেন: এ তো দেখছি এনসাইক্লোপিডিয়া অব ব্লগিও পেরেম :-/ :P =p~

০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৬:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: হাহাহা... ইহা একটি ব্যাপুক ব্লগীও গোবেষনা :P :P

২৩| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৬:১৩

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: হায় হায় রে, একি অবস্থা B:-) B:-) B:-)


ভাইরে এই মাইয়ার পেছনে হাজার পোলার লাইনে আছে :( দেরী হয়য়া গেছে। মনে হয় জামাই আসিবার পূর্বে মাইয়া প্রেমিক নিয়া ভাগছে, ভাইডি আরেকটা দেখেন :#> :!> :!> :#>
আপনারে বিয়ার দাওয়াত দিমু কইলাম B-)) B-)) B-)) B-))

০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৬:২১

*কুনোব্যাঙ* বলেছেন: ওক্কে, আরেকটা খুঁজে দিব। তার আগে ইন্টারভিউয়ে পাশ দেন!!

ইংরেজী অনুবাদ করেন,

"প্রেমিক আসিবার পুর্বেই প্রেমিকা অন্যের হাত ধরিয়া ভাগিয়া গেল।"

২৪| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৬:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কুনোব্যাঙ কিন্তু আমাকে তার প্রিয় গানের লিরিকসহ লিঙ্ক দিয়েছে কয়েকবার :!> :!> :#> :P =p~

০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৬:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: আসলেই দিয়েছিলাম নাকি!! কই আমার তো মনে পড়ছেনা :-0 :-0 :-0 :P =p~

২৫| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৬:২৮

সেলিম আনোয়ার বলেছেন: দারুন পোস্ট।আমি পার কথা ভাবি তারে এখানে পাওয়া যাচ্ছে কি মজা

০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৬:৫০

*কুনোব্যাঙ* বলেছেন: তাহলে আপনার কয়টা উপসর্গ মিলল সেলিম ভাই! নাকি চাপাবাজী করে গেলেন!! ;) :P

২৬| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৬:২৮

বাঘ মামা বলেছেন: হাহাহাহাহা দারুন বিশ্লেষণ

একটা ব্লগ হতে হবে আগোরা নন্দন মীনা বাজারের মত এমন কিছু,যেখানে প্রবেশ করলে মন ও জীবনের জন্য সব রশদ যেন মিলে,তবেইনা সেটাকে পরিপূর্ণ ব্লগ বা ব্লগার বলা যায়।আপনার ব্লগটা তেমনি একটা ব্লগ যেখানে সব কিছুই পাওয়া যায়।

এর আগে আমি মনে হয় এখানে আসিনি,খুব মিস করেছি আপনার লেখা গুলো।
সংক্ষেপে কয়টা পোষ্ট শিরোনাম দেখে নিলাম,সময় করে আবার আসবো।

খুব ভালো লেখেন দেখছি আপনি

শুভ কামনা সব সময়

@ভুল উচ্ছাস, হামা ভাই ভাবির কথা জানি,আপনার কথাও জানলাম,কিন্তু ভাবছি আপনার সঠিক উচ্ছাস কার উপর গিয়ে পড়লো সেটা খুঁজে দেখার বিষয় বটে :) তৃতীয়টার কথা পরে জানা যাবে নাহয়।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৭:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: বাঘ মামা, আমার ব্লগে এসেছেন দেখে অনেক ভালো লাগল। আপনার মন্তব্য পেলে সেটা পড়ি। অনেক বাস্তব সম্মত ও সুহৃদয় মন্তব্যের কারণে আপনার মন্তব্যগুলো সুখপাঠ্য হয়।

আমার লেখার প্রসঙ্গে যেটা বললেন সেটা আন্তরিকতার বহিঃপ্রকাশ মাত্র। আমার ব্লগটা বলতে পারেন কিছুটা ফ্রেন্ডলি টাইপ ব্লগ। ২/১টা পোষ্ট পড়লেই বুঝতে পারবেন সেগুলো সিরিয়াস ধরনের কিছুনা, খুবই হালকা ধরনের লেখা।

আপনাকেও শুভ কামনা বাঘ মামা। আমার ব্লগে আপনাকে দেখে সত্যি অনেক খুশি হয়েছি :)

২৭| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৬:৩২

তিতুন বলেছেন: অসাধারণ বিশ্লেষণ।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৭:১০

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ :)

২৮| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৬:৫০

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: "We reserve asibara ago lover on the other hand could bhagiy"
prove by Google ;) ;) ;) ;) ;) ;)


০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৭:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: বেশ অনেকদিন ধরেই ভাবতেছি গুগল মামুরে সাইফুরসের ইংলিশ কোর্সে ভর্তি করাইয়া দিমু। যাই যাই কইরা আর যাওয়া হইতেছেনা! নাহ, এইবার মামুরে ভর্তি করাইতেই হইব। মামু আমার মান ইজ্জর আর কিছু রাখতেছেনা :( :(

২৯| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৬:৫১

বাংলাদেশী দালাল বলেছেন: আমার হোয়েছে কোনটা। জানে যদি বউটা...

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৭:১৪

*কুনোব্যাঙ* বলেছেন: তাইলে সবার আগে আপ্নের কম্পিউটার ইন্তেকাল ফরমাইবে ;) ;) :P

৩০| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৬:৫৫

বুনো বলেছেন: ভুল উচ্ছ্বাস ;) ;)
কুনো ভাই, পোলায় শরম পাইতাসে :P

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৭:১৭

*কুনোব্যাঙ* বলেছেন: হায় হায়, এইটা তো বুঝিনাই :| :|


ভুল উচ্ছ্বাস ভাই, এখন জানাইতেছেন না ঠিকাছে মাগার বৌভাতে না জানাইলে আপ্নের খবরাছে কৈলাম।

৩১| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৭:৫৫

বিপ্লব06 বলেছেন: কুনোব্যাঙ কিন্তু আমাকে তার প্রিয় গানের লিরিকসহ লিঙ্ক দিয়েছে কয়েকবার!!! B-)) B-)) B-)) B-))

এলা কি অইবে :P :P :P

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: যা হবার কথা তাই ;) ;) :P :P

৩২| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:০৮

যোগী বলেছেন: এই যোগীর স্বভাব কয়েক ডিগ্রী বেশি খারাপ সব মেয়েরই প্রেমে পড়ে যায়। এমনিতেই পাবলিকরে ধুমায়া গালিগালাজ করে, কিন্তু মেয়ে দেখলেই আর কেন জানি আর গালী বের হয়না। :( :( :(
কয়দিন আগে একজন জীবনে প্রথমবারের মত আমারে ছাগু কয়ছে, বিনিময়ে তারে ভালোবাসা দিছি ;) ;) ;) ;) ;)

আর ভাবতাছি আবার কবে মিষ্টসুরে ছাগু বলবে। !:#P !:#P



০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

*কুনোব্যাঙ* বলেছেন: যোগী সাধুদের মানুষ শ্রদ্ধা করে ভক্তি করে কিন্তু ভালোবাসে না :( :(

৩৩| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কেন? আমার কমেন্টের উপরে প্রেম দেখেন নাই?প্রেম যে আমার উপর পড়তাছে....আমার ব্রগে আসেন না কা...আমার বর্তমান পোস্ট পড়লে আমাকে সবাই রাজাকার ভাববে....কিন্তু এই ধরনের কমেন্টও কেউ করতেছে না্

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

*কুনোব্যাঙ* বলেছেন: আমিও কিন্তু মাল্টি খুলছি সেলিম ভাই সেফ হওয়ার অপেক্ষায় আছি, সুতরাং সাবধান ;) X( B-)) :P


যাব ভাই আপনার ব্লগে। যা শুরু হয়েছে কয়দিন ধরে ব্লগ খুললেই মন খারাপ হয়ে হয়ে যায় :( :(

৩৪| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
দুই বৃদ্ধাঙ্গুলি উপরে ;) ||

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কু মুন ভাই :)

৩৫| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৫৬

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~ =p~


ইয়ে মানে কিছু তো মিলে নাই। /:) :P


পোস্টে +++++

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: নাহ, আপনি বড়ই বেরোমান্টিক মানুষ মাহবু ভাই /:) /:) :P

৩৬| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:২২

লেখোয়াড় বলেছেন:
আপনি দেখি কুনোব্যঙ না, মহাপন্ডিত!!
তা অনেক গবেষণা।

তা ধন্যবাদ।

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

*কুনোব্যাঙ* বলেছেন: কুনোপন্ডিত :) :D B-)





আপনাকেও ধন্যবাদ লেখোয়াড় ভাই :)

৩৭| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:২৯

সমানুপাতিক বলেছেন: এই পোষ্ট পড়ার সময় আমি আপনার কথাই ভাবছিলাম!

তাহলে কি আমি...!!! :| :| :| :|| :|| :P :P

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

*কুনোব্যাঙ* বলেছেন: ইয়ে মানে, আমি আবার কাউকে না বলতে পারিনা :!> :#> :P

৩৮| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৩৪

ইনকগনিটো বলেছেন: একজনের কথা ভাবতেসিলাম, সত্যি। :P

মানে মিলাইতেসিলাম আরকি।


পোস্ট খুব ভালো লাগলো। ধইন্যা। B-) B-)

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: আমার গোবেষণা সার্থক B-) B-) B-)


আপ্নেরেও ধইন্যা :)

৩৯| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৩৬

রিফাত হোসেন বলেছেন: উপরের স্টার্ট কয়েক লাইন হয়েছিল, বাকি টুকু আর হয় নাই , কেন হয় নাই জানি না,

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন: শেষ লাইনটা মিললেই হয়, ঐটাই আসল!!!;) B-)

৪০| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

ব্লগিয় প্রেমের গবেষণা ব্যাপক হয়েছে তা ভাই অভিজ্ঞতা আছে নাকি এমন প্রেমের ?

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

*কুনোব্যাঙ* বলেছেন: কবি বলেছেন, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে ;) ;) :P

৪১| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:০৫

শায়মা বলেছেন: এক দেশে ছিলো এক রাজকুমারী! সে একদিন তার সোনার বলটা নিয়ে রাজবাড়ির বাগানে খেলছিলো! হঠাৎ বলটা কুয়াতে পড়ে গেলো! রাজকুমারীর শুরু হলো কুয়াটার পাশে বসে কান্না!

তার ঘেন ঘেন পেন পেন কান্না শুনে উঠে এলো কুয়োর ব্যং!বললো রাজকুমারী কাঁদছো কেনো? সব শুনে সে বললো, সে বল তুলে দিতে পারে যদি রাজকুমারী তাকে বিয়ে করে!

রাজকুমারী ভাবলো, আচ্ছা বলে দেই তো,তারপর দেখা যাবে!তখন সে রাজী হলো!ব্যাং বল এনে দিতেই বলটা হাতে নিয়ে রাজকুমারী বললো, বেটা ব্যং কাম নাই তো তোর মত কুয়োর ব্যাং সবজে কুৎসিৎ ঘেং ঘেং বেংবেংকে বিয়ে করি আর কি! বলে
দৌড়ে পালালো সেখান থেকে!

ব্যাং নাছোড়বান্দা তাকে ছাড়লো না! কুয়োতে ফিরে তার ফেসবুকে আইডি বানালো,অচিনদেশের রাজকুমার নাম দিয়ে!এরপর রাজকুমারীকে এ্যড দিলো! রাজকুমারীও খুশীতে গাধা গাধা হয়ে তার সাথে দুদিনেই প্রেমালাপ জুড়ে দিলো!এর পর ব্লগ নিক আদান প্রদান,তারপর দুজন দুজনার ব্লগে ঘন ঘন যাওয়া আসা!রাগ রাগ খুশী!


সকল এক্সপিরিয়েন্সের আলোকে তিনি একদিন ব্লগীয় প্রেম গোবেষণামূলক পোস্ট লিখিতে বসিলেন!



ইহা একটি ব্যং রাজকুমার রুপকথা গল্পের প্যারোডী!কাহারো জীবনের সহিত মিলিয়া গেলে আমি দায়ী নহি!:)



:P



০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: হুহ, কুনোব্যাঙের বয়েই গেছে যে অমন মিথ্যুক প্রতারক রাজকুমারীর জন্য ফেক ফেসবুক আইডি খুলতে হবে!! :-0 :-0


:P

৪২| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:১৫

হাসান মাহবুব বলেছেন: সেইসব স্মৃতি... :#>

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:১০

*কুনোব্যাঙ* বলেছেন: সফলদের অভিজ্ঞতার গল্প কিন্তু আমাদের মত নতুনদের সাফল্য লাভের পথকে সুগম করতো হামা ভাই! ;) :!> B-)

৪৩| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:২৭

তাসজিদ বলেছেন: বসস, কি ব্লগে ছেকা খেয়েছেন নাকি। কারণ ছেকা না খেলে এ ধরণের আগুন পোস্ট তো আসার কথা না।

ব্লগে গভীর প্রেমে পরার পর জানতে পারলেন যে ........................... ছদ্মবেশী.............................. B-)) B-)) B-)) B-))

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:২০

*কুনোব্যাঙ* বলেছেন: ছেকা খাওয়ার প্রশ্নই আসেনা! যাকে ভালোবাসব তার মনটা যদি কাঁপিয়েই না দিতে পারি তাহলে সে আর প্রকৃত ভালোবাসা হয় কি করে!! B-)) B-))

আমার দু'চোখের রোশনি
তোমাকে জ্বালাবেই জ্বালাবেই,
আমার স্বপ্নের নিশানা
তোমার বুকে দোলা লাগাবেই।


জি না, যতই মুখ লুকিয়ে থাকুক না কেন ছেলে হয়ে মেয়ের চরিত্র ধারণ করে থাকাটা অতটা সহজ না! হরমোনের খেলা বড়ই জটিল! ;) ;)

৪৪| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:০৫

গ্রাম্যবালিকা বলেছেন: ছিঃ এইভাবে বলতে হয়! :!> :#> :P =p~ =p~ =p~

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: কি আর করব বলুন, এই দুনিয়ায় অপ্রকাশিত ভালোবাসার কোন দাম নেই :( :( তাই মন দিয়ে মন মনে রাখলে চলবে কি করে :#> :P

৪৫| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১৪

আরজু পনি বলেছেন:

এই পোষ্ট পড়ার সময় আপনি তার কথাই ভাবছিলেন B:-) B:-)

=p~ =p~

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৩০

*কুনোব্যাঙ* বলেছেন: কেউ স্বীকার করুক আর না করুক এটা সকলের জন্য শতভাগ সঠিক কথা আপু :D :D


কনসেপ্টটা অবশ্য আমার না। ব্লগার মাহ্‌মুদুল হাসান রাকিব এর থেকে ধার করা :)

৪৬| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:২৬

ভারসাম্য বলেছেন: =p~ =p~

আমিতো প্রেমে পড়িনিইইই...প্রেম আমার উপরে পড়েছে... :( :((

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:৪২

*কুনোব্যাঙ* বলেছেন: একদম ঠিক! সাধ করে কি কেউ আর প্রেম পড়তে চায় :( :(

৪৭| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৫২

মামুন রশিদ বলেছেন: এই পোস্ট পড়ার সময় আমি কারো কথাই ভাবছিলাম না । তাইলে কি আমি মেয়াদ উত্তীর্ন ?? :P

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:৪৫

*কুনোব্যাঙ* বলেছেন: নাহ ভাই মেয়াদ ঠিকই আছে তবে আপনার ভাবনা সব আপনার আপন গৃহে বন্দী :D :D

৪৮| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯

গেমার বয় বলেছেন: আমি একজনের কথা ভাবতাম,ঊনাকে নিয়ে কবিতাও লিখছিলাম, ঐ কবিতায় একমাত্র ওনারই কমেন্ট ছিল, লজ্জা পাইয়া কবিতাটা ড্রাফ্ট কইরালাইছি !!! =p~ =p~ =p~ =p~

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:৪৮

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কু ভাই অকপট সত্য বলার জন্য :D আশাকরি আপনার এই কমেন্টটা উনার চোখে পড়বে :)

৪৯| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩

সর্ট সার্কিট বলেছেন: শায়মা বলেছেন: এক দেশে ছিলো এক রাজকুমারী! ......................

সকল এক্সপিরিয়েন্সের আলোকে তিনি একদিন ব্লগীয় প্রেম গোবেষণামূলক পোস্ট লিখিতে বসিলেন!............................................


ইহা একটি ব্যং রাজকুমার রুপকথা গল্পের প্যারোডী!কাহারো জীবনের সহিত মিলিয়া গেলে আমি দায়ী নহি!


হে: হে: বুঝছি বুঝছি =p~ =p~ =p~

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: গোপন কথাটি আর থাকিলনা গোপন! সর্ট সার্কিট হয়ে গেল :( :( :P

৫০| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: +++++ এবং প্রিয়তে.....

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:৫৩

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ :)

৫১| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০৬

আমিনুর রহমান বলেছেন: ব্যপুক গবেষণা। আমি মেয়াদ উত্তীর্ন হয়ে গিয়েছি প্রেমে পড়ার :P :P :P

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:৫৬

*কুনোব্যাঙ* বলেছেন: প্রেমে পড়ার মেয়াদ এখনও থাকলে তো আপ্নের ঘরে ঢোকার মেয়াদ উত্তীর্ন হইয়া যাইত ;) :)

৫২| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১০

ভুল উচ্ছাস বলেছেন: ফারাহ আর উদাসী ? আউচ এইটা তাইলে চার নাম্বার কেস।


আর বাঘ মামা এইটা কিন্তু একদম ঠিক না, আমার উচ্ছাস কারো গায়ে পড়ে নাই, এইদিকে আমি অনেক সচেতন। আমার মত সাদা মাটা মানুষরে নিয়া এইভাবে। নিন্দা জানাই। কুনোব্যাঙ ভাই ঐ দুইটাতে একটু সমস্যা আছে জানাজানি হলে, কাজী পর্যন্ত গড়ালে আমিই পোস্ট দিয়া জানামু নে। :) :)




এক অপেক্ষা, দুই অপেক্ষা, তিন অপেক্ষা। কবে যে বিয়ে খাবো। :(

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: উচ্ছাস ভুলেই পড়ুক সঠিকেই পড়ুক কাজী পর্যন্ত গড়ানোর আগে জানানোর দরকার নাই মাগার বৌভাতের দাওয়াতে না জানাইলে খবরাছে কইলাম। /:)

আর ফারা-উদাসী ভাই সম্ভবত সমুদ্র-হামা ভাইয়ের আগের কেস :)

৫৩| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১৩

শীলা শিপা বলেছেন: অসাধারন লেখা।তবে কথা হল গিয়ে আপনি কার কথা ভেবে লিখেছেন?

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: যাকে ভেবে লিখেছি সে কিন্তু ঠিকই বুঝেছে! আপনাকে বললে সবাই জেনে যাবে ;) ;) :P

৫৪| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১৫

মাক্স বলেছেন: ও এম জি!!!
আই থিংক আই এম ইন লাভ উইথ........

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:১৮

*কুনোব্যাঙ* বলেছেন: উইথ হু ??!!

৫৫| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১৬

ভুল উচ্ছাস বলেছেন: বুনো ভাই, লজ্জা পাবো কেন? :P

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: তাইতো!!

৫৬| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

সায়েম মুন বলেছেন: তাইতো কই। এই মাঝ রাইতে ব্যাঙ ডাকে ক্যান। :P

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:২০

*কুনোব্যাঙ* বলেছেন: ব্যাঙেরা সব সিজন চেঞ্জ করেছে!! :P

৫৭| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

=p~ =p~ =p~ =p~ =p~


+++++

আসলেইতো। :P

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:২২

*কুনোব্যাঙ* বলেছেন: আসলেই ;)


অনেক ধন্যবাদ শোভন ভাই :)

৫৮| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪০

আশিক মাসুম বলেছেন: আইচ্ছা চরম আভিজ্ঞ মনে হইলো, বুঝতে সমস্যা হয়নাই এই পোষ্ট জীবন থেকে নেওয়া :) :P :P =p~ =p~

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:২৯

*কুনোব্যাঙ* বলেছেন: আপ্নের বুদ্ধিমত্তার উপর আস্থা অর্জন করলাম। আপ্নেরে ধইন্যা মাসুম ভাই ;) ;) :P

৫৯| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১

লালকালো বলেছেন: আমার ভাগ্যের নাই রে ভাই লক্ষন দেখে আর কি করব!!!!

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:৪৭

*কুনোব্যাঙ* বলেছেন: অসুখ তো আর বলে কয়ে আসেনা, অসুখের লক্ষণগুলো জেনে রাখলেন!!!!

৬০| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২

রানিং ফ্ল্যাশ বলেছেন:




বেশ বেশ... খুবই মজার। প্রায় সব ব্লগারই এর ফাঁদে পড়ে যাবার সম্ভাবনা রাখে..


ভালো থাকুন..

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:৪৯

*কুনোব্যাঙ* বলেছেন: সহমত :)


আপনিও ভালো থাকুন... ধন্যবাদ

৬১| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

শের শায়রী বলেছেন: পোষ্টখানা ষ্টিকি করা হোক। ব্যাপক পরিশ্রমী ও জ্ঞানপুষ্ট। =p~ =p~ =p~ =p~

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: এই ব্যাপারে মডুদের দৃষ্টি আকর্ষণ করছি :P

৬২| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

আদম_ বলেছেন: ভুল উচ্ছাস বলেছেন: নু ওয়ে ম্যান। =p~


শের শায়রী বলেছেন: পোষ্টখানা ষ্টিকি করা হোক। ব্যাপক পরিশ্রমী ও জ্ঞানপুষ্ট। =p~ =p~ =p~ =p~

মাক্স বলেছেন: ও এম জি!!!
আই থিংক আই এম ইন লাভ উইথ........


০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন: শের শায়রী বলেছেন: পোষ্টখানা ষ্টিকি করা হোক। ব্যাপক পরিশ্রমী ও জ্ঞানপুষ্ট।

সহমত :P

৬৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:২৩

যোগী বলেছেন: ওরে বৎসো যোগীরা ভালোবাসা নেয়নারে, ভালোবাসা বিলায়!!

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:৫৬

*কুনোব্যাঙ* বলেছেন: মাঝে মধ্যে মুনি ঋষিরও ধ্যান ভঙ্গ হয় বলে শুনেছি ;) :P

৬৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৩৪

ঘুমকাতুর বলেছেন: আমার ভিজিটর লিষ্টে আমি তো আপনারে খুঁজি :!>

০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:২০

*কুনোব্যাঙ* বলেছেন: তা আরো আগে বলবেন তো :#>

৬৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: ভালবাসা কারে কয়
নিশ্চয় পালিয়ে বেড়ায়
আর তারে খুজে
সময় স্বপ্ন হারায়

০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:২৩

*কুনোব্যাঙ* বলেছেন: ভালোবাসা মানে লুকোচুরি খেলা :)

৬৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪৩

রুপ।ই বলেছেন: খুব ভাল বলেছেন.........।ঝিভনমুকি পোস্ট । :#)

০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:২৪

*কুনোব্যাঙ* বলেছেন: আপ্নের কমেন্টে পিলাস!!!

৬৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:১২

শূন্য পথিক বলেছেন: =p~ =p~ =p~ =p~

০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:২৪

*কুনোব্যাঙ* বলেছেন: :) :)

৬৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৩০

মোঃ নুর রায়হান বলেছেন: চিন্তা করছি এবার সত্যিই কার প্রেমে পরবো।
:)

০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: বুঝেশুনে করো পিরিত
শেষ ভালো দাঁড়ায় যাত,
না বুঝে মজোনা পিরিতে :)

৬৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:৩১

শ্রাবণ জল বলেছেন: হ্যাঁ, ভাইয়া। আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেক ভাল আছি। হাত টা আরও কিছুদিন কষ্ট দেবে যদিও, তবে ব্যাথা কমেছে।

আন্তরিকতায় কৃতজ্ঞতা।
ভাল থাকা হোক নিরন্তর।

০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: শুনে অনেক ভালো লাগল আপু। আশাকরি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন :)

৭০| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:৩৭

টিনটিন` বলেছেন: কাউকে নিয়েই তো আমার এ ভাবনাগুলো আসেই না? কেমতে কি? :| :-P

০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৩০

*কুনোব্যাঙ* বলেছেন: আপ্নে বেরোমান্টিক রোগাক্রান্ত মনে হৈতেছে /:) :P

৭১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:২০

নিয়েল ( হিমু ) বলেছেন: হাহাপগে কুনো দা দারুন মজা পাইছি দারুন ।
একটা পয়েন্ট খালি মিলছে তাও মিলার কারন হচ্ছে যে কাউকেই কমেন্ট করতে একটু সময় ব্যায় করি আমি ।
ভাল লাগা জানবেন :)

০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৫৫

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাংক্স হিমু :) তবে চেষ্টা করতে হবে বিশেষ কোন একজনকে কমেন্ট করতে গিয়ে আরো বেশী সময় ব্যায় করতে ;) :P

৭২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:৪৪

বাগসবানি বলেছেন: আর যদি না বের করতে পারেন তাহলে নিচের দিকে যান...
নিচের দিকে তো খালি লোকজনের কমেন্ট ।

০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৫৮

*কুনোব্যাঙ* বলেছেন: লোকজনের কমেন্টেই তো সব। পোষ্ট তো বাহানা মাত্র! :P

৭৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:৪৫

তামিম ইবনে আমান বলেছেন: পড়েছি অবশ্য একজনের

০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৫৯

*কুনোব্যাঙ* বলেছেন: এখন তাকে পড়া শুরু করে দেন

৭৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৭:২১

জাওয়াদ তাহমিদ বলেছেন:
কুনো ভাই আপনার লেখা পড়ে আমি তো টেনশিত হয়ে গেলাম।

:!> :#>

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫

*কুনোব্যাঙ* বলেছেন: শুভ কামনা ;) ;)

৭৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭

সিদ্ধার্থ. বলেছেন: "যদি দেখতে পান যে সে অন্য কারো ব্লগে আড্ডা দিচ্ছে বা ঘন ঘন কমেন্ট বিনিময় করছে তখন প্রচন্ড রাগ হবে। ইচ্ছে হবে যার সাথে সে আড্ডা দিচ্ছে তাকে মাল্টি দিয়ে জ্বালাতে। ব্লগ থেকে বের করে দিতে।" B-))

এত দিনে বুঝলাম ,আগের নিক টা ধরা পরে যাবার পর আবার কেন আপনি মাল্টি নিক খুজচ্ছেন । !:#P :-0

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩

*কুনোব্যাঙ* বলেছেন: এভরিথিং ইজ ফেয়ার ফর ... :P

৭৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:৪৮

সিদ্ধার্থ. বলেছেন: অ ট -আপনার ঝাল মুড়ি খেতে ভালো লাগে ?

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন: টিপিক্যাল বাঙ্গালী বলে কথা!!!

৭৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:০৮

সিয়ন খান বলেছেন: কিছু তো বুজবার পারতেছি না, প্রেমে পরছি না পরি নাই !!!! :P :P :P :P

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭

*কুনোব্যাঙ* বলেছেন: হায় হায় এইটা কি কৈলেন! আমার পোষ্ট তো বের্থ :( :(

৭৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:১৩

জাকারিয়া মুবিন বলেছেন:
হা হা হা। ভাল গবেষণা।

০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ :)

৭৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:১৬

মহামহোপাধ্যায় বলেছেন: পোস্ট পড়লাম, মন্তব্যগুলোও পড়লাম। ফলাফল একটা দীর্ঘশ্বাস :( :(

০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: একটা ইউ টার্ন নিয়ে ফেলেন :)

৮০| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

দূর্ভাষী বলেছেন: মেয়াদোত্তীর্ণ হয়ে গেছি রে ভাই, প্রেমের বয়স নাই; এখন শুধুই সংসার।

০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: আপনার জন্য সমবেদনা :) :)

৮১| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮

হাসান মাহবুব বলেছেন: নস্টালজিক আর আহাদিল এর কথা কেউ কইতাসে না কেন :-/

০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১২

*কুনোব্যাঙ* বলেছেন: উনারা এখন ব্লগে খুব একটা একটিভ না থাকায় মনেহয় সবার স্মৃতি বিভ্রম হচ্ছে।

আপনার অভিজ্ঞতার গল্প নিয়ে একটি লেখা কিন্তু চাইই চাই হামা ভাই। :)

৮২| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮

আদম_ বলেছেন: নিশ্চিত আপনে কারও প্রেমে পড়েছিলেন। সত্যি বলতে কি আমিও পড়েছি ;) আপনি যুদি আপনের টা কন তাইলে আমি আমার টা কমু। বিদ্যা।

০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

*কুনোব্যাঙ* বলেছেন: আদম_ বলেছেন: নিশ্চিত আপনে কারও প্রেমে পড়েছিলেন।


উহু, পাস্ট টেন্স হবেনা, প্রেজেন্ট টেন্স হবে ;)

আর নাম বলা যাবেনা, প্রেমে একটু লুকোচুরি না থাকলে প্রেমের মজা কি!!!!

৮৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন:
আর যদি দেখি সে অন্যের সাথে কবিতা শেয়ার করছে, তাহলে কেমন লাগে বলুন তো.................................মনে হয় আমি যদি সামুর মডু হইতাম, ইসসিরে................................

০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: হাহাহা... একদম সহমত :)

৮৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এই পোষ্টে সব চেয়ে বেশিবার এসেছে কে? ;)

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: এখানে নাম নিলে সবাই জেনে যাবে ;) কিন্তু ভাবছি এখন আর কি করতে পারি! :| :( /:)

৮৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন:
আমার কাছে মনে হয়, আমি প্রতিদিন আমার প্রোফাইল পিকচার পরিবর্তন করি, আবার মনে হয়ে সারাদিন সামুতে বসে থাকি, কখন সে আসে এই অপেক্ষায়, সারাদিন মন পড়ে থাকে সামুতে................................. উফ অফিসের কাজ কর্ম সব ভুল হয়ে যায়, সেজন্য আম্মা তাবিজ ও ঝুলিয়ে দিয়েছে গলায়......... আর ভাল্লাগেনা.....................................

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: সবারই একই দশা :( আসেন দুইজনে মুজিব পরদেশীর গানের কোরাস ধরি, "আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু..."!!!!

৮৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:২০

কালীদাস বলেছেন: সুযোগ পেলেই তার সাথে আপনার প্রিয় গানগুলোর লিংক শেয়ার করবেন।
এই কারণে অনেক পুলা ফেরেন্ডও আমারে ডরাইত, শক্তপাত্থর/বিকল্পধাতু/গুড়াধাতু/কালাধাতু/মৃত্যুধাতু....মাইনষে বেশিক্ষণ ভালা পাইতনা :(

কয়ডা পয়েন্ট পইড়া খিলখিল কইরা হাসলাম, খারাপ কন্নাই :D

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: ভালা না পাওয়াটাই মনেহয় স্বাভাবিক কালিদাস ভাই :D


আপনারে ধইন্যা :)

৮৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৩১

গ্রাম্যবালিকা বলেছেন: পছন্দের ব্লগারের পোষ্টে অফলাইনে যাই, যদি বুইঝ্যা ফালায়?! এই লজ্জা রাখমু কই?! ;) :#> :P

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: সেই জন্যেই তো ভিজিটর লিস্টে আপ্নের নাম খুবেকটা পাইনা!! আরেকটু হইলেই তো বিশাল ভুল বুইঝা ফেলছিলাম :#> :#> :P

৮৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৩২

আদম_ বলেছেন: প্রেজেন্ট টেন্সেই সই। আমি হালায় আবার বুজি কম। এই খানে কি উনি আসছেন? নাম না বলেন একটু আকার ইঙ্গিত দেন। নিদেন পক্ষে ওনার একটা পোস্টের হেডিং বলেন-----খুইজা বাইর করুমনে।

পালায়া বিয়া করলে কিন্তু সাক্ষী-মাক্ষী লাগে, আমার আবার অভ্যাস আছে এই আকাম করনের।

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: পুরা বিপদে ফেইল্লা দিলেন!! এখন যদি বলি যে এইখানে উনি আছেন তাইলে যারা আছেন তাদের সবাই যদি মনে করে তার কথা কইলাম তাইলে তো প্রব্লেম। আবার যদি কই যে নাহ এইখানে নাই তাইলে সবাই ভাবতে পারে কি আমাগো পাত্তাই দিলনা!!! কোন্দিকে যাই!!!!

তয় সাক্ষী হিসাবে আপ্নেরে অগ্রিম ইনভাইট কইরা রাখলাম। সিরিয়াসলি!!

৮৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

অদ্বিতীয়া আমি বলেছেন: ব্যাপক পোস্ট !

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাংক্স :)

৯০| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২

মনিরা সুলতানা বলেছেন: গ্রাম্যবালিকা বলেছেন: পছন্দের ব্লগারের পোষ্টে অফলাইনে যাই, যদি বুইঝ্যা ফালায়?! এই লজ্জা রাখমু কই?!




=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~



পুষ্ট ইস্টিকি করা হউক :|

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৩০

*কুনোব্যাঙ* বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: পুষ্ট ইস্টিকি করা হউক



কঠিন সহমত! মডু সমাজের দৃষ্টি আকর্ষণ করছি :P

৯১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:০৫

রেজোওয়ানা বলেছেন: Modu koi gelo!!

Post super glue diye lotkano hok :D

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: রেজোওয়ানা বলেছেন: Modu koi gelo!!

Post super glue diye lotkano hok


কঠিন ভাবে সহমত আপু!!! :P

৯২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৫

ঘুমকাতুর বলেছেন: রেজোওয়ানা বলেছেন: Modu koi gelo!!

=p~ =p~ =p~

কিচ্ছু কই নাই শুধু হাসির ইমু দিছি ;)

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: কিন্তু লাভ নাই :( মডুরা নাকি আজ কাল স্মৃতি বিভ্রাটে ভুগতেছে! :D

৯৩| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৩

মায়াবী রূপকথা বলেছেন: এই ব্যাপারটা দেখছি ব্লগকেও বাদ দিলোনা। সেম অন প্রেম! সে বড়ই নির্লজ্জ।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১০

*কুনোব্যাঙ* বলেছেন: সে বড়ই নির্লজ্জ :( :(

৯৪| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৮

ওই চোরা বলেছেন: কয়বারযে পড়ছি ওই প্রেমে, পইড়া আর খাড়াইতে পারিনা :(

=p~

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১২

*কুনোব্যাঙ* বলেছেন: বেশী উঁচার থিকা পড়তে কইছে কেডায়!!! একটু নিচের থিকা পড়লেই তো হইত!!! :প

৯৫| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪

অনীনদিতা বলেছেন: গ্রাম্যবালিকা বলেছেন: পছন্দের ব্লগারের পোষ্টে অফলাইনে যাই, যদি বুইঝ্যা ফালায়?! এই লজ্জা রাখমু কই?


অনেকের অবস্থাই এইরকম;)

লেখায় হাজার +++
প্রেম এ পরেছে মন প্রেমএ পরেছে;) :P

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৮

*কুনোব্যাঙ* বলেছেন: আম্লীগ বিনপি বাহিরে কেবল ভিতরে সবাই সমান রোমান্টিক :D ;) :P

৯৬| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

সিয়ন খান বলেছেন: প্রেমে পরলে আমি পরছি আপনারে কমু ক্যান??? :P :P :P :P

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২১

*কুনোব্যাঙ* বলেছেন: আমারে না কইলেও চলব! যার উপ্রে পড়ছেন তারে খালি কইয়েন ;) :P

৯৭| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

প্রত্যাবর্তন@ বলেছেন: :-B :-B

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০

*কুনোব্যাঙ* বলেছেন: কি হইল!! মিলছে নাকি!!! :প

৯৮| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

আদম_ বলেছেন: কিভাবে বুঝবেন ব্লগে আপনি ছ্যাকমাইসিন খেয়েছেন!!! (শুধুমাত্র ব্লগারদের জন্য)------------------------------------------------------------------------------------------------------------

ইট উইল বি দি হেডিং অব দি নেক্সট পোস্ট প্লিজ।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: এমন অলক্ষুণে কথা বলতে হয়না :|/:):((:P

৯৯| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪

শীলা শিপা বলেছেন: গ্রাম্যবালিকা বলেছেন: পছন্দের ব্লগারের পোষ্টে অফলাইনে যাই, যদি বুইঝ্যা ফালায়?! এই লজ্জা রাখমু কই?! :!> :#> :!>

কথাটা পছন্দ হইছে :!>

০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: লুরোচুরি আর কদ্দিন ;) :P

১০০| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

গৃহ বন্দিনী বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:২১

*কুনোব্যাঙ* বলেছেন: ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে/ না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে!!! :প

১০১| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৬

রহস্যময়ী কন্যা বলেছেন: খুব মজা পাইসি পড়ে পিলাচ............ :)

০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:২২

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস রহস্যময়ী :)

১০২| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭

ইখতামিন বলেছেন:
আপনের খপর আছে.
এই জিনিসটাও বাদ দেন নাই.
প্রিয়তে নিলাম.
২৯ তম রেটিং...

এখনও পড়ি নাই.
কাজ সেরে পরে পড়বো,
মনে হয় সব ফাঁস করে দিসেন

০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: হাহাহা, মনের দুর্বলতা কিছুটা মনেহয় ফাঁস হয়েই গেল!!! :)




প্লাসের জন্য থ্যাঙ্কস ইখতামিন ভাই :)

১০৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৪

ইখতামিন বলেছেন:
শুধু বলতে চাই- আপনাদের দুজনের প্রেম দীর্ঘজীবী হোক।

.
.
.
.
.
.
.
.
.

কয়েকটা মন্তব্য পড়ে মনটা খারাপ হয়ে গেল।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৩

*কুনোব্যাঙ* বলেছেন: শুভ কামনা জানানোর জন্য অশেষ কৃতজ্ঞতা ইখতামিন ভাই :)





মন খারাপ করবেন না।

ভালো থাকবেন
মনে রাখবেন :)

১০৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০২

জুন বলেছেন: আমি এক সময় ব্লগের গভীর প্রেমে পড়েছিলাম, :#> :!> অনেক রাতে ঘুম ভেংগে গেলে একবার হলেও উকি দিতাম :P
আস্তে আস্তে নিজেই ওর কাছ থেকে সরে আসার চেষ্টা করছি কুনো :(
বেশ সফলও হয়েছি ইদানীংবলতে পারো ;)
অত্যন্ত তথ্যসমৃদ্ধ ও তাৎপর্যপুর্ন পোষ্টে +

০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: তাইতো আপনাকে ব্লগে পাইনা।


সব সাফল্য ভালোনা :( আপনাকে ভীষণ মিস করি আপু।

১০৫| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:২০

রেজোওয়ানা বলেছেন: ব্লগিয় সফল প্রেমকাহিনী (আপনার পোস্টে চিকা মারলাম)

শয়তান ভাই + শ্রাবন সন্ধ্যা আপা
উদাসী স্বপ্ন + ফারা তন্বী
হাসান মাহবুব+ সমুদ্রকণ্যা
নস্টালজিক মাম্মা + আহদিল
জিকসেস+ অগ্নিলা

এর মধ্যে বিবাহের পরে হাসানের পোস্টে সমুদ্র কণ্যার কমেন্ট কমে গেছে, উদাসী ভাইয়েরও তাই!
শয়তান ভাই বিবাহের পরে আর পোস্ট দেন নাই, তাই তার অবস্থা বলতে পারছি না, একই বিষয় জিকসেসের বেলাও!
আর নস্টালজিক এবং আহাদিল দেখছি বিয়ের পরে ব্লগে পরস্পরকে 'ওগো, হ্যাঁগো'র বদলে 'দাদা' হিসাবে সন্মোধন করছে ইদানিং!!
সুতরাং বিয়ে পরবর্তী পারস্পারিক পোস্টে মন্তব্যের এই অকাল দশা কিছু জলজ্যান্ত প্রমাণ ব্লগে প্রেমে পরার আগে খাতিয়ে দেখবেন সবাই আশাকরি, হাজার হলেও কমেন্ট' নামক সোনার হরিন বলে কথা! :-&


বাই দ্যা ওয়ে ঘুমকাতুর কি কইতে চাও, ঝাইরা কাশো দেখি :-0

০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: আশারাখি, ভাবিষ্যতে এই ধরনের চিকা আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হবে :) যুগলবন্দী প্লাসের সংখ্যা হবে বহুগুণ :)


ঘুমকাতুর ভাই, ঝাইড়া কাশেন :#)

১০৬| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

নস্টালজিক বলেছেন: ব্যাপক অবস্থা দেখছি!

০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৪

*কুনোব্যাঙ* বলেছেন: পোষ্ট পড়ছেন এখন পরীক্ষা দেন :P

প্রশ্নঃ
পোষ্টের উপযোগীতা অভিজ্ঞতার আলোকে আলোচনা কর।!

১০৭| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৯

ভুল উচ্ছাস বলেছেন: রেজোবুর কমেন্ট পড়ে হাসতেই হাসতেই আছি। হি হি হি। হা হা হা। :P :P

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:০০

*কুনোব্যাঙ* বলেছেন: আমারা আশায় আছি ভুল উচ্ছাস ভাই ভবিষ্যতে আরো কিছু নাম এখানে যোগ করবে :)


তবে বৌভাতের দাওয়াত না দিলে কিন্তু পোষ্টে ঢুকতে দিমুনা আগেই বইলা রাখলাম!!!

১০৮| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫২

শুকনোপাতা০০৭ বলেছেন: আহারে,ব্লগারদের প্রেম করার উপায়-বুদ্ধি নিয়ে কতো চিন্তা!!!হুম,আমার তো মনে হয় এই পোষ্ট পড়ার পর অনেকের প্রেমে পড়ার হিরিক শুরু হয়ে গেছে! :-B আমিও পোষ্টটা স্টিকি করার পক্ষে! B-))

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধইন্যা!! সবাই বুঝল কিন্তু মডুরা বুঝল না!!! :( :(


বেরোমান্টিক মডুগণের ব্যান চাই!!

১০৯| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৩

ফয়সালরকস বলেছেন:
রেজোয়ানা...আপনাকে ঝাজা!

অনেকদিনপর ব্লগে আসলাম!

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৭

*কুনোব্যাঙ* বলেছেন: :) :)

১১০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: আমি কদমফুল ভালোবসি কুঙোব্যাঙ........

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: নাহ, শেষ পর্যন্ত মাল্টি খুলতে বাধ্য হইলাম /:) :-0 :-P :P

১১১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: 8-| 8-| 8-|


পোস্ট এ প্লাস !!! ব্যাপক লিখেছেন ভাইয়া ! B-))

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:১০

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে রাজকন্যা :D

১১২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৩১

ফারজানা শিরিন বলেছেন: ৩ জন !!! :(( :(( :(( একজনের কথা ভাবলে ভাবতাম যাক একটা কূল হইছে !!! ইহা কি পড়াইলেন ??? :||

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: আপনেই বা ইহা কি শুনাইলেন !!!! #:-S :|| =p~ :P

১১৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৯

সানড্যান্স বলেছেন: হাই কুনোব্যাং

আপনি তো দেখা যায় কঠিন এনালিসিস করে ফেলেছেন।

আপনার প্রেম হল?

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৮

*কুনোব্যাঙ* বলেছেন: কই, কেউ তো সাড়া দেয়না! দেখা যাক কি হয়!! এখন বসে বসে অপেক্ষা করা ছাড়া আমার আর কিই বা করার আছে!!!

১১৪| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: ইয়ে, এই লক্ষন গুলোর বেশ কয়েকটা আমার সাথে মিলে !! আমার কি হপে মামুন বাই?

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৪

*কুনোব্যাঙ* বলেছেন: আপ্নে শ্যাষ রুমী ভাই!! জীবনের সুখ শান্তি সব বিসর্জন দেয়ার জন্য তৈরী হয়ে যান!!! :| :(

১১৫| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪০

ইখতামিন বলেছেন:
সবাই দেখি কদমকে নিয়েই টানাটানি শুরু করছে. X(
ছিঁড়ে যাবে তো :(
শেষে কেউ পাবে না. :(
কুনোব্যাঙ! ছিঁড়ে গেলে কিন্তু আপনিও পাবেন না :(

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৮

*কুনোব্যাঙ* বলেছেন: আহা... একটা ফুল ছিড়ে ফেলার কি দরকার!! :( তার চাইতে ফুলটা একটা সুন্দর ফুলদানিতে তুলে রাখা যেতে পারে! :)

১১৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৬

তাহিতি তাবাসুম বলেছেন: লেখাটা পড়তে পড়তে ভাবতেছিলাম আপনি যাকে পছন্দ করেন তাকে জানানোর জন্য পোস্টটা দিয়েছেন।যাইহোক মজা পেয়েছি।++++
গ্রাম্যবালিকা বলেছেন: পছন্দের ব্লগারের পোষ্টে অফলাইনে যাই, যদি বুইঝ্যা ফালায়?! এই লজ্জা রাখমু কই?!

০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২১

*কুনোব্যাঙ* বলেছেন: নাহ... গোপন কথাটি আর থাকেনা গোপন :( তবে লেখার কারণ যেটাই হোকনা কেন ঘটনাগুলো অনেকের সাথেই মিলে যাবার কথা :D


প্লাসের জন্য অনেক ধন্যবাদ :)

১১৭| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৬

মিষ্টি মেয়ে বলেছেন: কেমন আছেন? :D

০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩১

*কুনোব্যাঙ* বলেছেন: অ মোর খোদা!! বেশভূষা পাল্টাইয়া এদ্দিন পরে কৈত্থিকা উদয় হৈলেন! :-* আপ্নেরে আমি গরু খোঁজা খুঁজতে খুঁজতে শ্যাষ কিন্তু আপ্নের কোন খবর পাত্তাই নাই!! :(


যাইহোক, আমি ভালো আছি। আপ্নে কিরাম আছুইন? সব বালা নি? ব্লগে আসেন না ক্যান?

১১৮| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮

ইসটুপিড বলেছেন: ব্লগিং সিরিয়াসলি কইরা এতজনের নিকাহ হইছে?
আর যদি ফাঁকি দিছি B-))

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:২১

*কুনোব্যাঙ* বলেছেন: ভুল কইরাও আর ফাঁকি দিয়েন না ;) :P

১১৯| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯

তাসজিদ বলেছেন: আমার দু'চোখের রোশনি
তোমাকে জ্বালাবেই জ্বালাবেই,
আমার স্বপ্নের নিশানা
তোমার বুকে দোলা লাগাবেই।


:P :P :P :P :P

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: :P :P :P

১২০| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:১১

ডক্টর এক্স বলেছেন: ব্লগের ইতিহাস তেমন একটা জানিনা। তবে এই পোস্টটি পড়ে মনে হচ্ছে এরকম রেকর্ড আছে। :P

মজার পোস্টে প্লাস।

১০ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: ব্লগে সফল ভাবে প্রেমিক/প্রেমিকা জীবনের সমাপ্তি ঘটাইয়া যাহারা সংসার জীবনের প্রবেশ করিয়াছে তাহারা তো এই ব্যাপারে কিছু বলিতেছে না :(


থ্যাঙ্কস ডক্টর এক্স :)

১২১| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫০

নামহীন যুবক বলেছেন: অনলাইনে প্রেম B:-/ :-B আমারে দিয়া কিছু ই হপে না /:) /:) /:) /:) সকল সফল ও হবু সফল দের জন্নে শুভ কামনা :) :D


আমার লাইগাও এক্তু দুয়া কইরেন 8-| ্মেঘে মেঘে অনেক বেলা হল /:) /:) :-< :P

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: বেলা আর না বাড়ুক!! না হওয়ার কি আছে!! :P

১২২| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

তন্ময়০১৩ বলেছেন: এটাকে কি টেস্ট হিসেবে নাম দেওয়া যায় ?

:-B :-B

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩

*কুনোব্যাঙ* বলেছেন: মন্দ হয়না :D

১২৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:১২

শুভ আত্মা বলেছেন: মজার পোষ্ট একটা। :)
ব্লগে আরেকটু পুরোন হলে মিলিয়ে দেখবো কারও প্রেমে পড়ছি কিনা.. :P

১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪২

*কুনোব্যাঙ* বলেছেন: অবশ্যই মিলিয়ে দেখবেন ;) এবং আশাকরি মিলে যাবে শিঘ্রই :)

১২৪| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫২

কালোপরী বলেছেন: প্রেমে পড়েছে মন
প্রেমে পড়েছে
অচেনা এক মানুষ
আমায় পাগল করেছে


:-P :-P :-P

১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

*কুনোব্যাঙ* বলেছেন: আপনিও একটা পোষ্ট দিয়ে ফেলুন ;) ;) :P

১২৫| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৬

লাবনী আক্তার বলেছেন: তা ভাই আপনি কি এগুলো মিলিয়ে দেখছেন নাকি?? না মানে আপনি কারো প্রেমে পড়েন নাইত?? এমন হতেও পারে যে এগুলো আপনার ক্ষেত্রে পরিক্ষিত তাই পোস্ট দিয়েছেন আর কারো সাথে মিলে কিনা । B-)) B-)) ;) ;) :P :P :P

১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন: কবি বলেছেন, কি যাতনা প্রেমে বুঝিবে ক্যামনে কভু যদি না প্রেমে পড় ;) ;) :P

১২৬| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৬

তাসজিদ বলেছেন: প্রেম করা তো দূরে থাক, ঠিক মত প্রেমে পরলাম না কারও ।

রুব্বিশ লাইফ। :-< :-< :-< :-< :-< :-< :-< :-< :-< :-< :-< :-< :-<

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: আসলেই রুব্বিশ লাইফ!!! আপনার জন্য সমভেদনা :D :P

১২৭| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৯

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: প্রেম শেষ। এখন বিষাদে আছি।

দাওয়াত রইলো

২০ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৪

*কুনোব্যাঙ* বলেছেন: এটা হচ্ছে চিরন্তন প্রেমের পরিণতি কারণ :D


ঘুরে আসলাম আপনার ব্লগ :)

১২৮| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩২

বনলতা মুনিয়া বলেছেন: আপনে কারো প্রেমে পড়ছেন নাকি? কাহিনী দেইক্ষা তো মনে হয় আপনে ভুক্তভোগী......... ;) ;) ;) ;) ;)

২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৮

*কুনোব্যাঙ* বলেছেন: সে আর বলতে!!! :!> :#> ;) :P

১২৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৩

বনলতা মুনিয়া বলেছেন: কয় কি....!!! ;) ;) ;) ;)

ঘটনা কি.....??? B-)) B-)) B-)) B-)) B-)) B-))

২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩১

*কুনোব্যাঙ* বলেছেন: :P :P :P :P :P :P ;)

১৩০| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৯

অলওয়েজ ড্রিম বলেছেন: মচৎকার হইছে ভাইজান!!!!!!!! নিজেরে এইবার যাচাই কইরা দেহার একখান উপায় পাইলাম। ধইঞ্চা, পাট, কোষ্টা বেবাকডি আম্নের লইগ্‌গা।
ভাল থাইকেন আর আম্নের কোনো গতি হইল কিনা জানাইয়েন।

২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: আর গতি ভাইজান!!! অলওয়েজ ড্রিমে আছি!! বাস্তবতার নাগুল পাইতেছিনা :( :( ;) :P

১৩১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:১০

অলওয়েজ ড্রিম বলেছেন: অলওয়েজ ড্রিমে আছেন জেনে ভাল লাগতাছে।
"A dream you dream alone is only a dream.
A dream we dream together is reality."
তাইলে আসেন একলগে মিইল্যা-ঝিইল্যা স্বপ্ন দেখি।

২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১২

*কুনোব্যাঙ* বলেছেন: সাম ড্রিম কামস ট্রু, সাম আর নট। বাট কিপ ড্রিম অলওয়েজ :) :)

১৩২| ২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনাকে দেখেছি :#> পুরোই কবি :!>

আমি নির্বাসনে যাব না
মাথা ভরা জটা চুলে মণি ঋষি হব না View this link

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: ছবি দেখে এক বড়ভাই মেসেজ দিয়ে বলে, কিরে তোরে তো পুরা গাঞ্জা খোরের মত লাগতেছে, গাঞ্জা টাঞ্জা ধরছস নাকি ইদানিং :P


যাইহোক, আপনি কোন ফাঁক দিয়ে ফেসবুকে ঘোরেন!! আপনাকে দেখার ভাগ্য কি হবে!! :#> :#> :!>


আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে View this link

১৩৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মনে পড়ে আজ
সে কোন জনমে
বিদায় সন্ধ্যা বেলা
আমি দাঁড়ায়ে রহিনু এ পাড়ে
তুমি ও পাড়ে ভাসালে ভেলা https://www.youtube.com/watch?v=Hn8CrX6Wzes

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন:

করো আনন্দ আওয়োজন করে পড়ো
লিপি চিত্রিত লিপি আঁকাবাকাঁ পাহাড়ের সানুতলে
যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো

করেছো অতল; করেছিলে ; পরে হাত থেকে লিপিখানি
ভেসে যাচ্ছিল, ভেসে তো যেতই মনে না করিয়ে দিলে;
'পড়ে রইল যে!' পড়েই থাকতো, সে লেখা তুলবে বলে
কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে !!
View this link

১৩৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:০৯

মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪০

*কুনোব্যাঙ* বলেছেন: :) :)

১৩৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:১৭

এক আলোকবর্ষ​ দূরে বলেছেন: উত্তম গবেষণা!!! তা ভাইজান, আপনিও কি এই দোষে দুষ্ট? ;) এত গবেষণা করিলেন আমাদের ব্লগার ভাইবোনদের নিমিত্তে আর আপনার মনে যদি কোন সুপ্ত বাসনা থাকিয়া থাকে, তাহলে আপনজন মনে করিয়া নির্দিধায় বলিয়া ফেলেন।

*কোন শর্তই প্রযোজ্য নহে। :)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫০

*কুনোব্যাঙ* বলেছেন: শর্ত প্রযোজ্য না থাকায় আপনজন মনে করিয়া নির্দিধায় বলিয়া ফেলিলাম :P

১৩৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার দেয়া একটা লিঙ্কও কাজ করে না /:)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন: এবার কাজ হতে পারে :)

আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে View this link


কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে !!
View this link

১৩৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হয়নাই।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৮

*কুনোব্যাঙ* বলেছেন: আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে



কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে !!

২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০০

*কুনোব্যাঙ* বলেছেন: আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে
http://www.youtube.com/watch?v=f2I4VMnrh5E

কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে !!
http://www.youtube.com/watch?v=weEmc5vyHLU

১৩৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯

মৃত্যুঞ্জয় বলেছেন: আপনার ক্ষেত্রেও কি এইডা হইছে ;)

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: চুপি চুপি বলি...


নাহ থাক বলা যাবে না ;) :P

১৩৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৬

কস্কি বলেছেন: অনেক আগেই পড়েছি!! কিন্তু .........(আমি হইলাম আইলসা টু দি পাওয়ার গ্রেট!! ;))


পুরোটা পড়ে মাথাচুলকানো ছাড়া আর কিছুই পাচ্ছিলাম না, আআল্লাহ :-/

এইসব বিষয় আমার কোন কোরেই নাইক্কা :D |-) আরকি :> :||


তবে গবেষক!! যে ...,.... ;)

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: নাহ পোষ্ট দেয়ার পর সবাই দেখি খালি আমারে সন্দেহ করে :( :(














ইয়ে মানে, নাহ থাক পাবলিকলি আর না বললাম... :#> :!> ;) :P

১৪০| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০

কস্কি বলেছেন: এতো লত্তা কেন কুনোআন্টি!! ;)

আপনারতো কোন দোষ নাই! :-B :#) তাইনা????

সব দোষতো ঐ বয়সে!! ;) :P



আমিতো থোট্ট বাবু :D তাই আমার বয়সের ও কোন দুশ নাই!! :-P B-))

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৭

*কুনোব্যাঙ* বলেছেন: থোট্ট বাবু বলে বয়সের দোষ ক্ষমা করা হলো ;) :P



কুনো কেন আন্টি :|| :||

১৪১| ১৩ ই মে, ২০১৩ ভোর ৪:৪৬

কস্কি বলেছেন: বাড়ে ! আন্টি যেভাবে লত্তা পাচ্ছেন ........আজকালকার আন্টিরা ও তো মনেহয় এতো লত্তা পায়না !!! ;);) ,তেই তন্যই আপনার নাম ;)


:-P

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:১২

*কুনোব্যাঙ* বলেছেন: পুরাই পাংচার হইয়া গেলাম :( তয় একটু লজ্জা লজ্জা ভাব না দেখালে কি চলে!! পুরুষালী ইমোর যেখানে খুব অভাব :(

১৪২| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম......

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:১২

*কুনোব্যাঙ* বলেছেন: মিলছে... ?

১৪৩| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৪৪

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: আপনি একটু খুক খুক করেন তো.....+++++

২৯ শে জুন, ২০১৩ রাত ১২:২১

*কুনোব্যাঙ* বলেছেন: খুক খুক খুক :P

১৪৪| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:১৮

অপর্ণা মম্ময় বলেছেন: লক্ষণ মিলাইয়াও কোনো কূল কিনারা পাইলাম না !!! :P

২৯ শে জুন, ২০১৩ রাত ১২:২২

*কুনোব্যাঙ* বলেছেন: কূল কিনারা করতে হবেনা লক্ষণ মিলে যাওয়াটাই আসল কথা :P

১৪৫| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৮

বাংলার হাসান বলেছেন: কুনো, মিয়া ভোং ভাং ছাড়েন। ঝাইড়া কাশেন,

২৯ শে জুন, ২০১৩ রাত ১২:২৩

*কুনোব্যাঙ* বলেছেন: ঝাইড়া কাশতে কাশতে তো গলা ব্যাথা বানাইয়া ফেললাম এরপরেও যদি আরো ঝাইড়া কাশতে হয় তাইলে তো আমার গলা হাসপাতালে ভর্তি করা লাগব :-P

১৪৬| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:২৫

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: কেউতো পড়েনাই, মাগার আমি পড়ছি। মাগার ভাল কৈরা পড়তে পারতাছিনা, তাই আবার খাড়ায়া যাই, কি দুর্ভাগ্যামার। :((





=p~ =p~

২৯ শে জুন, ২০১৩ রাত ২:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: তাইলে আর পইড়েন্না, গন্দম ফল খাইলে স্বর্গ চ্যুতি ঘটে :P

১৪৭| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৬

সালমাহ্যাপী বলেছেন: কেমনে কেমনে জানি আজ ব্লগে ঢুকে এই পোস্ট চোখে পড়লো।

হাস্তেই আছি।

পুস্ট এর ব্যাপারে কিচ্ছুই কমুনা তবে কমেন্ট গুলা সেইরাম হইছে। =p~

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: হাহাহা... অনেক ধন্যবাদ :)


অনেকদিন পর মনেহয় আপনাকে ব্লগে একটিভ দেখলাম :)

১৪৮| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৯

মামুন রশিদ বলেছেন: পোস্টে আগে কমেন্ট করেছি কিনা ভুলে গেছি :(



লেখক বলেছেন: কবি বলেছেন, কি যাতনা প্রেমে বুঝিবে ক্যামনে কভু যদি না প্রেমে পড়ে ;) ;) :P

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: কথা কিন্তু সইত্য মামুন ভাই :( :( :P তবে সবাই কোন না কোন সময় কারো না কারো প্রেমে পড়েছেই :D

১৪৯| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৪২

হৃদয় এর স্পন্দন বলেছেন: সত্য বলিচ্ছেন ভাই

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৭

*কুনোব্যাঙ* বলেছেন: মিলিচ্ছে নাকি কিছু ? :D

১৫০| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

হৃদয় এর স্পন্দন বলেছেন: হুম পুরুটাই তয় ব্লগে না অন্য কোথাও মিলল শেষ অংশ টা আসলেই তার কথা ভাবছিলাম

১৫১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮

সাদা আকাশ বলেছেন: মজা পাইছি :P

ভবিষ্যতে এমন কিছু হইলে বুঝতে সুবিধা হইবেক ;)

বেফুক বিনুদিত হইছি =p~ =p~

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৮

*কুনোব্যাঙ* বলেছেন: হ, যখন দেখবেন এমন কিছু হইতেছে তখন এলার্ট হইবে। অবশ্য ঘুম পাইলে যেমন কাউরে বুঝাইয়া দিতে হয়না যে ঘুম পাইছে প্রেমের ব্যাপারটাও মনেহয় তেমনই !!!!


মন্তব্যে ধইন্যা

১৫২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৪

কাব্যহীন রেওয়াজ বলেছেন: আমি সম্ভবত সব থেকে ছোট ব্লগার . ....। আপাতত, কারও প্রেমে পড়ার চান্স নাই....। :p ভবিষ্যতে কাজে দিবে....। ;)

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৭

*কুনোব্যাঙ* বলেছেন: হুমমমম, ভবিষ্যতে এমন কিছু ঘটলে সাবধান।

১৫৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩২

মোমেরমানুষ৭১ বলেছেন: ভাই ভালবাসার নিকটা যদি মাল্টি পোলা মানুষের নিক হয়........?

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৮

*কুনোব্যাঙ* বলেছেন: সেটা হইবে বোলতার চাকে মধু অনুসন্ধান

১৫৪| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৫

এম এম কামাল ৭৭ বলেছেন: অপ্রকাশিত ভালবাসা স্বীকৃতি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ......

আপনার মত করে 'সে' যদি বুঝতো..... তবে মনটা আনন্দে ভরে যেত।

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৯

*কুনোব্যাঙ* বলেছেন: বুঝবে বুঝবে! কবি বলেছেন সবুরে মেওয়া ফলে :প

১৫৫| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩০

এম এম কামাল ৭৭ বলেছেন: অপ্রকাশিত ভালবাসা স্বীকৃতি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ.......।

আপনার মত করে 'সে' যদি বুঝত তার জন্য কিভাবে পথ চেয়ে থাকি তবে কত ভালই না হতো..............।

১৫৬| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: হাহাহাহা....!
প্রিয় কুনোব্যাঙ এপিক ওয়ান! ;)
প্রত্যেক টা পয়েন্ট নিখুঁত এক্কেবারেই ... ;)
আফসোস! যে দেরীতে দেখলাম মালটা! /:)

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: মনব চরিতের মূল ব্যাপারগুলা সবার একই। সবই "লজিকলেস রিয়েলিটি" তত্ত্ব অনুসারে চলে ;)

১৫৭| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৮

rakibmbstu বলেছেন: কি কই কি কই খুইজা লই তারপর কমুনে

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন: পোষ্টে কিছু না কইলেও চলবো। পোষ্ট পড়ার সময় যার কথা ভাবতেছিলেন তার লগে কথা চলুক ;)

১৫৮| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
;) ;) ;)

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৮

*কুনোব্যাঙ* বলেছেন: অনেকদিন পরে আপ্নেরে ব্লগে দেইখা আমার আনন্দ অনেকখানি বৃদ্ধিত হইয়াছে B-) B-)

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০১

*কুনোব্যাঙ* বলেছেন: অঃটঃ এতদিন কোথায় ছিলেন? পড়াশুনার ব্যস্ততা বেড়েছে নাকি?

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০২

*কুনোব্যাঙ* বলেছেন: অঃটঃ এতদিন কোথায় ছিলেন? পড়াশুনার ব্যস্ততা বেড়েছে নাকি?

১৫৯| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫২

চড়ুই বলেছেন: ব্লগের ক্ষেত্রে ব্যাপারটা সত্যি না হলেও অন্যান্য সোশ্যাল সাইট এর ক্ষেত্রে সত্যি। :P :P

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১১

*কুনোব্যাঙ* বলেছেন: ওয়েট এন্ড সী !!


হয়তো দেখেছো চারপাঁচ ফোঁটা জলে
চার সেকেন্ডে চড়ুই পাখির স্নান
আমিও এখন সেই পাখিটার দলে
শুনিয়ে দিলাম চার লাইনের গান।

১৬০| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেকদিন পর কাউকে ব্লগে দেখে আনন্দ অনেকখানি বৃদ্ধি হওয়া কিসের লক্ষণ? ;) ;) ;)

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: ৬ নং পয়েন্ট দ্রষ্টব্য :!> :!>

১৬১| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৫

ডট কম ০০৯ বলেছেন: বুলুগেও পেম করা যায় নাকি?

লেখা ভাল হইছে। চালায়ে যান। ;)

১৬২| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪১

সািহদা বলেছেন: "এই পোষ্ট পড়ার সময় আপনি তার কথাই ভাবছিলেন "

সবই হাছা কথা ।

১৬৩| ১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৪

নুর ফ্য়জুর রেজা বলেছেন: সমস্যা হচ্ছে যার প্রেমে পরলাম তার আইডিটা রিয়েল নাকি ফেক এটা কিভাবে বুঝব? 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.