নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একমাত্র বিরোধী পক্ষ!!

*কুনোব্যাঙ*

তফাত যাও সব ঝুঁট হ্যাঁয়!

*কুনোব্যাঙ* › বিস্তারিত পোস্টঃ

মুসলিম ফ্যাশন!! মধ্যপ্রাচ্য স্টাইল!!! (ছবিব্লগ)

২১ শে জুলাই, ২০১৩ রাত ১:১৩

























































































** ছবি সংগ্রহঃ ইন্টারনেট

মন্তব্য ১৪৯ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১৪৯) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার স্টাইল ! মাথা নষ্ট !

২১ শে জুলাই, ২০১৩ রাত ১:২১

*কুনোব্যাঙ* বলেছেন: খারাপ না :D

২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:১৯

সপ্নাতুর আহসান বলেছেন: ১, ৩, ১১ ভাল লাগছে :)

২১ শে জুলাই, ২০১৩ রাত ১:২৪

*কুনোব্যাঙ* বলেছেন: ভালোলাগা জানানোর জন্য ধন্যবাদ আহসান ভাই :)

৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন:
কোনটা রাইখা কনটার দিকে তাকাই। ;) :-B

২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: যেটার দিকেই তাকান একবারের বেশী দুইবার তাকাইয়েন না!! :P

৪| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৫

ছািব্বর বলেছেন: তারা পর্দার নামে ইহার অবমাননা করছে ।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: কিভাবে? যদি একটু বিস্তারিত বলতেন।

৫| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৬

রহস্যময়ী কন্যা বলেছেন: হুম ভাইয়া।সবগুলা মেয়েই তো সুন্দর।এখন বলে ফেলেন যে আপ্নার কাকে মনে ধরেছে ;) ;) ;)

২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: চিন্তায় পড়ে গেছি! সবাইকেই মনে ধরে। একজন ছেড়ে আরেকজনকে মনে ধরাতে চাই আবার আরেকজন চোখে পড়ে :(

৬| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
একবার তাকাইলাম না দুইবার তাকাইলাম বুঝিনা। যার দিকে তাকাই মনে হয় প্রথমবার দেখলাম। ;) কি করি বলেনতো ??

২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৮

*কুনোব্যাঙ* বলেছেন: চিন্তার কথা !! পোষ্ট দেইখ্যা তো আপ্নের শর্টটার্ম মেমোরী লস হইয়া গেছে !! B:-) আমারে মাইনাস /:)

৭| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৭

সাকিব শাহরিয়ার বলেছেন: এহেম এহেম। এই রোজা রমজানের দিন।.।।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: ইহা একটি শালীন পোষ্ট ! :P

৮| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৮

রহস্যময়ী কন্যা বলেছেন: আচ্ছা ভাইয়া আমি একটা সিলেক্ট করে দিবো নাকি? ১১ নং এর মেয়েটা কিন্তু অনেক কিউট আছে B-) B-)

২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৩

*কুনোব্যাঙ* বলেছেন: একটু ওয়েট করে দেখি সর্বোচ্চ সমর্থন কোন ছবিটা পায়। হাজার হলেও গণতান্ত্রিক দেশে বাস করি ! B-) B-)

৯| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৪

মোঃমোজাম হক বলেছেন: কোনটা কোন দেশের লিখলে ভাল হতো ।তবে এখানে ষ্টাইল ছেড়ে পাত্রি বাছাই :p




২১ শে জুলাই, ২০১৩ রাত ২:০৭

*কুনোব্যাঙ* বলেছেন: দেশটা উল্লেখ করতে পারলে আসলেই ভালো হতো। কিন্তু ছবি খুঁজতে গিয়ে দেখি বেশীরভাগ সাইটেই আরবী লেখা। আমি আবার আরবীতে বকলম :(

১০| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:০২

মামুন রশিদ বলেছেন: আরেকবার জন্মাইতে হবে ।


তবে আরব দেশে ।


কবি কিংবা রাজপুত্তুর হইয়া ।

২১ শে জুলাই, ২০১৩ রাত ২:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: আরব মেয়েরা ভাই আসলেই সুন্দর! রুক্ষ মরুদেশের মেয়েরা এত সুন্দর হয় কি করে ভেবে পাইনা।

১১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:
ইহা কি শরিয়ত সম্মত ইস্টাইল নাকি ভায়া ;)

২১ শে জুলাই, ২০১৩ রাত ২:১১

*কুনোব্যাঙ* বলেছেন: ঠিক বুঝতেছিনা !! ৪ নং কমেন্টে ছািব্বর বলেছেন: তারা পর্দার নামে ইহার অবমাননা করছে । :(

১২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মাশাল্লাহ!!!!!!!

২১ শে জুলাই, ২০১৩ রাত ২:১২

*কুনোব্যাঙ* বলেছেন: জাজাকাল্লাহ!!!!!!!

১৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

পর্দার নামে তবে ইহারা কি করতেছে ? জানতে মুঞ্চায় ?

২১ শে জুলাই, ২০১৩ রাত ২:২১

*কুনোব্যাঙ* বলেছেন: বাইবেলে কি ড্রেসকোডের ব্যাপারে কোন দিক নির্দেশনা আছে? মানে পুরুষ মহিলাদের শরীর ঠিক কতটুকু ঢেকে রাতে হবে এমন?

১৪| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:১৮

একজন ঘূণপোকা বলেছেন: তিন নাম্বার মেয়েটাকে অনেক জোশ লাগছে, ড্রেসের স্টাইল, মেহেদি, সব। ফিলিং প্রেমে পড়া প্রেমে পড়া :D :D :D

২১ শে জুলাই, ২০১৩ রাত ২:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: পোষ্ট দিয়ে দেখি আমার প্রতিদ্বন্দ্বী বাড়াইলাম :( :P

১৫| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:২৩

আমি কবি নই বলেছেন: মইরা গেলাম !!!

২১ শে জুলাই, ২০১৩ রাত ২:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: কেন কেন !!! :||

১৬| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:২৩

তারছেড়া লিমন বলেছেন: ৩ নম্বর ডা সিরাম লাগিছে...............

২১ শে জুলাই, ২০১৩ রাত ২:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: এইযে আরেকজন পাওয়া গেছে :(

১৭| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাইয়া পর্দা নিয়ে বলতে গেলে একটা বড় পোস্টই দিয়ে ফেলতে হবে তবে একজন মুসলমান হিসেবে আমি যেহেতু নবী ঈসা (আঃ) কে বিশ্বাস করি অতএব আমি তার কাছে প্রেরিত ধর্ম গ্রন্থ ইনজিল তথা বাইবেলকে বিশ্বাস করি আর সেখানে অবশ্যই পর্দা প্রথা নিয়ে বিধান রয়েছে। এই দিক থেকে বিচার করলে আমি একজন খ্রিষ্টানের চাইতেও বেশি পরিমানে খ্রিস্টান । এই নিয়ে কখনও সুযোগ পেলে বিস্তারিত আলাপ করা যাবে। তবে আমি ৪ টি গসপেল সম্পর্কে শ্রদ্ধা রেখে কিছু বলছিনা। যে কোন ধর্মকে এবং তাদের ধর্ম গ্রন্থকে আমি শ্রদ্ধা করি। হ্যাঁ দ্বিমত থাকতে পারে তবে এইসব বিষয়ে তর্কে না যাওয়াই উত্তম।

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: কোথাও একজনকে বলতে শুনেছিলাম যে বাইবেলের কোথাও শরীরের ঠিক কতটুকু ঢেকে রাখতে হবে তার কোন দিক নির্দেশনা নেই। শুধুমাত্র বলা আছে সাধারণ পোষাক পরিধানের কথা। কথাটা আমার কাছে কিছুটা যৌক্তিক মনে হয়েছে এই কারণে যে ক্রিশ্চানিটির উৎকর্ষের সময়টা আসলে গ্রিক ও আইয়োনিয়দের উৎকর্ষের স্বর্ণযুগ। যে কারণে ক্রিশ্চানিটিতে গ্রিক মিথের প্রভাব থাকাটা অস্বাভাবিক নয়। আর বলা বাহুল্য গ্রিক মিথের সচিত্র বর্ণণাগুলো সব ন্যুডিটি নির্ভর। আর চার্চ সমূহে পোষাক বা মেয়েদের মাথা ঢেকে রাখতে দেখা যায় তার অনেকটাই এসেছে খুবসম্ভব ভিঞ্চির আঁকা মাদার মেরির ছবিগুলোর মাধ্যমে।

শেষের অংশটুকু অনেকটাই ব্যাক্তিগত মতামত তাই ভুল ভ্রান্তি থাকতে পারে। আপনার থেকে এব্যাপারে কান্ডারী ভাই স্টাইলে একটি তথ্যপুর্ণ পোষ্টের অপেক্ষায় থাকলাম। আশাকরি আপনার থেকে আরো অনেক কিছু জানা এবং বোঝা যাবে।

১৮| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৪১

শাকিল ১৭০৫ বলেছেন: দিলেন তো দুঃখ বাড়াইয়া
এত সুন্দর সুন্দর তেঁতুল :( :( :(

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: আপনার জন্য আরেকটা তেঁতুল :D

১৯| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৪২

আমি তুমি সে এবং তাহারা... বলেছেন: ভালোই

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: :D :D

২০| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:১০

টুম্পা মনি বলেছেন: :-B :-B :-B :-B :-B :-B

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

২১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩৩

ইফতেখার ভূইয়া বলেছেন: বোরকা বা হিজাব পড়ার কারণ যদি হয় নিজেকে ঢেকে রাখা তবে এইরকম সাজগোজ করে মানুষকে আকৃষ্ট করা নিতান্তই ভন্ডামী। দুঃখজনক হলেও সত্য ইদানীং আমাদের দেশেও এই জাতীয় অর্ধেক নামকাওয়াস্তে মুসলিম মেয়ে দেখা যায়। মেয়েদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, প্রকৃত ইসলামকে জানুন। সাজগোজ ততটুকুই করুন যতটা করলে অন্যের দৃষ্টি আকর্ষণ না নয়। সেটা যদি না পারা যায় তবে অর্নথক এইসব লোক দেখানো হিজাব না পরে ওটা মাথা থেকে খুলে ফেলুন। এদের দেখলে করুণা হয়।

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪৯

*কুনোব্যাঙ* বলেছেন: অন্যের দৃষ্টি আকর্ষন না হওয়ার ব্যাপারটাই আসল হলে কিন্তু বাংলাদেশে সাধারণ মার্জিত সাজ পোষাকের একটি মেয়ের সাধারণ বেণী করে রাখা খোলা চুল কিন্তু মানুষকে অমার্জিত বা কামোত্তোজক ভাবে আকৃষ্ট করেনা।

২২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৯

আলফা-কণা বলেছেন: tetuler duniay, jibon tok moy, boner has jenu, sada pori, sob jaigay khali Shofi r Shofi,,,,, mojak korlam ektu bhy, :D

Europe-America sob jaigay atu arabian tetul, all most sob tetul e dekhte vala... ... ...

২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০২

*কুনোব্যাঙ* বলেছেন:
all most sob tetul e dekhte vala... ... ...

সহমত!! :D

২৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৯

ছািব্বর বলেছেন: কারন , শরিয়তসম্মত পর্দায় শরীরের কোন অংশ দেখার সুযোগ নাই । একজন নারীর মুল আকর্ষন তার মুখ । মুখ যদি খোলাই রাখে তাহলে পর্দা হইল কিভাবে ?
এগুলা যে পর্দা নয় , ফ্যাশনের নামে পর্দার অবমাননা তা উপরের কমেন্ট দেখেই বুঝা উচিত ।

২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১৪

*কুনোব্যাঙ* বলেছেন: আমি আরো জানতাম ইসলাম মতে মেয়েদের মুখমন্ডল ও হাতের কব্জি পর্যন্ত অনাবৃত রাখা বৈধ।

যাইহোক নেট ঘেঁটে হজ্বের সময়কার দুটো ছবি দিলাম। এখানে দেখুন সবারই মুখমন্ডল অনাবৃত



২৪| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০৬

আলফা-কণা বলেছেন: Konabang, apnar by road a chaina jaoner ki hoylo,,,, bujhlam na, nodinala bad diya,. bang er road diya jaoner eccah ken hoylo :D namada bhy sai rokom loychen KONABANG :D

২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১৭

*কুনোব্যাঙ* বলেছেন: কইছিনা ব্যাঙ একটি উভচর প্রাণী, নদী নালা খাল বিল পাহাড় পর্বত সর্বত্র আমাদের বিচরণ X((

২৫| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১১

আমি মাসুদ বলেছেন: ভাল তো ভাল না ?

২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২০

*কুনোব্যাঙ* বলেছেন: ইনি কেমন ? :P


২৬| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০৮

আরজু পনি বলেছেন:

ছবির মেয়ে গুলোকে আসলেই অনেক কিউট লাগছে দেখতে :D

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১২

*কুনোব্যাঙ* বলেছেন: আসলেই মেয়েগুলো কিউট আপু :D

২৭| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৪৮

ইমরাজ কবির মুন বলেছেন:
মিষ্টি তেঁতুলময় পোস্ট !! :#)

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৪

*কুনোব্যাঙ* বলেছেন: B-)B-)B-)

২৮| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৪৮

ভিটামিন সি বলেছেন: আমার ব্লগে টাইটেল ছিলো "বিয়া করুম না, লইজ্জা লাগে"। ৩ নং টা দেখে মনে হইল টাইটেল পাল্টাইতে হবে। এখন টাইটেল হবে "৩নং এর মতো মেয়ে বিয়ে করুম"।

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: খাইছে!!! ৩ নাম্বার ছবিটা দিয়া দেখি চারিদিকে আমার প্রতিদ্বন্দ্বী বাইরা যাইতেছে :(

২৯| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৭:০০

খেয়া ঘাট বলেছেন: তিন নাম্বার মেয়েটার একটা চোখ কানা নাকি :)

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৭

*কুনোব্যাঙ* বলেছেন: বঙ্গদেশ স্টাইলে রাজনীতি করে মনেহয় :P

৩০| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৭:০৫

অচিন.... বলেছেন: তিন নাম্বারটা আমার :(

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: আরেকটা ছবি দিলাম! থিঙ্ক এগেইন !!!!

৩১| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৭:০৬

তারেক বলেছেন: ফ্যাশন শো - জিনিসটাই তো অইলামক।

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: হুমমম

৩২| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++
তবে ওদের হাই সোসাইটি এবং ফ্যাশন শো'গুলো বাদে এমন পোশাক পরে বাইরে বের হওয়া মনে হয় না সম্ভব । কারণ রঙ বেরঙের পোশাকেও তাদের সমাজে আপত্তি আছে বলেই জানি । সাঁজগোঁজ তো আরও কঠোর ব্যাপার ! একবার একটা ভিডিওতে দেখেছিলাম দুবাই'র কোন এক শপিং মলে শুধুমাত্র হাতে নেইল পলিশ ব্যাবহার করার কারনে এক মেয়েকে অপদস্থ করা হয়েছিলো ।

যাই হোক , ভ্রাতা আমার জন্য একটা স্পেশাল দেন তো ! ;) মু হু হা হা হা :)

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪০

*কুনোব্যাঙ* বলেছেন: জর্ডান সিরিয়া মিশর লেবাননের দিকে মনেহয় এতটা কঠোর না। আর বর্তমান প্রেক্ষাপটে দুবাই কাতরেও যদি যদি এমনটা ঘটে তাহলে হয়তো কোন রক্ষণশীল কারো কাছে অপদস্ত হয়েছিল। কারণ পুঁজিবাদের সার্বিকিকরণ এসব দেশের সামাজিক কাঠামোকে খুব দ্রুত পরিবর্তন করছে।


আপ্নের জন্য স্পেশাল ভ্রাতা :D

৩৩| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৪৭

আর.হক বলেছেন: রমজানের দিন বেশী দেখি নাই।

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৩

*কুনোব্যাঙ* বলেছেন: :P :P

৩৪| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৪৭

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম

+++++

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৪

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কু মাহবু ভাই :)

৩৫| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৭

আশিক মাসুম বলেছেন: vhaigo model der cehara mubarak dekheto kait hoia gelam.... most importantly no 3...... osthir... pura mathai nosto...

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০২

*কুনোব্যাঙ* বলেছেন: মাথা নষ্ট হইলেও একটু সাবধানে থাইকেন।। কথিত আছে আরব কন্যারা নাকি ভালো বন্দুক চালাইতে জানে :(


৩৬| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৮

লাবনী আক্তার বলেছেন: এইখানে দেখি কে কার তাহা লইয়া যুদ্ধ চলিচেছে! আর কারো কারো দেখি মাথাই নষ্ট হইয়া যাইবার উপক্রম হইতেছে! B-))

রমজান মাসে এমন পোস্ট দিয়া মানুষের মাথা নষ্ট করা উচিত নহে ভ্রাতা! B-)) B-)) :P

২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১০

*কুনোব্যাঙ* বলেছেন: আর বইলেন্না!! খুবই ভুল কাজ হইসে!! একটু পরে আমার পোষ্ট এইটা ট্রয় নগরীর জায়গায় নিজেরে স্থান করে নেয় নাকি চিন্তায় আছি! :(

৩৭| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯

আহলান বলেছেন: এই পোষ্টের এত হিট দেখার পরেও কেউ কি শফির বক্তব্যকে অবাস্তব বলতে পারবে ..... ;) ;) ;) ;) B-) B-) B-)

২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৭

*কুনোব্যাঙ* বলেছেন: চিন্তার কথা!!! :P :P :P

৩৮| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০০

আহলান বলেছেন: এই পাষ্ট তো লালা লালায় ষিক্ত ..... ;) ;) B-)) B-))

২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: লালা খাদ্য হজমে সহায়ক ;) B-)) :P

৩৯| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৬

শাকিল ১৭০৫ বলেছেন: মিয়া আপ্নারে মাইনাস /:) /:)

২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৮

*কুনোব্যাঙ* বলেছেন: কবি বলেছেন, ঘ্রাণে নং অর্ধ ভোজনং :-P

৪০| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৮

চিরতার রস বলেছেন: শালীন পোশাক পরিধান করেও যে ফ্যাশন করা যায় তার উদাহরণ এটি। অনেক মেয়ে বলে হিজাব পড়লে নাকি লোকে ক্ষ্যাত বলে। কেউ কি ছবির মেয়েগুলোকে ক্ষ্যাত বলতে পারবে ? যেসব মেয়েরা শরীর দেখিয়ে পোশাক পড়ে তাদের থেকেও এসব হিজাব পরিহিতাদের মর্ডান লাগছে।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৪

*কুনোব্যাঙ* বলেছেন: স্মার্টনেট যতটা না খোলামেলা বা আঁটসাঁট পোষাকের উপর নির্ভর করে তার চাইতে বেশী নির্ভর করে বোধহয় পোষাকের ক্যাজুয়ালিটি পারিপার্শিক সামাজিক সাংস্কৃতিক অবস্থা এসবের উপর।

রেডি গার্মেন্টস বা আন্তর্জাতিক ফ্যাশন হাউজ গুলোর পণ্য প্রচার এবং একই ধরনের পণ্য সারা বিশ্বে বাজারজাত করণের মত বাণিজ্যিক আগ্রাসন বিভিন্ন দেশেড় স্থানীয় সংস্কৃতিকে প্রভাবিত করছে বলেই হয়তো আজ দেশে দেশে পোষাক নিয়ে এত বিতর্ক।

৪১| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৫

অচিন.... বলেছেন: নাআআআ আমার ওইটাই চাই ওইটাই চাই ওইটাই চাই :(

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: মনে যারে চায়, তারে কি বাদ দিতে পারি অন্যেরও কথায় :P

৪২| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৪

ছািব্বর বলেছেন: আমি আরো জানতাম ইসলাম মতে মেয়েদের মুখমন্ডল ও হাতের কব্জি পর্যন্ত অনাবৃত রাখা বৈধ।

যাইহোক নেট ঘেঁটে হজ্বের সময়কার দুটো ছবি দিলাম। এখানে দেখুন সবারই মুখমন্ডল অনাবৃত "
হজ্বের সময় মাসয়ালা আলাদা । ওই সময়েও মুখে পাতলা কাপড় দিয়ে রাখতে হয় ।
মুল পর্দা দেখুন - Click This Link

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: হুমমম।।


ধন্যবাদ

৪৩| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৪

সুজন পাল বলেছেন: এ তো দেখি তেঁতুলের হাটবাজার...
রমজান মাসে এরকম পোস্ট ইফতারের পরে দিয়েন।
লালা ঝরলে রোজা ভেঙ্গে যেতে পারে!

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: ইফতারের পরেই দিছিলাম বাট আপ্নে আসতে লেট কইরা ফেলছেন !

৪৪| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৮

আরািফন বলেছেন:

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:১০

*কুনোব্যাঙ* বলেছেন:

৪৫| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৮

বাকি বিল্লাহ বলেছেন: চমৎকার স্টাইল ! মাথা নষ্ট !

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:১১

*কুনোব্যাঙ* বলেছেন: খারাপ না :D

৪৬| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০০

এরিস বলেছেন:




সুন্দর ছবিপোস্টের জন্যে একটি সুন্দর(স্বঘোষিত) ছবিমন্তব্য। :P
আপনার পোস্টে প্লাস। আমিও এই স্টাইল ধরবো ধরবো করে ধরতে পারছিনা। গরম লাগে। :(

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:২১

*কুনোব্যাঙ* বলেছেন: সৌদি রাজ পরিবারের মেয়ে প্রিন্সেস ফাতিমা কুলসুম। তবে এখানে তার ফ্যাশন এবং গহনা সমূহ সম্পুর্ণ ওমানী ট্র্যাডিশনাল ধাঁচের।

৪৭| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

খাটাস বলেছেন: স্টাইল ভাল লাগে নি। :|

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৩

*কুনোব্যাঙ* বলেছেন: বিদেশী ফ্যাশন বলেই হয়তো

৪৮| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

প্রিয়ভাষিণী বলেছেন: পোস্টে আমার একটা ছবি দিলেও পারতেন :P

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩১

*কুনোব্যাঙ* বলেছেন: এমনিতেই ৩ নাম্বার ছবি দিয়ে বিপদে আছে। সবার চোখ খালি ওদিকে যায়। আপনার ছবি দিলে তো অন্য ছবি কেউ চোখেই দেখতো না /:)

৪৯| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন:

এই রোগ থেকে পরিত্রাণের উপায় কি?? :(


এরিস'র দেওয়া ছবি গুলো দেইখা আমার এখনি মরুর দেশে উড়াল দিতে মুন চাই। ;) আমার কি হপে???

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৩

*কুনোব্যাঙ* বলেছেন: হুমম , চিন্তার কথা !!!


তয় দেখেন সময় সুযোগে এই রোগ থিকা কেউ হয়তো উদ্ধার করব তখন সুযোগ পাইলেও আর মরু দেশে যাইতে ইচ্ছা হইব না ;)

৫০| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

লিন্‌কিন পার্ক বলেছেন:
তিন নাম্বারটারে জোশ লাগছে ;)

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: সবাই খালি তিন নাম্বারের পিছে ক্যা! আর সবাই কি দোষ করল :||

৫১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৬

আমি তুমি আমরা বলেছেন: ভাল্লাগছে।পিলাচ দিলাম। :)

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: মডেলদের তরফ হইতে আপ্নেরে ধইন্যা :D

৫২| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৯

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: মুসলিমরা কখনো ফ্যাশন করতে পারে কি? পর্দা প্রথার আসল উদ্দেশ্যটা তাহলে কি?

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৮

*কুনোব্যাঙ* বলেছেন: আমি জানিনা। ইসলামের উপর যারা গবেষণা করেন উনারা মনেহয় এব্যাপারে ভালো বলতে পারবেন।


প্রশ্ন উত্থাপনের জন্য আপনাকে ধন্যবাদ প্রিন্স।

৫৩| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১:০৪

ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল। সুন্দরকে সবাই ভালবাসে, আম্মো। পোষ্টে ++++++++++

২২ শে জুলাই, ২০১৩ রাত ১:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর

৫৪| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
আপনার কথায় যেন সত্যি হোক !!
কেউ আমার এই রোগ দূরীকরণে এগিয়ে আসুক :P

২২ শে জুলাই, ২০১৩ রাত ১:৩০

*কুনোব্যাঙ* বলেছেন: খালি অন্যের ভরসায় বইসা থাইকেন্না, আপ্নেও একটু আগাইয়া যাইয়েন :P

৫৫| ২২ শে জুলাই, ২০১৩ রাত ২:০৭

বটবৃক্ষ~ বলেছেন: ++++++ নাইস কালেকশান!
৩নং ছবিটা আমার কাছে আছে ! খুব সুন্দর!! :)

একটা বিষয় হল, (আমার ব্যাক্তিগত অভিমত) এটাকে মধ্যপ্রাচ্য স্টাইল বলা যায়, তবে মুসলিম স্টাইল বললে পুরোপুরি সঠিক হবে বলে আমার মনে হয়না!!

২২ শে জুলাই, ২০১৩ রাত ২:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ বটবৃক্ষ~ :)


আসলে বিভিন্ন ফ্যাশন হাউস বা সাইট এগুলোকে মুসলিম ড্রেস হিসেবেই প্রচার বা পাবলিশ করে থাকে। ইসলামের সাথে এগুলো কতটা সাংঘর্ষিক বা আদৌ সাংঘর্ষিক কিনা সেটা জানিনা। তবে এটা ঠিক যে ইদানিং মধ্যপ্রাচ্যের মুসলিম নারী পুরুষদের ফ্যাশনে ইউরোপ আমেরিকার ফ্যাশন হাউসগুলোর একটা বড় ধরনের প্রভাব আছে।

৫৬| ২২ শে জুলাই, ২০১৩ রাত ২:১২

মো: আজিজ মোর্শেদ বলেছেন: একটা বিষয় হল, (আমার ব্যাক্তিগত অভিমত) এটাকে মধ্যপ্রাচ্য স্টাইল বলা যায়, তবে মুসলিম স্টাইল বললে পুরোপুরি সঠিক হবে বলে আমার মনে হয়না!!
সহমত।

২২ শে জুলাই, ২০১৩ রাত ২:২২

*কুনোব্যাঙ* বলেছেন: বিষয়টি মনেহয় আলোচনার দাবী রাখে। ঠিক কি কারণে সঠিক হবেনা এটার কিছু ধর্মীয় ব্যাক্ষা পেলে ভালো হতো। আশাকরি এব্যাপারে ব্লগের ইসলাম বিষয়ে অভিজ্ঞরা কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন।

৫৭| ২২ শে জুলাই, ২০১৩ রাত ২:১২

স্নিগ্ধ শোভন বলেছেন:
আমিতো আগাইয়া আছিই!!! ;) :P

২২ শে জুলাই, ২০১৩ রাত ২:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: পারলে মোরগ স্টাইলে দৌড় লাগান! অসুখ বইলা কথা ;) :P

৫৮| ২২ শে জুলাই, ২০১৩ রাত ২:১৯

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: কৈশা পিলাস দিলাম ..

২২ শে জুলাই, ২০১৩ রাত ২:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: আপ্নেরেও বিশাল ধইন্যা .।

৫৯| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৮

রোকেয়া ইসলাম বলেছেন: চমৎকার লাগল। কালেকশন গুলি সত্যি খুবই ভাল।
প্রতিটা ছবিই অনেক অনেক সুন্দর।
অসাধারন......।
পোষ্টে ++++++++++

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)



আপনাকে অনেকদিন পর ব্লগে দেখলাম মনেহয়!

৬০| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:২১

বাংলার হাসান বলেছেন: পিলাচ দিলাম।

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: বিনিয়মে ধইন্যা নেন ।

৬১| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩৪

মিজানুর রহমান মিলন বলেছেন: সুন্দর কালেকশন ! ভাল লাগা দিলাম ।

তয় দেশের নাম উল্লেখ করলে ধারণা আরো স্পষ্ট হত।

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: যেসব সাইট থেকে ছবিগুলো সংগ্রহ করা তার বেশীরভাগই আরবীতে। আমার আবার আরবী দৌড় কাইফা হাল, আলহামদুলিল্লাহ পর্যন্ত। তাই মডেলদের দেশের নাম দিতে পারিনি।

৬২| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৯

জুন বলেছেন: ভালোলাগলো কুনো মধ্যপ্রাচ্য ইষ্টাইল। তবে ওদের মাটিতে লুটিয়ে পড়া হিজাব যা রাজ্যের ময়লা মাখিয়ে চলে কেমন জানি লাগে।
তবে তোমার কালেকশন ভালো :!>
+

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: *কুনোব্যাঙ* কালেকশন বলে কথা B-) :!>


প্লাসের জন্য থাঙ্কু জুনাপু :)

৬৩| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৬

চলতি নিয়ম বলেছেন: +++ ৩ নং টা ২ টা ++ বেশী.

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: ৩নং ছবিটার মধ্যে মনেহয় একটা নেক্সট ডোর গার্ল আমেজ আছে।

৬৪| ২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২৯

একজন আরমান বলেছেন:
মামুন ভাই... :!> :!> :#> :#>

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:২৪

*কুনোব্যাঙ* বলেছেন: হুরররর মিয়া, এই পুষ্টে আপ্নে এত পরে ক্যা X(X(

৬৫| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: দেখে সবাইকেই পারভার্টেড মনে হলো !

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: যদ্দেশে যদাচার। বাঙ্গালী চোখে হয়তো এমনটা লেগেছে। আরবদের চোখে হয়তো এটাই ঠিক আছে!

৬৬| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৬

এহসান সাবির বলেছেন: ভালোই লাগলো...! পিলাচ লন......!

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৩

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কু সাবির ভাই :)

৬৭| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:২২

বাংলাদেশী দালাল বলেছেন:
মধ্যপ্রাচ্য স্টাইল ভালাতো লাগছে মাগার হ্যাতিগোরে বেশি ভালা লাগছে :P
+++++++

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৫

*কুনোব্যাঙ* বলেছেন: আপ্নে লুল :-P :P


তবে প্লাসে ধইন্যা :)

৬৮| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ছবি ব্লগ। মেয়েরা এত সুন্দর কেন?

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৭

*কুনোব্যাঙ* বলেছেন: কারণ স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ আর মানুষের সুন্দরতম রূপ নারী।

৬৯| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৬

একজন আরমান বলেছেন:
মাঝখানে ব্যাস্ত ছিলাম অনেক ভাই। তাই মিস হয়ে গেছিল। চরি। :(

২৮ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: :( :( :(



যাউক, এই নেন আপ্নের জন্য রাইখা দেওয়া স্পেশাল ছবি! ছবি দেইখা আপ্নের অনুভূতিটা জানাইতে ভুইলেন্না কিন্তু !!


৭০| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৫

একজন আরমান বলেছেন:
ভাই আমি তো রোজা রাখি। এইসব দেখলে তো... :!> :!> :#>

২৮ শে জুলাই, ২০১৩ রাত ৩:২৪

*কুনোব্যাঙ* বলেছেন: এখনও সেহরির ওয়াক্ত শেষ হয়নাই।


বাই দ্যা ওয়ে, ছবিটা দেইখা সুবহানআল্লাহ বলছেন তো?

৭১| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩১

তাসজিদ বলেছেন: একি সাথে পর্দা আবার ফ্যাশান

দ্বৈত নীতি হয়ে গেল না। :|

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: এটা তাদের অঞ্চলিক ফ্যাশন হিসেবে তুলে ধরেছি। এখানে পর্দা বা ফ্যাশনের মধ্যে কোন বৈপরীত্য রয়েছে কিনা সে আলোচনায় যেতে পারছিনা কারণ পর্দা প্রথার খুঁটিনাটি বিষয়ে আমার বিদ্যা ভয়ংকরী। তবে যারা এব্যাপারে ভালো জানেন তারা এটার একটা গঠনমূলক জবাব দিবেন বলে আশা রাখি।


মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৭২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

বশর সিদ্দিকী বলেছেন: ভাই তিন নাম্বার খান আমার খুব পছন্দ হইয়া গেছে। কিছু একটা করেন। রাইতে তো আর আমার ঘুম আইবো না।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০

*কুনোব্যাঙ* বলেছেন: কিছু একটা করতে পারলে তখন কি আর আপ্নের কথা আমার মনে থাকব। পোষ্টদাতা নিজে যে এখনও সিঙ্গেল ;)

৭৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

বেলা শেষে বলেছেন: Beautiful, super good work, i like them...
I have to respect your works....
Up to next time....

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১:৫৯

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস :) মাঝে মাঝে নিজের সংস্কৃতির বাইরে গিয়ে ভিন্ন সংস্কৃতির জীবনাচার দেখতে ভালোই লাগে। মানুষ দেখার মনটা এখনও সেই যাযাবরই রয়ে গেলো

৭৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৩

ইমিনা বলেছেন: খুব খুব পছন্দ হয়েছে :) :)

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাংক ইউ :)

৭৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৬

সামুরাই০০৮ বলেছেন: মুখমন্ডল ঢাকা বাধ্যতামূলক না। তবে কেউ যদি খুব সুন্দরী হয় যার ফলে ছেলেরা আকৃষ্ট হতে পারে সে ক্ষেত্রে তার জন্য মুখমন্ডল ঢাকাও বাধ্যতামূলক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.