নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথায় বলে যে রাঁধে সে নাকি চুলও বাঁধে। কিন্তু আগে রাঁধে নাকি আগে চুল বাঁধে সে ব্যাপারে অবশ্য কিছু জানা যায়নি!
চীন
কোরিয়া
জাপান
মঙ্গোলিয়া
আরব (জর্দান, লেবানন)
পারস্য
আফ্রিকা
ইউক্রেন
ভারত
আয়ারল্যান্ড
নরওয়ে
স্পেন
মেক্সিকো
বাংলাদেশ
ছবিসুত্রঃ ইন্টারনেট
০৭ ই জুন, ২০১৪ রাত ১:১৫
*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস যুবায়ের ভাই
২| ০৭ ই জুন, ২০১৪ রাত ১২:৩২
সুমাইয়া আলো বলেছেন: ফাটাফাটি +++++++
০৭ ই জুন, ২০১৪ রাত ১:১৭
*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কু
৩| ০৭ ই জুন, ২০১৪ রাত ১২:৪৯
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার।
পোস্টে দ্বিতীয় ভালো লাগা।
০৭ ই জুন, ২০১৪ রাত ১:২১
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ পাঠক ভাই
৪| ০৭ ই জুন, ২০১৪ রাত ১:০১
অচিন.... বলেছেন: মাইয়া দেখুম না চুল দেখুম বুইজা উটবার পারতাছিলাম না!!!!
মেল্লাদিন পর ব্লগে কমেন্টাইলাম :!> :#>
০৭ ই জুন, ২০১৪ রাত ১:২৫
*কুনোব্যাঙ* বলেছেন: আরে দুইটা একসাথে দেখা যাইবোনা এমন কোন কথা আছে নাকি! চুলের সাজ তো বাহানা
৫| ০৭ ই জুন, ২০১৪ রাত ১:০৪
একজন ঘূণপোকা বলেছেন:
ওয়াও দারুন পোস্ট।
শেষের দুইটা বেশি সুন্দর
০৭ ই জুন, ২০১৪ রাত ১:৩৪
*কুনোব্যাঙ* বলেছেন: আবার চাইনিজ কোন ছেলে বলবে প্রথম দুইটা বেশি সুন্দর। প্রকৃতির নিয়মটাই হয়তো এই
৬| ০৭ ই জুন, ২০১৪ রাত ১:১৯
শুঁটকি মাছ বলেছেন: আইরে! কি সুন্দর!
সুপার হইছে ভাই!!!!
বাট ফ্যাক্ট ইজ, মাঝে মইধ্যে চুল না আচড়াইয়াই বাসা দিয়া দৌড় লাগায়ে বাইরে যাই, ফুল লাগানো তো ম্যালা দূরের কথা।
০৭ ই জুন, ২০১৪ রাত ১:৩৭
*কুনোব্যাঙ* বলেছেন: চুল আচড়াইয়া বাইরে গিয়াই বা কি করবা রাস্তায় যে ধুলা আমার মাথার চুলই তো রাস্তায় বাইর হওয়ার আধঘন্টার মধ্যে জটা ধইরা যায়
৭| ০৭ ই জুন, ২০১৪ রাত ১:২৩
একজন ঘূণপোকা বলেছেন:
০৭ ই জুন, ২০১৪ রাত ১:৪২
*কুনোব্যাঙ* বলেছেন: গ্লোবালাইজেশনের ধাক্কাটা আর সব কিছুর মতো চুলের ফ্যাশনেও বেশ প্রভাব ফেলেছে। তবে এরপরও সাজতে বা সাজাতে ট্র্যাডিশনাল চুলের ফ্যাশনের বিকল্প তৈরী হয়েছে এটা মনেহয়না। এখনও ট্র্যাডিশনালই বেস্ট আপনার দেয়া ছবিগুলোও যার অন্যতম প্রমাণ
৮| ০৭ ই জুন, ২০১৪ রাত ১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: দূর্দান্ত !
০৭ ই জুন, ২০১৪ রাত ১:৫২
*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই
মালয়
৯| ০৭ ই জুন, ২০১৪ রাত ২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
তোমার ওই খোঁপার বাঁধনে জড়িয়ে আমাকে তুমি দাও;
লাজের আবিরে রাঙা নতুন একটি প্রভাত,
অধরে তুলে নাও তোমার প্রভাত ফেরির গুঞ্জন,
আমি আর পারছিনা; জনান্তি তোমাকেই ভালোবেসে,
আমার এই বৈশাখ শুধু তোমাকেই ভালোবেসে।
আমি তব প্রেমহীন শূন্য সাগর পারি দিয়ে এসেছি,
এতটা কাল - এতটা বছর ধরে শুধু তোমাকেই দেখব বোলে,
শুধু তোমাকেই দেখাব বোলে,
জনান্তি আমার মনের যত জ্বালা; আজ তুমি এই নব প্রভাতে,
আমাকে একটু সুখি কর লাজুক হেসে।
কোন বিহনে তুমি হেটে চলেছ ওভাবে পথে কোমরের অশ্লীল মাদকতায়,
আমাকে তুমি আর রহস্যে রেখনা তোমার ওই খোঁপার ভঙ্গিমায়,
আমি বাতাসে স্বর্গের ঘ্রাণ পাই ঢের,
তবে হোলে হোক কালবৈশাখী; তবু আমাকে তুমি এবার আপন কর,
আবিরে রাঙা অধরের সিক্ততায় ভেসে।
তুমি লাজ রাঙা প্রভাত নিয়ে আঁচল বিছিয়ে দিয়েছ যখন
আমার বুকের উপর ভিজে থাকা ঘাসের মায়াডোরে,
আমি তখন সুখ ব্যাঞ্জনা খুঁজে ফিরি,
জীবনের নানা রঙের মেলায়; জনান্তি আমি মনের দহন ভুলতে চাই,
প্রণয়ের হালখাতায় শুধু লিখে – লিখে তোমারই নাম অবশেষে।
তুমি বেদনার নদী বইবেনা জানি,
জানি তব আমার প্রেম রবেনা তোমার মনের দহনে;
আমার মনের মত তোমার মনের প্রেম নয় জানি,
জনান্তি প্রিয়া আমার; তবু সুখি হতে চাই আমি আজ এই প্রভাতে,
অশ্রুকে দুচোখের কাজল রেখায় গোপন করে শুধু তোমাকেই ভালোবেসে।
০৭ ই জুন, ২০১৪ সকাল ৯:২১
*কুনোব্যাঙ* বলেছেন: হায় হায়, এইটা যে পুরাটা একটা কবিতা সেইটা আপ্নের পোষ্ট পড়ার সময় বুঝতে পারছিলাম না :প
১০| ০৭ ই জুন, ২০১৪ রাত ২:২৬
মিনুল বলেছেন: অনেক সুন্দর একটি ছবি ব্লগ।শুভকামনা রইলো।
০৭ ই জুন, ২০১৪ সকাল ৯:২২
*কুনোব্যাঙ* বলেছেন: শুভকামনা আপনাকেও
১১| ০৭ ই জুন, ২০১৪ রাত ৩:০২
হাতীর ডিম বলেছেন: ইয়ে মানে জাপান কোরিয়া চীন আর মোঙ্গলীয়ার মডেল কি একজনই ছিল ?
০৭ ই জুন, ২০১৪ সকাল ৯:২৪
*কুনোব্যাঙ* বলেছেন: ক্যাম্নে কই, সবাইরে তো একই রকম দেখা যায়
১২| ০৭ ই জুন, ২০১৪ রাত ৩:২৬
মহামহোপাধ্যায় বলেছেন: ফুল নেবো না অশ্রু নেবো ভেবে হই আকুল
০৭ ই জুন, ২০১৪ সকাল ৯:২৭
*কুনোব্যাঙ* বলেছেন: পরিবেশ পরিস্থিতি যা দেখতেছি তাতে চাইলেই মনেহয় যে কোন একটা নেয়া যাইবো না
কোন এক বিখ্যাত দার্শনিক বলেছেন, নারীর অশ্রু মহাবিশ্বের সবচাইতে শক্তিশালী হাতিয়ার
১৩| ০৭ ই জুন, ২০১৪ রাত ৩:৪৫
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আরিহ! চরম খোঁপায় খোঁপায় হারিয়ে গেলাম ...
কিন্তু বংগ ললনারা কোথায়, তারা কি খোপা কম বাঁধতে জানে??
দিলেননা কেন??
০৭ ই জুন, ২০১৪ সকাল ৯:৫২
*কুনোব্যাঙ* বলেছেন: শেষে বঙ্গ ললনাদের দুইটা ছবি দিয়েছি তো ! তবে বঙ্গ ললনাদের চুল বাঁধা দেখতে দেখতে নাকি আয়না ভেঙ্গে যায় তাই বেশী দেয়ার ভরসা হয়নি
১৪| ০৭ ই জুন, ২০১৪ ভোর ৬:২৭
সুমন কর বলেছেন: সুন্দর !!
আরে, সবার ছবি পোস্ট দেখি নির্বাচিত হয় !!
শুধু আমারটা ছাড়া !!!
০৭ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৮
*কুনোব্যাঙ* বলেছেন: একটা গোপন বুদ্ধি শিখিয়ে দেই সুমন দা! প্রথমে কয়জন সন্দেহভাজন নির্বাচক মডুর তালিকা করে নিবেন তারপর দেখবনে তাদের মধ্যে কয়েকজন ব্লগে আছে কিনা। যখন দেখবেন তাদের কয়েকজন ব্লগে আগে তখন পোষ্ট দিয়ে দিবেন। দেখবেন আর সবার মতো আপনার পোষ্টও নির্বাচিতে চলে গেছে
১৫| ০৭ ই জুন, ২০১৪ ভোর ৬:৫৮
জাফরুল মবীন বলেছেন: দারুণ পোস্ট+++
ডিজিটাল খোপা বাঁধতে চাইলে এটা দেখুন খোপা করার ডিজিটাল পদ্ধতি!
০৭ ই জুন, ২০১৪ সকাল ১০:০৪
*কুনোব্যাঙ* বলেছেন: ডিজিটাল পদ্ধতিটা দেখতে পারলাম না। ডিজিটাল খোঁপা দেখার জন্য আমার ডিজিটাল যন্ত্র নাকি কি সব সাপোর্ট করেনা
১৬| ০৭ ই জুন, ২০১৪ সকাল ৭:৫৭
নিমচাঁদ বলেছেন: ব্যাচেলর ছেলের এই রকম ছবি পোষ্ট উদ্দেশ্যমূলক ।
আশা করি আল্লাহ পাক তার মনের গুপন ইচ্ছা পূরণ করিবেক , আমিন
০৭ ই জুন, ২০১৪ সকাল ১০:০৭
*কুনোব্যাঙ* বলেছেন: ভাই, আজ থেকে ঠিক দুই বছর আগেও একটা পোষ্ট দিছিলাম বাট গুপন ইচ্ছা পূরণ হয়নাই
বিয়ের সাজ দেশে দেশে। (ছবি ব্লগ)
১৭| ০৭ ই জুন, ২০১৪ সকাল ৮:২৯
মামুন রশিদ বলেছেন: কিছু কৈতে চাইছিলাম.. যাউজ্ঞা, একজন ঘূণপোকা কিছুটা হৈলেও পুষাইয়া দিছে
অভিশাপ দিলাম, বিয়ের রাইতে বউয়ের খোঁপা খুলতে খুলতেই য্যান রাইত পার হৈয়া যায়
০৭ ই জুন, ২০১৪ দুপুর ১:০১
*কুনোব্যাঙ* বলেছেন: বড়ভাই হইয়া এমন অভিশাপ দিতে পারলেন! এমন ঘটনা যদি সত্যিই ঘটে তাইলে বুইঝা নিমু এইটা মামুন ভাইয়ের অভিশাপের কারণে ঘটছে
১৮| ০৭ ই জুন, ২০১৪ সকাল ৮:৫৭
তাসজিদ বলেছেন: কলিজা টা কানা হইয়া গেল।
০৭ ই জুন, ২০১৪ রাত ১০:৩৬
*কুনোব্যাঙ* বলেছেন: জগতেই নিয়মটাই মনেহয় কানা হওয়া
১৯| ০৭ ই জুন, ২০১৪ সকাল ৯:০৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আফ্রিকার গুলোতে বেশি বেশি পিলাচ
বাংলাদেশ এবং ভারতের ওপরে খোঁপা হয় না ভাইজান!
কথাটি খেয়াল রাখবেন
০৭ ই জুন, ২০১৪ রাত ১১:০৩
*কুনোব্যাঙ* বলেছেন: তা তো অবশ্যই কারণ আমরা ভারতীয় কয়দিন ধরে অবশ্য আমার ভালোলাগার কিঞ্চিত সাময়িক পরিবর্তন এসেছে। ফ্রোজেন মুভি দেখার পর নরওজিয়ান চুলের স্টাইলের বেশ খানিকটা প্রেমে পড়েছি আফ্রিকার গুলাতে অবশ্যই প্লাস কারণ ডিজাইন যাই হোক এগুলো করা যে বিশাল পরিশ্রমের আর সময় সাপেক্ষ তা বলার অপেক্ষা রাখেনা
ফ্রোজেন
০৭ ই জুন, ২০১৪ রাত ১১:০৯
*কুনোব্যাঙ* বলেছেন: নরওয়ের হেয়ার স্টাইলটা মূল পোষ্টে যোগ করে দিলাম :দ
২০| ০৭ ই জুন, ২০১৪ সকাল ৯:৩৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: পোস্টে পিলাচ।
০৭ ই জুন, ২০১৪ রাত ১১:১০
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
২১| ০৭ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ' ফুল নেবো না অশ্রু নেবো ভেবে হই আকুল '!
নিমচাঁদ বলেছেন: ব্যাচেলর ছেলের এই রকম ছবি পোষ্ট উদ্দেশ্যমূলক । আশা করি আল্লাহ পাক তার মনের গুপন ইচ্ছা পূরণ করিবেক , আমিন
০৭ ই জুন, ২০১৪ রাত ১১:১৩
*কুনোব্যাঙ* বলেছেন: পরিবেশ পরিস্থিতি যা দেখতেছি তাতে চাইলেই মনেহয় যে কোন একটা নেয়া যাইবো না
কোন এক বিখ্যাত দার্শনিক বলেছেন, নারীর অশ্রু মহাবিশ্বের সবচাইতে শক্তিশালী হাতিয়ার
লেখক আরো বলেছেন: ভাই, আজ থেকে ঠিক দুই বছর আগেও একটা পোষ্ট দিছিলাম বাট গুপন ইচ্ছা পূরণ হয়নাই ( (
২২| ০৭ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৪
ইমিনা বলেছেন: আমার তো চুল ই নেই, তারার ফুলের আফসুস করে করে কান্না কাটি করি না আর
০৭ ই জুন, ২০১৪ রাত ১১:২৮
*কুনোব্যাঙ* বলেছেন: এই ধরায় ফুল ফুটিয়াই প্রমাণ করিতেছে আপনার কথা কিঞ্চিত মিথ্যা মিশ্রিত। আপনার যদি চুলই না থাকতো তাহলে কি আর ধরায় ফুল ফোটে
কোন এক বিখ্যাত মনীষী বলেছেন, ওহে নারী জগতের সকল ফুল শুধু তোমার চুলে সামান্য স্থান করিবার আশায় ফোটে কিন্তু তোমার পাথর হৃদয় বলিয়া কাউকেই ভালোবাসিয়া তোমার চুলে ঠাই দাওনা।
২৩| ০৭ ই জুন, ২০১৪ সকাল ১১:১৪
আম্মানসুরা বলেছেন: চিন, জাপান, আয়ারল্যান্ড এই তিন দেশের চুল বাধার স্টাইল টা বেশি ভালো লেগেছে।
০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩৬
*কুনোব্যাঙ* বলেছেন: আপনার জন্য এটা :দ
২৪| ০৭ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: নেক্সট ছেলেদের চুলের পোস্ট চাই ভাই
০৮ ই জুন, ২০১৪ রাত ১২:০৭
*কুনোব্যাঙ* বলেছেন: ছেলেদের আবার আলাদা করে সাজতে হয় নাকি, ছেলেরা তো এমনিতেই সুন্দর। সাজগোজ এটা মেয়েদের ব্যাপার :প
২৫| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪০
আমি ইহতিব বলেছেন: অস্থির পোস্ট। যাই বলেন- স্বজনপ্রীতি হলেও হতে পারে, সবচেয়ে বেশী সুন্দর বাঙ্গালী মেয়েদের চুলের সাজ। তবে ইদানিং মাঝে মাঝে কিছু ফ্যাশন শোতে মেয়েদের সাজ দেখলে মনে হয় এরা কোন গ্রহ থেকে আসছে?
আয়ারল্যান্ডের মেয়েটার চুল বাঁধাটা সিম্পলি নাইস।
কান্ডারী ভাইয়ের কবিতায় ও চুলের সাজের পোস্টে এত্তগুলা +++++++++++++++++++++++++
০৮ ই জুন, ২০১৪ রাত ১২:২৬
*কুনোব্যাঙ* বলেছেন: ঠিক বুঝতে পারছিনা, কোন এক বিচিত্র কারণে বাংলাদেশীদের মধ্যে একটা হেভি মেকাপের প্রচলন শুরু হয়েছে আরব রুট লেভেলের মহিলাদের মতো। এইসব সাজে তাদের সুন্দর লাগে এটা যে তাদের কে বলে সেটাই বুঝিনা। নাকি পার্লারগুলো ডান/বাম একটা কিছু বুঝিয়ে যা দিয়ে দেয় তাতেই তারা খুশি!
আপনার জন্য নিচের লিংক
View this link
০৮ ই জুন, ২০১৪ রাত ২:০৪
*কুনোব্যাঙ* বলেছেন: ইউটিউবে ভিডিওটা পেলাম
২৬| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৭
জুন বলেছেন: বাহ খুব সুন্দরতো কুনো । পারস্য এর মেয়েটা নজর কাড়লো।
আমি একটা দিলাম নেটিভ (রেড) ইন্ডিয়ান এক মহিলার খোপা দেখ কেমন মহিষের শিং এর মত ডিজাইন
+
০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৩৪
*কুনোব্যাঙ* বলেছেন: মাউরিদের ছবিতে শিং এর মতো করে পাখির পালক গুঁজতে দেখেছিলাম। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বিহীন সময়েও পৃথিবীর দুই প্রান্তের দুই জাতির দেখি একই ধরনে ভাবনা ছবিটির জন্য অনেক ধন্যবাদ আপু
২৭| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৯
ডি মুন বলেছেন: প্রিয়তে নিলাম
দারুণ পোস্ট।
০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৫২
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ
একই মন্তব্য দুইবার আসায় একটি মুছে দিলাম।
২৮| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:১২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পরদেশে গিয়া আপনে এইভাবে পরনারী পর্যবেক্ষন করছিলেন!
০৮ ই জুন, ২০১৪ রাত ১:০৪
*কুনোব্যাঙ* বলেছেন: একটা গোপন কথা কই কা_ভা ভাই। একবার এক ঈদে একটা মুসলিম প্রধান দেশে ছিলাম। দূরে থাকলে ঈদ আসলে স্বাভাবিক ভাবেই মন খারাপ হয়। কিন্তু সেবার আমি মহা খুশি। মনের আনন্দে ঈদের নামাজ পড়ে সারাদিন একাএকাই ঘুরে বেড়ালাম। খুশি থাকার কারণ, ঈদ উপলক্ষে সবাই ট্র্যাডিশনাল ড্রেস পড়ে ট্র্যাডিশনাল সাজে ঘুরে বেড়াচ্ছে দেখতে বেশ লাগছে সেজন্যই হয়তো কবি বলেছেন, বন্যেরা বনে সুন্দর নারীরা ট্র্যাডিশনাল সাজে
২৯| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:২২
স্নিগ্ধ শোভন বলেছেন: এহেম এহেম!
০৮ ই জুন, ২০১৪ রাত ১:০৮
*কুনোব্যাঙ* বলেছেন: হে হে হে
৩০| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৪
হাসান মাহবুব বলেছেন: যারে দেখি লাগে ভালো...
০৮ ই জুন, ২০১৪ রাত ১:২৯
*কুনোব্যাঙ* বলেছেন: সুন্দর সবকিছুর প্রতি ভালোলাগা সবার
৩১| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪১
জাফরুল মবীন বলেছেন: আমি অত্যন্ত দুঃখিত ভাই।এ লিংকটা ক্লিক করে দেখতে পারেন চুল বাঁধার ডিজিটাল পদ্ধতি ।এতেও কাজ না হলে সেটাকে আমার অপারগতা হিসাবে ক্ষমা করে দেবেন।ধন্যবাদ।
০৮ ই জুন, ২০১৪ রাত ১:৩১
*কুনোব্যাঙ* বলেছেন: এবার কাজ হয়েছে। ভিডিওটা দেখলাম কিন্তু বুঝলামনা এটা কি সত্যি নাকি ফান! সত্যি হলে অনেক কার্যকরী একটা জিনিষ, সময় বাঁচবে অনেক।
৩২| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩৪
নীল জোসনা বলেছেন: দারুন ছবি .........
কান্ডারি অথর্ব ভাই এর কবিতা পোষ্ট টাকে পরিপূর্ন করেছে ।
আফ্রিকান চুলের স্টাইলে মনে হচ্ছে চুলের টানে মাথার চামড়া উঠার যোগাড় ।
০৮ ই জুন, ২০১৪ রাত ১:৪৬
*কুনোব্যাঙ* বলেছেন: আফ্রিকার চুলের স্টাইল দেখেই বোঝা যায় এটা করা অনেক কঠিন আর সময় সাপেক্ষ এবং হতে পারে কিছুটা পেইনফুলও
৩৩| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৫০
স্বপ্নবাজ অভি বলেছেন: লেবানন যাবো ,গিয়ে বাংলাদেশীদের মত খোপায় ফুল বাধা শিখাবো ! কবে যাবেন বলেন !
০৮ ই জুন, ২০১৪ রাত ১:৫২
*কুনোব্যাঙ* বলেছেন: সাবধানে শিখাইয়েন নারীর চুলে নাকি ভুত থাকে! আমি নাইক্কা, আমি ভুত ডরাই
৩৪| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:২৬
মোঃমোজাম হক বলেছেন: ফ্যাশানেবল পোষ্ট।
ভাল লাগলো
০৮ ই জুন, ২০১৪ রাত ১:৫৪
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ মোজাম ভাই। অনেকদি পর আপনাকে ব্লগে দেখলাম
৩৫| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৫৫
বোকামানুষ বলেছেন: কত ধরণের চুলের সাজ দেখেতো দিশে হারা হওয়ার জোগাড় :-<
এর একটাও আমি বাদতে পারবো কিনা সন্দেহ
তবে পোস্ট ভাল লাগছে
০৮ ই জুন, ২০১৪ রাত ২:০৩
*কুনোব্যাঙ* বলেছেন: এটা শিখে নিন
৩৬| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ২:১৮
এম রহমতুল্লাহ বলেছেন: সবথেকে বাংলাদেশের মেয়েদের সুন্দর লাগছে
৩৭| ০৯ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দারুন তো!
৩৮| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৮
জেরিফ বলেছেন: আলগা করো গো খোপার বাঁধন
দিল ওহি ম্যারা পাস গায়ি ।
নজরুলের সাথে যে আমিও একমত হয়ে গেলাম , বাঙ্গালী ললনাদের খোপার বাঁধন দেখে
৩৯| ১৪ ই জুন, ২০১৪ রাত ১:১৩
খাটাস বলেছেন: আরব ললনা আর দেশি ললনা বেশি বিমোহিত করল। পোস্টে প্লাস।
৪০| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:২৯
এহসান সাবির বলেছেন: কোন ব্লগার আপামনির একটা খোপা করা ছবি দিলে তো বেশ হতো।
++++++++++++
৪১| ১৬ ই জুন, ২০১৪ রাত ১২:২৬
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: সুন্দোর সংগ্রহ।
আইডিয়া বাজ
৪২| ১৬ ই জুন, ২০১৪ রাত ১১:৪৬
আমি তুমি আমরা বলেছেন: আপনার পোস্টে প্লাস। সেই সাথে প্লাস একজন ঘূণপোকার কমেন্টে
৪৩| ২১ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৫
আমি নিন্দুক বলেছেন: এত দেখি উরিবাবা পোস্ট!!
৪৪| ২২ শে জুন, ২০১৪ রাত ১১:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: খুব সুন্দর , মন চায় গাহি গান প্রেমের দুলা চালে
সখি পড়াবে মালা কার গলে
দুলে ফুল দুলে খুপায় ।।
৪৫| ২২ শে জুন, ২০১৪ রাত ১১:১৭
রাজিব বলেছেন: পারস্য বা ইরানের যে মেয়েটির ছবি দিয়েছেন তাতে খোঁপা না দেখে দুই বেণী দেখতে পাচ্ছি। আমি কি ভুল বললাম?
৪৬| ২২ শে জুন, ২০১৪ রাত ১১:২০
একজন আরমান বলেছেন:
চীনের প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে।
আর বেশি কিছু বললাম না !
৪৭| ২৩ শে জুন, ২০১৪ রাত ২:৩৭
আহসানের ব্লগ বলেছেন: এত্তোগুলা । উরে ।
৪৮| ০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৪
আমার আমিত্ব বলেছেন: বাহ্!!!
৪৯| ০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৫
আমার আমিত্ব বলেছেন: বাহ্!!!
৫০| ০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
চড়ুই বলেছেন: নরওয়ে আর আরব দেশের চুল বাঁধাটা বেশ সুন্দর।
৫১| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আমার জন্য মালয় কেন? বাংলাদেশী নেই।
৫২| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৭
শায়মা বলেছেন:
ভাইয়া এইগুলা কোন দেশী খোঁপার সাজ বলো.......
৫৩| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ৩:২০
মুদ্দাকির বলেছেন: ভাই, আপনার পোষ্ট গুলো আমার অনুসারিত পাতায় যায় না
খুব সুন্দর। বিশেষ করে ইউলিও তেমসেংকোরটা
৫৪| ২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২০
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
৫৫| ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
লেখোয়াড় বলেছেন:
+++++++++++++
খোঁপার কাঁটা।
নতুন লেখা দেন।
৫৬| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩০
আবু শাকিল বলেছেন: খোপা দেখিয়া মুগ্ধ হইলাম ।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০১৪ রাত ১২:৩০
যুবায়ের বলেছেন: পুত্তুম পিলাচ+
চমৎকার একটি ছবি ব্লগ অনেক ভালোলাগলো।