নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একমাত্র বিরোধী পক্ষ!!

*কুনোব্যাঙ*

তফাত যাও সব ঝুঁট হ্যাঁয়!

*কুনোব্যাঙ* › বিস্তারিত পোস্টঃ

আসুন রাজন হত্যার বিচার চাই, বিচারের কাঠগড়ায় নিজেদের দাঁড় করাই

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫০

আপডেটঃ
রাজন মরে গেছে এবং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে আমাদের ভেতরের পশুস্বত্বার এক নিদারুণ প্রকাশ। ইনকগনিটো ভাইয়ের চমৎকার একটি লেখা- একজন রাজনের জন্য
দিব্যেন্দু দ্বীপ লিখেছেন- পাগলের প্রলাপ : রাজন, তুই যেন ক্ষমা না করিস
Pelob Chakraborti লিখেছেন- বলুন, কেমন করে সহ্য করি
ঘটনার বহুলতা এবং কিছু বস্তব চিত্র ধরে শ।মসীর লিখেছেন- লজ্জা পাওয়ার বিব্রত হবার ক্ষমা চাওয়ার মত কিছু ঘটে নাই ।
শেখ এম উদ্‌দীন লিখেছেন- নিম্ন মধ্যম আয়ের দেশ, সাগরে ভাসমান অর্থনীতি এবং ২৭ + ১ টি লাশ
তারেক সালমান জাবেদ লিখেছেন- এ কেমন নির্যাতন
আমাদের আবেগ কতটা বাস্তবতার মুখ দেখে নাকি আমরা সবাই স্ববিরধীর ভূমিকায় অভিনয় করে যাচ্ছি? নেফার সেটি লিখেছেন- আজ যারা রাজন হত্যার বিচার চাচ্ছেন তারা নিজেরাই পরবর্তীতে ঠিক থাকবেন তো..???
সাবু ছেেল লিখেছেন- একটি সাহায্যের আবেদনঃ জাতিকে কলঙ্ক মুক্ত করতে অতি দ্রুত এদের ফাঁসি চাই!
রাজনকে নিয়ে ব্লগার নতুন অভিনেতার লেখা কবিতা- অভিমন্যু একা
রেজা ঘটক লিখেছেন- পিটিয়ে শিশু হত্যার পর ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে !!!
কিছু নেতিবাচক কাজও ইতিবাচক হয়ে জিইয়ে রয় সমাজে বছরের পর বছর, যুগের পর যুগ। সামাজিক কোষ্ঠকাঠিন্যের একটি অন্যতম দিক নিয়ে আমি ময়ূরাক্ষী লিখেছেন- শিশু অপরাধ ও মানবিকতা বা মনুষ্যত্ব
রাজন হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, আমাদের ক্ষয়ে যাওয়া সমাজের একটি বাস্তব চিত্র। এই চিত্রের শেকড় অনুসন্ধানের চেষ্টা করেছেন ব্লগার বোকা মানুষ বলতে চায়- রাজন হত্যাকাণ্ড, আমাদের সমাজ এবং অপরাধের শিকড়ের সন্ধান
আনফ্লিঞ্চিং লিখেছেন- অসুস্থ সমাজব্যবস্থার অবনতির একটা রূপ রাজনের মৃত্যুটা
মোস্তাক খসরুর ছড়া- কামরুল আর রাজনের দুই ফল।।
ভিন গ্রহের এলিয়েন লিখেছেন- জাতি আজ বর্ববরতার সামনে বাকরুদ্ধ
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর এর কবিতা- "রাজন'



চুরির অপরাধে সিলেটে রাজন নামের ১৩ বছরের এক বাচ্চা নির্মম ভাবে খুন হয়েছে। যে খুনের ভিডিও ছড়িয়ে পড়েছে সোস্যাল নেটওয়ার্কে। ভিডিওটিতে দেখা যায় কিছু মানুষ চরম পৈশাচিক উল্লাসে একটি শিশুকে বেঁধে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করছে। শিশুটির কান্না এক ফোঁটা পানির আকুতি এবং ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়া দেখে স্বাভাবিক ভাবেই আমাদের কোমল(!) মানবিক(!) হৃদয় হাহাকার করে উঠছে। দাবী তুলছি খুনিদের সর্বোচ্চ শাস্তির। যদিও খুব দ্রুতই নতুন কোন ইস্যু আমাদের মন থেকে এই নির্মম হত্যার স্মৃতি মুছিয়ে দিবে। তবুও আশা করবো বিচারের কাজে নিয়োজতি দায়িত্বশীল ব্যক্তিবর্গ যাতে টাকা ও ক্ষমতার কাছে বিক্রি না হয়ে সঠিক নিয়মের মধ্যে থেকে এই অপরাধের সুষ্ঠ বিচার নিশ্চিত করেন।

এবার আসুন আমরা নিজেরা দাঁড়াই এই খুনের কাঠগড়ায়। ১৩ বছরের একটি ছেলের যখন স্কুল ব্যাগ কাঁধে স্কুলে যাওয়ার কথা অথবা ব্যাট হাতে ক্রিকেট খেলতে যাওয়ার কথা তখন কেন সে বাধ্য হয়েছে এমন এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে যেখানে তাকে চোর অপবাদ পেতে হয়েছে? পেতে হয়েছে নির্মম নির্যাতনের মুখে ধুঁকে ধুঁকে মৃত্যুর মুখে ঢলে পড়তে? সে যদি অপরাধ করেও থাকে তবুও তাকে অপরাধী বলার সুযোগ নেই, কারণ সভ্যতার ইতিহাস, ধর্ম, নৈতিকতা বা আইন কোনকিছুই একজন শিশুকে অপরাধী বলার সুযোগ আপনাকে আমাকে দেয়নি। এ অপরাধের দায়ভার সমাজের, এ অপরাধের দায়ভার আমাদের। হ্যাঁ, আপনি আমি থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্র এ হত্যার দায়ভার সকলের।

দিনের পর দিন এই রাষ্ট্রটিকে আমরা কলুষিত করে চলেছি, আমাদের সীমাহীন লোভ ও ক্ষমতার নেশায় প্রতি মুহুর্তে কেড়ে নিচ্ছে এমন হাজার হাজার রাজনের মুখের অন্ন, শিক্ষা বাসস্থান সহ সবকিছু। ঠেলে দিচ্ছি ক্ষুধা ও দারিদ্র্যের এক ভয়ংকর অনিশ্চিত পথে। সীমাহীন লোভ ধ্বংস করে দিয়েছে আমার নুন্যতম বিবেকবোধ, আমরা একেকজন হয়ে উঠেছি ভয়ংকর পিশাচ।

রাজনের জন্য আমরা বিচার চাইবো, তারপর সময়ে ভুলে যাবো। এবং আবারো আমরা আয়োজন করতে বসবো আরো রাজনদের হত্যার মঞ্চ তৈরী করতে। কারণ এই হত্যাকান্ড দেখার পরও আপনার আমার মধ্যে নিজেদের কৃতকর্মের ব্যাপারে অনুশোচনা আসবে না। রাজনের মৃত্যুতে চোখের জল মুছে আমরাই বের হবো কারো জন্য মিষ্টির হাড়ি নিয়ে, টাকার ব্যাগ নিয়ে, পদ্মার বড় ইলিশ নিয়ে যাতে কারো ব্যবসার লোন পাশ হয়, কারো চাকুরী হয়, কারো হয় প্রমোশন ইত্যাদি ইত্যাদি। বড়কর্তা রসগোল্লার হাড়ি থেকে একটা রসগোল্লা মুখে পুড়ে তৃপ্তির ঢেঁকুর তুলে বলবেন, "বুঝেছেন সাহেব, এত কম টাকায় এখন আর কিছু হয় না, আরেকটু বাড়ান। তাছাড়া ছেলে বায়না ধরেছে এবার ঈদে তাকে নতুন আরেকটি গাড়ী দিতে হবে। আমিও ভাবছি আরেক দফা হজ্জ করে আসবো আপনার ভাবীকে নিয়ে। সব মিলিয়ে খরচ তো আর কম নয়!" আর এদিকে আমাদের রাষ্ট্রযন্ত্র ব্যস্ত থাকবে রাষ্ট্রীয় আপ্যায়ন ব্যায় বাড়াতে, নইলে আবার অতিথিদের কাছে ইজ্জত থাকবে না! কারণ আমাদের রাষ্ট্রযন্ত্র অতিথিদের বলতে অপারগ যে, "দুঃখিত অতিথিগণ, আপনাদের এক কাপ চা আর একটা সমুচার বেশী কিছু খাওয়াতে পারছি না, কারণ আমাদের রাজনরা অভুক্ত আছে।" আমাদের নীতি নির্ধারকগণ কোটি টাকা দামের গাড়ীর বদলে কম দামের গাড়ীতে চড়ে বলবেন না যে, "দুঃখিত আমাদের রাজনদের পায়ে জুতো নেই।" আর আমরাও বলবো না যে, "দুঃখিত নিজের অন্যায় সুযোগ নিতে পারবো না কারণ তাতে আমাদের রাজনরা অভুক্ত থাকবে।"

চিনে নিন হত্যাকারীদের


জন্মই যার আজন্ম পাপ


এই সেই হত্যাকান্ডের হোতা। সৌদি আরব পালিয়ে গিয়েও শেষ পর্যন্ত রেহায় পায়নি। (ছবিঃ নতুন ভাইয়ের কমেন্ট থেকে প্রাপ্ত)


ছবিসুত্রঃ ফেসবুক থেকে

মন্তব্য ১৪২ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১৪২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: নির্মম, পৈশাচিক, অমানবিক
নিষ্ঠুরতার চরম প্রকাশ. ধিক
এই মানবরুপী পশুদের।
নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক
শাস্তি দাবী করছি।

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: প্রতিটি মানুষ তাঁর মৌলিক অধিকার পাক। দৃষ্টান্তমূলক শাস্তি হোক অপরাধীদের। নিষ্ঠুরতার চরম প্রকাশ বন্ধ হোক।

২| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৭

আমি স্বর্নলতা বলেছেন: রাজন হত্যার বিচার চাই।

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৪

*কুনোব্যাঙ* বলেছেন: দৃষ্টান্তমূলক বিচার হোক

৩| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দেখেন আমি ভীষন বিরক্ত আমাদের আম জনতার উপর। তারা যে কোন ঘটনা ঘটার সময় প্রতিরোধ করতে আগ্রহী নয়, ঘটনা ঘটার পর যাত্রাপালার বিবেকের মত তাদের আগমন।

আমি দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই। ধন্যবাদ আপনার এই পোস্টের জন্য।

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: ঘটনার পর যাত্রাপালার বিবেক।
ভালো বলেছেন কাভা ভাই।

৪| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৬

রিকি বলেছেন: এ অপরাধের দায়ভার সমাজের, এ অপরাধের দায়ভার আমাদের। হ্যাঁ, আপনি আমি থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্র এ হত্যার দায়ভার সকলের।

আইন বিচার করতে পারবে বলে আপনার মনে হয়??? তাকে ৮ জুলাই মেরে ফেলা হয়েছে, আজকে ১৩ জুলাই--- ৫ দিন লেগেছে আমাদের প্রতিবাদের শব্দ উচ্চারণ করতে, বিচারের মঞ্চে তো ৫ বছরেও আসামী সামনে থাকলেও খুঁজে পাবে না 'কই কই কে খুন করেছে'--- যেমন আগের কোন ঘটনারই পায়নি। সবাই অদৃশ্য হয়ে যায় ভাই। দোয়া করেন আমাদের দেশে না মানুষ আর কয় দিন পর থেকে এগুলো বর্বরতা দেখতে দেখতে আইনের পরোয়া না করে নিজেরাই আইন হাতে নিয়ে বসে--- যা শুরু হয়েছে--মানুষ আর কতদিন উটপাখির মত বালিতে মাথা গুঁজে বসে থাকবে????

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২২

*কুনোব্যাঙ* বলেছেন: বিচার হবে কি হবেনা সেটা অনেকাংশে নির্ভর করবে হত্যাকারীরা কতটা প্রভাবশালী এবং কতটা অর্থ বিত্তের মালিক। বাস্তবতা দেখে এমনটাই মনে হয়।

৫| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১১

আমিনুর রহমান বলেছেন:


রাজনের জন্য আমরা বিচার চাইবো, তারপর সময়ে ভুলে যাবো। এবং আবারো আমরা আয়োজন করতে বসবো আরো রাজনদের হত্যার মঞ্চ তৈরী করতে।

সত্য বলেছো। পোষ্টে সহমত।

তবে আশা করি একদিন হয়ত আমাদের মধ্যে অনুশোচনা আসবে, একদিন হয়ত সব অনিয়মের প্রতিবাদে জ্বলে উঠবে সাধারণরা। সব অন্যায়-অবিচারের বিচার হবে।

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: আশার কথা হচ্ছে সব কিছুরই একটা শেষ আছে। এই চরম অন্যায় অনিয়ম অমানবিকতাও একদিন শেষ হবে।

ধন্যবাদ আমিনুর ভাই।

৬| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৭

হাসান মাহবুব বলেছেন: অবিশ্বাস্য এই নিষ্ঠুরতা। কীভাবে পারে মানুষ, কীভাবে পারে!

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: কল্পনাকেও হার মানানো নিষ্ঠুরতা, এমন ঘটনা অহরহই ঘটছে আমাদের সমাজে। ভিডিওতে উঠে না আসলে আরো অনেকের মতো হয়তো হারিয়ে যেতো লোকচক্ষুর আড়ালে।

৭| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩২

রিকি বলেছেন: বিচার হবে কি হবেনা সেটা অনেকাংশে নির্ভর করবে হত্যাকারীরা কতটা প্রভাবশালী এবং কতটা অর্থ বিত্তের মালিক। বাস্তবতা দেখে এমনটাই মনে হয়। একমত।

১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ আপনাকে

৮| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৫

কাবিল বলেছেন:


রাজনের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

রাজনের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

রাজনের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

রাজনের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

রাজনের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

রাজনের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

রাজনের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

রাজনের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

রাজনের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।







১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

*কুনোব্যাঙ* বলেছেন: রাজনের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

৯| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৬

নুর ইসলাম রফিক বলেছেন: যে আইনের প্রতি মানুষের আস্থা নেই
সে আইনের প্রতি মানুশের শ্রদ্ধাবোধ ও হয়না।

তাই আমি বলতে চাই আইন তার আস্থা ফিরিয়ে আনুক
মানুশও আইনের শ্রদ্ধাবোধ ফিরিয়ে দেবে।

১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

*কুনোব্যাঙ* বলেছেন: সীমাহীন দুর্নীতির তোপে আইনের শাসন আজ পলাতক

১০| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২০

আমি ময়ূরাক্ষী বলেছেন: মানুষের বিবেক জাগ্রত হোক।

আর কোনো রাজন যেন না ঝরে যায় এই নির্মমভাবে।

১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: প্রতিদিন আমরা এমন হাজার হাজার রাজনকে হত্যা করে চলেছি পরিকল্পিত উপায়ে।

১১| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩১

বলেছেন: আসুন আমরা আমাদের বিবেকবোধকে ঘুমন্ত রেখে আবার রাজনদেরকে হত্যার মঞ্চ তৈরি করি.....

১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: হুমমম, আমরা তাই করবো। আবারো বিবেকবোধকে ঘুমন্ত রেখে রাজনদের হত্যা করতে বের হবো।

১২| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৩

জানা বলেছেন:
ভিডিও টা দেখার সাহস আমার হয়নি। খবর আর ছবিগুলো আমাকে স্তব্ধ করে দিয়েছে! অবশ করে রেখেছে!
মানুষ কিভাবে এতখনি নিষ্ঠুর হতে পারে!

১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২২

*কুনোব্যাঙ* বলেছেন: মাঝে মাঝে অনেক কিছু আমাদের কল্পনাকেও হার মানায় আপু। হয়তো আমাদের কল্পনারও একটা সীমা আছে কিন্তু আমাদের পৈশাচিকতার কোন সীমা নেই।

১৩| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪০

ইমতিয়াজ ১৩ বলেছেন: গতকাল রাতে (১২-০৭-২০১৩) আমার ছোট ভাই যখন ঘটনাটি টিভিতে দেখে বিমর্ষ ছিল সেটা দেখে এই সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ হারিয়ে ফেলি মানষিক ভাবে সহ্য করতে পারবো না বলে। আপনার দেয়া ছবিগুলো দেখেই কেমন জেন লাগছে। আর সেই সময় ছেলেটির না কেমন লেগেছিল।


আল্লাহ ওদের বিচার করুন আর ছেলেটিকে বেহেস্ত নসিব করুন। আমিন।।

১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: আল্লাহ্‌ ওদের বিচার করুন।

১৪| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৫

তারেক সালমান জাবেদ বলেছেন:
রাজনের খুনীদের ফাঁসি চাই।

১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:১৭

*কুনোব্যাঙ* বলেছেন: আর কোন রাজন যাতে এমন নির্মম মৃত্যুর শিকার না হয়।

১৫| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৮

সজিব্90 বলেছেন: ধন্যবাদ admin কে পোষ্ট টিকে স্টিকি করার জন্য,বিচার শেষ না হওয়া পর্যন্ত যেন পোষ্ট সরানী না হয়,অনুরোধ রইলো।

১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: স্টিকিতে ঝুলিয়ে রাখলেই কি বিচার হয়! তাই যদি হতো এই ব্লগে আমরা আগেও দেখেছি হত্যার বিচার চেয়ে দিন গণনা করতে। পলাতক আইনের শাসন সে দিন গণনা দেখতে পায়নি, হয়তো এটাই পাবে না।

১৬| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''আমিও ভণ্ড অনেকের মত '' ।

তবুও এর অবসান চাই ।

১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:২১

*কুনোব্যাঙ* বলেছেন: আসলে আমরা সবাই রাজনের হত্যাকারী।


ধন্যবাদ গিয়াস লিটন ভাই

১৭| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৭

জ্যোস্নার ফুল বলেছেন: এরা চলনে বলনে মানুষ কিন্তু মগজে কীট। এদের সমাজের বাইরে ছুড়ে ফেলে দেওয়া উচিৎ ।
সবচেয়ে বেশি দুঃখ লাগছে, এদের হয়ে কিছু আইনজীবী মামলা লড়বে, এদের পরিচিত জন সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আর যদি একটু ক্ষমতা থাকে তাহলে তো আঈন নিজেই নিজেকে এদের হাতে তুলে দেবে।

বিক্ষোভ করি আর যাই করি, আমাদের মেনে নিতেই হবে, আমরা আসলে পচে গেছি।

১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: রাজনদের মৃত্যুর দায়ভার আমাদের, রাজনদের হত্যাকারীদের বুক ফুলিয়ে মুক্তির দায়ভারও আমাদের। বিবর্তনের বিপরীতে চলতে চলতে আমরা আমাদের মেরুদণ্ড হারিয়ে ফেলেছি। জেলি মাছের মতো ছোঁয়া লাগলেই সে স্থান বিষাক্ত হয়ে যায়।

১৮| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৯

ছাসা ডোনার বলেছেন: এই জানোয়ারদের ফাসি দেওয়ার আগে সবাইকে নুনু বেধে রাস্তায় রাস্তায় ঘুরানো হোক আর সব পথিকদের লাঠি দিয়ে পেটানোর সুযোগ দেওয়া হোক।

১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:৪৩

*কুনোব্যাঙ* বলেছেন: হুমমম

ধন্যবাদ আপনাকে

১৯| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: পোষ্টটি দেখি স্টিকি হয়েছে। মডারেশন প্যানেলকে অনেক ধন্যবাদ একটি মানবিক বিষয়কে দৃষ্টি আকর্ষণের জন্য নির্বাচিত করায়। তবে যেহতু সংশ্লিষ্ট বিষয়ে আরো অনেক ভালো লেখা ব্লগে রয়েছে সেহেতু চেষ্টা করছি লেখাগুলোর একটি সংকলন রাখতে যাতে সবার মতামতই দৃষ্টি আকর্ষিত হয়।

১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: ব্যক্তিগত সামান্য সময় স্বল্পতার কারণে অল্প কিছু পোষ্টের লিংক যোগ করে আপডেট করলাম। চেষ্টা করবো যত দ্রুত সম্ভব ব্যস্ততা সরিয়ে অন্যান্য পোষ্টের লিংক যোগ করতে। সংকলনে সকলের সহযোগীতা কাম্য।

২০| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৩

না মানুষী জমিন বলেছেন: কি নির্মম!! পশুরাও লজ্জা পাবে এই পৈশাচিকতা দেখে। ধিক!

১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: সত্যিই নির্মম!


ধন্যবাদ না মানুষী জমিন

২১| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৭

ডি এম শফিক তাসলিম বলেছেন: এ ধরনের জারজ স্ট্যাইলের মানুষ পিটানো এর আগেও দেখেছি !! সেটা নিয়ে কিছু সংখক বাঙালির গর্বে র শেষ নেই বলেই বাঙালি জাতীর রাজন প্রীতি আমাকে বিড়ালের পেয়ালা পাত্রের ভালবাসা মনে হয় !! ঘটনা :১ : ২৮শে অক্টেবর মানুষ পিটিয়ে মেরে পিঠে লাফিয়ে বাসু সাহেবের নর্তন কুর্দন ।
ঘটনা ২: প্রকাশ্য দিবালোকে গামাকে পিটিয়ে মেরে হেচড়িয়ে রাস্তায় ঘুড়ানো ।
ঘটনা ৩: বিশ্বজিত কে কুপিয়ে হত্যা ।
ঘটনা ৪: রাজন কে পিটিয়ে হত্যা

..............
আমাদের ভুমিকা:ঘটনা ১: জামাত বিএনপি মারছে ও মরুক তবে এতো মারা ঠিক হয়নাই ।ঠিকউ আছে ওরা ্ওইখানে গেলো ক্যান?
ঘটনা ২:আওয়ামিলিগ-বিএনপির ব্যাপার এটা নিয়ে মাথা না খাটালেও চলবে ।
ঘটনা ৩: (সৌভাগ্যবসত সে সাধারন মানুষ) আহারে খেটে খাওয়া মানুষটারে মারল ।কিছু করলে নাহয় মানা যেত !!!
ঘটনা ৪:(সৌভাগ্যবসত সেও সাধারন মানুষ তাই তাকে নিয়ে এত হৈ রৈ) আমরা পচে গেছি ইত্যাদি ইত্যাদি !!

শেষ কথা : যে জাতি মানবতাবোধে বৈষম্য দেখায় ,,,সে জাতীর কপালে এমন ধরনের ঘটনা শুধু চায়ের কাপে চায়ের বিক্রি বাড়ানো ছাড়া আর বিশেষ কোনও কাজ করে না !!! ,
..............

১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:৫৭

*কুনোব্যাঙ* বলেছেন: আসলে দেশের সাধারণ জনগণ রাজনীতির থেকে বিশেষ কিছু পায়নি, যা কিছু পেয়েছে তার সাথে এসেছে সন্ত্রাস, চাঁদাবাজি, এলাকার মাস্তানি, টেন্ডার দখল ইত্যাদি ইত্যাদি। রাজনীতিকদের দিয়ে সাধারণ মানুষের ভাগ্যের তেমন কোন পরিবর্তন আসেনি বলেই দিন দিন তারা সম্মান হারিয়েছে, একই সাথে ধরিয়েছে ভয়, কি বলি কি হয়। তাই সাধারণেরা এখন সাধারণদের নিয়েই বেশী ব্যস্ত হবে এটাই স্বাভাবিক।

আর রাজনৈতিক ব্যক্তিত্বদের বিশেষ লাশের প্রতি কান্না (মায়াকান্নাও হতে পারে) আর বিশেষ লাশের প্রতি বাঁধ ভাঙ্গা উচ্ছাস এটা স্রেফ লাশের রাজনীতি। রাজনৈতিক পৈশাচিকতার সবচাইতে নিকৃষ্ট উদাহরণ। কারণ প্রতিটি অস্বাভাবিক মৃত্যুই সমান অনুতাপের।

কবি John Donne বলেছেন,
Any man's death diminishes me,
Because I am involved in mankind,
And therefore never send to know for whom the bell tolls
It tolls for thee.

২২| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৩

সুমন কর বলেছেন: আমরা অনেক আগেই পশু হয়ে গেছি !!! কারণ আমাদের বিবেক মৃত।

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ৯:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: কিছুটা রয়েছে এখনও, আর সেজন্যই হয়তো রাজন হত্যার বিচার চাইছি সবাই। তবে সেটা শুধুই অনলাইনে সাময়িক আবেগ দেখানো নাকি প্রায়োগিক ক্ষেত্রেও কিছু আছে সেটা সময় বলে দিবে।

২৩| ১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২০

মো. রহমত উল্লাহ্‌ (রানা ইশতিয়াক) বলেছেন: যারা রাজন নামক এই মুসলিম শিশুটিকে খুটিতে বেঁধে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে তারা কি মুসলমান? তারা কি বিশ্ব দরবারে মুসলমানদের মান হানি করেনি? তারা কি মানবতা বিরোধী অপরাধ করেনি? তারা কি ইসলামের শত্রু নয়? তারা কি বাঙালি জাতিকে খাটো করেনি? তারা কি মানবাধিকার লঙ্গন করে নি? তারা কি ইসলাম ধর্মের সমালোচকদের চেয়ে বেশি অপরাধ (প্র‍্যাক্টিক্যাল) করে নি?

তাহলে বিভিন্ন বাদী (মৌলবাদী, জাতীয়তা বাদী, প্রগতি বাদী, মানবতা বাদী, নারী ও শিশু বাদী, মুজিব বাদী, জিয়া বাদী, মাও বাদী, লেনিন বাদী, মার্কিন বাদী, আরব বাদী, জাগরন বাদী ...) প্রতিবাদীরা এখন কোথায়?

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ৯:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: ইসলামে নিষিদ্ধ বিষয়গুলো যেমন মিথ্যা, ঘুষ, দুর্নীতি, পেশিশক্তির প্রদর্শন ইত্যাদি এই মুসলিম প্রধান দেশ বাংলাদেশেই সবচাইতে বেশী হয়।

২৪| ১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাবুটারে দেখেই হারিয়ে যাওয়া ছোট ভাইটার চেহারা ভেসে উঠল!!!!

হায়! রাজন!
হায় রাজন!!
হায় রাজন!!!

ঘটনা দেখি শুনি আর ঐ গানের সুরেই নিজেকে সান্তনা দেই-

আমি চিৎকার করে কাদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার
বুকের ব্যাথা বুকে চাপা দিয়ে
নিজেকে দিয়েছি ধিক্কার..................


১৪ ই জুলাই, ২০১৫ সকাল ৯:১২

*কুনোব্যাঙ* বলেছেন: আল্লাহ্‌ আমাদের ক্ষমা করুন, আমাদের সঠিক পথে চালিত করুন। আমরা সবাই মিলে আর যাতে কোন রাজনের জন্য হত্যার মঞ্চ তৈরী না করি।

২৫| ১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১২

বংশী নদীর পাড়ে বলেছেন: একজন মানুষ কখনো পারেনা এতটা নিষ্ঠুর আর পৈচাশিক ভাবে নিরিহ ১৩ বছর বয়সী শিশুটাকে এভাবে নির্দয়ভাবে জানুয়ারের মতো জাহেলিয়াত যুগের মতো পিটিয়ে হত্যা করতে। আমি স্তব্ধ, ভাষা শুন্য, নির্বাক। কি বলে ধিক্কার জানাবো সে ভাষা আমার জানা নাই। তবে মানুষ এতটা পশুত্ববরণ করেছে তা ভাবতেও লজ্জা হয়। শুধু কি তাই, গরুর মতো ইচ্ছে মতো পিটিয়েও শান্ত হয়নি ছেলেটিকে লোহার রড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্যাতন করেছে। আরো বেশি আশ্চর্যের বিষয় হলো তারপর তারা সেই করুন দৃশ্য মোবাইলে ভিডিও করে উল্লাস করেছে। ও মানুষ! তোমাকে না তোমার সৃষ্টিকর্তা জ্ঞান দিয়েছে যা আঠারো হাজার মাখলুকাতের আর কাউকে দেয়া হয়নি। ও মানুষ! তোমাকে বিবেক দেয়া হয়েছে, তোমাকে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে, তুমি এটা কি করলে? কি চুরি করেছিলো ছেলেটা? তোমাদের কথা সত্যও যদি হয় চুরি করেছিলো, অপরাধী। তবে কত টাকার জিনিসই বা? আর তাই বলে তাকে এমন নিষ্ঠুরভাবে হত্যা করলে? একটুও কি মায়া লাগলো না।

না, তোরা খুনি!
তোরা জল্লাদ!
মানুষ না!
পশুও না!
পশুর চেয়েও হিংস্র।
তোদের এই পাপের শাস্তি ভয়াবহ।
দিবালোকে প্রকাশ্যে তোদের এই জঘন্য
হত্যাকাণ্ডের বিচার চাই।
অবশ্যই বিচার চাই।
ফাঁসির কাষ্ঠে নয়
তোদেরকে সূঁচ দিয়ে
অথবা মাছ মারার
টেঁটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে
রক্তপাত করতে চাই
তারপর লেবুর রস
অথবা শুকনো মরিচ বাটা
অথবা লবনের ছিঁটা দিতে চাই
জখমের উপর দিয়ে।
আর যখন পানি পানি বলে চিৎকার করবি
কখন পেসাব করাবো তোদের মুখের উপর
মানুষ দিয়ে না কুকুর দিয়ে।
আমি তোদের বিচার চাই
ফাঁসির মঞ্চেনা
আমার নিজের হাতে
আমার নিজস্ব আদালতে।

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ৯:১৪

*কুনোব্যাঙ* বলেছেন: রাজন মরে আমাদের মানবিক বিবেক জাগ্রত করে গেছে, এখন দেখার বিষয় এই বিবেককে আমরা সবাই প্রায়োগিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারি কিনা।

২৬| ১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

নতুন বলেছেন: Click This Link

এটা সম্ভবত হত্যাকারীর ছবি যে সৌদিপ্রবাসী... এটা নাকি দেশে থেকে পালিয়েছে। একে ফেরত আনা দরকার।

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ৯:২১

*কুনোব্যাঙ* বলেছেন: ছবিটা মূল পোষ্টে যুক্ত করে দিলাম।

২৭| ১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

শায়মা বলেছেন: ছবিগুলো দেখলেও নিশ্বাস বন্ধ হয়ে যায়।

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০৩

*কুনোব্যাঙ* বলেছেন: হয়তো এসব দেখতে দেখতে আমরাও একদিন অভ্যস্ত হয়ে যাবো, যেমনটি হয়েছি পূর্বের আরো অনেক কিছুতে !

২৮| ১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

সাবু ছেেল বলেছেন: একটি সাহায্যের আবেদনঃ জাতিকে কলঙ্ক মুক্ত করতে অতি দ্রুত এদের ফাঁসি চাই!

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০৩

*কুনোব্যাঙ* বলেছেন: যুক্ত করে দিয়েছি

অনেক ধন্যবাদ আপনাকে

২৯| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৯:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: অমানবিক। সত্যিই আমরা পশু হয়ে গেছি।

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: নাহ, এখনও বোধহয় পুরোটা পচে যাইনি আমরা, তাইতো রাজনের জন্য আজ সারা দেশ কাঁদছে

৩০| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৮

জুন বলেছেন: বলার মত ভাষা নেই ।
নীচের লিংক টা দেখতে পারো কুনো
http://www.somewhereinblog.net/blog/asrafjahan/30054171

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: লিংকটা যোগ করে দিয়েছি আপু। আসলেই বলার মতো ভাষা নেই

৩১| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩০

বিষাদ সময় বলেছেন: নরপশু কামরুল সৌদি আরবে আটক।

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: আবারো প্রমাণিত হলো ঐক্যবদ্ধ হলে আমরা সব পারি।

৩২| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৫

দৃষ্টিসীমানা বলেছেন: ১৩ বছরের রাজনকে নিয়ে এ কেমসা।তামাশা ?

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: তার মৌলিক অধিকার হরণ করে, শিক্ষার পথ রুদ্ধ করে, একটি শিশুর স্বাধীন সুখী জীবন কেড়ে নিয়ে এ তামসার শুরু তো আমরাই করেছি

৩৩| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫২

মেহবুবা বলেছেন: এ বিষয়ে লেখা পড়ব না, ছবি দেখব না, সম্ভব নয়।
এটা কয়েকজন মাত্র মানুষকে চিহ্নিত করে না, প্রকারন্তরে আমাদের বর্তমান মানবতাবর্জিত অধ:পতিত সামাজিক ব্যবস্থা, মূল্যবোধহীন জীবন ধারন, বিচারহীন অপরাধ জর্জরিত, অবাধ ডিশ-মোবাইল আক্রান্ত পরিবেশ এর খন্ডচিত্র মাত্র ।

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: এটি একটি সম্মিলিত হত্যাকাণ্ড, যেখানে জড়িত আমি আপনিও।

৩৪| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:২০

আবু শাকিল বলেছেন: মানুষের বিবেক এত মৃত হতে পারে,নরপশু দের দেখে বোঝলাম।
বিবেক জাগ্রত হোক।
রাজন কে দেখে চোখে পানি চলে এসেছে।সব টুকু ভিডিও দেখার সাহস হয় নি।

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: বিবেক জাগ্রত হোক, পচে যাওয়া সমাজটি গড়ে উঠুক নতুন এক ফলদায়ী মহীরুহে

ধন্যবাদ আবু শাকিল ভাই

৩৫| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৩

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: এর আগেও আমরা বিভিন্ন ঘটনা দুর্ঘটনায় দুইদিন লাফালাফি করেছি তিনদিন পরে যে যার মত।
জাতি বিচার চাইতে চাইতে আজ ক্লান্ত।

বাঙালী নাকি সহজ সরল নিরীহ! কেউ বলবে এদের দেখে?
কঠিন থেকে কঠিনতর শাস্তি চাই এই অমানুষগুলোর।

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৮

*কুনোব্যাঙ* বলেছেন: কঠিন থেকে কঠিনতর শাস্তি চাই এই অমানুষগুলোর।


ধন্যবাদ আপনাকে

৩৬| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৩

সুবিধাবঞ্চিত মানুষেরা বলেছেন: বিশ্বজিৎ থেকে রাজনের (সামিউল) নির্মম হত্যাকান্ড! সকল হত্যাকান্ডের বিচার চাই। একটি হত্যাকান্ডের বিচারহীনতাই অন্য হত্যাকান্ডকে উৎসাহিত করে। বর্তমান বাংলাদেশকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০১

*কুনোব্যাঙ* বলেছেন: রাজন হত্যার ভিডিওটি দেখে অনেকেই মানসিক ভাবে ভেঙ্গে পড়ছেন।

৩৭| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমাদের সমাজে এভাবে প্রতিদিন নাম না জানা অনেক রাজন প্রতিনিয়ত নিগৃহীত হচ্ছে। বাসা বাড়িতে, কর্মস্থলে, ফুটপাথে সব জায়গায়। দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি, এরই মধ্যে মূল অপরাধী সৌদি আরবে ধরা পড়েছে।

১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০২

*কুনোব্যাঙ* বলেছেন: আমাদের সমাজে এভাবে প্রতিদিন নাম না জানা অনেক রাজন প্রতিনিয়ত নিগৃহীত হচ্ছে। বাসা বাড়িতে, কর্মস্থলে, ফুটপাথে সব জায়গায়।

সহমত

৩৮| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:১৭

সচেতনহ্যাপী বলেছেন: যতদুর মনে পরে প্রথমদিনই পুলিশের কাছে খবর ছিল যে,প্রধান আসামী প্রবাসী বিধায় পালিয়ে যেতে পারে।। তাই সতর্ক করে দেয়া হয়েছিলো প্রতিটি বহির্গমন পথকেই।। তারপরও আজকের পত্রিকার ভাষ্য অনুযায়ী সে গ্রেফতার হয় সৌদী আরব এসে,স্থানীয় পুলিশের হাতে!! তাহলেই বুঝে দেখুন আমাদের মানবিকতা টাকার কাছে কি ভাবে বিক্রয় হয়ে গেছে?? আমার দাবী সরাসরি হত্যাকারীদের সাথে যারা প্রধান আসামীকে দেশত্যাগ করার সুযোগ তৈরী করে দিয়েছে, তাদেরও বিচার।। আসলে রাজনরা কোনদিন বিচার পায় না শুধু দেশব্যাপী আলোড়নের জন্য যা কিছু হচ্ছে।।

১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪২

*কুনোব্যাঙ* বলেছেন: টাকার কাছে বিক্রি হওয়া এদেশে একটি সাধারণ ঘটনা। লাগামহীন অপরাধ দুর্নীতিতে বর্তমানে বোধহয় আইনের রক্ষকরাই শীর্ষে রয়েছে।

৩৯| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ২:০১

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: -আমি শুধু এক গ্লাস পানি খাইমু,
-তুই, ঘাম খা...

রাজন কে যখন মুহিতরা মারছিল। ব্যথাভরা করুণ সুরে রাজন তাদের কাছে আকুতি করে বলেছিল, 'আমি শুধু এক গ্লাস পানি খাইমু।' একগ্লাস পানির জন্য এ আকুতি তাদের মনে এতটুকু সাড়া দেয়নি, যতটুকু সাড়ায় রাজন অন্তত এক গ্লাস পানি খেতে পারতো! আমার দু'চোখ জলে ভিজে যায় বার বার! কীভাবে এতটা অমানবিক হয়ে গেলাম আমরা? যেখানে একজন খুনী বা ফাঁসির আসামীকেও তার শেষ ইচ্ছে জিজ্ঞেস করা হয়। সেখানে রাজনের কী এতটুকু অধিকার ছিলনা?

তারা রাজন কে পানির বদলে ঘাম খেতে বলেছিল। জানা যায় পরে নাকি তাকে প্রস্রাব খাওয়ানো হয়েছিল। কী পাষন্ড ঐ মানুষগুলি! এখন যে মানুষেরা মিছিল করছে তার বিচারের জন্য। তারা কী কেউই ছিলনা সেখানে? তারা কী একবারও চেষ্টা করেছিল ছেলেটাকে বাঁচাতে?

হ্যা, আমদের সাহস এমনি। যখন একটা মানুষ লাশ হয়ে রাস্তায় পড়ে থাকে। অথবা এমন অনেক কিছু যা চোখের সামনে ঘটে যায়। আমরা সেখানে সাহস দেখাইনা। পরে দুঃখ বোধ করি অথবা বিচারের জন্য সোচ্চার হই। যে দেশে রাজনের মত শিশু এবং অসহায়দের সঠিক বিচার পাবার সম্ভাবনা খুব ই কম। হয়তো এদের বিচার হবে, হয়তো এরা একদিন বেরিয়ে যাবে আইনের ফাঁক খুঁজে। কিন্তু রাজন? আরা কখনো ফিরে পাবোনা আমরা তাকে! এখন আমদের আর কী বা করবার আছে। এখন শুধু বিচার চাই মহামান্য আদালতের কাছে।

ধীরে ধীরে এখন এটাও জানা যাচ্ছে চুরির সমস্ত ঘটনাই নাকি সাজানো। তবে কেন ১৩ বছরের শিশু রাজন কে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল?
তবে কী ভবিষ্যতে রক্ষা পাবে অন্য রাজনেরা? তবে কী এ হত্যার অমানবিক কান্ডগুলো দেখে বা জেনে আমরা কিছু শিখেছি? যাতে ভবিষ্যতের রাজনদের আমরা রক্ষা করতে পারি?

১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৩

*কুনোব্যাঙ* বলেছেন: এদেশে মানুষের জীবনটা সবচাইতে সস্তা। আমরা কেউ জানিনা এর শেষ কোথায়

৪০| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ২:১২

মুদ্‌দাকির বলেছেন:

কতটা অভিশপ্ত হইলে এইরকম একটা বাচ্চাকে এই ভাবে মারা যায়?

আল্লাহ বাচ্চাটা যতটা কষ্ট পেয়ে মারা গেছে, ঐ অভিশপ্ত গুলারেও এই দুনিয়াতেই সমান কষ্ট দিও!!

এই ঘটনায় রাজনের বাবা-মা আর দেশবাসী মনে যে পরিমান কষ্ট পাইতেছে এর কিছুটা হইলেও এদের মনে দিও!!!

ঘটনা জানার পড়থেকে কেমন যে একটা কষ্ট লাগতেছে বুঝাইতে পারবো না। অকল্পনিয় একটা ব্যাপার ঘটতে দেখাইলো আল্লাহ। আল্লাহই জানে এতে আমাদের কি ভালো আছে???? !!!!!!

১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৬

*কুনোব্যাঙ* বলেছেন: আমরা সবাই মিলে এমন অগণিত হত্যাকাণ্ড সংগঠিত করছি প্রতিদিন, নিশ্চিত করছি রাজনদের মৃত্যু। রাজনদের অধিকার হরণ করেই আমাদের যে পাপের সুউচ্চ অট্টালিকা বানাতে হবে

৪১| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ২:১৪

মুদ্‌দাকির বলেছেন:

বাচ্চাটা মাই গো মাই গো মানে মাগো মাগো বলে চিৎকার করছিল ............।।

১৫ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৫০

*কুনোব্যাঙ* বলেছেন: ব্যথায় আতংকে গলা শুকিয়ে যখন এক ফোঁটা পানি চাচ্ছিলো তখনও হত্যাকারীদের মন গলেনি, আল্লাহ্‌র দুনিয়ার এত পানি থেকে এক ফোঁটা পানিও বাচ্চাটির কপালে জুটতে দেয়নি পিশাচের দল।

৪২| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৫

কবীর অন্তর বলেছেন: মানুষ এতো সহজে এতোটা নির্মম হতে পারে না দেখলে বুঝার কোন উপায় নেই।
এ সকল বিবৃত মস্তিকের নিষ্টুর মানুষগুলো বেঁচে থাকার কোন অধিকার নেই ।

১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০১

*কুনোব্যাঙ* বলেছেন: হুমমম পারে, নির্মমতাই বর্তমান সভ্যতার মূল চালক! যার কারণেই সম্পদ আহরণ আর বিলাসী জীবনের জন্য আমরা দেশে দেশে নির্মম দাঙ্গা লাগিয়ে রেখেছি যার প্রধান বলি হচ্ছে নারী ও শিশু।

ভিয়েতনাম যুদ্ধের দুটি আলোচিত ফটোগ্রাফ যা কাঁদিয়েছিল পুরো বিশ্বকে। কিন্তু তথাকথিত বিশ্ববিবেকদের কানে সে কান্নার আওয়াজ এখনও পৌঁছায়নি।


৪৩| ১৪ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভিডিওটি দেখার পর কেমন যেনো অসুস্থ বোধ করলাম,সমস্ত শরীর মনে হলো কাঁপছে।দৌড়ে গেলাম বেডরুমে,দেখি আমার আড়াই বছরের ফুটফুটে রাজপুত্র তাঁর মায়ের কোলে ঘুমাচ্ছে পরম নিশ্চিন্তে।জড়িয়ে ধরে কপালে পাগলের মতন চুমু খাচ্ছি।
একি!!! এ আমি কি দেখছি,এতো আমার রাজপুত্র নয় এ যে রাজন শোয়ে আছে!!!
ঘোর কাটতে সময় লাগলো।বুকের মধ্যে হু হু করছে,গলায় কি যেনো আটকে আছে,সহ্য করতে পারছিনা
আমার যদি এই হাল হয় তবে রাজনের বাবা-মা কি করছে?
সারাদিন কেঁদেছি,হাউমাউ করে কেঁদেছি,যন্ত্রনায় ছটফট করেছি,
আমি পাগল হয়ে গেছি,ঊন্মাদ হয়ে গেছি,
আমার সন্তানের সাথে এমনটি ঘটলে? উফফ্‌ আর ভাবতে পারছিনা
মাথায় রক্ত চড়ে গেছে,কোথায় ঐ নরপিশাচগুলা?কোথায় বেজন্মার বাচ্চারা?
কিসের বিচার,কিসের আইন,কিসের প্রতিবাদ
যারা আমার রাজনকে পিটিয়েছে
যারা আমার রাজনের গায়ে হাত দিয়েছে
যারা আমার রাজন কে পানি না দিয়ে ঘাম খেতে বলেছে
যারা আমার রাজনের নির্যাতনের ভিডিও করেছে
যারা আমার রাজনের উপর পৈশাচিক নির্যাতন দাঁড়িয়ে দাঁড়িয়ে নপুংসকের মতন দেখেছে
যারা আমার রাজনের হত্যাকারীদের পালাতে সাহায্য করেছে
কসম খোদার,আমি সবকটা বেজন্মাকে আমার পায়ের নিচে পিষে মারতে চাই
বিচার নয়,আমি চাই প্রতিশোধ
যারা বিচার বিচার বলে চিৎকার করছে,আমি তাদের ঘিন্না করি।

রাজন রে সোনামানিক আমার,
আমার তুলতুলে খোকন সোনা,
আমার যাদু সোনা,
আমার বাপধন,
ওরে আমার মানিক........তোর জন্যে পরান পুইড়া যায়রে আব্বা.....বুকটা জ্বইল্লা যায়
ওরে তোরা আমার মানিকসোনারে কেমনে মারলি?
আমার ছোট্ট মানিক এত যন্ত্রনা তুই কেমনে শইলি বাজান?
আমি শরমিন্দা বাজান আমি শরমিন্দা
খবরদার আমাগো মাফ দিবিনা
এই হাভাইত্বা জাতি তোর লিগা আজীবন কানবো (তুই বেহেশত থিক্কা আমাগো কান্দন দেইকখা হাস)
এইডাই আমাগো শাস্তি

১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০১

*কুনোব্যাঙ* বলেছেন: খবরদার আমাগো মাফ দিবিনা
এই হাভাইত্বা জাতি তোর লিগা আজীবন কানবো (তুই বেহেশত থিক্কা আমাগো কান্দন দেইকখা হাস)
এইডাই আমাগো শাস্তি

৪৪| ১৪ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৩৯

রামন বলেছেন: স্থানীয় পুলিশ খুনীদের গ্রেফতার করেছিল। পরে থানার পুলিশ ৬ লক্ষ্য টাকা ঘুষ নিয়ে খুনীদের পালাতে সাহায্য করেছে। খুনীদের সাহায্য করার জন্য পুলিশও এই নৃশংস হত্যার দায় থেকে এড়াতে পারবে না৷ সহায়তাকারী পুলিশসহ সকল খুনির সর্বোচ শাস্তির দাবি জানাই।

১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: বর্তমানে পুলিশ প্রশাসন হচ্ছে এদেশে সবচাইতে কলুষিত। পুরো ডিপার্টমেন্টটাই অন্যায়ের তলানিতে এমন ভাবে নিমজ্জিত যে তাদের কাছে এখন এসব নরমাল প্র্যাক্টিস।

৪৫| ১৪ ই জুলাই, ২০১৫ সকাল ৭:৪৩

ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: পাষন্ড প্রকৃতির কিছু মানুষ
অাছে যারা মানুষকে হত্যা
কিংবা অন্যপ্রকার নির্মম
নির্যাতন করে পৈশাচিক
উল্লাসবোধ করে । এই ধরণের
মানুষ কি শিক্ষিত কি
অশিক্ষিত স্বভাব-চরিত্র একই
রকম । এদের ভালমতো
শায়েস্তা করতে না পারলে
সভ্যমানুষের লজ্জার শেষ
থাকবে না । শিশু রাজনকে
যেভাবে নির্যাতন করে খুন
করা হয়েছে কোনো
বিচারেই তার অপরাধ
মৃত্যুদন্ডে দন্ডিত হওয়ার মতো
নয় । কিন্তু যে লোকটি শিশু
রাজনকে খুন করেছে ওই ধরণের
অমার্জিত লোক
হরহামেশাই চোখে পড়ে ।
কিন্তু অাইন-অাদালত তাদের
সবক্ষেত্রে সমুচিত
শাস্তিবিধান করতে পারে
না । মানুষকে সৌজন্যবিধি
ও নান্দনিকতা সম্পর্কে
ঠিকমতো শিক্ষা ‌দেয়া
জরুরি । না হলে এই
পৈশাচিকতার অবসান
কখনোই হবে না ।

১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: মানুষকে সৌজন্যবিধি ও নান্দনিকতা সম্পর্কে ঠিকমতো শিক্ষা ‌দেয়া জরুরি । না হলে এই পৈশাচিকতার অবসান কখনোই হবে না ।

সম্পুর্ণ সহমত

৪৬| ১৪ ই জুলাই, ২০১৫ সকাল ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: রাজনের ছবিটা আমি সহ্য করতে পারিনা, দুইদিন যাবৎ মনটা চরম খারাপ। চার ঘন্টা ওকে মারধর করা হয়েছে, এতো সময়েও সেকানে একজন বিবেকবান মানুষ পাওয়া গেলোনা, ভাবতে সত্যিই অবাক লাগে……এই ঘৃণ্য হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই

১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: লোকে বলে মানুষের সংখ্যা নাকি দিন দিন বাড়ছে। এটা সম্পুর্ণ ভুল। প্রকৃতপক্ষে মানুষের সংখ্যা দিন দিন কমছে শুধু।

৪৭| ১৪ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৪২

লেখোয়াড়. বলেছেন:
এটাই এই বাংলাদেশের আসল অবস্থা।
আমার আর বলার কিছু নেই।

১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১০

*কুনোব্যাঙ* বলেছেন: দিনের পর দিন আমরা সবাই মিলে যে মঞ্চ তৈরী করেছি।

৪৮| ১৪ ই জুলাই, ২০১৫ সকাল ৯:১৫

ভিটামিন সি বলেছেন: সকল হত্যার বিচার চাই। রাজন হত্যাকারীদের ফাঁসি চাই।

১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৬

*কুনোব্যাঙ* বলেছেন: সকল হত্যার বিচার চাই

৪৯| ১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০৭

ইমিনা বলেছেন: এটা শুধু রাজনের খুনিদের পশুত্বের প্রতিকৃতি নয়, পুরো সমাজের প্রতিচ্ছবি। আমাদের মনুষ্যত্ববোধ হারিয়ে গেছে অনেক আগেই। এখন শুধু মানুষ নামের কংকালটাকে বহন করে চলছি আমরা।

১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৯

*কুনোব্যাঙ* বলেছেন: ঠিক বলেছে, এটি আসলে পুরো সমাজের প্রতিচ্ছবি। মানুষ বেড়েছে ঠিকই কিন্তু কমে গেছে মনুষ্যত্ব।

৫০| ১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১৯

সুমন জেবা বলেছেন: যদি এতটুকু মনুষ্যত্ব থাকে। যদি সামান্য মানবতা প্রেমিক হন তা হলে বসে থাকবেন না। প্লিজ কুকুরদের ছাড় দিবেন না

১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৭

*কুনোব্যাঙ* বলেছেন: মনুষ্যত্ব নাকি একবার ছয় লাখে বিক্রি হয়েছিলো। বাংলাদেশ প্রেক্ষাপটে বলা চলে বেশ ভালো দামই পেয়েছিলো। আবার শুনতে পাচ্ছি চার্জশীটে নাকি অজ্ঞাত পরিচয় গণপিটুনি এইসব শব্দ উল্লেখ আছে। কিছুদিন আমরা হয়তো এই ইস্যুটা নিয়ে উত্তপ্ত থাকবো তারপর নতুন কোন ইস্যু এলে ধীরে ধীরে রাজনকে ভুলে যাবো। আর এই ফাঁকে আবার শুরু হবে মনুষ্যত্বের বিকিকিনির কার্যক্রম। রাজন হত্যা নিয়ে শুরুতেই যেমনটি হয়েছিলো বলে শোনা যায়।

৫১| ১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০৭

অন্তর২০১৩ বলেছেন: বিভিন্ন অন্যায় আমরা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখতে দেখতে অন্যায়ের সাথে আপোষ করতে শিখেছি। যেদিন আমরা যেকোন অন্যায়কেই অন্যায় বলতে বা জানতে শিখব সেদিনেই কেবল সমাজ থেকে অন্যায়ের মাত্রা হ্রাস পাবে। এর আগে নয়।

১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: দিনের পর দিন অন্যায়কে প্রশ্রয় দিতে দিতে আজকে আমরা এমন এক নিদারুন অবক্ষয়ের সামনে এসে দাঁড়িয়েছি

ধন্যবাদ আপনাকে

৫২| ১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১১:১৫

ওবায়েদ উল্লাহ আইমান বলেছেন: সবাই অভিশাপ দেন, যারা নির্মমভাবে রাজনকে হত্যা করেছে তাদের উপর যেন অচিরেই আল্লাহর গজব পড়ে..

১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৫

*কুনোব্যাঙ* বলেছেন: অভিশাপের পাশাপাশি এর পরিবর্তন আনারও চেষ্টা করতে হবে। আল্লাহ্‌ বলেছেন, যে জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করে না, আল্লাহও সে জাতির ভাগ্য পরিবর্তন করেন না।

৫৩| ১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৩

কামরুন নাহার বীথি বলেছেন: দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই। ধন্যবাদ আপনার এই পোস্টের জন্য!!

১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৬

*কুনোব্যাঙ* বলেছেন: দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।

মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ

৫৪| ১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আবারো একই ঘটনার পুনরাবৃত্তিঃ
না বলে বাসা থেকে বের হওয়ার এমন সাজা!
view this link

১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০১

*কুনোব্যাঙ* বলেছেন: পুরো জাতির শেকড় পচে গেছে জহিরুল ভাই। শুধু দুই একটি ঘটনার প্রচার বা ফলোআপ করেই এ সমস্যার সমাধান হবে না। প্রয়োজন মূল্যবোধ নৈতিকতার চর্চা বাড়ানো। কিন্তু এটাতে সবচাইতে বড় বাঁধা বোধহয় কিছু রাজনীতিক গডফাদার সন্ত্রাসী দল। কারণ অস্থিতিশীল সমাজ তাদের জন্য বড় বেশী প্রয়োজন!

৫৫| ১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৭

মজুমদার আলমগীর বলেছেন: অবাক হচ্ছি এই জন্য যে, সরকারের কেউতো বলেই ফেলল এতে খালেদা জিয়ার ইন্ধন আছে। না জানি আবার বলে ফেলে জামাত-শিবির ছাড়া এই কাজ কারো পক্ষে করা সম্ভব নয়। আমরা কোন দেশে বাস করি? -যে দেশে মানবতাকে নিয়ে হাস্য-তামাশা করা হয়। ন্যায় বিচার থেকে মানবতা বঞ্চিত হয়। ক্ষমতার দাপটে সব কিছু সম্ভব হয়ে যায়ে।
আমি সবসময় একটি কথা বলে ফেলি -বাংলাদেশে জন্মগ্রহণের অর্থই হলো পাপ।

১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: এগুলো হচ্ছে একে অপরের গায়ে দোষ চাপিয়ে সাধারণ মানুষের অধিকার বঞ্চিত করার একটি খেলা। রাজনৈতিক দীনতা এতটাই তলানিতে এসে ঠেকেছে যে দলীয় সুযোগ সুবিধা পাওয়ার একটি অন্যতম শর্ত হয়ে দাঁড়িয়েছে এই ধরনের অর্থহীন উদ্দেশ্যমূলক আজেবাজে বক্তব্য।

৫৬| ১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৬

রাজকবি বলেছেন: অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
পোস্ট স্টিকি করার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।

১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।

৫৭| ১৪ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: জাতি আজ বর্ববরতার সামনে বাকরুদ্ধ - ভিন গ্রহের এলিয়েন

১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: লিংকটি মূল লেখায় যুক্ত করে দিচ্ছি

ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই

৫৮| ১৪ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কামরুল আর রাজনের দুই ফল।। মোস্তাক খসরু

১৬ ই জুলাই, ২০১৫ সকাল ৭:২৪

*কুনোব্যাঙ* বলেছেন: যুক্ত করে দিয়েছি। আবারো ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই

৫৯| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫৭

মামুন আকন বলেছেন: সত্যিই, অনেক কষ্ট পেয়েছি,,তাই যতটুকু পেরেছি, ব্লগ,ফেবু তে লেখালিখি করেছি,,,

১৬ ই জুলাই, ২০১৫ সকাল ৭:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: প্রতিবাদ চলুক, এভাবেই একদিন ধ্বংস হবে পিশাচদের অট্টহাসি

৬০| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১:০১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: নির্মম!!

১৬ ই জুলাই, ২০১৫ সকাল ৭:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: এমন নির্মমতা যাতে আমাদের গা সওয়া না হয়ে যায়

৬১| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১:০৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: "রাজন'

১৬ ই জুলাই, ২০১৫ সকাল ৭:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: এমন নির্মমতা দেখেও কবির শব্দ যদি নিরব থাকে তবে সে কবিও একজন হত্যাকারী!

৬২| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১:০৪

আল্লার বান্দা বলেছেন: শূওর এর মত ওর ঐ গলা যেদিন ফাসির দড়িতে নীল হবে সেই দিন কিছুটা শান্তি পাবো। আল্লাহ আমাদের সাহায্য কর।

১৬ ই জুলাই, ২০১৫ সকাল ৭:২৯

*কুনোব্যাঙ* বলেছেন: হয়তো পিশাচদের শাস্তি হবে হয়তো বা হবেনা, আমরাই হয়তো একদিন ভুলে যাবো রাজনকে

৬৩| ১৫ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৩৬

কলাবাগান১ বলেছেন: সরকারের উচিত শিশু প্রতিকার আইন প্রনয়ন করা এবং এই আইনকে 'রাজন আইন' বলে পার্লামেন্টে বিল পাশ করা

১৬ ই জুলাই, ২০১৫ সকাল ৭:৩৩

*কুনোব্যাঙ* বলেছেন: আইন তৈরী হয় জনগণের জন্য কিন্তু আইনের ধারা উপধারাগুলো তৈরী হয় প্রভাবশালীর স্বার্থ রক্ষার জন্য। আবার একই সাথে দেশে আইন আছে কিন্তু সে আইনের সার্বিক প্রয়োগ নেই। কি হবে নতুন একটি আইন করে আইনের পাতা ভারী করে! ন্যায় বিচার যেখানে নিশ্চিত নয় আইন সেখানে কয়েকটি বাক্যের সমষ্ঠি ব্যতীত আর কিছুই নয়!

৬৪| ১৫ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৪৪

নাসরীন খান বলেছেন: কি অমানবিক নির্যাতন।এই রকম ভাবে তাদেেরকেও মারা হোক ।

১৬ ই জুলাই, ২০১৫ সকাল ৭:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: সঠিক আইনে তাদের বিচার হোক, টাকার কাছে যাতে বিক্রি না হয় মনুষ্যত্ব

৬৫| ১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫১

রাতুলবিডি৪ বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: ... চার ঘন্টা ওকে মারধর করা হয়েছে, এতো সময়েও সেকানে একজন বিবেকবান মানুষ পাওয়া গেলোনা, ভাবতে সত্যিই অবাক লাগে……

িড এম শফিক তাসলিম বলেছেন: এ ধরনের জারজ স্ট্যাইলের মানুষ পিটানো এর আগেও দেখেছি !! সেটা নিয়ে কিছু সংখক বাঙালির গর্বে র শেষ নেই বলেই বাঙালি জাতীর রাজন প্রীতি আমাকে বিড়ালের পেয়ালা পাত্রের ভালবাসা মনে হয় !! ঘটনা :১ : ২৮শে অক্টেবর মানুষ পিটিয়ে মেরে পিঠে লাফিয়ে বাসু সাহেবের নর্তন কুর্দন ।
ঘটনা ২: প্রকাশ্য দিবালোকে গামাকে পিটিয়ে মেরে হেচড়িয়ে রাস্তায় ঘুড়ানো ।
ঘটনা ৩: বিশ্বজিত কে কুপিয়ে হত্যা ।
ঘটনা ৪: রাজন কে পিটিয়ে হত্যা

গিয়াসলিটন বলেছেন: ''আমিও ভণ্ড অনেকের মত '' ।
তবুও এর অবসান চাই ।

১৬ ই জুলাই, ২০১৫ সকাল ৮:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: এ দায় আমাদের সকলের। আমরা সবাই মিলে হত্যা করে চলেছি আমাদের প্রজন্ম এবং আমাদের ভবিষ্যৎ

৬৬| ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৪

তুহিন সরকার বলেছেন: রাজনের আত্মার মাগফেরাত কামনা করছি।
তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
রাজনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।


১৬ ই জুলাই, ২০১৫ সকাল ৮:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: রাজনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর কোন রাজনের যেনো এমন ভাগ্য বরণ করতে না হয়।

৬৭| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:২০

মোঃ আশিক বিল্লাহ্ বলেছেন: শিশু রাজন হত্যাকারীদের বিচার জনসম্মুখেই করা করা হোক।

১৬ ই জুলাই, ২০১৫ সকাল ৮:২৯

*কুনোব্যাঙ* বলেছেন: একটি সুষ্ঠ বিচারের দৃষ্টান্ত বন্ধ করতে পারে এমন হাজারো অপরাধা। কিন্তু মনুষ্যত্ব যেখানে বিক্রিযোগ্য পণ্য সেখানে বিচারের প্রত্যাশায় শংকা থেকেই যায়।

৬৮| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৩

মোহাম্মদ জামিল বলেছেন: আমাদের সমাজ মানুষ থেকে আবার শুয়রে পরিনত হয়েছে। মনুষ্যত্ব বলতে আজ আর কিছু বাকি নাই। আর এসব এর জন্য আমাদের সরকার /বিরোধী দায়ী। তারা নিজেদের মানুষ আর আমাদের কীট পতঙ্গ মনে করেন। শুধুমাত্র একটি ভাল সরকার ব্যবস্থা পারে সমাজ থেকে, দেশ থেকে, মানুষ থেকে এই জানোয়ার চরিত্র দুর করতে।

১৬ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৩০

*কুনোব্যাঙ* বলেছেন: সীমাহীন লোভ ধ্বংস করে দিয়েছে আমার নুন্যতম বিবেকবোধ, আমরা একেকজন হয়ে উঠেছি ভয়ংকর পিশাচ।

৬৯| ১৬ ই জুলাই, ২০১৫ রাত ২:২৯

কামরুল_নুমান বলেছেন: আমার নামের ১২ টা বাজাইয়া দিছে।

৭০| ১৬ ই জুলাই, ২০১৫ ভোর ৫:১৯

মৃদুল শ্রাবন বলেছেন: আজ চারদিন পরে নেটওয়ার্ক পেয়ে ভেবেছিলাম একটা গল্প পোষ্ট দিবো ফেসবুকে। কিন্তু অনলাইন হওয়া মাত্র মনে হল, কি হবে গল্প লিখে??? খড়ের গাদায় মাথা গুজে জীবনটা পার করে দেওয়া যায় হয়তো কিন্তু সেই জীবন আর শৈবালের সাথে পার্থক্য কি বলতে পারেন?? স্রোতে ভাসতেই আছি ভাসতেই আছি।

আমার পোষ্টে একটি কথা বলেছি, রাজনের হত্যাকান্ড যেন আমাদের লেখিয়েদের ক্রমাগত যোগান হওয়া রসদের একটা রসদ না হয়ে যায়। আমরা যেন কিছুটা হলেও মানবতাকে জাগ্রত করতে পারি।

৭১| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আমাগো দেশ কবে ঠিক হবে কে জানে !!!

৭২| ১৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২২

বেদনার বালুচরে বলেছেন: কেউ কেউ বলেন, সমাজ অধপতিত: হয়ে গেছে বলে রাজনদের মতো শিশুদের এভাবে নির্যাতন করে মারা হচ্ছে। সমাজ তো খারাপ হয়েই-ছে, তবে এর জন্য দায়ী কে? সমাজের কর্ণধাররা নিশ্চয়। সমাজে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কোথায় দেখতে পাই! আর যদি শাস্তিই না হয়, তবে সেখানে অপরাধীরা উৎসাহী হয়ে উঠবে এবং এসমস্ত ঘটনা এড়ানো যাবেনা।
প্রয়োজন তাই অতি কঠোর হয়ে শাসনকাজ পরিচালনা করা।

৭৩| ১৭ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০৪

বৃতি বলেছেন: আমাদের বর্তমান চাওয়া পাওয়া, যা কিছু অর্জন- সবকিছুই একটি সুন্দর ভবিষ্যত, সুন্দর পৃথিবী নিশ্চিত করার জন্য। আর শিশুরাই সেই ভবিষ্যত। শিশু সম্পর্কিত গণসচেতনতা বাড়ুক।

৭৪| ২০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

মেহবুবা বলেছেন: সময় এর সাথে সাথে সব ভুলে যাব ,ত্বকীর কথা কী আমরা স্মরন করতে পারি? তার হত্যাকারী দের কি খুজে পাওয়া যাবে কোনদিন? শাস্তি কি হবে? নাকি ঘটনার পুনরাবৃতি চলতে থাকবে??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.