![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Imagine there’s no heaven, its easy if you try, no hell below us, above us, only sky, imagine all the people living for today, it isn’t hard to do, nothing to kill or die for, and no religion, too, imagine all the people living life in peace
১। শাহবাগে জনগনের আন্দোলন গনতন্ত্রের জন্য -বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল।
২। শাহবাগের আন্দোলনে নামকরা কিছু মন্ত্রিরা যেতে পারছেন না। -মওদুদ।
৩। শাহবাগের আন্দোলন দলীয় নাটক। - এম কে আনোয়ার বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি ১৯৭১ সালে ঢাকার ডিসি ছিলেন এবং বহাল তবিয়তেই ছিলেন।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১২
ক্লিকবাজ বলেছেন: ওষ্টাইয়া বাইর কৈরা দিল, বোতল খাওয়াইল সেগুলিওতো প্রেকটিকেল জোক ছিল। অন্য মন্ত্রীরাও এখস জুতা খাওয়ার ভয়ে শাহবাগ যেতে ভয় পায়, এই জোক্স গুলির ব্যাপারেতো কিছু কইলেন না।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬
আলুমিয়া বলেছেন: ক্লিকবাজ - জোকটা কাদের বের করে দেয়া হয়েছে তাদের নিয়ে নয়। জোকটা হল মওদুদ সাহেবরা কি করছেন তাই নিয়ে। আর ফকরুল আর আনোয়ারের জোকগুলো নিয়ে কিছুতো বললেন যে । হা হা হা।
এনিওয়ে - রাজাকারদের দিন শেষ। হয়ত আমার জীবনেই রাজাকারের বিচার দেখতে পাব। আমার পরের প্রজন্ম পর্যন্ত অপেকখা করতে হবে না।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১২
এম আর ইকবাল বলেছেন: জনতার কাতারে আসুন । বোধদয় হোক সবার ।