![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Imagine there’s no heaven, its easy if you try, no hell below us, above us, only sky, imagine all the people living for today, it isn’t hard to do, nothing to kill or die for, and no religion, too, imagine all the people living life in peace
ডিগবাজী
হতভম্ব বিএনপির সুর ঘুরে গ্যাছে। মওদুদ সাহেব এখন বলছেন -আমরাও ভুল করেছি। এখন আপনারাও ভুল করেন না। হাহাহা। আর সবচেয়ে মজার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। বলেছেন: "আমরা বলতে চাচ্ছি না যে শাপলা চত্বরে আড়াই হাজার তিন হাজার নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছিল। "লিংক
রিয়েলি!! তাহলে সাদেক হোসেন খোকা যখন গায়েবানা জানাজা পড়লেন - তখন কি বলেছিলেন? তিনি আরও বলেছেন: হেফাজত কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ঢাকায় আসেনি। ভাল কথা, ধরে নিলাম সত্যি। কিন্তু আপনাদের রাজনৈতিক উদ্দেশ্যের কি হবে? সেটা তো বললেন না। আপনারা তো চেয়েছিলেন অবৈধ উপায়ে ক্ষমতা দখল করার। আমার মনে হয় - এখন সময় এসেছে এদের সবাইকে মিথ্যা কথা বলার জন্য বিচারের মুখোমুখি করা।
খালেদা জিয়া কখনোই সাংবাদিকদের সাথে কথা বলেন না। আর বলবেই বা কি করে। মাথায় কিছু থাকলে তো বলবেন! সবচেয়ে ভাল হয় যদি খালেদা জিয়াকে সাংবাদিকদের মুখোমুখি করা যায়। এইঁ নেত্রির কাছে সাংবাদিকদের প্রশ্ন করা উচিত - উনি শফি মিয়াকে মতিঝিলের সমাবেশে যেতে মানা করেছেন কিনা? কেন? ৪৮ ঘন্টার আল্টিমেটামে খালেদা বলেছিলেন - এরপর সরকারের অনুমোতির তোয়াক্কা না করে যে কোন জায়গায় অবস্থান করবেন। খালেদাকে প্রশ্ন করা উচিত - উনি এখন কোথায় বসে আছেন? আপোষ হীন নেত্রি আবারও আপোষ করেননি। যথারিতি ডিগবাজি খেয়েছেন। হতভম্ব বিএনপির সুর ঘুরে গ্যাছে। মওদুদ সাহেব এখন বলছেন -আমরাও ভুল করেছি। এখন আপনারাও ভুল করেন না। হাহাহা। আর সবচেয়ে মজার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। বলেছেন: "আমরা বলতে চাচ্ছি না যে শাপলা চত্বরে আড়াই হাজার তিন হাজার নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছিল। "লিংক
রিয়েলি!! তাহলে সাদেক হোসেন খোকা যখন গায়েবানা জানাজা পড়লেন - তখন কি বলেছিলেন? তিনি আরও বলেছেন: হেফাজত কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ঢাকায় আসেনি। ভাল কথা, ধরে নিলাম সত্যি। কিন্তু আপনাদের রাজনৈতিক উদ্দেশ্যের কি হবে? সেটা তো বললেন না। আপনারা তো চেয়েছিলেন অবৈধ উপায়ে ক্ষমতা দখল করার। আমার মনে হয় - এখন সময় এসেছে এদের সবাইকে মিথ্যা কথা বলার জন্য বিচারের মুখোমুখি করা।
খালেদা জিয়া কখনোই সাংবাদিকদের সাথে কথা বলেন না। আর বলবেই বা কি করে। মাথায় কিছু থাকলে তো বলবেন! সবচেয়ে ভাল হয় যদি খালেদা জিয়াকে সাংবাদিকদের মুখোমুখি করা যায়। এইঁ নেত্রির কাছে সাংবাদিকদের প্রশ্ন করা উচিত - উনি শফি মিয়াকে মতিঝিলের সমাবেশে যেতে মানা করেছেন কিনা? কেন? ৪৮ ঘন্টার আল্টিমেটামে খালেদা বলেছিলেন - এরপর সরকারের অনুমোতির তোয়াক্কা না করে যে কোন জায়গায় অবস্থান করবেন। খালেদাকে প্রশ্ন করা উচিত - উনি এখন কোথায় বসে আছেন? আপোষ হীন নেত্রি আবারও আপোষ করেননি। যথারিতি ডিগবাজি খেয়েছেন।
২| ১২ ই মে, ২০১৩ সকাল ১১:৫৩
রোদ্দুর মামুন. বলেছেন: ভাই তারেকের মা আর জয়ের মা , সবাই বাংলাদেশ নামক পরিবারের রিনা খান । আপনি কার সাপোর্ট নিবেন ।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৩ রাত ১১:৩৩
হাসান কালবৈশাখী বলেছেন: এখানে দেখুন
Click This Link