নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা লিখতে ইচ্ছা করে মাঝে মাঝে। আবার দেশের বিভিন্ন খবর পড়ে উতলা লাগে মাঝে মাঝে। করোটির ভিতর কথাগুলা ঘুরাফিরা করে। লেখক না তাই সুন্দর করে লিখতে পারি না। জানি। তাই আমি আলুমিয়া। এইটা আমার ব্লগ। আলুমিয়ার বাংলা ব্লগ।

আলুমিয়া

Imagine there’s no heaven, its easy if you try, no hell below us, above us, only sky, imagine all the people living for today, it isn’t hard to do, nothing to kill or die for, and no religion, too, imagine all the people living life in peace

আলুমিয়া › বিস্তারিত পোস্টঃ

মনে মনান্তরে ২০

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৬

১।
আমি বুঝি না খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়ে আওয়ামী লিগের এত মাথা ব্যাথা কেন? খালেদা জিয়ার কি দোষ? উনি ১৫ই আগষ্ট জন্মেছেন - আর সেটা ৬০/৭০ বছর পরে বুঝতে পেরেছেন। আর যাই হোক আমার কোন সমস্যা হয় না খালেদা জিয়ার জন্ম দিন নিয়। বাংলাদেশের মানুষের জন্য এটা খুবই দরকার। এই জন্মদিন পালন এবং বিশাল কেক আমাদের গরীব জাতীকে প্রতিবছর মনে করায় দেয় - খালেদা জিয়াকে শ্রদ্ধা করতে। তার দলকে ভালবাসতে। আমার মনে হয় আমাদের নিচের দিবস গুলো সম্পর্কে ভালো মত অবগত হওয়া দরকার। বলাতো যায় না!! আচ্ছা আপনারা কি কেউ জানেন কোকোর জন্মদিন কবে? আমার মনে হয় ১৬ই ডিসেম্বর। আর তারেকের জন্ম দিন হল - ২৬শে মার্চ। আর কোন দিন বাকি থাকল? আচ্ছা - মেজর জিয়ার জন্ম দিন মনে হয় ৭ই মার্চ। খালেদা জিয়ার বিবাহ বার্ষিকি ১লা বৈশাখ।

মাঝে মাঝে মনে হয় আমাদের মত নিমকহারাম কুলাংগার জাতীর জীবনে স্বাধীনতা কেন এসেছিল?



আমাদের দেশের সাংবাদিক আর পেশাদারি কলম/টিভি জীবিদের কারো বলস আছে কি না মনে হয় না। আমি আজ পর্যন্ত দেখলাম না কোন হ্যাডম আলা সাংবাদিক - খালেদা জিয়ার একটা লাইভ সাক্ষাৎকার নিয়েছেন। কেউ উনাকে দেশের অর্থনীতি, ইতিহাস, বৈদেশিক সম্পর্ক নিয়ে উনার কি মতামত সেটা জিগ্ঞাসা করেছেন।


















মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.