![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Imagine there’s no heaven, its easy if you try, no hell below us, above us, only sky, imagine all the people living for today, it isn’t hard to do, nothing to kill or die for, and no religion, too, imagine all the people living life in peace
একটা প্রশ্ন - তোফায়েল সাহেবের কাছে
অনেক দিন ব্লগ লিখি না। আজকে না লিখে পারলাম না। আগে বলে নেই -আমি বিএনপির রাজনীতি সমর্থন করি না। আমি প্রথম আলোতে এই খবর টা দেখলাম:
খালেদার উদ্দেশে তোফায়েল
আল্লাহর আরশ কেঁপেছে, নইলে ছেলের মৃত্যু কেন?
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপির নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘বার্ন ইউনিটের ................।নইলে হঠাৎ আপনার ছেলের মৃত্যু হবে কেন? আমাদের মতো মানুষদের এসব কথা বলা উচিত নয়, তার পরও বলতে হলো।’................... খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আপনাকে উপলব্ধি করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই অবস্থার সৃষ্টি করেছেন।
আচ্ছা মিঃ তোফায়েল - আমাকে একটু বলেনতো - আমার বন্ধুর ৪ বছরের ছেলেটা মারা গেল। আমার বন্ধুটা হজজ করা নামাজী। ওর এইটুক বাচচাটা কেন মারা গেন ৩ দিনের জ্বরে। অথবা আগুনে পুড়ে যারা মারা যাচ্ছেন - তাদের বাবা মা কি করেছেন? বা এটা বলেন - প্যালেষটাইনে এত বা্চচা মারা যাচ্ছে কেন? ওগুলাও কারো ছেলে। তাহলে সবার মা বাবাই আললাহর আরশ কাপাই দিছে? অথবা আফ্রিকাতে হাজারো বাচ্চা না খেয়ে, ইবোলাতে মারা যাচ্ছে? অথবা সমস্ত নবী রাসুল, আল্লাহার অলি মারা গেছেন - আপনার কি ধারনা তাদের মায়েরা আল্লার আরশ কাপায়ে দিয়েছেন? আমাকে বলেন - আল্লাহ কাদের উপলব্ধি করানোর জন্য এটা করেন? অথবা আপনি যখন মারা যাবেন - আপনার বাবা মা কি করে আললাহর আরশ কাপাবেন - একটু বইলেন। দয়া করে আমাকে বলেন। আর বলতে না পারলে - আপনার উচিত নিজের গালে নিজে থু থু দেয়া। আপনার মত ফালতু রাজনীতিবিদ জন্য আমাদের এই দেশের এই অবস্হা। ভাল কিছু বলতে পারলে বলেন না হলে চুপ করে থাকেন।
"It is better to keep your mouth closed and let people think you are a fool than to open it and remove all doubt."
-Mark Twain
অনেক দিন ব্লগ লিখি না। আজকে না লিখে পারলাম না। আগে বলে নেই -আমি বিএনপির রাজনীতি সমর্থন করি না। আমি প্রথম আলোতে এই খবর টা দেখলাম:
খালেদার উদ্দেশে তোফায়েল
আল্লাহর আরশ কেঁপেছে, নইলে ছেলের মৃত্যু কেন?
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপির নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘বার্ন ইউনিটের ................।নইলে হঠাৎ আপনার ছেলের মৃত্যু হবে কেন? আমাদের মতো মানুষদের এসব কথা বলা উচিত নয়, তার পরও বলতে হলো।’................... খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আপনাকে উপলব্ধি করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই অবস্থার সৃষ্টি করেছেন।
আচ্ছা মিঃ তোফায়েল - আমাকে একটু বলেনতো - আমার বন্ধুর ৪ বছরের ছেলেটা মারা গেল। আমার বন্ধুটা হজজ করা নামাজী। ওর এইটুক বাচচাটা কেন মারা গেন ৩ দিনের জ্বরে। অথবা আগুনে পুড়ে যারা মারা যাচ্ছেন - তাদের বাবা মা কি করেছেন? বা এটা বলেন - প্যালেষটাইনে এত বা্চচা মারা যাচ্ছে কেন? ওগুলাও কারো ছেলে। তাহলে সবার মা বাবাই আললাহর আরশ কাপাই দিছে? অথবা আফ্রিকাতে হাজারো বাচ্চা না খেয়ে, ইবোলাতে মারা যাচ্ছে? অথবা সমস্ত নবী রাসুল, আল্লাহার অলি মারা গেছেন - আপনার কি ধারনা তাদের মায়েরা আল্লার আরশ কাপায়ে দিয়েছেন? আমাকে বলেন - আল্লাহ কাদের উপলব্ধি করানোর জন্য এটা করেন? অথবা আপনি যখন মারা যাবেন - আপনার বাবা মা কি করে আললাহর আরশ কাপাবেন - একটু বইলেন। দয়া করে আমাকে বলেন। আর বলতে না পারলে - আপনার উচিত নিজের গালে নিজে থু থু দেয়া। আপনার মত ফালতু রাজনীতিবিদ জন্য আমাদের এই দেশের এই অবস্হা। ভাল কিছু বলতে পারলে বলেন না হলে চুপ করে থাকেন।
"It is better to keep your mouth closed and let people think you are a fool than to open it and remove all doubt."
-Mark Twain
২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৩
খেলাঘর বলেছেন:
এখন বুঝতে পারছেন যে, এগুলো: তোফায়েল, মায়া, নানক, নাসিম, রিজভী, আব্বাস, ফখরুল, হাছান মাহমুদ, মেনন, আনোয়ার, পানোয়ার, খোকা সবাই ভুয়া, ফালতু।
শিক্ষাহীন মানুষেরা আমাদের দেশ দখল করছে, কখনো আর্মির সাহায্যে কখনো নিরক্ষর মানুষের ভোট কিনে, কখনো ভোটের রেজাল্ট বদলায়ে।
এদের সবাইকে বিদায় করতে হবে; বাংলা থেকে বিদায় করতে হবে এসবদের।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:০০
এস. দেওয়ান বলেছেন: তোফায়েল সাহেব যা বলেছেন তা স্বাভাবিক কথা । পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এমন ভাবনা মানুষের মনে আসাটা মোটেও অস্বাভাবিক নয় ।
২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:২৭
আলুমিয়া বলেছেন: মনে আসাটা স্বাভাবিক কিন্তু একজয় বয়ষ্ক রাজনীতিবিদের এধরনের কথা বলা বোকামি (Stupidity)।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০৮
নিলু বলেছেন: কথার স্লিপিং তাই
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৯
রাফা বলেছেন: তোফায়েল সাহেবের মত রাজনীতিবিদ বলছে বলেই এটা সংবাদের পাতায় দেখতে পেয়েছেন।
এর বাইরে যাদেরকে পুড়িয়ে মারা হইতেছে তাদের মায়েরা আরো বশি করে অভিশাপ দিয়ে বলতেছে।
সধারণ মানুষের হাহাকার ও আর্তনাদ আপনারা শনতে পাননা তাই নিশ্চিন্তে বলতে পারেন ।
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:২১
জুপিটার মুহাইমিন বলেছেন:
"আপনার উচিত নিজের গালে নিজে থু থু দেয়া"
.............. এই বাক্যটা পড়ার সময় অটোমেটিকলি আমার মুখের থু থু আর আটকে থাকতে পারল। মুখ ফসকে উধাও হয়ে গেল। কোথায় গেল... মনে হয় তোফায়েলের গাল খুজতে।
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১১
আলুমিয়া বলেছেন: সবাইকে ধন্যবাদ। আমি শুধু এটুকুই বলতে চাই স্বাধীনতার সপক্ষের শক্তিদের উচিত খুবই সুচিন্তিত কথা বলা। কোকো কে - সেটা আমরা সবাই জানি। (প্রথম আলো ) আরও জানি - তার মা ও ভাইয়ে গুনাবলি। তার মানে এই না - আমরা হাবিজাবি বলব।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৮
কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: সহমত