![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার রঙিন পৃথিবীর রঙগুলো সবার সাথে মিলেমিশে একাকার করার জন্যই ব্লগে আসা।
ভালবাসা আর আবেগ এক জিনিস নয়। অনেকে বলেন আবেগ ধীরে ধীরে ভালবাসায় রূপান্তরিত হয় আমি এটাও বিশ্বাস করি না। একজন মানুষ যখন তার বিপরীত লিঙ্গের সাথে দীর্ঘ সময় থাকে তখন তার প্রতি একটা টান বা আবেগ সৃষ্টি হতে পারে যদি হয় তবে এটাকে ভালবাসা বলা যাবে না।
যেমন আমার এক বন্ধুর সাথে লেভেল-1,সেমিষ্টার-1 এর একটা মেয়ের সম্পর্ক (affair) আছে।
সে বলল “ দোস্ত তোর কি কোন affair আছে?”
-“না, তবে বিশেষ একজন থাকতে পারে,”
-“তাহলে তো ভাল positive, affair করবি নাকি?”
-“না”
এইখানে আমি স্পষ্টত জানি ওর যে affaired বান্ধবী আছে তার বান্ধবীদের সাথে আমাকে affair করিয়ে দিতে চাচ্ছে। কথা হল এখানে দেখে শুনে গরু কেনার মত affair করা হচ্ছে। এটা কোন মতেই ভালবাসা নয়। কিছুদিন পর নতুন L-1,S-1 আসবে, আবার কেউ প্রস্তাব করলে আমি নতুন affair এ পরে যাব। এই সমস্ত সম্পর্কেই কথিত break up হয়।
এদের break up হয় সকালে বিকালে আর affair হয় আরও কম সময়ে এক বেলা/ দেড় বেলার মধ্যে। এটাকে এখন smartness বলা হয়। আমি বলতে চাচ্ছি প্রথমে যে ছেলেটা /মেয়াটা আপনার মনে দাগ কেটেছিল, যাকে নিয়ে প্রথম ভেবেছিলেন সেটাই হল আপনার ভালবাসা।
সেটা আপনার আবেগ নয়।
তার সাথে কোন দিনিই আপনার break up হবার নয়, হবেও না। ভালবাসার মানুষ চলে যেতে পারে, আসলে ভালবাসার মানুষটির স্তিমিত সাড়া দেয়ার কষ্ট সহ্য করার জন্য, তার ব্যথা গুলো সহ্য করার জন্য, তার ব্যথা গুলো বুক পেতে নেয়ার জন্যই ভালবসা হয়। ভালবাসার মানুষটি যদি আপনাকে অকারণ কষ্ট না দেয় তাহলে আপনি ভালবাসা বুজতেই পারবেন না, অনুধাবনই করতে পারবেন না আসলে ভালবাসা কি বস্তু , এটা কোন টান বা আবেগ নয়।
আপনার কাছে যদি মনে হয় “ ভালবাসা=affair=relation”
হ্যাঁ আপনার জন্য বলছি , better আপনি smartly আরেকটা affair করতে পারেন, ভালবাসা আপনার জন্য নয়।
jnk
©somewhere in net ltd.