![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার রঙিন পৃথিবীর রঙগুলো সবার সাথে মিলেমিশে একাকার করার জন্যই ব্লগে আসা।
তোর জন্য দেব পরীক্ষা মিস
সুবোধ ছেলে আমি
তোর জন্য হাটব পুরো আমবাগান
তোর হাতটি ধরে
তোর জন্য দেরি করে যাব ক্লাসে
চুল আঁচড়ানোর কথা ভুলে
কলম, প্রাকটিকেল খাতা ফেলে যাব রুমে
সুবোধ ছেলে আমি
তোর কথা ভেবে জাগব রাত
ঘুমো চোখে যাব ক্লাসে
তোকে দেখব বলে
তোর জন্য হব দুর্দান্ত
তবু কি তুই থেকে তুমি হব না আমরা
©somewhere in net ltd.