![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আর করার যেখানেই যাই শুধু ক্যাচাল আর ক্যাচাল । যেমন যেদিন প্রথম ঢাকায় আসলাম সেদিন সকালে ঢাকার এক হোটেল নাষ্টার টেবিলে মেচিয়াররে ছেলেটাকে নাষ্টার কথা বলে দীর্ঘ সময় বসে থাকতে থাকতে শেষে নাষ্টা না করে ক্যাচাল পাকিয়ে হোটেলের টেবিল ছেড়ে যেয়ে বসলাম এক চা এর দোকানের টেবিলে চা রুটি দিয়ে নাষ্টা করার জন্য,সেখানেও বেশি ভিড় থাকার কারনে চায়ের দোকানির
সাথে চা রুটি না পেয়ে ক্যাচাল করে দোকান ছাড়তে হল ।
এখানেও ব্লগীং করতে এসে যেদিন ব্লগে অ্যাক্টিভিসন হলাম সেদিন মডারেশন স্ট্যাটাস দেখলাম আপনি নতুন ব্লগার আপনাকে সামহোয়্যারইন ব্লগে স্বাগতম ! বেশ ভাল কথা এর পর লেখা ছিল আপনাকে প্রথম পাতায় লেখতে হলে তিন দিন অপেক্ষা করতে হবে,
বেশ করলাম, মাত্র ৩দিনইতো নাকি সামনে জীবনের কত বড় দীর্ঘ লম্বা একটা সময় বাকি আছে সেখান থেকে না হয় ৩টা দিন বাদই দিলাম ।আল্লা তিনদিন গেল ৪দিন গেল এভাবে পাঁচদিন দেখার পরেও দেখি প্রথম পাতায় লেখার কোন সুযোগ নাই পরে আর কি করার বুঝতে পারলাম এ ব্লগের সিষ্টেমে কোন ভুুল আছে না হলে ব্লগ কৃতপক্ষ মিথ্যে বাদী এ সারা আর কিছু ভাববার অপশন খালী নাই ।
না হলে কি করে ৩দিনের বদলত ৭দিন হয় ।
ব্লগ কৈতিক পক্ষকে বলছি শুনেন দয়া করে মিথ্যে কথা লেখিয়া রাখিয়া আপনেরা পাপীও হইয়েন না আর মানুষকে বিভ্রান্তি কইরেননা।
যা সত্য তাই লেখে রাখুন । তাতে কেউ আপনাদের ভুল ধরতে পারবে না । আর না হলে এইযে আমি এসেই আজ প্রথমই একটি ভুল ধরলাম । এরকম সকলে আসবে আর শুধু ভুল ধরবে । আল্লাহু আপনাদের মঙ্গল করুন।
আচ্ছা ভালো একটা কথা ওই যে মডারেশন স্ট্যাটাস দেখলাম আপনি একজন নিরাপদ ব্লগার । আচ্ছা বাপু বুঝলাম আমি নিরাপদ । টা
আমি কেমন নিরাপদ সেটা কি জানতে পারি ?
না মানে ধরেন আমি এখানে কথায় ক্যাচাল করলাম আবার কারো লেখা পছন্দ হলো না তাকে উল্টাপাল্টা খারাপ ভাষায় গালিগালাজ করলাম এই ইত্যাদি ।তখন কি আমি নিরাপদ থাকতে পারমু ? নাকি আবার এই রকম কোনটা ?
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাই আমি অত কিছু বুঝি না, তেমন ভালো কিছু লেখতেও পারিনা শুধু দেখতে আর পড়তে জানি । আর মাঝে মাঝে কারো লেখা ভালো লাগলে মন্তব্য করে জানিয়ে দিই এই বলে, সুন্দর হয়েছে, ভালো হয়েছে, সুপারদুপার লেখা হয়েছে।
যাই হোক আমি এখানে নতুন ,নামঃ হাসু ।
আপনার মন্তব্যটি ভালো লাগল তাই কিছুক্ষণ শুধু শুধু বক বক করার মত লেখলাম। কিছু মনে করবেন না যেন।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: আপাতত বিনোদন নিতে থাকুন । শুভ হোক ব্লগিং...
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আরে ভাই আমিও বিনোদন পাগল,আহা এই বিনোদন পাবার জন্য পকেটের টাকা খরচ করে কতই না মোশারফ করিমের নাটক দেখেছি ।শুভ হোক আপনারও প্রতিটিদিন ।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১
হাসান মাহবুব বলেছেন: আমি কেমন নিরাপদ সেটা কি জানতে পারি ?
না মানে ধরেন আমি এখানে কথায় ক্যাচাল করলাম আবার কারো লেখা পছন্দ হলো না তাকে উল্টাপাল্টা খারাপ ভাষায় গালিগালাজ করলাম এই ইত্যাদি ।তখন কি আমি নিরাপদ থাকতে পারমু ?
আল্লার নাম নিয়া স্টার্ট কইরা দ্যান। দেখেন কী দাঁড়ায় ব্যাপারটা
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যাক ভাই কি ভয়েেই না ছিলাম কি লেখব ? আর আমার লেখা কেউ পড়বে কি না টা নিয়ে অনেক আল্টিমেট ভয়ে ছিলাম আপনি সাহস দেয়াতে সে ভয় কিছুটা লিমিট হলো । ভালো সুস্থ থাকুন।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
সুমন কর বলেছেন: আরে ক্যাচাল কই, এ যে কাহিনী.....
ক্যাচাল করা ভালো না। সুস্থ ব্লগিং করতে থাকুন।
শুভকামনা রইলো।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুপ্রভাত ভাই।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
মামুন ইসলাম বলেছেন: ব্লগে স্বগতম ক্যাচালবাজ ভাই ।আসেন আমিও নতুন আসেন আমরা সকলে মিল্লাজিল্লা ক্যাচল করি। ব্লগে শুভ হোক আপনার
সময়।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন সকলে মিলেমিছে করি কাজ গুড মন্তব্য
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আরে ভাই খুব বেশি হলে না হয় ব্যান খাবেন। এই তো? জীবন তো আর যাবে না। চালিয়ে যান।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আরে বাহা! ভাই সেইটাতো ভাবিয়া দেখি নাই।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ক্যাচাল করে কি হয়!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সঙ্গে থাকুন ক্যাচাল করে কি হয় বুঝাইমুনি
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৩
ব্লগ মাস্টার বলেছেন: ক্যচালের চেয়ে সুস্থ ব্লগিং ভালো ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিতো মনে করি ক্যাচাল হইলে ভালো হয় ক্যাচাল করলে জ্ঞ্যান বুদ্ধি বাড়ে ।
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১০
হাকিম৩ বলেছেন: যেমন আপনার ভাবনা তেমন সাহসও বটে নতুন নেমেই ক্যাচাল করার চিন্তা করে ফেলেছেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেখুননা আমি এমনি ক্যাচাল করতে বেশি বেশি পছন্দ করি ! হবে নাকি এক কাপ ক্যাচাল।
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনেতো পুরনো পাপী মনে হচ্ছে!!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নাগো ভাই আমি আপনাকো মাঝে নতুন হয়ে আইসি।
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৬
ভ্রমরের ডানা বলেছেন: ক্যাচাল বাংগালীর মজ্জায় মজ্জায়! সবাই এঞ্জয় করে। শুরু করেন কাওকে দিয়া!
হা হা হা।!
(আমাকে বাদে দিয়ে কইরেন )
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকে নিয়েই ক্যাচালের ভ্রমনে বের হব চিন্তা করছি ।
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১০
রায়হানুল এফ রাজ বলেছেন: হাসু মামা, অনেক হাসালেন। হা হা হা ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩২
ব্লগ সার্চম্যান বলেছেন: শুভ ব্লগীং।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওহ একটা ভালা কথা আমাকে আপনার স্যার্চের বাহিরে রাখবেন।
১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩১
রক্তিম দিগন্ত বলেছেন: নিরাপদ হইছেন তো?
তাইলে দেন শুরু কইরা ক্যাচাল। কত্তিপক্ক যেহেতু আপনারে নিরাপদ কইছে, তারমানে আপনি এখন যাই করেন না ক্যা - নিরাপদই থাকবেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আচ্ছা দিলাম শুরু কইরা আপনার নাম রক্তিম দিগন্ত কেন ? আপনি যেদিক দিয়ে যান সেদিক দিয়ে রক্তপাত ঘটাতে ঘটাতে যান।
১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০৯
মাদিহা মৌ বলেছেন: ক্যাচাল কাহাকে বলে?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই যে আপনি ক্যাচালে জড়িয়ে গেলেন।
১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১৩
শামছুল ইসলাম বলেছেন: বেশ মজা পেলাম ।
শুভ ব্লগিং ।
( তয় সাবধান, ক্যাচাল হইতে ১০০ হাত দূরে থাইকেন !!! )
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিন্তু আমার ক্যাচাল করতে ভালো লাগে
১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮
অগ্নি সারথি বলেছেন:
হ্যাপি ব্লগিং।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১১
বিজন রয় বলেছেন: বোঝাই যাচ্ছে আপনি অভিজ্ঞ ব্লগার!!!!!
চালিয়ে যান।
শুভব্লগিং।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: গুড গুড কিন্ত আমি নতুন
১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৬
এডওয়ার্ড মায়া বলেছেন: বিজন দা কি কয় ?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধুর বিজন দা পাগল হইয়া গেছে ।
২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৮
পথহারা মানব বলেছেন: আরে এ যে নতুন বোতলে পুরাতন মদ!!!"
ক্যাচাল করতে আইছেন ভাল কথা কিন্তু ঠেলা সামলাইতে পারবেনতো!!!!?????????????????????
০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পথ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়েগেছেন নেন কয়েক গ্লাস ঠাণ্ডা চা খান আর মনকে ঠাণ্ডা করুন
২১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
রমজান আহমেদ সিয়াম বলেছেন: প্থম পাতায় লেখার অনুমতি ৩ দিন দেয়া হয় যাদের নাম ইংরেজীতে আর বাংলা নামটা তো বললেনই ৷
ক্যাচাল করতে ঠেলা সামলাতে পারবেন তো?
০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাদের দোআতে গত কয়দিনে সামলিয়ে নিয়েছি।
২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০১
প্রামানিক বলেছেন: ভাই আপনার নামডা নতুন হইলেও মানুষটা পুরান পুরান লাগতেছে।
০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এইটা কেমন কথা ভাই ? মানুষ বলতেই আমরা সবাই পুরোন। আপনারো দুটি হাত আছে আমারও । আপনারো চোখ কান নাক আছে আমারো, আপনারো একটা মন আছে আমারো।
২৩| ০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১২
সাদা মনের মানুষ বলেছেন: আমি কিন্তু বাস্তবে সাদা মনের মানুষ না, অন্য নামে প্রথমে লেখার চেষ্টা করেছিলাম, তারপর আপনার মতো অপেক্ষাইতে অপেক্ষাইতে বিরক্ত ধরে গেলে আমার মনে হল যে, আমার নামটা ব্লগ কর্তৃপক্ষের পছন্দ হয় নাই.....বাস ফেয়ার এন্ড লাভলী মাখা একটা নাম নিলাম, পরের দিনই আমি এক্কেরে সেফ, সেই থেকে এখানে আমার পথচলা।
০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:০১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার ব্লগে স্বাগতম । এখন থেইক্কা আপনি সাদা মনের মানুষই । শুভ মর্নিং
২৪| ০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৮
সাদা মনের মানুষ বলেছেন:
প্রথম ব্লগ, খালি মুখে যাই কেম্ণে?
০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
দিল খোশ তো মন খুঁশ
২৫| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৯
খায়রুল আহসান বলেছেন: আজ আমার একটি কবিতায় আপনি মন্তব্য করে এসেছেন, ভাল হয়েছে বলেছেন। সেই সূত্র ধরে আপনার প্রথম লেখাটায় চলে এলাম।
বাংলা ব্লগের এ আসরে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!
প্রথম লেখাটাই ক্যাচাল দিয়ে শুরু করে এখনও দিব্যি ভালই আছেন বলতে হয়। তবে ক্যাচাল ছাড়াই ব্লগিং করতে পারলে ভাল হয়।
১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই শুভ ব্লগীং
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০
গেম চেঞ্জার বলেছেন: আমি প্রচুর হাসতাম অনেক আগে। বিশেষত ওয়াচে লেখা ঐ স্ট্যাটাস টেক্সট পড়ে!!

বেশ মজার ব্যাপার ছিল। তবে বর্তমানে সহজেই সেফ করে দেওয়া হয়! আর নিরাপদ/জেনারেল এইসকল ল্যাংগুয়েজ নিয়ে আগে একটা অসামঞ্জস্য লাগত যদিও এখন লাগে না তেমন!!