![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় অদ্ভূদ প্রেম তোর অদ্ভূদ তোর মন
সেখানে রাখিছ বান্দিয়া আমায় সারাটি জীবন ।
চাঁদের কিরনকে মানায় হার,
সখী তোর রূপের কিরন !
তুই হইলি আমার আনন্দ আলো
তোকে আমি কত বাসি ভালো !
লাগে না যেন তোর কখন গ্রহণ
করিছনে কখন আমার প্রেম অনশন
তাহলে যাবো আমি মরে,
তাই করছি তোকে বারন !
মনে রাখিছ ওরে ছলনাময়ী নারী,, পৃথিবীতে পুরুষ ছাড়া নারী,
আর নারী ছাড়া পুরুষ,, হল যে শুধুই অকারন !
কে বুঝবে কোনটা সত্য কোনটা মিথ্যা
সবই যেন দুঃখের সাগরে ভেসে বেরানো অশ্রুর কারন।।
©somewhere in net ltd.