![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসেন ৫০,০০০টাকা বাজি বাংলাদেশের পরকীয়ার জন্য এক মাত্র ভারতীয় চ্যানেল দায়ী ।স্টার জলসা আর জী বাংলা সহ যত ভারতীয় বাংলা চ্যানেল এবং জী টিভি স্টার প্লাস এই সকল চ্যানেল যে ধরণের নাটক দেখায় তা শুধু আমাদের পরকীয়াই শেখাচ্ছে,এরা আমাদের ভালো কিছু শেখায় না।তাই যত তারাতারি সম্ভব আসুন এসব চ্যানেল বর্জন বা পরিত্যাগ করি ।
এরাই দেখাতে আর শেখাতে পারে ছোট বোনের স্বামী সাথে বড় বোনের প্রেম নয়ত দুলাভাইয়ের সাথে শালীর প্রেম।
আবার দেখা যায় দেবরের সাথে পুরনো সম্পক নতুন করে গর্জে ওঠা। এক কথায় এরা পরকীয়ার কারিগর।
তা ছাড়াও এদের আরেকটি গুন হল এরা কি করে সংসারে ঘরে বাহিরে স্বামী শ্ত্রী শশুড় শাশুরী ননদ দেবর সব মিলিয়ে
সংসারে কূটনামি আর ঝামেলা লাগানো যায় এসব ব্যপারে তারা খুবই দক্ষ ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বুঝতে পারছি ব্লগ বাদ দিয়া ফয়েজ ভাইয়ের ভারতীয় চ্যানেলে মন বসেছে।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২
দ্যা ফয়েজ ভাই বলেছেন: পরকীয়ার অন্যতম কারণ হিসেবে অবশ্যই আমি ভারতীয় চ্যানেলকে অবশ্যই দায়ী করি,তবে একমাত্র কারণ হিসেবে নয়।
যেকোন বড় ব্যাপার ঘটতে একটি মাত্র কারণ যথেষ্ট নয়।কথাটা মনে রাখবেন।
আমি ভারতীয় চ্যানেল দেখি,অস্বীকার করছি না।তাই বলে তাকে সাপোর্ট করতে হবে এমন কোন কথা নেই।এবার বলুন,৫০০০০বাজী ধরবেন।
বহুদিন টাকা পয়সার অভাবে আছি।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩০
রক্তিম দিগন্ত বলেছেন:
ভারতীয় চ্যানেলের সিরিয়ালগুলো তো পরকীয়ার পিছনে অবদান রাখছেই। তবে এটাই মূল কারণ না, আরো আছে। আমি সাথে সাথে বাংলাদেশী চ্যানেলগুলোকেও অভিযুক্ত করবো। তারা মানসম্পন্ন অনুষ্ঠান প্রচার করতে পারেনি বলেই এখনকার মহিলারা ভারতীয় চ্যানেল নিয়ে মেতে আছে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার এ কথাটিতে আমি ১০০% সহমত ।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: হতে পারে,ভারতীয় চ্যানেল পরকীয়ার জন্য অন্যতম।
কিন্তু আমি ৫০০০০ টাকা বাজী ধরতে রাজী,একমাত্র ভারতীয় চ্যানেলই পরকীয়ার জন্য দায়ী নই।
এরকম চিন্তাভাবনা বাদ দেন।অন্যতম কারণকে একমাত্র কারণ ধরবেন না।