নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তান + ভারত দুই দেশেরই কপালে দুঃখ আছে

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৫


ভারতের হামলার আশংকায় জবাব দেওয়ার জন্য প্রস্তুতি হিসেবে ভারতের দিকে মিসাইল তাক করে রেখেছে পাকিস্তান। শুক্রবার জিও টিভির বরাত দিয়ে ভারতের একটি প্রভাবশালী দৈনিকের এক প্রতিবেদনে এমনটি দাবি করেন বলে জানা যায়।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারতের কোন কোন এলাকায় পাকিস্তান হামলা চালাবে তার একটি ছক ইতিমধ্যেই পাকিস্তান তৈরি করে ফেলেছেন। সীমান্ত পার হয়ে যদি ভারত পাকিস্তানে হামলা করে তাহলে তার মোক্ষম জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন পাকিস্তান।
পাক সেনার উদ্ধৃতি দিয়ে জিও টিভির খবরে বলা হয়েছে ভারতের দিক থেকে কোনো ধরনের আগ্রাসনের চেষ্টা করা হলে তাহলে তার জন্য পাকিস্তানের পক্ষ থেকেও ভারতকে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

অন্যদিকে অবশেষে ভারত স্বাক্ষর করলো বহুপ্রতীক্ষিত রাফাল চুক্তিতে। আর তার ফলে ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার বিষয়টি পাকা করে ফেললেন ভারত সরকার। শুক্রবার নয়াদিল্লিতে চুক্তিপত্রে সই করেছেন দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী।শুধু যুদ্ধবিমানই নাা সঙ্গে মিটিওর ক্ষেপণাস্ত্রও পাচ্ছেন ভারত। এর ফলে এই চুক্তি ভারতীয় বিমানসেনাকে প্রতিপক্ষের বিমানবাহিনীর চেয়ে এক ধাক্কায় অনেকটা এগিয়ে নিবে বলে জানান ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেছেন চীন ও পাকিস্তানের যৌথ শক্তির মুখোমুখি হতে হলে ভারতীয় বিমানসেনার হাতে অন্তত ৪২ স্কোয়াড্রন যুদ্ধবিমান থাকা দরকার। কিন্তু ভারতের হাতে এই মুহূর্তে রয়েছে ৩২ স্কোয়াড্রন যুদ্ধবিমান। পাকিস্তান তাতেও ভারতীয় বিমানসেনার মুখোমুখি দাড়াতে সক্ষম নয়। এককভাবে চীনা বিমানবাহিনীও খুব একটা এগিয়ে নেই। কিন্তু এই দুই দেশের যৌথ শক্তির কথা মাথায় রেখে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধবিমানের সংখ্যা বাড়াতে চায়। ৩৬টি রাফাল ফাইটার ভারতের বিমানসেনার হাতে আসার অর্থ আরও দুইটি স্কোয়াড্রন বৃদ্ধি পাওয়া এবং প্রতিপক্ষের কপালে চিন্তার ভাজ সৃষ্টি করা।

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৮

ভাবনা ২ বলেছেন: একটু দেখতে চাই পাকিরা কতক্ষন টিকে !!!! যা ফুটবে তার নীজের ঘরেই ফুটতে পারে । ফুল ফুটার আগেই ঝরে যাবে , বুঝবে সেটা ফুটাতে গেলে মেমন বুঝে ছিল সাদ্দামে নীজের মিসাইলে নিজেই মরে । মুরুব্বীদের আস্কারা পাইয়া কুয়েত দখর করে ফল পাইছিল হাতে হাতে , পাকিদের অবস্থাও যে হবেনা তা, কে বলিতে পারে !!! যুদ্ধবাজদের কান্ড কির্তি দেখে একটু ফান করা হল !!!‍ব্যশ এ পর্যন্তই ইতি ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আই লাইকইউ কমেন্ট ! ভালো লাগল আপনার মন্তব্য ।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৬

রায়হানুল এফ রাজ বলেছেন: একটা কিছু হওয়া উচিত।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দুই দেশকে ছেড়ে কাস্মীরের উঁচিত নিজে একা দেশ গড়া ।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৮

ব্লগ সার্চম্যান বলেছেন: দুই দেশেরই অবস্থা মনে হচ্ছে ভয়াবহ ;

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুধু ভয়াভহ না আসলে একটু চিন্তা করলে দেখা যাবে আমাদের এশিয়ার ভিতরে এই দুই দেশ সন্ত্রাসীর গডফাদার।তাই এই দুই দেশকে ছেড়ে কাস্মীরের উঁচিত নিজে একা দেশ গড়া ।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:০৬

নিউ সিস্টেম বলেছেন: মারাক্তক কথা ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই মুহুর্তে দুই দেশকে ছেড়ে কাস্মীরের উঁচিত নিজে একা দেশ গড়া ।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:১১

মামুন ইসলাম বলেছেন: তাই নাকি :-B

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জি হ্যা তাই।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দুটোই মহা পাঁজি রাষ্ট্র ! এই দুই বজ্জাত নিজেদের মধ্যে কামড়াকামড়ি না করলে প্রতিবেশী ছোট দেশগুলোর পশ্চাৎদেশে আঙ্গুল দেয়ার জন্য ব্যস্ত থাকে ! এদের কপালে যত বেশি দুঃখ ও দূর্ভোগ আসবে ততই এদের প্রতিবেশী ক্ষুদ্র রাষ্ট্রগুলোর জন্য অনেক প্রশান্তিদায়ক !!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এশিয়ার ভিতরে এই দুই দেশ সন্ত্রাসীর গডফাদার।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:



যুদ্ধ যুদ্ধ ভাব
সাহসের অভাব
তুই আগে, না তুই আগে
চুল ছিঁড়ে দুই দেশ রাগে
ভয় দেখানোর নাটক সব
পর্বতের মূষিক প্রসব।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দুটোই হল মহা সয়তান ।এশিয়ার ভিতরে এই দুই দেশ সন্ত্রাসীর গডফাদার।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৩

প্রামানিক বলেছেন: বড়ই চিন্তার বিষয়।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি যে হবে কে জানে ?

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যুদ্ধ নয় শান্তি চাই । ভারত পাকিস্তানের শুভ বুদ্ধির উদয় হোক ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাই এশিয়ার ভিতরে এই দুই দেশ সন্ত্রাসীর গডফাদার।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১০

গিলগামেশের দরবার বলেছেন: চিন্তার ব্যাপার। যুদ্ধ টুদ্ধ আর ভাল্লাগে না। একটু শান্তি দেবেন ভাই। আসেন ভারত আর পাকিস্থান দুই দেশরেই পৃথিবীর মানচিত্র থেকে হাওয়া করে দিই।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এশিয়ার ভিতরে এই দুই দেশ সন্ত্রাসীর গডফাদার।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

নাইম রাজ বলেছেন: শান্তি চাই

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শান্তি চাই

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

স্ণরণ শেখ বলেছেন: ইশ! আমার আর তর সইছে না, কখন যে যুদ্ধ শুরু হবে!
আমি তো পপকর্ন নিয়ে বসে আছি, হিন্দুস্তান পাকিস্তান ধ্বংস হবে, আমি অট্টহাসিতে ফেটে পড়বে

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অপেক্ষা করুন আপনার মনবাসনা পূণ্য হোক :)

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৭

বাংলার জামিনদার বলেছেন: লাগেনা ক্যান????? খালি কথার প্যাচাল।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অপেক্ষা করুন লেগে যেতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.