![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যাচাল লাগবে পড়লে এ ফান কবিতা
হয়ত বা ফাটবে কারো কারো মাথা
তবুওযে হবে লেখতে এই কবিতা
না হলে ভরবে কি করে সামুর ডাইরীর পাতা ।
কিছু ব্লগার দেখছি আজকাল উঠেছে গর্জে
যাচ্ছে চলে সীমানা ছেড়ে ধৈর্যে।
কি হবেরে ভাই করে গালি গাল
থাপ্পরের লগে তোর গাল হয়ে যাবে লাল ।
আইজ না বুঝলেও মজা
বুঝবি যে তুই কাল ।
ব্লগের পরিবেশ কেন করিছ নষ্ট ওরে ভন্ড মাতাল
বুঝবি ঠ্যলা যদি পিঁঠে পড়ে তাল,
তোর দশা দেখছি বড় বেহাল
ওরে তুইযে বড় গাঁধা
তাইতো তোর পুটু দিয়ে পড়ে গরুর লাদা ।
কবিতাটি উৎসর্গ ভেজা বিড়ালকে ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তারে হাসপাতাল পাঠানো লাগবো ভাই ।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫০
ধ্রুবক আলো বলেছেন: এই ভেজা বেড়াল কি মানসিক ভাবে অসুস্থ নাকি সব মানসিক ভারসাম্য হারায়া ফেলছে, নাকি এর জন্মগত কোন সমস্যা আছে, সামু থেকে তাকে কেন Banned করে দেয় না কেন!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বুঝতে পারছি না ভাই কৃতপক্ষ কি করছেন । সকালে দেখলাম মামুন নামের এক লেখকের পোস্টে এখানে খুব বাজে বাজে কমেন্ট করছে ভেজা বিড়াল যা ব্লগের জন্য মোটেও শুভনীয় না।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৮
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এটা একটা, সাময়িক নিক।(আমার যা মনে হয়)
কয়েকদিন পর এমনিতেই ভাগবে।তবুও কয়েকদিনে ব্লগ পরিবেশ অস্থিতিশীল করে যাবে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ফয়েজ ভাই এসব দেখে রিতিমত অবাক হয়ে গেলাম। সামুতো স্বাধীনতা পক্ষে কথা বলার ব্লগ। আশা করি কৃতপক্ষ এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে । মধ্যে থেকে দেখে আসলাম ব্লগার মামুন ভাইকে কি খারাপ খারাপ মন্তব্যগুলো করেছে ।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪২
হাবিব বলেছেন: সবাই রিপোর্ট করলে হয়ত, জানোয়ার এর বাচ্চা দূর হবে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ কৃতপক্ষ যদি পদক্ষেপ নেন তাহলে ভালো।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২১
আদর্শ সৈনিক বলেছেন: ভেজা বেড়াল লোকটি কি মানসিকভাবে বিকারগ্রস্ত?