নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

উল্টো প্রাথণা

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১২


এখন হয় উল্টো প্রাথণা
সকালে উঠে আমি মনে মনে বলি
সারাদিন যেন সামুতে ক্যাচাল করে চলি
যাহা হওয়ার হইবো
তবুও আমি ক্যাচাল করবো ।
যখন পাবিলকেরা পড়বে মোর এই কবিতা খান
করবে রিপোট বেশি হইলে আমি খাইবো ব্যণ
তাতে আর কি হবে
তবুও বাঁচবে কবিতার মান সম্মান
হয়ত মন আর করবে না কবিতার জন্য আনচান
কে আছো বাঁচাও,
এই বুঝি গেল হতদরিদ্র এক কবির জান
মরলে মরুক কবি,
তবু কবিতারা ফিরে পাক প্রাণ ।
ক্যাচাল বাজদের কাম শুধু ক্যাচাল করা
তাই মাইর একটাও মাটিতে পড়ে না খাইলে ধরা।
আইজকাল ক্যাচাল করাও বহু পরিশ্রমের গুন
প্রে ক্যাচালের জন্যই শত শত প্রেমিক প্রেমিকা হচ্ছে খুন ।
বিড়াল বেটায় করে মনে মনে প্রাথণা
মালিকের চোখ যেন হয় শিগ্রই কানা
তবে সে পাবে মালিকের ভাগের মাছ খানা
তাইতো দু চোখের শত্রু আমার বিড়াল ছাঁনা।


মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৮

সেলিম৮৩ বলেছেন: ভালো লিখেছেন?
একটা লাইক দিলাম।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: লাইক না দিলেও পারতেন তাছাড়া কাউকে কিছু দিয়ে বলতে হয়না ।লাইকের জন্য ছোট কটা ধন্যবাদ B-)

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৮

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: কেচালি কবিতা ...

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হইতে হারে ;)

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


মনে দাগ কাটেনি

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

সজুসজীব বলেছেন: ভালো

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.