নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

দ্যা নাইট শো সামুতে ক্রিকেট খেলার ঝুলি

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২০


বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান হইল বিশ্বসেরা অলরাউন্ডার
আসলে বেটায় একটা বেঙ্গল টাইগার,
সে একজন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে খেলোয়া গর্বকারী
জীবনে করছে কত সেঞ্চুরী,
একই সাথে বাংলাদেশের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি,
ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী।


কালকের ম্যাচের অষ্টম ওভারে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বল তুলে দিলেন তার হাতে। নিজের ওভারের তৃতীয় বলেই ওপেনার সাবির নুরিকে এলবিডাব্লিউর ফাঁদ ফেলে রেকর্ডটা গড়ে ফেললেন সাকিব।ওয়ানডেতে ১৫৩ ম্যাচে ২০৭ উইকেট পাওয়া আব্দুর রাজ্জাকের সাথে এখন ১৫৮ ম্যাচে সাকিবের উইকেট সংখ্যাও ২০৭। দুজন এখন দেশের সর্বোচ্চ ওয়ানডে উইকেট শিকারের রেকর্ড ভাগাভাগি করছেন। কিন্তু এই একটি উইকেট সাকিবকে নিয়ে গেছে ভিন্ন উচ্চতায় তবে আর একটি উইকেট পেলেই রেকর্ডটি তার একাই হয়ে যাবে। ১৫৯ ম্যাচে ২০৪ উইকেট নিয়ে তাদের পরের স্থানটি মাশরাফির।৪২ টেস্টে ১৪৭ উইকেট সাকিবের। দেশের সেরা। ৫৪ টি-টোয়েন্টিতে ৬৫ উইকেট তার। এখানেও সে সেরা তাই মনে হচ্ছে ওয়ানডের আসনটাও এখন তার। মিরপুরে প্রথম ওয়ানডেতে ৪০ বলে ৪৮ রান করা বিশ্বের সেরা ওয়ানডে অল রাউন্ডার সাকিব সেখানেও বড় ভূমিকা রেখেছিলেন।

এবার চলুন সামুতে দেয়া কাল আজকের কিছু পোস্ট ঘুরে দেখী
..........................................................................................................*
বাংলাদেশ বনাম আফগানিস্তান ২০১৬ ওডিয়াই সিরিজ
১ম ওডিআইঃ
ফলাফলঃ বাংলাদেশ ৭ রানে জয়লাভ
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টীমকে পোস্টটি যিনি লিখেছেন তার নাম আবু ইশমাম ।
.........................................................................................................*
..........................................................................................................*
এক দিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্থানের বিপক্ষে বাংলাদেশের জয়
আজকের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্থানের বিপক্ষে বাংলাদেশের ৭ রানে কস্টসাধ্য জয় ।
বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৬৫ রান করে । এর বিপক্ষে আফগানিস্থান সবকটি উইকেট হারিয়ে করে ২৫৯ রান । তাসকিন মোট ৪ টি উইকেট নেন । শেষ মহুর্তের শেষ বলে একটি উইকেট নিয়ে বাংলাদেশকে তিনি জয়ের মুখ দেখতে দারুনভাবে সহায়তা করেন ।
বাংলাদেশ দলের জন্য রইল সকলের পক্ষ থেকে শুভেচ্ছা ।
পোস্টটি যিনি লিখেছেন তার নাম বিলুনী ।
............................................................................................................*
.............................................................................................................*
এভাবেও তাহলে জেতা যায়! বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে দেখার পর এ ছাড়া যে আর অন্য কোনো কিছু মাথায় আসছে না কারও। এভাবেও জেতা যায়? এভাবেও ফেরা যায় ম্যাচে, মাঠে, জীবনে! নিষেধাজ্ঞার দুঃসময় পেরিয়ে ফিরে এসে শেষ ওভারের ভয়ংকর চাপকে উড়িয়ে কীভাবেই না বাংলাদেশকে জিতিয়ে দিলেন তাসকিন আহমেদ। ছয় মাস যে দুঃস্বপ্নের মধ্য দিয়ে পার করে এসেছেন তা যেন উড়িয়ে দিলেন। ৪ উইকেট নিয়ে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে বাংলাদেশকে জিতিয়ে দিলেন ৭ রানে।
পুরো পোস্ট পড়তে নিচে লিংকে চাপ দিন !
রেকর্ডের দিনে জয়ই পেলেন সাকিব। এভাবেও তাহলে জেতা যায়!!!
পোস্টটি যিনি লিখেছেন তার নাম Mahmud Makky ।
................................................................................................................*
................................................................................................................*

ওৎ পেতে থাকা শেয়াল শকুন
ওৎ পেতে থাকা হায়েনা,
ধ্বংসের খেলা খেলে যায় তারা
মানুষের ভালো চায় না
তাদের জন্য প্রয়োজন সতর্ক চোখ রাখা …
স্বাধীন দেশে উড়বেই শুধু স্বাধীন পতাকা …
সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল …
সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল …

পুরো পোস্ট পড়তে নিচে লিংকে চাপ দিন !
ফিরে আসা বাঘ
পোস্টটি যিনি লিখেছেন তার নাম মাদিহা মৌ
....................................................................................................................*
.....................................................................................................................*
আমি যখন বাসায় ফিরি তখন জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ছিল ৬৬ বলে ৮০ রান। হাতে ছিল ৮ ইউকেট। বন্ধুবর মঈনুল বিপ্লব ছোট্ট করে কমেন্ট দিলো, ধরা খাইতাছো নিকি!!! জবাবে আমি কনফিডেন্টলি বললাম, চান্স ৫০ ফিফটি। খেয়াল করলাম, ৪০তম ওভারে তাইজুল ইসলাম মাত্র ১টি রান দিয়েছিলেন। ওটাই ম্যাচ প্রেডিক্ট করতে আমাকে উৎসাহ যুগিয়েছিল। টিএসসিতে বসে ম্যাচ হেরে যাচ্ছি, এমন একটি আশংকা নিয়েই শেষের ওভারগুলো বাসায় দেখব বলে চলে আসি।
পুরো পোস্ট পড়তে নিচে লিংকে চাপ দিন !
টাইগার্সদের ৭ রানের রুদ্ধশ্বাস জয়!!!
পোস্টটি যিনি লিখেছেন তার নাম রেজা ঘটক
..........................................................................................................................*
...........................................................................................................................*

একটা সময় ঠিক এমন ভাবেই আমরাও হেরে জেতাম!! খুব কষ্ট লাগতো তখন, হাতের মুঠোয় থাকা ম্যাচ টা ফসকে যেত। এরকম অনেক দিন দেখেছি সহ্য করেছি, ধৈর্য ধরেছি। তাই আজ বাংলাদেশ ক্রিকেট বিশ্বে অনন্য পরাশক্তি। আজকে বাংলাদেশ জিতেছে, আর বাংলাদেশ যখন জিতে যায় জিতে যাই আমরা সবাই। অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবাইকে, অভিনন্দন সকল বাংলাদেশী দর্শকদের। অভিনন্দন সকল বিশ্ববাসীকে।
পুরো পোস্ট পড়তে নিচে লিংকে চাপ দিন !
টাইগারদের আরো একটি রুদ্ধশ্বাস জয়
পোস্টটি যিনি লিখেছেন তার নাম ধ্রুবক আলো
.....................................................................................................................................*
.......................................................................................................................................*
সাথে থাকুন আর আবডেট দেখুন ।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩২

রক্তিম দিগন্ত বলেছেন:
বাহ! চমৎকার কাজ! ক্রিকেট নিয়ে পোস্টগুলো এইভাবে আলাদা করে রাখলে সবাই ই পড়ার আগ্রহ পাবে। :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমারো ইচ্ছে সকলের বেশি বেশি পড়ার আগ্রহ বাড়ুক । :)

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:২৯

হাকিম৩ বলেছেন: পোস্ট স্টিকি হইব :):):)(:(:(:হাসু মামা । হিহি মজা করলাম মাইন্ট কইরেন না।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হইলে হইতেও পারে এতে অবাক হওয়ার কিছু নাই B-)

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২৬

মামুন ইসলাম বলেছেন: চমৎকার একটা কাজ করছেন সবগুলো পোস্ট এক জায়গায় করেছেন ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: থ্যাঙ্কু আপনাকে।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৩

জনৈক অচম ভুত বলেছেন: ব্যাপারটা দারুণ! ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না। :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও আপনাকে ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না। :) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.