নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

মোবাইল বিকাশ হ্যাকার থেকে সতর্ক থাকুন

০১ লা জুলাই, ২০২০ রাত ১২:১৪


চলমান করোনা ভাইরাসের এই দুর্যোগময় মুহুর্তেও থেমে নাই মোবাইল বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংক হ্যাকার সাহেবেরা।
গত কয়েকদিনে নতুন বাজার, শাহাজাদপুর,উত্তর বাড্ডা ও মধ্য বাড্ডা এলাকায় ঘটনা ক্রমে বেশ কয়েক জন বিকাশ ব্যবসাহী এবং বিকাশ ইউজার বা মোবাই ব্যাং ইউজারদের সাথে কথা বলে জানা যায় যে,কারো কাছ থেকে ২০০০০টাকা কারো কাছ থেকে ১৮০০০টাকা
কারো কাছ থেকে ৩৫০০০ টাকা আবার একজনের কাছ ২১৫০০ টাকা বিকাশ হ্যাক করে হ্যাকার সাহেবেরা তাদের বিকাশ অ্যাকাউন্টে নিয়ে গেছে।তাই বলছি মোবাইল বিকাশ হ্যাকার থেকে নিজেও সতর্ক থাকুন এবং অপরকেও সতর্ক করুন ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২০ রাত ১২:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমাকে এক হ্যাকার ধরেছিলো
কিন্তু কাবু করতে পারে নাই।
আমার বিশ্বাস সংশ্লিষ্ট কোম্পানীর
কেউ জড়িত না থাকলে হ্যাক করা
সম্ভব হবে না।

০১ লা জুলাই, ২০২০ রাত ১২:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার বিশ্বাস সংশ্লিষ্ট কোম্পানীর
কেউ জড়িত না থাকলে হ্যাক করা
সম্ভব হবে না।
আপনার সাথে একমত মামা।

২| ০১ লা জুলাই, ২০২০ রাত ১২:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গত ডিসেম্বরে একটা বিশেষ উপলক্ষে আমার বন্ধুরা আমার অ্যাকাউন্টে বিকাশ করছিল ঘন ঘন। হঠাৎ এক অতি অমায়িক, অতি মিষ্টভাষী, নম্র, ভদ্র বিকাশ অপারেটর অতি বিশুদ্ধ ভাষায় মোবাইলে কল দিল।
'স্যার, আপনার বিকাশ অ্যাকাউন্টটা নাকি ব্লক হয়ে গেছে। একজন বিকাশ অ্যাজেন্ট আমাদের ফোন করে বললো তারা আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারছে না। তো, আপনার অ্যাকাউন্টটা আমরা এখন ঠিক করে দিব।' ইন্সট্যান্টলি আমি বিশ্বাস করে ফেললাম। হয়ত বন্ধুরা বিকাশ করছে, কিন্তু সাকসেসফুল হচ্ছে না।
অপারেটর বলছেন,' এখন আপনার কাছে একটা কোড পাঠাব। তার আগে অন্য একটা মোবাইল নাম্বার বলুন, সে নাম্বারে কল দিই। কারণ, আপনি একই মোবাইল থেকে কল রিসিভ করে ইন্সট্রাকশন ফলো করতে পারবেন না।' আমি অন্য নাম্বার দিলাম। সাথে সাথে আমার কাছে একটা এস এম এস এলো। উনি জিজ্ঞাসা করেন, কোড নাম্বার কত? হঠাৎ আমার মনে পড়ে যায়- ওরে রেরে রে! আমি তো বাটপারের খপ্পরে পড়ে গেছি। আমার কাছে কোড এসেছে ৫৬৪৫৮৯ (ধরুন)। আমি তাকে জানাইতেছি- ৪৩২০৩২। সে বলতেছে, 'স্যার। কোডটা মনে হয় ঠিক মতো যায় নাই। আবার পাঠাচ্ছি।
আবার এলো - ৭৬৯৬৪৩ (ধরুন)। আমি বললাম ১২০৫৪৩। এইবার ঐ হালায় বিউজ্জা গেছে যে আমি ব্যাপারটা বুইজ্জা গেছি। ও কড়া একটা স্ল্যাং ইউজ করে কেটে দিল

৩| ০১ লা জুলাই, ২০২০ রাত ১২:৫৫

নেওয়াজ আলি বলেছেন: আমরা অভাগা । আমরা পেয়েছি চোর বাটপাড়

৪| ০১ লা জুলাই, ২০২০ রাত ১:২৩

ডেড ম্যান ওয়াকিং বলেছেন: উপকারী লেখা।
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

৫| ০১ লা জুলাই, ২০২০ সকাল ৯:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাকে পরপর ২ দিন ২ জনে চেষ্টা করেছিল। এখন অনেকেই সচেতন। তবে এদের কঠোর শাস্তি দেয়া উচিত...

৬| ০১ লা জুলাই, ২০২০ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: আমার বাশি নাই, বাশি বাজেও না।

মানে আমার কোনো বিকাশ একাউন্ট নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.