নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি যে আছ তাই,আমি ব্লগে লিখে যাই......

আমি আবদুল্লাহ

দেখছি পড়ছি জানছি লিখছি

আমি আবদুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

আব্দুর নুর তুষার,এই বিবেক নিয়ে গলাবাজি করেন?

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

১.আজকের বিনোদন পাতা খুলতেই দেখি মুখ আলো করে দাঁড়িয়ে আছেন প্রখ্যাত বিতার্কিক আব্দুর নুর তুষার।উপলক্ষ আর কিছু নয়,তিনি 'গর্ব' নামের একটা রিয়েলিটি শো এর বিচারক হিসেবে নাম লিখিয়েছেন।এই শোতে কেবল পোশাক শিল্পের সাথে জড়িতরাই অংশগ্রহণ করতে পারবেন।বিজয়ী পাবেন ১০ লক্ষ টাকা!দেশের নিচের তলায় বসবাসকারী মানুষগুলোর জন্য অনেক বড় অঙ্কের একটা টাকা।কিন্তু টাকাটা দিবে কে?দেশের 'গর্ব' বিজিএমইএ।যারা এক লাখ কিংবা মতান্তরে ২০ হাজার টাকা দিয়ে জীবন্ত মানুষ পুড়িয়ে মারার এক্সপেরিয়েন্স করতে পারে!তারা এমনই ক্ষমতাশালী যে খাল আটকে সেটার উপরে বহুতল ভবন বানাতে পারেন!কেউ তাদের টিকি পর্যন্ত ছুঁতে পারেনা।প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় মন্ত্রী সবাই যোগ দেন তাদের বার্ষিক সভায়! ঈদের আগে শ্রমিকের বেতন-বোনাসের টাকা আটকে রেখে সেই টাকায় ঈদের পরে পরিবার পরিজন নিয়ে ব্যাঙ্কক-গোয়া-পাতোয়াতে হলিডে উদাযপন করতে যেতে পারার মত 'মহৎ হৃদয়' কেবল বিজিএমইএর সভ্যদেরই থাকে !আব্দুর নুর তুষারএর মত'জাতির চেরাগ'রা যখন বড় বড় বুলি কপচে বিজিএমইএ'র কাঁথার নিচে ঢুকেন,তখন আসলেই মনে হয়- স্বাধীনতার পরে এখন সবচাইতে বড় গালি "তুই বুদ্ধিজীবী"!!!

২.অনুকরণের ছোঁয়া থাকে বলেই হয়তো বাংলাদেশী রিয়েলিটি শো গুলো ওইভাবে দর্শকের মন জয় করতে পারে না।এক এপিসোড দেখার পরে দর্শক আরেক এপিসোড দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে না।নারীদেহ দেখে এখন আর পোষাচ্ছে না বলেই হয়তো পুরুষদের রিয়েলিটি শো শুরু হয়েছে। ফেয়ার এন্ড হ্যান্ডসাম প্রেজেন্টস আল্টিমেট ম্যান।পাওয়ারড বাই-বাংলাদেশ নেভি!একটু নড়েচড়ে বসতে হয় বটে!সাধারণত এইসব রিয়েলিটি শোতে কর্পোরেটদের হাঁকডাক বেশি থাকে।সেখানে বাংলাদেশ নেভি কেন?নেভি তো ইমেজ সংকটে ভুগছে না।তাদের পাবলিসিটির ও প্রয়োজন নেই। এই রিয়েলিটি শোর স্পন্সর বাবদ যে টাকা খরচ হবে,সে টাকা কি আমাদের দেওয়া ট্যাক্সের টাকা থেকেই খরচ করা হবে?যদি টাকা দেওয়া খরচ করা নাও হয়,তাহলে নেভি কি লজিস্টিক সাপোর্ট দিচ্ছে?দেশ রক্ষার কাজ ফেলে নোংরা একটা রিয়েলিটি শোর লজিস্টিক সাপোর্ট দিলে নেভির কি লাভ?কে দিবে এইসব উত্তর?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

বিপদেআছি বলেছেন: আব্দুর নুর তুষার , আনিসুল হক এদের বুদ্ধিজীবি হওয়ার খুব শখ আবার কর্পোরেট জীবনের প্রতি তীব্র আর্কষন।বাদ দেন।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

বেকার০০৭ বলেছেন: আব্দুর নুর তুষার , আনিসুল হক এদের বুদ্ধিজীবি হওয়ার খুব শখ আবার কর্পোরেট জীবনের প্রতি তীব্র আর্কষন।বাদ দেন।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

আমি আবদুল্লাহ বলেছেন: প্রথম মন্তব্যে দুইখান লাইক দিতে চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.