নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি যে আছ তাই,আমি ব্লগে লিখে যাই......

আমি আবদুল্লাহ

দেখছি পড়ছি জানছি লিখছি

আমি আবদুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

উন্মাদ বিহীন বইমেলা!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২

বাঁশবাগানে মাথার ওপর

চাঁদ ওঠেনা আর

আকাশ জুড়ে টুইংকেলের

লিটিল লিটিল স্টার।

তাই আধুনিক আন্টি, পাপা

আর আধুনিক মামটি

সোনামনির বুকে বসায়

হামটি এবং ডামটি।

কাজল চোখেও হারায় না কেউ

রাগ কোরোনা দেবী,

হঠাৎ যদি ডাকি তোমায়

ডল, হানি বা বেবী।

রোমান হরফ দিয়ে আমি

বাংলা মেসেজ লিখে

জানিয়ে দিব দেখা হবে

রাত দশটার দিকে।

লাউঞ্জ কোনো বা কফি শপে

যুগের দুষ্টুমিতে

ডিনার হবে ইউরোপীয়

পিৎজা, স্পাগেটিতে।

গ্লোবাল হয়ে ওঠাই নাকি

দাবী মহাকালের

বিলবোর্ড তাই ঝুলিয়ে দিলাম

হিন্দি সিরিয়ালের।

সারাটা দিন মগ্ন থাকি

জি-টিভি, স্টার প্লাসে

তারপরেও নির্লজ্জ

‘মহান একুশ’ আসে।

বাহান্নতে যা পেয়েছি

হজম করে সাবার…

রাষ্ট্রভাষা বাংলা চাই-এর

স্লোগান উঠুক আবার!

কৃতজ্ঞতাঃঅনিক খান।

ছড়া-কবিতা ছোটবেলা থেকেই বিরক্তির কারণ হলেও বড়বেলাতে এসে কেন জানি ভালো লেগে গেছে।হঠাৎ করে মনে হয়েছিল হবো শখের কার্টুনিস্ট।এই দুই ঘটনার পেছনে 'কারণ' হিসেবে ছিল 'উন্মাদ' নামের একটা স্যাটায়ার ম্যাগাজিন।অনিক খান-রোমেন রায়হান-লুৎফুর রহমান রিটন এই ত্রয়ীর বদৌলতে ভালো লেগেছিল ছড়া জিনিসটা আর মেহেদি হক-তারিক সাইফুল্লাহ-শাহর­িয়ার শরীফ-তন্ময় ভাই ও শিখা-মিতু আপুর কারণে মোহাবিষ্ট হয়ে গিয়েছিলাম কার্টুনে! দুই বছর আগে যখন প্রথমবারের মত বইমেলাতে গিয়েছিলাম সবচাইতে ভালো লেগেছিল উন্মাদ আর সেবার স্টলে গিয়ে।বইমেলার 'শুদ্ধতা' রক্ষায় এবার স্টল দেওয়া হয়নি উন্মাদকে।মিনার মাহমুদ তো চলে গেছেন না ফেরার দেশে।থাকবেনা তাঁর 'বিচিন্তা' স্টল।স্রেফ পানসে মনে হচ্ছে বইমেলাটা।বাংলা একাডেমির এই 'শুদ্ধতা' রক্ষার আয়োজনের নিকুচি করি।গোল্লায় যাক আপনাদের শুদ্ধতা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.