নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

লেখার সাধ ও সাধ্যের সমন্বয় ঘটানো কি এতই সহজ?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০১

সে তো প্রাই বছর দু'য়েক হবেই। বাঁধ ভাঙার আওয়াজকে নিয়ে আমার গেট টুগেদার। গেট টুগেদারে আর মন ভরে না তাই তো লিভ টুগেদারের ইচ্ছে। যেমন ইচ্ছে তেমনি কাজ। পাঠক থেকে লেখক হওয়ার সাধ! লেখক হওয়া কি এতই সহজ? লেখার সাধ ও সাধ্যের সমন্বয় ঘটানো কি এতই সহজ?



সহজ না হোক চেষ্টা তো করতে হবে? কষ্ট ছাড়া কি কেষ্ট মেলে?



তো শুরু হলো এখন থেকে পথ চলা .....................

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রিয় ব্লগার আপনাদের মন্তব্যই হয়তো আমাকে ভাল লেখায় উৎসাহ যোগাবে। সেই উৎসাহ যোগানের জন্যই আপনাদের মতামত অবশ্যই কাম্য।

প্লিজ মন্তব্য করে আমাকে কৃতার্থ করবেন।

ধন্যবাদ সবাইকে।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শায়মা, ভোরের সূর্য, অস্পিসাস প্রেইস, অর্বেন, আহমেদ আলিফ ও মামুন রশিদ আপনারা তো শুধু দেইখা গেলেন কিন্তু কোন মন্তব্য তো করলেন না। কেন? আমার প্রতি কী আপনাগো কোন সহানুভুতি নেই? ধন্যবাদ সবাইকে।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭

অপ্রচলিত বলেছেন: এই যে, আপনার প্রথম পোস্টে প্রথম মন্তব্য পেয়ে গেলেন :) :P

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।






আবার আসবেন। অবশ্যই!

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৯

বেলা শেষে বলেছেন: Brother, you may write more & more please.

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:২৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: i will try to write in future. thanks my dear brother.

৫| ১১ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

খায়রুল আহসান বলেছেন: লেখার সাধ ও সাধ্যের মধ্যে সমন্বয় তো ইতোমধ্যে ঘটে গেছে। তাই প্রায় আট বছর এসে শুধু বিলম্বিত "সুস্বাগতম"টুকুই জানিয়ে গেলাম।

আর হ্যাঁ, প্রায় আট বছর আগের এ পোস্টটাতে প্রথম 'লাইক'টা কিন্তু আমিই আজ রেখে গেলাম।

ভাল থাকুন, শুভকামনা....

১২ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:২৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আহসান ভাই আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো তা ভেবে পাচ্ছিনা। আপনার সুস্থ ও দীর্ঘায়ু কামনা করছি।






ভালো থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.