নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

নির্বাচিত পাতায় আপনার লেখা চান? দেখেন মডুদের মডু কী কয়?

১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

আমি তো নতুন আমার কোন যায়গা নেই। কী প্রথম পাতা আর নির্বাচিত পাতা। এখন পর্যন্ত জেনারেলই হইতে পারি নাই। যদিও এখানে বিচরণ বহুদিনের। তাই বলে কী আপনারা পারবেন না? যারা জেনারেল ও নিরাপদ। আর সে জন্যই এই প্রয়াশ। এখন আসি আসল কথায়।

‌‌‌‌‌**************************************************************************

ধন্যবাদ অংশগ্রহণকারী সকল ব্লগার। সবার বোঝার সুবিধার্থে এখানেই কিছু কথা বলা দরকার মনে হচ্ছে।



সর্বোচ্চ সংখ্যক ব্লগারের চাওয়াকে প্রাধাণ্য দিয়েই এই প্ল্যাটফর্মটির সাম্প্রতিক নানান পরিবর্তন/পরিবর্ধনে আমরা 'নির্বাচিত ব্লগ' পাতাটি যোগ করেছি। কথা হলো, কে বা কারা এই পোস্টগুলো নির্বাচন করবেন, কোন মানদন্ডে করবেন, কতখানি নিরপেক্ষতা রক্ষা হবে, কেন বা কোন কারনে পোস্ট নির্বাচকদের উপর আস্থা রাখা হবে ইত্যাদি হাজারো যৌক্তিক প্রশ্ন আমরা নিজেরাই ভাবেছি। পাশাপাশি ব্লগাররাও তাঁদের দীর্ঘদিনের ব্লগ বিষয়ক অভিজ্ঞতা, সৃজনশীলতা, বিবেচনা বোধ এবং সর্বোপরী দায়িত্বশীলতা নিয়ে এই বিষয়টিতে স্বেচ্ছায় সহযোগিতার কথা ইমেইল সহ ব্লগেই জানিয়েছেন বহুবার। ব্লগারদের এই স্বতঃস্ফূর্ত আগ্রহটি আমাদের ভাল লেগেছে এবং কার্যকরী হবে বলে মনে হয়েছে। পাশাপাশি মডারেশন টিমের প্রতি প্রচলিত(!!!) অনাস্থা পোষনের সুযোগ থাকবেনা এবং ব্লগটির গতিময় পরিচালনার একটি বিশেষ দিকে ব্লগারদের সরাসরি অংশ গ্রহণও আনন্দদায়ক হবে বলে মনে করেছি।



এই 'ব্লগ নির্বাচক' নির্বাচনের বিষয়টি আমরা অত্যন্ত আন্তরিকতা ও যত্নের সাথে করার চেষ্টা করেছি যাতে কোনরকম ভুল বোঝাবুঝি বা সন্দেহের সুযোগ না থাকে। এক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে যে বিষয়গুলি মোটামুটিভাবে বিবেচনা করেছি তা হলো:

ক) ব্লগে নিয়মিত অংশগ্রহণকারী (অর্থাৎ ব্লগের গতি প্রকৃতি এবং নিয়ম.নীতির সংগে পরিচিত এবং অভ্যস্ত ব্লগার)

খ) অপপ্রচার, ব্যক্তিআক্রমণ এবং বিভ্রান্ত সৃস্টি, অসততা (সব অর্থেই) ইত্যাদি বিষয়গুলোর সাথে যে ব্লগারের সম্পৃক্ততা নেই।

গ) স্বদেশ, সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং যেকোন ধর্ম-বর্ণ গোত্র নিয়ে বিরোধ বা বিরুদ্ধাচরণ এবং অস্থিরতার সাথে যুক্ত নন/ছিলেননা।



এরপর আমরা সেই ব্লগারদের ইমেইল করি এবং প্রতিউত্তরে তাঁদের সম্মতি, আগ্রহ ও দায়িত্বশীলতার প্রতিশ্রুতি পাওয়ার পর পোস্ট নির্বাচনের সুযোগ দেয়া হয়েছে।



এখানে একটি কথা বলা খুব দরকার। সেটা হলো পোস্ট নির্বাচনে যারা অংশ নিচ্ছেন, তাঁদের কেউ কেউ ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে প্রাধাণ্য দেয়ায় আমরা তাঁদের সেই একসেস বন্ধ করে দিয়েছি এবং পোস্ট নির্বাচন পদ্ধতিটি আরেকটু ভিন্ন করার লক্ষ্যে কাজ করছি যাতে চাইলেই কেউ ব্যক্তিগত/ব্যক্তি স্বার্থ ইত্যাদি বিষয়গুলো চর্চা না করতে পারেন।



ইতিমধ্যে অনেকগুলো উদাহরণই এসেছে। তবে আমি একটি উদাহরণ এবং তার ব্যাখ্যা দিতে চাইছি।



আগস্টের মাঝামাঝি সময়ে একটি ছুটির দিন দুপুরে বিগত সরকারের দু'জনকে নিয়ে একটি অত্যন্ত নিম্নরুচীর পোস্ট দেখতে পাই এবং আরও লজ্জাষ্কর ব্যপার যে সেটি ছিল নির্বাচিত পোস্টে। অত্যন্ত দুঃখজনক যে যিনি এটি নির্বাচন করেছেন নিশ্চয়ই তিনি ভিন্ন মতাবলম্বী এবং পোস্টটিতে তাঁর একরকম অন্যায় সমর্থন থাকায় তা তিনি নির্বাচিত পাতায় তুলে দিয়েছেন। আমরা তাঁকে এই কাজটি থেকে সরিয়ে দিয়েছি। দায়িত্ব প্রাপ্ত ব্লগারদের বলছি, আপনার একান্ত ব্যক্তিগত ভাললাগায় প্রভাবিত না হয়ে সুস্থ ও সুষ্ঠু ব্লগিংকে সবার নজরে রাখতে সঠিক পোস্টটিতে 'ভাল লাগা' জানান।



পুরো বিষয়টি যেন সুযোগ অপব্যবহারের শিকারে পরিনত না হয় সে চেষ্টাই করছি আমরা। আমাদের সমালোচনার পাশাপাশি সহযোগিতাটুকুও করুন। সামহোয়্যার ইন ব্লগ আপনার, আমার, আমাদের সবার।



ভাল থাকুন সবাই।





তথ্যসূত্র : এখানে। তারপর ২৩৬ নং কমেন্ট



মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:



বেশ ! বেশ !!

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

২| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: গতকালো জেনারেল! হইছেন আজকেই মডুর পিছনে লাগিছেন ? আপনার মনে হয় খবর আছে














;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনে মনে হয় আমারে ডর দেখাইতাছেন?

ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

আদম_ বলেছেন: নির্বাচিত পাতায় ঢুকতে বিরক্ত লাগে বহুদিন যাবত। ওখানে গেলে মনে হয় দেশে যেন কবিতার মহামারী লেগেছে। কবিত্বের প্রার্দুভাবের কারণে পাতাটা পচে গেছে। খোজ খবর ভালো হলে খবর দিয়েন।

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @আদম_ বলেছেন: নির্বাচিত পাতায় ঢুকতে বিরক্ত লাগে বহুদিন যাবত। ওখানে গেলে মনে হয় দেশে যেন কবিতার মহামারী লেগেছে। কবিত্বের প্রার্দুভাবের কারণে পাতাটা পচে গেছে। খোজ খবর ভালো হলে খবর দিয়েন।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

ডট কম ০০৯ বলেছেন: শরৎ দাদা যাই লিখুক না কেন তার পোষ্ট সর্বদাই নির্বাচিত পাতায় যায়।

এইডা ঠিক না।

এইখানে সামু পক্ষপাত দুষ্ট।

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মনে হয় কথাটা ঠিক। ধন্যবাদ।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নির্বfচিত পাতায় আপনার লেখা চান? দেখেন মডুদের মডু কী কয়?

২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নির্বাচিত পাতা ...........................

৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

শিপন ব্লগার বলেছেন: আমার এই লেকাটা পড়ে ডেকবেন
ষকলের জানা ডরকার

২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জ্বি ভাই পড়েছি।



ধন্যবাদ।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: মোঃ আনারুল ইসলাম বলেছেন: গতকালো জেনারেল! হইছেন আজকেই মডুর পিছনে লাগিছেন ? আপনার মনে হয় খবর আছে


আদম_ বলেছেন: নির্বাচিত পাতায় ঢুকতে বিরক্ত লাগে বহুদিন যাবত। ওখানে গেলে মনে হয় দেশে যেন কবিতার মহামারী লেগেছে। কবিত্বের প্রার্দুভাবের কারণে পাতাটা পচে গেছে। খোজ খবর ভালো হলে খবর দিয়েন।


মন্তব্যগুলি পড়ে মজা পেলাম।

২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জ্বী ঠিকই কইছেন। আমিও মজা পেয়েছিলাম।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০০

আমি ময়ূরাক্ষী বলেছেন: শিপন ব্লগার বলেছেন: আমার এই লেকাটা পড়ে ডেকবেন
ষকলের জানা ডরকার


এই লেখাটিও দারুন।

২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আসলেই দারুন।


ধন্যবাদ। ভাল থাকবেন।

৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২২

অপরাজিত একজন বলেছেন: ফিফা রকজ !!

২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইতা কী কইলেন বা!

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নির্বাচিত পাতার ফেরী..............

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হা হা হা ....

নির্বাচিত পাতার ফেরী!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.