![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।
তানহা। তোকে মা বলেই ডাকলাম। তুই যে আমার মেয়ের সমবয়সী। তুই আমাকে ঘৃনা করছিস, তাই না? করবিই তো, তোকে আমরা দিতে পারিনি একটি নিরাপদ আবাসন তার আগেই তুই চলে গেলি।
তুই ব্যঙ্গ করে হাসছিস তাই না? হাসছিস আর ভাবছিস এই পৃথিবীটা কতই কদর্য, কত নিষ্ঠূর আর কত জঞ্জালে ভরা!
মা। তোর কথা যখনই মনে হচ্ছে তখনই বুকের ভিতরটা ডুকরে কেঁদে উঠছে।ব্যথায় কুকড়ে যাচ্ছি। মুখটিপে, আড়ালে অঝরে কাঁদছি। এমনতো হওয়া কথা ছিলনা। তোকে বাঁচতে দিলোনা মানুষরুপি নরপশু হায়েনা। মাগো তোর মায়া ভরা মুখ, তোর সরু হাত, তোর পাতলা শরীরটা দেখলেই কোলে তুলে আদর করতে ইচ্ছা করে। মা পারিনি তোকে রক্ষা করতে। মাগো, তুই আমাদেরকে অভিশাপ দে। অভিশাপ দে মা।
০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:১১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শিশুটার দিকে তাকাতেই মনটা ডুকরে কেঁদে ওঠে।
২| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৪
বিজন রয় বলেছেন: তানহা । তুই অভিশাপ দে মা !
তানহা । তুই অভিশাপ দে মা
তানহা । তুই অভিশাপ দে মা
তানহা । তুই অভিশাপ দে মা
কিন্তু আমাদেরও বসে থাকলে চলবে না।
সমাজ থেকে এদের নির্মূল করার জন্য আমাদেরকে এখনি তীব্র সামাজিক আন্দোলন করা জরুরি।
০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তীব্র আন্দলনের পাশাপাশি এদের কঠের শাস্তির দিতে হবে যাতে ২য় বার কেউ এরকম করার সাহস না দেখায়।
৩| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪২
০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সহমত।
৪| ০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অভিশাপ তো পাচ্ছি। নাহলে সমাজে এত পাপ এত অস্থিরতা কেন?
০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিকই বলেছেন।
৫| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১২:৪০
শেখ আশেক ইব্রাহীম জিহাদ বলেছেন: মাগো তোর মায়া ভরা মুখ, তোর সরু হাত, তোর পাতলা শরীরটা দেখলেই কোলে তুলে আদর করতে ইচ্ছা করে। কিন্তু কিভাবে, সেই অধিকার কি আছে ? তুই অভিশাপ দে মা ! অভিশাপ দে ।
০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মাগো। তুই অভিশাপ দে মা ! অভিশাপ দে ।
৬| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:২৬
প্রামানিক বলেছেন: কষ্টের কথা।
০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অত্যন্ত কষ্টের কথা। যার স্থান বুকে হওয়ার কথা সেখানে কি অবস্থা ।
মাগো। তুই অভিশাপ দে মা !
৭| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
চাঁদগাজী বলেছেন:
সামজিক প্রতিস্ঠান গড়ে তোলার সময় হয়েছে; প্রতিটি মানুষকে কাউনসেলিং এর ভেতর দিয়ে যেতে হবে।
০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একদম ঠিক কথা বলেছেন। সামজিক প্রতিস্ঠান গড়ে তোলার সময় হয়েছে; প্রতিটি মানুষকে কাউনসেলিং করতে হবে।
ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।
৮| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৯
নিয়াজ সুমন বলেছেন: বিচার যেখানে না থাকে, অন্যায়-অনাচার সেইখানে বৃদ্ধি পায়…..
১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিক বলেছেন।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
৯| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২২
সনেট কবি বলেছেন:
তানহা ও দেশ প্রেমিক বাঙ্গালী
অনিরাপদ তানহা পিশাচ দলনে
চলেগেল সভ্যতায় উপহার দিয়ে
অনন্ত ঘৃণার খেদ, জাগহে মানুষ
নরপশু বিতাড়নে ঐক্য বদ্ধ হয়ে।
এভাবে যায়না করা জীবন যাপন
সমান্য শিশুও যেথা নিরাপদ নয়।
পিশাচে অক্ষম কর প্রতিরোধ গড়ে
ওদের উপড়ে ফেল মূলসুদ্ধ সব।
দেশ প্রেমিক বাঙ্গালী অভিশাপ দিবে
শিশুর আত্মায় এটা অমূলক নয়
আমারা পারিনি দিতে নিরাপত্তা তার।
এ লজ্জা সবার লজ্জা প্রতিকার এর
সবাই করবে মিলে বিবেক তাড়নে
আর যেন নাহি ঘটে ঘটনা এমন।
১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে আপনার সনেট। এইবার না সার্থক হয়েছে আপনার নাম।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
১০| ১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: চাঁদগাজী বলেছেন:
সামজিক প্রতিস্ঠান গড়ে তোলার সময় হয়েছে; প্রতিটি মানুষকে কাউনসেলিং এর ভেতর দিয়ে যেতে হবে।
১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিক কথা বলেছেন। সামজিক প্রতিস্ঠান গড়ে তোলার সময় হয়েছে; প্রতিটি মানুষকে কাউনসেলিং করতে হবে।
ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: েএত অনাচার আর সহ্য হয় না