নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

কে বলে বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন?

০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৫:২৫


দুর্নীতির মামলায় পিরোজপুরের সাবেক সংসদ সদস্য আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে মঙ্গলবার (০৩-০৩-২০২০) সকালে কারাগারে পাঠানোর আদেশে দিয়েছিলেন জেলা জজ আব্দুল মান্নান। একই দিনে বিচারককে বদলি করে সাবেক সাংদকে জামিন দেওয়া হয়। এদিকে জজ আব্দুল মান্নানকে বদলি করার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বুধবার সাংবাদিকদের বলেন, আউয়ালের জামিন আবেদনের শুনানিতে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান অত্যন্ত ‘অশালীন ও রূঢ়’ ব্যবহার করায় তাকে তাৎক্ষণিক বদলি করা হয়। জেলা জজের এই ব্যবহার করা সমীচীন হয়নি মন্তব্য করে তিনি বলছেন, ‘সিচুয়েশনটাকে প্রশমিত’ করতেই আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রীকে জামিন দেওয়া হয়েছে এবং এতে আইনের শাসনের ব্যত্যয় হয়নি।


ওনারাই বলেন আইন বিভাগ এখন পুরো স্বাধীন; আইনমন্ত্রীর কথায় কি আইন বিভাগ স্বাধীন বলে মনে হয়?






প্রয়োজনে এখানে দেখা যেতে পারে।


মন্তব্য ২৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন। অবশ্যই স্বাধীন।
এই স্বাধীন শুধু ধনীদের জন্য। ধনীরা সব কিছুতেই স্বাধীন।

০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৫:৩৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ধনী ও রাজনীতিকদের জন্য বিচার ব্যবস্থা খুবই সহজ।

২| ০৪ ঠা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৮

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ সহায় হোন।

০৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমরা এক উদ্ভুত জাতি।

৩| ০৪ ঠা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


প্রধান বিচারপতি'র চাকুরী চলে গেলো সবার সামনে, সেখানে বিচার ব্যবস্হা স্বাধীন কিাবে হবে? আইনমন্ত্রী নিজেই ইডিয়ট

০৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একদম ঠিক কথা বলেছেন।

৪| ০৪ ঠা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

ঢাবিয়ান বলেছেন: এই গুম, খুনের জমানায় ঐ বিচারকের সাহস দেখে স্তম্ভিত হচ্ছি।

০৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:২৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: উনি হয়তো ন্যয় স্থাপন করতে চেয়েছিলেন কিন্তু নিজেই এখন বিপদে।

৫| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এসব বলতে গেলে আপনি জামাতি হয়ে যাবেন?

০৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবাই তল্পিবাহক হয়ে গেছে কেউ সত্য বলতে চায়না।

৬| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:৪৯

একজন নিষ্ঠাবান বলেছেন: বাংলাদেশে বিচার ব্যবস্থা কোনদিনই স্বাধীন ছিলনা এখনো নেই। স্বাধীন শুধু মুখে মুখে।

০৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ক্ষমতাশীনদের মুখেই শুধু বিচার ব্যবস্থা স্বাধীন বাস্তবে বিচার ব্যবস্থা ঠুটোজগন্নাথ।

৭| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধনী ও রাজনীতিকদের জন্য বিচার ব্যবস্থা খুবই সহজ।

বাংলাদেশই একমাত্র দেশ যেখানে মেরুদন্ডহীন মানুষেরাই সরকার গঠনের সুযোগ পায় ।

০৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:২৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কিভাবে সেটা? মেরুদন্ডহীন মানুষেরা তো ভোটই দেয়ার সুয়োগ পায়না।

৮| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
জমি-জমার মামলা সাধারনত জামিনযোগ্য।
এসবের শাস্তি জেল হয় না জরিমানা হয়।
লিজ নেয়া খাস জমিতে ভবন নির্মাণ, অর্পিত সম্পত্তি ও পুকুর দখল, ইত্যাদির মুল দায় জেলা পরিষদ ও ভুমি অফিস।
টাকা খেয়ে লিজ দিয়েছে। এখন লিজ বাতিল করলেই হয়।
আদালত অবৈধভাবে লিজ দেয়া টাকা খাওয়া সরকারি কর্তাদের জেল দিতে পারে। হওয়া উচিত। আর দখলদারদের উচ্চহারে জরিমানা করা উচিত। জরিমানা না দিলে একাউন্ট ফ্রিজ ও সম্পদ ক্রোক, বাপ বাপ করে জরিমানা দিয়ে দিখল ছেড়ে দিতে বাধ্য। জেলে রেখে কোন উপকার নেই।

আইনে আছে খাস জমি লিজ দেয়া যাবে শুধুমাত্র ভুমিহীন দুস্থদের। আর কাউকে না।

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার সুন্দর কথা সবই কিন্তু কথা হচ্ছে বিচারক বদলি ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে। ধন্যবাদ।

৯| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় !

আর কতটা নির্লজ্জ্ব হলে ওরা লজ্জ্বার সংগা বুঝবে!!!
স্বাধীন দেশে বিচারকের প্রতিই এই্ আচরণ! আমজনতার কি হাল তবে সহজেই অনুমেয়!

এই অন্ধকার দম্ভ আর স্বৈরাচারিতার চর্চা বন্ধ হোক।

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিচার বিভাগে হস্তক্ষেপ?
Mar 5, 2020 8:36 AM

আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর পিরোজপুরের জজকে বদলির ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা বিচার বিভাগ নিয়ন্ত্রণের প্রমাণ। আপনি কি তার সঙ্গে একমত?

হ্যাঁ - 96%

না - 4%

মোট ভোট সংখ্যাঃ 743

সন্ধ্যা পর্যণ্ত আজকের অনলাইন জরিপের ফল।
এই জনমতকেই তো গলাটিপে চলছে স্বৈরাচারীতা!!!
রাতের আধারে ভোট আর স্বেচ্ছাচার! X((

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ৩য় বিশ্ব জনমত জরিপ গায়ে মাখেনা।

১১| ০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কিভাবে সেটা? মেরুদন্ডহীন মানুষেরা তো ভোটই দেয়ার সুয়োগ পায়না।

এবার জনগন শিক্ষা দিয়েছে তাদের ভোট না দিয়ে। হে হে

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এভাবে চললে আগামীতে ভোটার আরো কমবে বলে আমার মনে হয়।

১২| ০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:০০

প্রািন্ত বলেছেন: বিচার ব্যবস্থা বলুন আর শাসন ব্যবস্থা বলুন সবকিছুই ভন্ডামীতে পরিপূর্ণ। আর সরকারের মন্ত্রীরা তো অনেকেই ......।

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:০১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একদম ঠিক। মন্তব্যের জন্য ধন্যবাদ।






ভালো থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.