নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

ছাইপাশ লেখায় ব্লগাররা এতো কমেন্টস করে কেন?

১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১২



কিছু ব্লগার আছেন যাদের লেখায় ন্যুনতম কোন ভালো বিষয় নেই। আছে শুধু ভিত্তিহীন যুক্তিহীন আউল-ফাউল যত কথাবার্তা। আছে স্ববিরোধিতায় ভরা কিছু প্রলাপ। আর কিছু ব্লগার সেখানে গিয়ে বলছেন খুব সুন্দর হয়েছে, অনেক ভালো লেখা, সুন্দর লেখা ইত্যাদি ইত্যাদি চাটুকারিতায় ভরা কমেন্টস।

চাটুকারী কমেন্টস না করে দোষ ধরিয়ে দেওয়াটা কি উত্তম নয়?

মন্তব্য ৫৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি কি দোষ ধরিয়ে দিচ্ছেন?

১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: না আমিও দিচ্ছিনা। এই ব্লগে অনেক ব্লগার আছেন যারা অনেক জ্ঞানী এবং ভালো লেখেন তাদের পোস্ট গুলো দেখেন কমেন্টস তো নেই লাইকও নেই। আমি ভালো লিখতে পারিনা কিন্ত অনেকেই অনেক ভালো লেখেন তাদেরকে উৎসাহিত করা উচিৎ।





মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:২২

জুন বলেছেন: অসাধারণ লেখা !:#P

১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি কিন্তু অনেক ভালো লেখেন। মাঝে মধ্যেই আমি আপনার লেখায় কমেন্ট করি। অনেকেই আছেন ছাই-পাশ লেখে আর সেখানে আমরা হুমড়িখেয়ে কমেন্টস করি।

৩| ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:২৪

আমি রাছেল খান বলেছেন: বাঙালি জাতিটাই তো চাটুকারিতায় ভরপুর।

১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চাটুকারিতার জন্য আমরা সর্বদাই পিছিয়ে যাচ্ছি এবং মোসাহেবরা ভাবছে তারা সঠিক পথে আছে।

৪| ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:২৪

মা.হাসান বলেছেন: অসাধারণ লিখেছেন।

১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যাদেরকে তেল মারছি তারা ভাছে তারা ষঠিক পথে আছে তাই তারা আর শোধরানোর সুয়োগ পাচ্ছেনা।

৫| ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩১

রাশিয়া বলেছেন: ওফ, চমৎকার লেখা। আপনি কার কাছ থেকে ব্লগ লেখা লিখেছেন? আপনার মত ব্লগার আগে পেলে সামুর এখন এই অবস্থা হোতনা।

১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি সত্যটা তুলে ধরার চেষ্টা করছি মাত্র, আমি ভালো লিখতে পারিনা কিন্ত অনেকেই অনেক ভালো লেখেন তাদেরকে উৎসাহিত করা উচিৎ।





মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৭

রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে একমত নই।

কেউ ভালো লিখে, কেউ কম ভালো লিখে, আবার কেউ একেবারেই খারাপ লিখে।
তার জন্য তাকে ভৎসনা করা ঠিক হবে না।
গায়ক যেমন একদিন গান গেয়েই গায়ক হতে পারে না, তেমন কেউ ১/২ বার লিখেই ভালো লিখতে পারে না।

আর মন্তব্য করতে হবে। মন উজার করে। উৎসাহ দিতে হবে। উৎসাহ পেলে মানুষ ভালো কাজ করতে পারে।

১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কথায় আছে যত মত তত পথ। সবার মতামত এক নাও হতে পারে এবং এটাই স্বাভাবিক। উৎসাহ দেওয়া আর চাটুকারিতা এক নয়।

৭| ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনি এতো দিন কোথায় ছিলেন ভাই? আপনাকে খুঁজছে বাংলাদেশ।

১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমাকে খুঁজতে হবেনা জ্ঞানী ব্লগারদের খুঁজুন।

৮| ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৯

ভুয়া মফিজ বলেছেন: ফেবু স্ট্যাটাস দিলেন যে বড়!! :P

আরেকটু খোলাসা কইরা বিস্তারিত বললে তো বুঝতে সুবিধা হইতো। আবার আমারে কন নাই তো!!! =p~

১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার ফেবুতে কোন স্ট্যাটাস নেই আছে শুধু আমার ছবি। তবে আপনার লেখাও সুন্দর।

৯| ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫২

রাফা বলেছেন: আপনার কথা প্রমাণ করার জন্য , আপনার ২ লাইনের পোষ্টের চাইতে কমেন্ট বেশি।
আশা করি এবার বুঝতে পারছেন। ;)

১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি ঠিক বলেছেন। আমি বারবার বলছি আমি ভালো লিখিনা। তবে ভালো লেখা পছন্দ করি। আপনিও একজন জ্ঞানী ব্লগার।






মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

১০| ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সামু ব্লগে পাঠক ও মন্তব্যবারীদের সম্পর্কে আমার পর্যবেক্ষণঃ
তথ্যনির্ভর গঠনমূলক, সচেতনামূলক লেখা থেকে হাল্কা চটুল ও
বিতর্কিত পোস্ট বেশী পছন্দ পাঠকদের।
যেমন আজকের আপনার এই পোস্ট !!! =p~ =p~

১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি জ্ঞানী, শিক্ষিত এবং বয়স্ক ভদ্র ব্লগার। আপনি অনেক সুন্দর তথ্য নির্ভর এবং বিভিন্ন বরেণ্য ব্যক্তিত্বদের জীবনী তুলে ধরেন কিন্তু সেখানে কোন মন্তব্য নেই বা কেউ মন্তব্য করেনা। অথচ আপনার লেখায় সবচেয়ে বেশি লাইক ও মন্তব্য থাকার কথা ছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য সেটা মোটেও হয়নি। কারণ আমরা চাটুকারিতায় বিশ্বাসী এবং মোসাহেবীকে ভালোবাসি।




মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

১১| ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৯

দজিয়েব বলেছেন: আমার নিজেরও তাই বক্তব্য, ভাই। আর এটা শুধু এখানে না, সব ব্লগেরই অবস্থা। সব ব্লগ কি, সারা দেশের অবস্থা।

১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একদম ঠিক বলেছেন। সব জায়গতেই একই অবস্থা।






মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

১২| ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৬

অপু তানভীর বলেছেন: সামুর জন্য এটা আসলে নতুন বিষয় না । সামুর শুরু থেকেই এমনটা হয়ে আসছে । এই অনেক মন্তব্য পাওয়ার ব্যাপারটা ভিন্ন ভিন্ন ধরনের !

সামুতে গ্রুপিং আর সিন্ডিকেট অনেক পুরানো ব্যাপার । গ্রুপ ধরে একজন আক্রমন করাটা যেমন চল ছিল তেমনি নিজ গ্রুপের কারো পোস্টে মন্তব্যের বন্যা বইয়ে দেওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার ছিল । দল বেঁধে আক্রমনের চলটা না থাকলেও দলবেধে মন্তব্যের চলটা এখনও আছে !

আরেকটা ধরন হচ্ছে, সামুর প্রায় সকল ব্লগারদের মনভাবই হচ্ছে, তুমি আমার ব্লগে মন্তব্য কর তাহলেই আমি তোমার পোস্টে মন্তব্য কর । আরেটকু ভাল করে বললে বলতে হবে তুমি আমার ব্ললে ভাল ভাল মন্তব্য কর, তাহলেই আমি তোমার ব্লগে মন্তব্য করবো !

তিন নম্বর ধরনটা হচ্ছে সব ব্লগারদের কিছু পছন্দের ব্লগার থাকে । অনুসারী ব্লগ । তারা যেমনই লিখুক সেই ব্লগে গিয়ে মন্তব্য করে আসে । আবার কারো কারো কিছু নির্দিষ্ট ধরনের ব্লগ বেশি পছন্দ । যেমন কেউ কেবল গল্প পড়ে কেউ কেবল রাজনৈতিক ব্লগ পড়ে ! আমি এই ক্যাটাগরিতে পড়ি !

চার নম্বরটা নুর মোহাম্মাদ নূর সাহেব বলে দিয়েছেন !

সামুতে আগেও যেমন মন্তব্যের সংখ্যা দেখে ব্লগার মান নির্নয় করা যেত না, এখনও না ! সুতরাং এটা নিয়ে এতো চিন্তিত হওয়ার কিছু নেই !

১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের ধন্যবাদ। আমার এই লেখাটি অনেকের কথায় হাল্কা কিন্তু আমি একটি নিরেট সত্য কথা বলার চেষ্টা করেছি। আপনি চিন্তা করে দেখুন আপনার পোস্টে কত পরিমান কমেন্ট হওয়ার কথা ছিল কিন্তু তা কি হয়েছে? না হয়নি যদিও আপনার পোস্টগুলি জ্ঞান নির্ভর, যুক্তিপূর্ণ ও সুন্দর।




আবারও মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

১৩| ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৮

আরোগ্য বলেছেন: কঠিন ও তিক্ত সত্য।

১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্যকথা সর্বদাই তিক্ত হয়।






মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

১৪| ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০০

নেওয়াজ আলি বলেছেন: আপনি ভালো লিখতে পারেন না ,শিখছেন । এই অবস্থায় আপনার ভুল হওয়া দোষের কিছু না । কিন্তু অন্য লোক বার বার আপনার ভুল ধরলে আপনি লেখা ছেড়ে পালাবেন। অভিজ্ঞতা এই বলে। এইটা স্বাধীন লেখার জায়গা কে কি মন্তব্য করবে তার ব্যাপার । ভুল ধরতে গিয়ে ব্যক্তিগত আক্রমনও হয় এখানে। সব মন্ত্রী প্রধানমন্ত্রীকেই তেল মারে কিছু পাওয়ার আশায় । বগ্লে কে কি পাবে তেল মারে। লেখালেখি মনের খোরাক । অবসর সময়ের সঙ্গী এই বগ্ল ।


১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভুল হওয়া বা করা আর তৈল মর্দন এক বিষয়না। যদিও এখানে তৈলমর্দন করে কিছু পাওয়ার আশা নেই তথাপী কেউ কেউ ভাবছেন অমুক ১২/১৩ বছর ব্লগিং করছেন অথবা অমুকের ব্লগ ২০/৩০ হাজার বা তারও বেশি কয়েক লক্ষবার পড়া হয়েছে উনারে মন্তব্য করলে আমার ব্লগে মন্তব্য করবে আমি ধন্য হবো এই টাইপের কিন্তু একবারও ভাবছেন না ভালো ও জ্ঞানী ব্লগারের লেখায় মন্তব্য করলে ভালোরা আরো ভালো কিছু করতে পারবে যা পক্ষান্তরে সবার জন্যই মঙ্গল। যাই হোক সবার চিন্তাধারা এক নয় এটাই স্বাভাবিক।



মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

১৫| ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৯

নীল আকাশ বলেছেন: না পড়ে আন্দাজে মন্তব্য করাটা নিতান্তই নিন্ম মানের ব্লগীয় কাজ। কিন্তু আপনি কি ভালো ব্লগার হয়ে ভুল ধরিয়ে দেন?

১৬| ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:২৬

নীলসাধু বলেছেন: যেমন লেখা তেমনি ব্লগার।

১৭| ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩০

Rajibrpsoft বলেছেন: ভাই একটা উধারণ দেয়.....আমার এক ব্যবসায়ী বন্ধু আছে ছেলেদের জিন্স প্যান্ট বিক্রয় করে ....তার কাছে অদ্ভুদ কালেকশন এর শেষ নেই...আমি একবার তাকে প্রশ্ন করেছিলাম গোলাপি কালার জিন্স তাও ছেলেদের ...সে আমাকে বলেছিল দোস্ত এইটা আমার প্রতিদিনিই যাই কম আর বেশি........বোঝেন ঠেলা

১৮| ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখালেখি এত সহজ না ।
খুবই কঠিন একটা কাজ।

১৯| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১০

মেটালক্সাইড বলেছেন: দ্বিমত পোষণ করছি না। স্বল্প কথায় অল্প বাচন তাতেই মন্তব্যর বলিহারি। সত্যকে কিভাবে পাশ কাটাতে হয় বিভিন্ন ব্লগারের অভিমতগুলো থেকে শিক্ষা নেওয়া যাবে। শ্রদ্ধেয় চাঁদগাজী নো,ওয়াইড,ডেড বল দিতে থাকেন র‍্যান্ডম। রাজীর নুর ভাইয়ের শকুনে দৃষ্টি ছাড়া কোন পোস্ট বাইপাস হতে পারে না। নূর মোহাম্মদ নুরু,শের শায়েরী,ম হাসান,কালবৈশাখী এদের মন্তব্য ছাড়া কোন পোস্ট আলোকিত হয়না। আরো কত জ্ঞানী ব্লগার আছেন কিন্তু সময় দিতে পারছেন না ব্লগে। সামুর শেকড় অনেক গভীরে এটার সন্ধান না জেনে নতুন ব্লগাররা আউল ফাউল ব্লগ লিখে যায়। ক্লান্তি শেষে শান্তি এই সামুতে তাই সযতন আমাদেরই করতে হবে।
ক্ষমা যেমন মহত্বের লক্ষণ তেমনি ভুল স্বীকার শুদ্ধতার পরিগঠন।

২০| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৬

জুন বলেছেন: আপনার এই ছাইপাঁশ লেখায় বার বার মনের অজান্তে ঘুর ঘুর কৈরা আস্তেছি ক্যারে দেশপ্রেমিক :-*৷ এই নিয়া কমপক্ষে ১০ বার আশা হৈলো আর পঠিত সংখ্যাও বাড়তেয়াছে ।
বুঝতে পারতেছিনা ঘটনা কিতা /:)
এইবার বুঝতে পারছেন তো এইসব লেখার এত সাফল্যের কারন? আসলে কে কি মন্তব্য করলো তা দেখতেও আসা হয়।
যাক ভালো ভালো এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখার সাথে সাথে এমন দু একটি লেখাও লিখবেন আশাকরি। ভালো থাকুন আর করোনা মুক্ত থাকুন।

২১| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: :-B

২২| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: এই দেখুন আপনার ছাইপাশ লেখায় ব্লগাররা কতো কমেন্টস করেছে।

২৩| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কথায় আছে যত মত তত পথ। সবার মতামত এক নাও হতে পারে এবং এটাই স্বাভাবিক। উৎসাহ দেওয়া আর চাটুকারিতা এক নয়।

ব্লগে চাটুকারিতায় কি আছে? এখান বেশির ভাগ ব্লগারই কেউ কাউকে চিনে না, জানে না।
ব্লগারদের উপর আপনার আস্থা খুব নিচের দিকে। ব্লগাররা চাটুকারিতা করে না।

২৪| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


দেশ প্রেমিক বাঙালী ভাই আপনার অদ্যকার পোস্টের প্রেক্ষিতে আমার
সামু পাঠক ও মন্তব্যবারীদের সম্পর্কে আমার পর্যবেক্ষণ

২৫| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৩

নতুন বলেছেন: লেখাতে প্রশ্ন থাকতে হয়, কৌতুহল তৌরি করতে হয়, কিছু বিতকের বিষয় থাকতে হয় তবে সবাই মন্তব্য করে।

২৬| ১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০০

কথার ফুলঝুরি! বলেছেন: ব্লগে কিছু বিষয় আছে, যেমন সাধারণত পরিচিত ব্লগাররা একে অপরের লেখায় মন্তব্য করে তাই অনেক নতুন ব্লগার পরিচিত হবার জন্য অনেক সময় লেখা না পড়েই গনহারে মন্তব্য করে যায় ।
আবার বিতর্কিত লেখায় মন্তব্য হয় বেশী তা সেই লেখা ভালো হোক বা না হোক। কিছু লেখার শিরোনাম পাঠকদের চুম্বকের মত টেনে নিয়ে যায় লেখার ভেতর । কারন সেখানে বিতর্ক থাকে ।
আর চাটুকারিতা থাকবেই সেটা ব্লগ হোক আর যেখানে হোক । যে কোন বিষয়ে সবার পছন্দ অপছন্দ মতামত একরকম হবেনা এটাই স্বাভাবিক তবে চাটুকারিতা খুবই বিরক্তিকর জিনিস । এরা আসলে লাইক কমেন্টে বিশ্বাসী । যত বেশী লাইক কমেন্ট তত বেশী পাবলিসিটি । খুব কম মানুষ আছে যারা নিজের ভালোলাগা থেকে লিখে ।
লেখায় ভুল ধরতে হলে বা সমালোচনা করতে হলে লেখাটি মনোযোগ দিয়ে পড়তে হয় কিন্তু কয়জন সেটা করে ? লেখাটি কোন রকম পড়ে একটা মন্তব্য ছুড়ে দিলেই হল। ইউজলেস ১০ টা মন্তব্য এর চেয়ে একটা যথার্থ মন্তব্য বেশী মূল্যবান । একজন সমালোচক লেখকের জন্য আশীর্বাদ স্বরূপ । তবে সবাই আবার সমালোচনা সহজ সুন্দর ভাবে নিতেও পারেনা ।
লিখলেই যেমন লেখক হওয়া যায়না তেমনি একজন যথার্থ পাঠকও সবাই হতে পারেনা ।

২৭| ১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:



কিছু ব্লগার মোটামুটি ভালোই লেখেন; কিন্তু এঁদের ধারণা, ভাবনা, চিন্তা, আচরণ ইত্যাদি ঠিক ব্লগিং'এর উদ্দেশ্যের মতো আধুনিক নয়; এঁদের মাঝে চিন্তাভাবনার দিক থেকে মিল থাকাতে এঁদের একজন লিখলে বাকীগুলো ঝাপিয়ে পড়ে।

গতকাল, ব্লগে একজন লেখক (বই বের করেছেন) একটি ডার্টি জোক দিয়েছিলেন; উনি উহাকে "গল্প" বলাতে আমি উহার বিপক্ষে কমেন্ট করেছি, ডার্টি জোক অবশ্যই 'গল্প' নয়। আমি ইহার বিপক্ষে যাওয়ায় ৪ জন বেশ পরিচিত ব্লগার উহাতে "লাইক" দিয়েছেন ও ডার্টি জোকের লেখককে উৎসাহিত করেছেন। ব্লগে অস্বাস্হ্যকর লেখাতে "লাইক" ও উৎসাহমুলক কমেন্ট করা খুবই অন্যায়।

২৮| ১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: যাস্ট পরিচিত বলে, যাস্ট না করলেই নয় মন্তব্য, যাস্ট আবেগ, যাস্ট ভদ্রতা ও কিছুটা চাটুকারীতা।

২৯| ১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪০

ক্ষুদ্র খাদেম বলেছেন: এই ধরেন আপনার পোস্টে আইছি ভাল্লাগে তাই, ঠেলায় ঘোরতে B-)

তয় আপনার কতা হাছা, এইডাও কিন্তুক ঠিক যে "একেকজনের লেভেল অভ এক্সেপট্যান্স" একেকরকম হইতেই পারে :)

৩০| ১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একেই বলে ১২ হাত কাকুড়ের ১৩ হাত বিচি !!
৪ লাইনের পোস্টে শত লাইনের কমেন্টস!!
এর পরেওকি অস্বীকার করবে যে ব্লগাররা আজাইরা
ও ফালতু পোস্টে বেশী মজা পায়!!

দেশ প্রেমিক বাঙালী ভাই আপনি স্বার্থক।
এখন থেকে হিট ব্লগার হতে সকলে ২/৪
লাইনের পোস্ট প্রকাশ করুন !!! =p~ =p~ =p~



৩১| ১২ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

মা.হাসান বলেছেন: সবার কমেন্টগুলো পড়তে আসলাম । কে কি কমেন্ট করেছে জানা দরকার।

৩২| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৬

আহমেদ জী এস বলেছেন: দেশ প্রেমিক বাঙালী,




পুরোনো কথাই নতুন করে নিয়ে এসেছেন।
অনেক ব্লগার বেশ সুন্দর করে মন্তব্যও করেছেন।
তারপরেও বলি, যিনি লেখেন তিনি যদি বুঝতেন "ছাইপাশ" লিখছেন তবে কিছুতেই তা লিখতেন না।
কারন আমরা কেউই পন্ডিত লিখিয়ে নই ! আমরা অনেকেই একদম আনকোরা, আধোয়া। তাই ব্লগের মাঠে হাটতে হাটতেই আমরা শিখে নেই লেখার কৌশল। এতে জানা হয়, বোঝা হয়, শিখে নেয়া যায় অনেক কিছুই।
ব্লগের চমৎকারীত্ব হলো , পারস্পারিক মতের আদান প্রদানের অবারিত সুযোগ । এভাবে লেখার আলোচনা-সমালোচনায় আমরা পরিশুদ্ধ হওয়ার একটা সুযোগ পেয়ে যাই। লেখার হাতকে সমৃদ্ধ করতে পারি। অহেতুক প্রশংসার বাক্য সে সুযোগটাকে বানের জলের মতো ভাসিয়ে নিয়ে যায়। সৃজনতা, তখন লেখার নদীর পলিমাটিতে স্থিত হয়ে নবীন দূর্বাঘাস হয়ে ওঠেনা কখনও। প্রশংসার জোয়ারে ভেসে গিয়ে আমাদের লেখার বসতবাড়ী মুখ থুবড়ে পড়ে। নিজেকে বাতিল করতে না পারলে , প্রতি মূহুর্তে নিজেকে পেরিয়ে যেতে না পারলে ; সে মানুষ কিছুই সৃষ্টি করতে পারেনা । যে সৃষ্টিধর্মী লেখক নিজের সৃষ্টি সম্পর্কে বিন্দুমাত্রও শ্লাঘা জন্মিয়েছেন, নিজ মস্তিষ্কের অনবধানে হলেও; সেটুকুই তার কবর খোঁড়ার জন্যে যথেষ্ট।
‌আপনার কথামতো চাটুকারী কমেন্টসগুলো আমরা অনেক সময় না বুঝেই করে ফেলি আর তাতেই অনেক উঠতি লেখক "অনেক হয়েছে" ভেবে আত্মতৃপ্তিতে ভুগে নিজের সম্ভাবনাকে নষ্ট করে ফেলেন, নিজের কবর নিজেই খুঁড়ে ফেলেন।

পাশাপাশি এটাও বলি, সমালোচনা মানেই কিন্তু শুধু নেগেটিভ দিকগুলো তুলে ধরে কাউকে তুলোধূনো করা নয়, বরং নেগেটিভ দিকগুলো কি করে পজেটিভ হয়ে উঠতে পারে তার পথনির্দেশ।

৩৩| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৪

সাহাদাত উদরাজী বলেছেন: আসছি যখন কমেন্ট করেই যাই!

৩৪| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কেমন আছেন? নিরাপদে আছেন তো?

ঘরে থাকুন, নিরাপদে থাকুন।

৩৫| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৭

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: ভাইরে ভাই, আপনার এই পোষ্টে তো দেখি সামুর প্রায় সকল নামিদামী বেনামি (আমি) সবাই কমেন্ট করেছে। এখন কি বলবেন ভ্রাতা? :P

৩৬| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৮

মা.হাসান বলেছেন: চার নম্বর কমেন্ট আমার ছিলো। আমার কমেন্টের জবাব দেয়ায় অনেক ধন্যবাদ।

৩৭| ১৩ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:৫০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমি এই ব্লগে নতুন।নামটাই ঠিক মত লিখতে পারিনা,আর ব্লগ লিখাতো দুরের কথা।তবে সকল লেখাই পড়ি।ভুলভাল কমেনট করি।

৩৮| ১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:০২

নজসু বলেছেন:



আমি এখন শুধু পড়ি, কমেন্ট করিনা।
তবে ব্লগ হলো মনের ইচ্ছের খাতা। শালীনতা ও নিয়ম মেনে যা ইচ্ছা লিখুক না কেন।
আর তাতে যা ইচ্ছা মন্তব্য আসুক না কেন। অসুবিধা কোথায়। এখানে আরেকটা বিষয় আছে কোন২/১ জন ব্লগারের লেখায় লাইক কমেন্ট নাই অথচ সর্বাধিক পঠিতের তালিকায় সবসময় দেখি। এটাও ঠিক নয়।

৩৯| ১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: সময়ের অভাবে এখন তেমন ব্লগ পড়া হয়না।তবে মাঝে মাঝে আমি যাদের অনুসরন করি ও নির্বাচিত পাতার কিছু লেখা পড়ি ও কমেন্ট করি।

৪০| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৫

আমি তুমি আমরা বলেছেন: সাহাদাত উদরাজী বলেছেন: আসছি যখন কমেন্ট করেই যাই! (২)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.