নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।
এরা বাবরি মসজিদের রক্ষক!!
বাররি মসজিদ ধ্বংসের সময় আডবানী, যোশী ও ভারতী নিকটবর্তী একটি মঞ্চে উপস্থিত ছিলেন এবং তারা তাদের বক্তব্যের মাধ্যমে উপস্থিত লোকজনকে প্ররোচিত করেছিলেন। মোট ৪৯ জন অভিযুক্তের মধ্যে ইতোমধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের অশোক সিংঘল, শিবসেনার বাল ঠাকরে, অযোধ্যার পরমহংস রামচন্দ্র দাসসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। জীবিত ছিলেন ৩২ জন, তারা সবাই বেকসুর খালাস পেলেন। বিচারক বলেন - মসজিদ ভাঙায় অভিযুক্তদের কোনো ভূমিকা ছিল না। উন্মত্ত লোকজন মসজিদ ভেঙেছে আর অভিযুক্তরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই সংগে অভিযুক্তদের ফাঁসানোর জন্য প্রমাণ বিকৃত করা হয়েছিল, বিচারক এমন মন্তব্যও করেছেন । আরো বলেছে অভিযুক্তরা মসজিদ ভাঙার ষড়যন্ত্র, পরিকল্পনা ও উস্কানিতে যুক্ত ছিল, এ বিষয়ে যথাযথ প্রমাণ না থাকায় বিচারক সবাইকে খালাস দিতে বাধ্য হন যদিও ভিডিও, পত্রিকার ছবি এবং বহু সাক্ষী এখন বর্তমান আছে তারপরও বিচরকরা তাদের বিরুদ্ধে কোন প্রমান পাচ্ছেননা!!
অতএব, রেপ করে মেরে ফেলেছে এটা নিশ্চয়ই অপরাধ, কিন্তু এই অপরাধ পূর্ব পরিকল্পিত ছিল না- তাই ওরা বেকসুর খালাস!! ---বাবরি রায়!?
৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বড় ইস্যু না হলেও এর প্রভাব সুদূর প্রসারী।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৭
মা.হাসান বলেছেন: যথাযথ বিচার হবে না এমন আশঙ্কা অনেকেরই ছিলো। তবে বিচারকরা সবাইকে এভাবে খালাস দিয়ে এবং প্রমান বিকৃত করার অভিযোগ এনে অভিযুক্তদের পক্ষ যেভাবে অবলম্বন করলেন, তা একটা অশুভ উদাহরন হয়ে রইবে।
৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সাবেক প্রধান বিচারপতি যে ভাবে বাবরি যায়গাতে মন্দির নির্মান করার সুয়োগ করে দিয়ে নিজেও সুয়োগ নিয়ে বিধানসভার সদস্য হলেন তখন থেকেই সবারই ধারণা এটার বিচারও একই নিয়মে হবে।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি, শিবসেনা এইসব সংগঠন কট্টর মুসলিম বিদ্বেষী। এরা কখনোই চায় না যে ভারতে মুসলিমরা থাকুক।
৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি, শিবসেনা তথা বর্তমান ক্ষমতাশীন নেতারা যেভাবে মুলিমদের টার্গেট করে কথা বলে বিশ্বে হয়ত এমন নজির আর নেই।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৮
মিরোরডডল বলেছেন:
অভিযুক্তদের ফাঁসানোর জন্য প্রমাণ বিকৃত করা হয়েছে, বিচারক যে এমন মন্তব্য করলেন, প্রমাণ যে বিকৃত করা হয়েছে, এটার প্রমাণ কোথায় ?
পূর্ব পরিকল্পিত ছিলো কি ছিল না এর ওপর নির্ভর করেতো বিচার হতে পারেনা ! অপরাধ করে বেকসুর খালাস ! এসব নিউজ দেখলেই মনটা খারাপ হয়ে যায় । দৃষ্টান্তমুলক বিচার হলে মানুষের জন্য শিক্ষণীয় হতো ।
৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওখানের বিচার ব্যবস্থা এখন বিজেপির কার্যালয় হয়েছে।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০২
নাসরিন ইসলাম বলেছেন: বিচারের নামে প্রহসন।
৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বিচার বলে আর কিছু অবশিষ্ট নেই।
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
হিন্দুরা ও মুসলিমরা ধর্ম নিয়ে গন্ডগোল, হত্যা, যুদ্ধ করতে ওস্তাদ।
০১ লা অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওখানকার বিচারকরা ২৮ বছর আগে মসজিদ ভাঙার কোনো প্রমান পেলনা কিন্তু ৫২০ বছর আগে মন্দির ভাঙার প্রমান পেয়ে গেল ঠিকই!!!!
Judiciary is now Modiciary.
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভারত একটা বর্বর জাতি !!
প্রতিবেশীর সাথে বন্ধুৃসুলভ
আচরণ করেনা। হঠাৎ করে
আন্তর্জাতিক আইন লঙ্ঘণ করে
রপ্তানি বন্ধ করে দেয়। এর জন্য
তাদের ভুগতে হবে।
০১ লা অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: Judiciary is now Modiciary.
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিচার বলতেই সবলের পক্ষে।আইন আদালত দুর্বল তৈরি করেনি।দুর্বলকে রক্ষা করার জন্য আইন এটা একটা ধোকা।দুর্বলকে শান্তনা দেওয়া,যাতে দুর্বল বিদ্রাহী না হয়ে উঠে।পৃথীবিতে কোথায় কবে কখন দুর্বল বিচার পেয়েছ।
শেখ হাসিনা তার পিতার হত্যার বিচার চাইতেই পারে নাই যখন দুর্বল ছিল,সবল হবার পর বিচার হল।আমেরিকার মত সবল হলে বাকিদের ধরে এনে বিচার কার্যকর হত।তার পর ও প্রমান চান দুর্বল বিচার পায়।
মসজিদ বানিয়েছিল সবল বেঙ্গেছে সবল বিচার করছে সবল।সবকিছুই সবলের পক্ষে
০১ লা অক্টোবর, ২০২০ সকাল ৯:৫১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আইন সবার জন্য সমান এই কথাটি সম্পূর্ণ মিথ্যা।
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: @নূরু ভাই
হাজার হাজার বছর আমার,আপনার পুর্ব পুরুষ ভারতবাসী ছিল।আপনি ইতিহাস আমার থেকে ভাল জানেন।
০১ লা অক্টোবর, ২০২০ সকাল ৯:৫২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: উনি মোটামুটি পড়াশুনা করেন।
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: করোনা গোটা বিশ্বের কাছে অভিশাপ হলেও ভারতের মুসলিমদের কাছে আশীর্বাদ স্বরুপ। এই সেদিন পর্যন্ত এন আর সি নিয় গোটা দেশের মুসলমানদের শিরদাঁড়া পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছিল আজ করোনার ফলে সাময়িক স্বস্তি বোধ করছে। তবে দ্রত করোনার সমস্যা গেলেই মুসলীমদের জন্য ডিটেনশন ক্যাম্পগুলো নুতন করে সেজেগুজে উঠবে।
০১ লা অক্টোবর, ২০২০ সকাল ১০:২৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভারতে মুসলিমরা প্রচন্ড নির্যাতনের মধ্যে আছে।
১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৯
নেওয়াজ আলি বলেছেন: জয় শ্রী রামের
০১ লা অক্টোবর, ২০২০ সকাল ১০:২৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: Judiciary is now Modiciary.
১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নুরুলইসলা০৬০৪ বলেছেন: @নূরু ভাই
হাজার হাজার বছর আমার,আপনার পুর্ব পুরুষ ভারতবাসী ছিল।
তাই বলে কি সাদাকে সাদা আর কালোকে কালা বলা যাবেনা?
হাজার বছরের কথা বিস্মৃতির অড়ালে চলে গেছে কারো মনে
নাও থাকতে পারে তবে ইদানিং কালে তাদের কোন কাজটি
সমর্থন যোগ্য ? সবই কি গায়ের জোরে করা যায় /
০১ লা অক্টোবর, ২০২০ সকাল ১০:২৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভারতের ক্ষমতাশীন দলের নেতা নেত্রীরা পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্বেষপূর্ণ কথা বলে।
১৩| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১:৫৫
অনল চৌধুরী বলেছেন: মনে হচ্ছে আপনি ডাকাত দলের সদস্যদের কাছে সর্দারের বিচার চান?
০১ লা অক্টোবর, ২০২০ সকাল ১০:২৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অবস্থাটা ঠিক সেরকমই হয়ে গেল।
১৪| ০১ লা অক্টোবর, ২০২০ সকাল ৮:০৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: @নূরু ভাই,
আপনাকে সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে কেউ নিষেধ করে নাই,সবাইকে কালো বলার কোন অধিকার আপনার নাই।
বর্বর জাতি বলার কোন অধিকার আপনার নেই।সেখানে বাংলাদেশের থেকে বেশি মুসলমান বাসকরে।সরকারকে খারাপ বলতে পারেন কিন্তু দেশের সকল লোককে বর্বর বলতে পারেন না।
০১ লা অক্টোবর, ২০২০ সকাল ১০:২৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওখানে এখনো কিছু লোক আছে যাদের মধ্যে মানবতা আছে তারা কথা বলছে কিন্তু পেরে উঠছেনা বর্বরদের বিরুদ্ধে।
১৫| ০১ লা অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৬
রাশিয়া বলেছেন: মোদীর দল ক্ষমতায়। তাই বিচারকদের ঘাড়ে কয়টা মাথা আছে যে অভিযুক্তদের দোষী সাবাস্ত করবে? বিচারক কি হিন্দু?
এরকম ঘটনা যদি বাংলাদেশে ঘটত, তবে ভারতীয় মিডিয়া, আমেরিকান মিডিয়া বিচার ব্যবস্থা তো বটেই, সরকারের চৌদ্দ পুরুষ উদ্ধার করে ছাড়ত।
০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১:১৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ১০০% ঠিক কথা বলেছেন। এখন Judiciary is now Modiciary.
১৬| ০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বড় ইস্যু না হলেও এর প্রভাব সুদূর প্রসারী।
পৃথিবীতে যতদিন ধর্ম থাকবে ততদিন নতুন নতুন কাহিনির সৃষ্টি হবেই।
০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ১১:৪০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ধর্মের কারণে না শয়তানদের কারণে।
১৭| ০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২১
অনল চৌধুরী বলেছেন: চাঁদগাজী বলেছেন: হিন্দুরা ও মুসলিমরা ধর্ম নিয়ে গন্ডগোল, হত্যা, যুদ্ধ করতে ওস্তাদ- আর এ্যামেরিকা বৃটেন ফ্রান্সের খৃষ্টান জঙ্গী সন্ত্রাসীরা কেনো পৃথিবীর দেশে দেশে দখল,গণহত্যা, লুটপাট চালায়?
০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ১১:৪১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এ্যামেরিকা বৃটেন ফ্রান্সের এরা সব জায়গাতেই যুদ্ধ বাধিয়ে দেয় এবং অস্ত্র বিক্রি করে।
১৮| ০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৯
নতুন বলেছেন: ভারত হঠাত করে বর্তমান সময়ে এসে পেছনে হাটছে।
কোন কট্টরপন্হাই মানুষের কথা চিন্তা করেনা।
০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্যিই কোন কট্টরপন্থাই মানবতার সমান্তরালে চলেনা।
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: বাবরি রায় নিয়ে আমি মোটেও চিন্তিত না। এটা বড় কোনো ইস্যু না।