নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।
৫৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্টে সৌদিতে গেছে। রিয়াদ বলছে ওরা বাংলাদেশি এবং সেটাই হওয়ার কথা; সবাই সেটাই বলবে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পাসপোর্ট নিয়ে গেলেও রোহিঙ্গারা বাংলাদেশি নয়- এরা মিয়ানমারের অধিবাসী। প্রশ্ন হলো ঐসব রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট পেল কী করে? রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু করতে কারা কারা সহযোগিতা করেছিল? তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করছেনা কেন প্রশাসন তথা বাংলাদেশ সরকার?
সংগত কারণেই মনে প্রশ্ন উঁকিদেয় সরকার প্রশাসনে ঘাপটিমেরে বসেথাকা চোরদের খুঁজে বের করবে কি?
১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ধন্যবাদ ভাই ঠিক করে দিয়েছি।
২| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: শুনেছি এক সময় সৌদি আরব নাকি স্বেচ্ছায় এদের নিয়েছে দুই দেশের মধ্যে সমঝোতার ভিত্তিতে।
১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:০০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সমঝোতার ভিত্তিতে গেলেও তারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যায়নি। যদি সমঝোতা হয়ে থাকে সেসব ডকুমেন্টস দেখালেই তো ল্যাঠাচুকে যায়।
৩| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৭
শাহ আজিজ বলেছেন: কোন ডকুমেনটস নেই । ৭৭ সালে সউদির সস্তা দাস দরকার ছিল , জে জিয়ার ক্ষিপ্র বুদ্ধিতে তারা সৌদি গেল । বেশ কিছুকাল আগে সউদরা চাপ দিচ্ছিল এই ৭০ হাজার কালেক্রমে আড়াই লাখ হয়েছে তাদের পাসপোর্ট দাও । জিয়া তাদের ডকুমেন্ট ছাড়াই প্লেনে উঠাইছিল । এখন ধরা খাইছে লীগ । পাসপোর্ট না দিলে ভাসাঞ্চরের টিন যাইব , রিলিফ বন্ধ ম্যালা ঝামেলা । এরে কয় কূটনীতি ।
১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:১০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এদের পাসপোর্ট দিলে পরে এদেরকে বাংলাদেশেই পাঠিয়ে দেবে সেটা নিশ্চিত কিন্তু না দিলেও সমস্যা সাহায্য বন্ধ, ফাও খাওয়া বন্ধ। তাহলে এখন সরকার কি করবে?
৪| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:২০
নেওয়াজ আলি বলেছেন: আরে এরা বার্মা হতে বাংলাদেশের পাসপোর্ট বানাই সৌদি গিয়েছে । এই বার বছরে কত জন রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশ গিয়েছে তা প্রশ্ন না করে একদল বলবে জিয়া করব হতে ভিসার ব্যবস্থা করেছে ।
১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইদানীংকালে রোহিঙ্গাদের পাসপোর্ট দিলো কে?
৫| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: প্রশাসনে একজন দুইজন না সবাই চোর। সবাই। পিয়ন, দাড়োয়ান থেকে শুরু করে বড় অফিসার পর্যন্ত সবাই চোর।
১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এরাইতো দেশটাকে গিলে খাইতেছে আর কানাডার বেগমপাড়ায় বাড়ি বানাচ্ছে।
৬| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৩
রানার ব্লগ বলেছেন: পাসপোর্ট অফিসের লোক গুলার ঘাড় ধরে জিজ্ঞাসা করা।উচিৎ কি করে রোহিংগারা বাংলাদেশী পাসপোর্ট পেলো।
১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সেটাও ঠিক সেই সংগে পুলিশ কি ভেড়িফিকেশন করলো?
৭| ১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৫
ঢাবিয়ান বলেছেন: এই দেশে সবই সম্ভব। তবে ফেসবুক ও ব্লগে যারা রোহিঙ্গাদের দুঃখে বিগলিত হয়ে খাল কেটে কুমির আনার ব্যবস্থা করেছিল, তারা এখন কই তাই ভাবছি!! সেই সময়ে জনগন যদি রোহিঙ্গা অনুপ্রবেশে বাধা দিত তাহলে জাতিসংঘ বাধ্য হয়ে মিয়ান্মারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিত।
১৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একদম ঠিক। তখন কেউ কেউ মাইক নিয়ে নানাভাবে গান গেয়ে রোহিঙ্গাদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে এবং বিভিন্ন ধরনের সাহায্যের জন্য আবেদন করেছিল। সরকারও নোবেল পাওয়ার আশায় বর্ডার খুলে দিয়েছিল।
৮| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৩০
স্প্যানকড বলেছেন: হালকা বাতাসে যাদের চেতনার দন্ড খাড়ায় তাদের কপালেই থাকে খারাবি ! রোহিঙ্গা তেমন সমস্যা! এই সমস্যা বাঁচাতে নিজেদের ছাল উঠার হাল ! এসব নিয়া এহন আর কইতে কিছু ভালো লাগে না তবু্ও কই লাজ শরম দূরে রাইখা। পাসপোর্ট অফিস আর যেই অফিস সব খানে চোর। অস্বীকার করার উপায় তো নাই। এগুলা নিয়া ই চলতে হবে ভাবতে হবে স্বপ্ন সাজাতে হবে সমস্যা হইল ইদানীং স্বপ্নদোষ হচ্ছে বেশি ! উন্নত বিশ্বে চিন্তা করা যায় না একটা দেশের পাসপোর্ট পাওয়া এর পিছনে কত কাটখড় আর আমাগো হালায় ওয়ান টু থু....
১৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পাসপোর্ট যেন ছেলেখেলা হয়েছে কতিপয় অসাধু কর্মকর্তা ও পুলিশের কারণে।
৯| ১৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৯
রানার ব্লগ বলেছেন: ব্লগে খুজে বার করা উচিত কারা কারা মুসলমান মুসলমান ভাই ভাই ধোঁয়া তুলে রহিংগাদের জন্য মায়া কান্না করেছিল এদের কাছে জিজ্ঞাসা করুন এখন কেমন লাগে
১৯ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এখন আর তাদের মায়াকান্না নেই।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: শিরোনামে একটা বানান ভুল আছে। ঠিক করে দিলে ভালো। স্বরাষ্ট্র মন্ত্রী ওনার বক্তব্যের পক্ষে কি যুক্তি দিয়েছেন?