নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।
খ্যাপাটে ট্রাম্প আগেই জানিয়েছিলেন জো বাইডেনের শপথ অনুষ্ঠানে থাকবেন না। বুধবার (২০/০১/২০২১) সকাল সকালই হোয়াইট হাউজ ছেড়ে যান যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নির্বাচনের পর থেকেই নিজের পরাজয় অস্বীকার করে সব ধরনের অসহযোগিতা করেছেন নতুন প্রেসিডেন্টকে। নিজের বিদায় অনুষ্ঠান হোয়াইট হাউজ বা ওয়াশিংটন ডিসিতে না করে মেরিল্যান্ডের অ্যান্ড্রুস বিমান ঘাঁটিতে আয়োজন করেছেন। বিদায় অনুষ্ঠানের ভাষণে একবারের জন্য জো বাইডেনের নাম উচ্চারণ না করলেও কিন্তু খোঁচা মারতে ভুল করেনি একটুও। বিদায় বেলায় লিখে গিয়েছেন --- ‘জো, ইউ নো আই ওন’। অর্থাৎ জো আপনি জানেন আমি জিতেছি।
২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জেলে পাঠাক আর না পাঠাক তবে ওর একটা বিচার হওয়ার দরকার আছে। এই উন্মাদ পুরো পৃথিবীটাকে উলটপালট করে দিয়েছে।
২| ২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৯
আরইউ বলেছেন: ফেইক নিউজ...
সিএনএন কি লিখেছে দেখুনঃ Biden says Trump left him a 'very generous letter' before departing White House
"The President wrote a very generous letter," Biden told reporters. "Because it was private, I will not talk about it until I talk to him, but it was generous."
২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নেট দুনিয়াতে অনেক কিছু রটে। এটা তেমন কিছু হলে আশ্চর্য হওয়ার কিছু নেই। ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩| ২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১০
কলাবাগান১ বলেছেন: কোন টা জোক আর কোনটা রিয়েল সেটা না বুঝার লোক ও এই ব্লগে আছে????
২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জ্ঞানী লোক অনেক আছে। আপনাকে কয়জন জানে যে আপনি এতো মেধাবী। তবে আপনার মেধা আমাদের দেশের কাজে লাগছেনা; হয়তো আমরা প্রকৃত মূল্য দিতে পারছিনা। আমি নিজে মেধাবী না কিন্তু মেধাবীদের খুব পছন্দ করি।
৪| ২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫১
এ আর ১৫ বলেছেন: শেষ পর্যন্ত ভুয়া নিউজের ব্যবসায় নামছেন ? সেটাই তো আপনার মত মানুষ গুলোর খাসিয়ত । আপনারে যে চ্যালেন্জ দিয়েছিলাম একটা বিশেষ বিষয়ে প্রমাণ দেওয়া জন্য , চেপে গেলেন কেন ?
এখন তো দেখছি ভুয়া খবরের প্রচার শুরু করেছেন আর সেই সাথে অন্য জায়গায় ভুয়া মন্তব্য করেন ।
২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হতে পারে ভুয়া খবর। তবে আপনার চ্যালেঞ্জ আমি গ্রহন করবোনা কারণ হলো আমি ইসলামকি স্কলার না কিন্তু আমি এতোটুকু বুঝি যে আপনি জেনেবুঝে ইসলামকে হেয় করছেন অথবা কাহারো এজেন্ডা পালন করছেন এবং সেটাই আপনার ধ্যান ও জ্ঞান।
২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি আপনার পুরো প্রোফাইলে শুধুই ইসলামের বিষোদগার করেছেন অতিসূক্ষ্মভাবে।
৫| ২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৫
রানার ব্লগ বলেছেন: ট্রাম্প ইউ নো হিলারী ওন !!!
২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিক বলেছেন।
৬| ২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৯
অপু তানভীর বলেছেন: এই চিঠি আমার কাছে সত্য মনে হয় নি । ফেইক মনে হয়েছে । এমন কিছু লিখলেও সেটা পাব্লিকেলি আসার কথা না ।
তারপরেও এমন কিছু হলে মজাই লাগতো !
২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হতে পারে অসত্য। অবাক হওয়ার মত নয় কারণ নেটে অনেক কিছুই আজগুবি প্রচারণা থাকে আমি হয়তো সেই আগুবিতেই ভেসে গিয়েছি।
৭| ২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৩
এ আর ১৫ বলেছেন: আপনি আপনার পুরো প্রোফাইলে শুধুই ইসলামের বিষোদগার করেছেন অতিসূক্ষ্মভাবে।৷
------------------ একটু আগে কইলেন আপনি নাকি স্কলার নন তা হোলে অতিসূক্ষতা বোঝার জ্ঞান কোথা থেকে পেলেন? ভূয়া পোস্ট মারেন আর গালচালাকি করা ছাড়া তো আর কিছু করার নাই, তাই না?
পন্ডিত না হয়ে শুধু সূক্ষতা নহে অতিসূক্ষতার জ্ঞান অর্জন করলেন কি করে? যদি অতিসূক্ষতা অনুধাবনের জ্ঞান থাকে তাহোলে জবাব দেওয়ার হিম্মত নাই কেন।
ভূয়া পোস্টিং ভূয়া মন্তব্য করা ছাড়া কি কোন গতি নেই?
অতিসূক্ষ জ্ঞান যাহার তিনি ভুয়া মিথ্যার চর্চায় এত ব্যস্ত কেন?
২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার সংগে আমার ঝগড়া করার কোন ইচ্ছে নেই তবে দয়া করে ইসলামের বিষোদগার করা থেকে বিরত থাকুন।
৮| ২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৮
এ আর ১৫ বলেছেন: ইসলামের অপব্যাখা করা বন্ধ করেন আগে তারপর গালচালাকি করেন? আগে নিজেরা বিরত হোন অপব্যাখা থেকে। পন্ডিতি আবার করেন কি কারনে? নিজেকে পন্ডিত মনে না করে,যিনি অতিসূক্ষতার জ্ঞান অর্জন করে ফেলেন, তিনিতো উলটা পালটা কথা নিয়েই ব্যস্থ থাকবেন।
কোনটা বিষাদগার আর কোনটা নহে, সেটা বোঝার জ্ঞান আগে অর্জন করুন, তারপর পন্ডিতি করিয়েন।
আপনারা ভ্রান্ত মতবাদ প্রচার করবেন আর সঠিক কথা বললে সেটি নাকি অতিসূক্ষ বিষাদগার হয়ে যাবে, এই জ্ঞান নিয়ে কি কেচাল করবেন, মারহাবা
আপনি যে কত বড় ফালতু সেটা কি বোঝেন? পন্ডিত না হয়ে অতিসূক্ষ বিষয়ের জ্ঞানী দাবি যখন করেন, তখনই বুঝা যায় আপনার লেভেল কোন পর্যায়ের।
মনে রাখবেন ফালতু মন্তব্য করলে কিন্তু আপনারে আমি দৌড়ের উপর রাখবো।
২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি কোথায় ভুয়া নিউজের ব্যবসায় নেমেছি? লিঙ্ক দিলাম।
ব্লগ কি আপনি ইজারা নিয়েছেন যে আমাকে দৌড়ের উপর রাখবেন?
৯| ২১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০০
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্পের ব্যবসায়িক মডেল ছিলো আইনের ফাঁক দিয়ে সরকার ও অন্যদের থেকে লাভবান হওয়া; সে এি কাজে কখনো পরাজিত হয়নি, পরাজয় কাকে বলে সে জানে না।
১০| ২১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৯
শাহ আজিজ বলেছেন:
URLটি কোন ছবিতে নিয়ে যায় না, অথবা ছবিটি সার্বজনিকভাবে অ্যাক্সেসযোগ্য নয়৷ গুগোল ভেরিফাই
১১| ২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০৫
রাজীব নুর বলেছেন: কেউ ট্রাম্পের নামে মামলা করছে না কেন??
১২| ২২ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:২১
এভো বলেছেন:
এই ছবিটা ফেসবুকে পোস্ট করার সাথে সাথে নীচের মেসেজ ফেসবুক থেকে পাঠানো হয়, তারপর ছবিটা ডিলিট করেদি।
ধন্যবাদ
১৩| ২২ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:২৭
কাঠুরে বলেছেন: এভো, আমারো আপনার মতো সেইম অবস্থা হয়েছিলো, এটা পোষ্ট করে।
১৪| ২২ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:৩০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ট্রাম্প বিদায়ের আগে বাইডেনকে একটি চিঠি দিয়ে গেছে যাকে বাইডেন অনেক 'জেনেরাস' বলে অভিহিত করেছেন। প্রাইভেসির কারণে ট্রাম্পের সাথে কথা না বলা পর্যন্ত বাইডেন চিঠির বিষয়বস্তু জনসমক্ষে প্রকাশ করবেন না বলেও উল্লেখ করেছেন।
আর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বদল হলেও বহিঃবিশ্বের সাথে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট মূল পলিসিগুলোর খুব একটা পরিবর্তন হয় না।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৫
রাজীব নুর বলেছেন: নির্বাচনে হেরে ট্রাম্প উন্মাদ হয়ে গেছে।
হয়তো বাইদেন ট্রাম্পকে জেলে পাঠাবে।