নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

পরীমনি ইস্যুতে - আবদুল গাফ্ফার চৌধুরী সাহেবের কথা আমলে নেওয়ার মতো।

১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০৪

পরীমনি ইস্যুতে আবদুল গাফ্ফার চৌধুরী সাহেবের কথা আমলে নেওয়ার মতো।




















তথ্য সূত্র ইত্তেফাক পত্রিকা।

মন্তব্য ৪২ টি রেটিং +০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:১৪

বিটপি বলেছেন: আমি একমত। কিন্তু করার কি আছে? পরীমনিই তো শুরু করেছিল। খেলতে নামার আগে বোঝা উচিত ছিল কার সাথে খেলতে নামছে। তাকে যে মডেল তিন্নির মত পোস্তগোলা ব্রিজের নিচে ফেলে দেয়া হয়নি - এটা তার ভাগ্য বলা যায়। পানিতে থাকতে হলে কুমিরের আধিপত্য মেনে নেয়াটাই ভালো

১১ ই আগস্ট, ২০২১ সকাল ৯:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাগ্যবতী বটে কারণ তিন্নির ভাগ্যবরণ করতে হয়নি। পানিতে কুমিরের আধিপত্য থাকবেই সেটাই চিরায়াত সত্য।

২| ১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২১

জুন বলেছেন: তাকে কষ্ট না দেয়ার জন্য সেফুদাও আবেদন জানিয়েছে দেখলাম বাংলাদেশ প্রতিদিনে #:-S

১১ ই আগস্ট, ২০২১ সকাল ৯:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সেফুদা একটা ফালতু লোক।হঠাৎ করে এটা আবার কি দেখলাম। https://www.youtube.com/watch?v=A0a_uFqHZww

৩| ১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২৮

সেলিম আনোয়ার বলেছেন: উনার ক্ষেত্রে আমার ভাষ্য উনি যেন ন্যায্য বিচার পান। উনি যেন ভিক্টিম না হন। তার ম্যাচি্উরিটি এখনো অতটা হয়ে ওঠেনি। তিনি যেন কোন এক গোষ্ঠীর ক্রীড়নকে পরিণত না হোন। তিনি একজন নারী। এদেশের মানুষ । মানুষ ভুল করে। মানুষ সংশোধিত হয়। মানুষ শিখে।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:১৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এখন সবাই দেখি একসংগে পরীমনির বিরুদ্ধে একজোট হয়েছে এর আগে পরীমনি সংগে একজোট হয়েছিল! সে যেন কারো ক্রীড়নক না হয় সেটাই চাওয়া।

৪| ১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২৯

ফেনা বলেছেন: আমার তো মনে হচ্ছে এখানে বিশাল একটা গাফলা আছে। আবদুল গাফ্ফার চৌধুরী সাহেবের কি পরী মনির সাথে কোন ...... যেমনটা ডিবি অফিসারে সাথে পরী মনির অবৈধ সম্পর্কের প্রমান পাওয়া গেছে!!!! হলে হতে পারে। বড় বড় মানুষদের বিরাট বিরাট কারবার।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:১৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তেমন কিছু হওয়া সম্ভাবনা নেই।

৫| ১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: পরীমনির পক্ষ আর নিতে পারবো না। আগেরবার যে ঘোল খেয়েছিলাম সেটাই এখনও হজম হয় নাই। তবে বিচার যেন নিরপেক্ষ হয় এটা বলা যেতে পারে। সাকলায়েন শিথিল সাহেবও একদমই নিস্পাপ। ওনার ফুলের মত চরিত্রকে অকারণে মানুষ কলুষিত করছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পরীমনিও বজ্জাত মেয়ে তারপরও তার নিরপেক্ষ বিচার হওয়া উচিৎ।

৬| ১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৯

কামাল১৮ বলেছেন: বাংলাদেশে পরীমিদের অবস্থা এমনটাই হওয়ার কথা।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঢিল মারলে পাটকেল খেতেই হবে।

৭| ১০ ই আগস্ট, ২০২১ রাত ৮:২১

সাসুম বলেছেন: পরিমনী যখন নাসির এর নামে ভুয়া জোর করে মদ খাওয়ানো ও রেপ কেস করছিলো- তখন গাফফার সাহেব নাসির মিয়াকে এরকম খালাস দিছিল?
দেয় নাই।

আমরাও দিমুনা।

তখন, পরিমনী র কথা বিলিভ করে, আমরা বিচার চাইছি নাসির মিয়ার।

এখন, পুলিশের কথা বিলিভ করে পরীর বিচার চাই।

অপরাধের বিচার হোক- এটাই চাই। অভিযোগ এলে তদন্ত হোক। আইন বিচার সবার জন্য সমান হোক।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার সংগে সুর মিলিয়ে আমিও বলতে চাই- অপরাধের বিচার হোক- এটাই চাই। অভিযোগ এলে তদন্ত হোক। আইন বিচার সবার জন্য সমান হোক।

৮| ১০ ই আগস্ট, ২০২১ রাত ১০:৩০

রক্তহীন বলেছেন: পরীমনি আবার সম্ভবনাময়ী !!! ওয়াক।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:১৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :D :D :D :D :D :D :D

৯| ১১ ই আগস্ট, ২০২১ রাত ১২:০৬

কলাবাগান১ বলেছেন: মানসিক সমস্যা নিয়ে থাকা সেফুদার সাথে যিনি গাফ্ফার সাহেব এর তুলনা করছেন, উনার নিজের মানসিক অবস্হা এর ই প্রতিফলন এমন কুরূচি ও ঈংগিতপূর্ন কমেন্টে।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গাফ্ফার সাহেব এর সংগে সেফুদার তুলনা করা একেবারেই ঠিকনা। :(

১০| ১১ ই আগস্ট, ২০২১ রাত ২:১৭

আমি নই বলেছেন: আগাচৌ কি বলল তাতে কিছু যায় আসেনা। ওনার ভাষায় যুদ্ধ যাত্রা করার পরেও দিনের বেলাতেই ৩০-৪০ মিনিট র্যাব যেইহারে নাকানি-চুবানী খাইছে, ওরে ধরতে ২-৪ চারজন গেলেতো উল্টা রেপ কেসের আসামী হয়ে চৌদ্দ শিকে ঢোকা লাগত।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার মনে হয় পরীমনিকে ধরতে এতো RAB লাগার কথা না এবং এতো যুদ্ধ আয়োজনেরও দরকার ছিলনা।

১১| ১১ ই আগস্ট, ২০২১ রাত ৩:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:
তার প্রধান দোষ, কিছু ধনী মদখোরদের হাতে মারধর লাঞ্ছিত হয়ে বিচার চেয়েছিলেন।
আইনের আশ্রয় নিয়েছিলেন।
কিন্তু বোটক্লাবের দানবদের সাথে পেরে উঠেন নি।
কিছুদিন পর গুলশানে গোলচত্বরে বসে এক জন গোপন সূত্রে (স্বপ্নে প্রাপ্ত বা অহি) খবর পেয়েছেন পরীমনি বাসায় মদ আছে! অত:পর অভিযান!

কোন নির্দিষ্ট অভিযোগ বাদে মামলা বাদে নিরস্ত্র একা একজন নারীকে ধরতে বন্দুক কামান নিয়ে ৫০০ পুলিশ-র‍্যাব দিয়ে ৪ ঘন্টা রাজপথ বন্ধ করে বিশাল বোতল উদ্ধার অভিযান।
এক সপ্তাহ দুই দফা রিমান্ডের পরেও কোন চার্জ আনবে দ্ধিধাগ্রস্থ। যানা যায় না, কি তার অপরাধ?

এই কদিনে ফেবু ও সামুব্লগে দেখা যাচ্ছে ধর্মনিরোপেক্ষ উদারপন্থিরা পরিমনিকে নির্জাতনের বিরুদ্ধে।
আর ধার্মিক পক্ষ ও আলবদর পক্ষ বেশ সোচ্চার ভাবেই নির্জাতনের সমর্থন। বোটক্লাবের দানব নির্জাতক পুলিশ-র‍্যাবকে অকুন্ঠ সমর্থন।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার মনে হয় পরীমনিকে ধরতে এতো RAB ও এতো যুদ্ধ আয়োজনেরও প্রয়োজন ছিলনা।

১২| ১১ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৪৬

বিটপি বলেছেন: @ হাসান কালবৈশাখী, আমি ধার্মিক পক্ষ - কিন্তু আমি পরীমনির মান হানির স্পষ্ট বিপক্ষে। জনসম্মুখে এভাবে তার মানহানি করার অধিকার আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী বা সাংবাদিকদের নেই। পরীমনি অনেকেরই মুখোশ খুলে দিয়েছে - তার তার এটিচ্যুডে আমার শ্রদ্ধা আছে। কিন্তু পরিস্থিতি সামলাতে অনভিজ্ঞ পরীমনি নিজের দোষেই বিপদ ঘাড়ে এনেছে - এ বিষয়টা আমি ইন্ডিকেট করতে চেয়েছি।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৩১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অবস্থা দেখে মনে হচ্ছে প্রশাসন ও মিডিয়া একজোট হয়েছে। দেখাযাক কোথাকার পানি কোথায় গিয়ে দাড়ায়।

১৩| ১১ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৩৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: একটা চরম ব্যাক্কল জাতির মনোযোগ মূল সমস্যাগুলো থেকে সরিয়ে কত সহজেই না ভিন্ন দিকে প্রবাহিত করা সম্ভব এই সব পরীমনি, সোনামনি প্রসঙ্গ দিয়ে। আর যারা জনগণের বিশাল সম্পদ লুটপাট করে আমোদ, প্রমোদ করছে, এদের কাউকে নিয়ে মিডিয়ার সাংঘাতিকরা এতো উচ্চবাচ্য করছে না, করলেও তারা বেশ সিলেকটিভ্লি কিছু ব্যক্তিকে নিয়ে কিছুটা জল ঘোলা করছে। পরীমনিকে ধোয়া তুলসী পাতা তো বলা যাবে না কোনোভাবেই, কিন্তু ওই সকল রথী মহারথীদের কাছে সে একটি পুঁটিমাছ বই কিছুই নয়। সে বাস্তবিকই চরম ইম্যাচুর্ড কাজ করে বসেছে সাপের পায়ে পাড়া দিয়ে। মেয়েটির যে অপরাধই করে থাকুক সে যেন একজন নাগরিক হিসাবে আইনি পথে তার অধিকার প্রয়োগ করতে পারে এটুকুই কামনা করতে পারি।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অবস্থা দেখে মনে হচ্ছে প্রশাসন ও মিডিয়া একজোট হয়েছে। কিন্তু আনভীর সোবহানকে নিয়ে কারো কোন মাথা ব্যথা হয়নি বরঞ্চ তাকে খালাশ দেওয়া হয়েছে। কি আশ্চর্য! আমরা ব্যাক্কল জাতিই বটে।

১৪| ১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২৫

সাজিদ! বলেছেন: ব্যাংকের লোক- পুলিশ - ব্যবসায়ী সবাই লাইনে দাঁড়িয়ে আনন্দ করলো, বুড়ো মানুষটি কেন বাদ থাকবেন? লাইনে দাঁড়াতে দিন।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৩৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বুড়ো বলে কি তার কোন শখ থাকতে নেই? আপনিও কি লাইনে দাড়াবেন নাকি ভাই? :D

১৫| ১১ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৪৬

সাজিদ! বলেছেন: আমি তো আপনার মতোন লাইনে দাঁড়িয়ে সিরিয়াল দেই নাই ভাই। গো এহেড৷ B-)

১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি পারুম না ভাই ডর লাগে। হেতেরা তো রুই কাতলা

১৬| ১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০৬

রানার ব্লগ বলেছেন: একজন নারী কে খুব সহজেই বে*** ***গী বলা বা বানানো যায় একই দোষে দুস্ট কোন পুরুষ কে কেউ বিচারিক আদালতে দেখেছেন?

১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: না। তা সাধারণত দেখা যায়না।

১৭| ১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: খেলতে নামার আগে বোঝা উচিত ছিল কার সাথে খেলতে নামছে। তাকে যে মডেল তিন্নির মত পোস্তগোলা ব্রিজের নিচে ফেলে দেয়া হয়নি - এটা তার ভাগ্য বলা যায়। পানিতে থাকতে হলে কুমিরের আধিপত্য মেনে নেয়াটাই ভালো।

তিনি একজন নারী। এদেশের মানুষ । মানুষ ভুল করে। মানুষ সংশোধিত হয়। মানুষ শিখে। মেয়েটির যে অপরাধই করে থাকুক সে যেন একজন নাগরিক হিসাবে আইনি পথে তার অধিকার প্রয়োগ করতে পারে এটুকুই কামনা করতে পারি।

সহমত।

১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবাই যেন ন্যায় ভিত্তিক আইনের আশ্রয় পায় সেটাই হোক সবার চাওয়া।

১৮| ১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৪

মিরোরডডল বলেছেন:

ভদ্রলোক খুবই সুন্দর যুক্তিযুক্ত কথা বলেছেন, সহমত ।

১৯ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৯| ২৬ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৫৭

খায়রুল আহসান বলেছেন: এসব ঘটনাবলী একটা সিরিজ-সিরিয়ালের অংশ বিশেষ। আসতেই থাকবে একটার পর একটা।

২৯ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একদম ঠিক কথা বলেছেন। ধন্যবাদ।






ভালো থাকুন নিরন্তর।

২০| ২৯ শে আগস্ট, ২০২১ দুপুর ১:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পরীর অভিবাবক না থাকায় আজকে ভুল পদক্ষেপ নিয়ে এই পরিণতি বরণ করেছে।

০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সে বড় বাটপারদের খপ্পরে পরেছে।

২১| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৭

জুন বলেছেন: আনন্দবাজার পত্রিকার হেডিং ছিল পরীমনির জামিন প্রাপ্তি :-*

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি দেখিনি সেটা। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.