নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

এবার ঠ্যালা সামলাও ।। পরীমনিকে নিয়ে রিমান্ড রিমান্ড লুতুপুতু!!

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫১


মহামান্য হাইকোর্ট মাদক আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিকে কী কী তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড মঞ্জুর করা হয়েছিল তা দুই মহানগর হাকিমের কাছে সেই ব্যাখ্যা জানতে চেয়েছিল। সে অনুযায়ী দুই মহানগর হাকিম তাদের লিখিত ব্যাখ্যা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের দপ্তরে জমা দেন। রিমান্ডে পাঠানোর ক্ষেত্রে ঢাকার দুই মহানগর হাকিমের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন মহামান্য হাইকোর্ট। ধন্যবাদ মহামান্য হাইকোর্টকে। মহামান্য হাইকোর্টে মানবতার জয় হয়েছে।

পরীমনিকে নিয়ে রিমান্ড রিমান্ড লুতুপুতু!! এবার ঠ্যালা সামলাও ।।

সূত্র : এখানে।

মন্তব্য ৩৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই সব কাণ্ড-কারখানায় সবচেয়ে লাভবান পরীমণি।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্যি বলতে কি পরীমনি নাম শুনেছিলাম বাট চিনতামনা। এখন আবালবৃদ্ধবনিতা সবাই চেনে পরীমনিকে সুতরাং সেই লাভবান।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাংলাদেশে যে কখন কী ঘটে কখন ঘটনা হয় রটনা আজাইরা হাবিজাবি সব কাহিনী নিয়া মানুষ মেতে উঠে হঠাৎ

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কোন একটা বিষয় নিয়ে জনগনকে মেতে রাখতে পারলে সরকারের কাজকর্ম করতে অনেক সুবিধা হয়। চিরন্তন সত্য।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৮

শাহ আজিজ বলেছেন: রিমান্ডের নামে আমরাও ছুয়ে দেব পরিকে শিথিলের মত একান্তে কেক কাটতে কাটতে ---------------------------- :``>>

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি তো চিরসবুজ মানুষ তাই মনটাও তরুণের মতো টগবগে; ছুইতে ইচ্ছে করে :D

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পরীমনি কান্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা দরকার। হাইকোর্টকে ধন্যবাদ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যে কেউই অন্যায় করুকনা কেন সবাইকেই আইনের আওতায় আনা জরুরী; তা নাহলে অন্যায় বাড়তেই থাকবে।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:



হাইকোর্ট মাঝে মাঝে ঘুম থেকে জাগে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হুম। এবার খুব একটা ভালো কাজ করেছে; এটা খুবই দরকার ছিল।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: পরী বেজায়গায় খোঁচা দিছিলো।
এই এক লাইন লেইখা উচার আদলতে পাঠাইলেই পারতো নিচা আদলত।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: না হাইস্যা পারলামনা :D । হাঁছা কতা কইচেন মিয়া বাই।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০০

হাবিব বলেছেন: রিমান্ডে নিলে সবাই হিট হয়। কেউ হিট হইয়া সোজা হয় কেউ আবার চিৎ হয়

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:৫০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কিন্তু পরীমনি রিমান্ডে নেওয়ায় হিট হইয়া ফেমাস হইয়া গেল।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

জুন বলেছেন: উনি তার গাড়ি -বাড়ি মেকআপ কিটস আর কি কি যেন সব ফেরত চেয়েছে। আমি অবাক হই ভারতীয় পত্রিকা আনন্দবাজারও উনাকে নিয়ে প্রধান হেডলাইন, ব্রেকিং নিউজ দেয় :-*

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে আইনজীবীর মাধ্যমে তিনি গাড়ি, ল্যাপটপ, আইফোন, প্রসাধনী ও চাবির বাক্সসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ফিরে পেতে আবেদন করেন; এটা তার অধিকার, চাইতেই পারেন কিন্তু আনন্দবাজার নাচতাছে কেন বুজলামনা!

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: দেশে পরীমনির চেয়ে বেশি বদ লোক আছে। যারা দেশটার বারোটা বাজাচ্ছে। অথচ তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে না।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ১০০% সত্য কথা। যারা হাজার হাজার কোটি টাকা পাচার করছে তাদের লোমও ছিড়তে পারছেনা সংশ্লিষ্ট বাহিনীগুলো।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৬

নূর আলম হিরণ বলেছেন: ঐ দুই বিচারক এবার মনে হয় বেশ বিপাকে পড়বে। পরীমনি আজ স্ট্যাটাস দিয়েছে ফা* মি মোর! কি মন্তব্য তার এই স্ট্যাটাসের বিষয়ে আপনার?

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ফা* মি মোর এর অনেক অর্থ হতে পারে সো খারাপ ভাবার অবকাশ নেই।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কথায় আছেনা বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:৫৬

নেওয়াজ আলি বলেছেন: পরিমনি অনেক ভাগ্যবান বলতে হয়

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সে রাতারাতি হিরোইন বনে গেছে।

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:২৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পরীমনি কি মার্শাল আর্ট জানে নাকি ? তাকে পরিবেষ্টিত করে আছে অসংখ্য পুলিশ ভাই ও বোনেরা !!!!!!!

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তাকে গ্রেফ্তারের নাটক দেখলে মনে দেশে যুদ্ধ লেগে গেছে।

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:৪২

বিটপি বলেছেন: ্পরীমনিকে বার বার ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা থেকেই তার ভক্ত বৃন্দ উপর্যুপরি রিমান্ডের আবেদন করেছিল। আলাদত নিশ্চয়ই এটা বুঝতে না পারার মত বোকা না।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তাকে বার বার নিমান্ডে নেওয়ার আসল উদ্দেশ্যই হচ্ছে কুচিন্তার ফসল।

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৩

নীল আকাশ বলেছেন: পরীমনি আজ স্ট্যাটাস দিয়েছে ************** ।
যথার্থ!!!

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তার সংগে যেটা করা হয়েছে সেটা বেশি অতিরিক্ত হয়েছে।

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫২

গফুর ভাই বলেছেন: পরিমনির চেয়েও এই দেশে বদ লোকে ভর্তি.। এমনকি তারা নাকি সচিব মন্ত্রী হয়ও

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শত শত কোটি টাকা দেশ থেকে পাচার করছে, গন্ডায় গন্ডায় মানুষ মারছে এমন মানুষও আছে যার দিব্যি ঘুরে বেড়াচ্ছে; অথচ পরীমনিকে ধরতে যুদ্ধ যুদ্ধ ভাবে। কি আশ্চর্য!!

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৮

সোহানী বলেছেন: একদম ঠিক আছে। একটি মেয়ের উঠে দাঁড়াবার গল্প।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পরীমনিকে ধরতে যুদ্ধ যুদ্ধ ভাবে। কি আশ্চর্য!! অথচ হাজারো খারাপ মানুষ আছে যারা পরীমনি চেয়ে লক্ষ্যকোটি গুন খারাপ তারা দিব্যি ছড়ি ঘোড়াচ্ছে সমাজে।

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩১

গফুর ভাই বলেছেন: এছাড়াও বলা হচ্ছে বিভিন্ন মডেলদের সাথে যুক্ত হয়ে তিনি হানি ট্রাপ ফাঁদতেন। বিভিন্ন অভিজাত ব্যক্তিদের ও উচ্চবিত্ত কর্মকর্তাদেরকে ফাঁদে ফেলে তাদের সাথে অন্তরঙ্গ ছবি বা ভিডিও তুলতেন। পরবর্তীতে তাদেরকে ব্ল্যাকমেল করতেন এবং টাকা আদায় করতেন বলে সংবাদ মাধ্যম গুলোর দাব। কিন্তু বাংলার কেরানী শিক্ষায় শিক্ষিত জনতা এবং প্রথম আলো এর মত সংবাদ পত্র এক বারের জন্য প্রশ্ন তোলে নাই জনতার দরবারে কাদের বিকৃত যৌন চাহিদার কারনে এই ধরনের যৌন মার্কেট গড়ে উঠেছে, এই সব করবার টাকা কিভাবে ব্যায় করে। আমি এই রোযার ঈদ আর কোরবানি ঈদ সময় বসন্ধুরা আবাসিক গেলাম আর শুনতে পেলাম বসুন্ধরার আধিকাংশ কর্মরত লোক নাকি বেতন পায় নাই।

আসলে আমাদের রক্ত থেকে প্রতিবাদের ভাষা ঊঠে গেসে,৯০ এর পর আর কোন আন্দোলন দেখতে পাই নাই যদিও তার স্ফুলিংগ পেলাম দেখতে ছোট ছোট বাচচারা কাছে থেকে ড্রাইভিং লাইসেন্স এর প্রতিবাদে। প্রতিবাদ হয় আমদের রক্তে না হয় কন্ঠে।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার চমৎকার একটি বিষয়ের অবতারণা আমার খুব পছন্দ হয়েছে। সবারই একচোখা নীতি কেউই আসল যায়গাতে হাত দেয়না শুধু দূর্বলদের ওপর ছড়ি ঘোরায়।

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০৯

রানার ব্লগ বলেছেন: পরিমনির উচিত ওই দুই বিচারকের উপরে কটি টাকার মানহানী ও মৃত্যু ঝুকিতে ফেলেদেয়ার জন্য মামলা করা।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হা হা হা ... :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.