নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় নাগরিক সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী! ক্ষমতাশীনদের বিশেষ সম্প্রদায় তোষণের একটি উদাহরণ!

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২৬

যিনি বাংলাদেশে অবস্থান করে ভারতীয় পাসপোর্ট ব্যবহার করবেন তিনি নিঃশ্চয় বাংলাদেশী না তিনি ভারতীয় একথা সকলেই একবাক্যে মেনে নিবেন। কিন্তু কি করে একজন ভারতীয় নাগরিক বাংলাদেশী হিসেবে বহাল তবিয়তে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন?

তুষার কান্তি সাহা বাংলাদেশে জন্মগ্রহন করলেও উনি মনেপ্রাণে ভারতীয়। বাংলাদেশে উনি সড়ক ও জনপথের উচ্চপদে চাকুরী করছেন এবং দুহাতে টাকা ইনকাম করছেন আর ভারতে পাচার করছে। ভারতের কলকাতায় তুষার কান্তি সাহা করেছেন বাড়ি কিনেছেন গাড়ি ।রয়েছে তার পরিবারের সদস্যরা সেখানেই।

ক্ষমতাশীনদের আশির্বাদে এরকম হাজারো তুষার কান্তিরা হঠাৎ মেধাবী হয়ে ওঠা এবং বাংলাদেশের উচ্চপদগুলি দখল করা সবই হয়েছে তোষণনীতির ফলে। এই সুযোগেই হঠাৎ মেধাবী হয়ে ওঠারা দুহাতে টাকা হাতিয়ে ভারতে পাচার করছে।

বিনম্র শ্রদ্ধা তাদের প্রতি যারা দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করছেন এবং দেশকে নিজের করে নিয়েছেন।




সূত্র : এখানেদেখুন।

মন্তব্য ৫০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৭

জুল ভার্ন বলেছেন: এভাবেই চলছে অবিভাবকহীন বাংলাদেশ!

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বিজেপি পশ্চিমবঙ্গে বলে তৃণমূল নাকি মুসলিম তোষণ করছে যেটা ডাহা মিথ্যে; তোষণ করলে তো তাদের উন্নতি হওয়া কথা পক্ষান্তরে মুসলিমদের অবস্থা দিন দিন করুণ হচ্ছে। প্রকৃত তোষণ হচ্ছে বাংলাদেশে।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩২

রায়হান চৌঃ বলেছেন: কাঁটা তারের খাঁচায় বন্দি (ভূয়া স্বাধীন) বাংলাদেশ, সুতরাং যে কোন সময় এ দিক ও দিক দিয়ে মুরগির (খাঁচায় রাখা) বাচ্ছার মতো চাকুরি হাতিয়ে নেয়া আর কি :), সংখায় তা ও পাঁচ- সাত লাখের কম নয়, এতে আশ্চার্য হওয়ার কিছু নেই , শোকর করেন এখনো মূখ্যমন্ত্রীর নামের সাথে "শেখ" শব্দটি আছে :) … মারহাবা এর সহিত গলা ফাটিয়ে চিৎকার করে বলেন "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু"

পরিশষে বলব, এধরনের গুজবে কান দেবেন না (বঙ্গবন্ধুর মতাদর্শে অনুপ্রাণিত হয়ে )

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪৮

গফুর মিয়া১৯১ বলেছেন: বাংলাদেশ অনেক হিন্দুর ভারতীয় পাস পোর্ট আছে এমনকি আধার কার্ড আছে। তারা এমনটা করেছে যদি কোন দিন ঝামেলা হয় তারচেয়ে বড় কথা হলো দুই দেশ থেকে ভালো সুবিধা আদায় করবার জন্য এরুপ করা হয়।নানা লোকের নানা মত নানা ভাবে এই সব করে কিন্তু এখন করা অনেক টাফ ।বেশির ভাগ হিন্দুরা ২য় হোম হিসাবে রাখসে ।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যাদেরকে দেশের একনিষ্ঠ সেবক হিসেবে বড় বড় এবং গুরুত্বপূর্ণ পদে পদায়ন করছি তেনারা তো সবাই একযোগে ভারতে ২য় হোম করে দুহাতে কামিয়ে পাচার করছে।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০৮

বংগল কক বলেছেন: কুপা বোংগালি কুপা !!

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ?

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১০

গফুর মিয়া১৯১ বলেছেন: বাংলাদেশের হিন্দুরা পশ্চিমবঙ্গে গেলে তাদের কোন দৃষ্টিতে দেখে?

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওখানে গিয়ে নাকি কান্নাকাটি করে আর বলে মুসলিমদের অত্যাচারে চলে এসেছি; এসব বলে একটু করুণা পাওয়ার চেষ্টা করে।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৩

গফুর মিয়া১৯১ বলেছেন: শেরে বাংলা এর মুখ্যমন্ত্রি হওয়ার আগে আমাদের গ্রাম এ মুসলিম দের খুবি অত্যাচার চলত।
নিজের গ্রাম এ সঙ্খ্যাগরিষ্ট মুসলিল হওয়ার পর ও স্থানীয় হিন্দু একজন এখানে জমিদার ছিল ( গ্রাম এর অন্যান্য সম্মানিত লোক দের মত তাকেও সমান ভাবে সবাই স্বরন করে এখনো)।
তখন তারা যেই এরিয়া দিয়ে থাকত ঐ এলাকার আশেপাশে কেউ জুতা পায়ে দিয়ে যেতে পারতনা।
শেরে বাংলা যখন ক্ষমতায় আসেন তখন বাংলা থেকে জমিদারি প্রথা বিলুপ্ত করে দেন। তখনি মানুষ স্থানীয় জমিদার দের করা নিয়ম গুলা মানতে আর রাজি হচ্ছিল না। তখন তখন কার এক আগরতলার ধনী এক মুসলিম এর সাথে জমি বিনিময় করে দুইজন দুই জাইগাই চলে যেতে চাইলেন। তিনি অন্যদের বললেন এই দেশে এখন আর বেশিদিন থাকা যাবেনা।
উনার পর আরো একজন চেষ্টা করেছিলেন প্রভাব ধরে রাখতে। কিন্তু আগের মত অবস্থা আর আসেনি।
১৯৪৭ পাকিস্থান আলাদা হলে এখানের বেশিরভাগ হিন্দু ভারত চলে যেতে থাকে। কিছু মানুষ জাইগা বদল করে কিছু বিক্রি করে চলে যায়।
কেউ কেউ রয়ে যায় জীবিকার তাগিদে, কারন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ছুটে চলার সামরথ সবার ছিলনা। আবার কেউ কেউ সরকারি চাকরি এখানেই করতে হত।
কেউ কেউ শিক্ষক ছিলেন এরা কেউ যায় নি।
এরা তখন সাধারন গ্রামবাসী হিসেবে ই আছে। আর কখনো প্রভাব খাটানোর বিষয় আসেনি। তাহলে আর দেশ ছেড়ে যাওয়ার তো দরকার নেই। কিন্তু ১৯৭১ আমাদের মুক্তি যুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়ার পর কেউ কেউ তাদের আত্বীয় দের সাথে ওইখানে ই থেকে গেছে।
যারা রয়ে গেছে তারাও নিজের পিতার ভুমির মায়ায়, বা চাকুরি সুবাদে।
শিক্ষক মানুষ গুলা শত প্রতিকুলতায় ও যায়নি তখন থেকে ই। তাদের অনেক কে দেখার সৌভাগ্য আমার ও হয়েছে।

অনেক তাদের চাকরির মেয়াদ শেষ হওয়ার পর অন্যান্য পরিবারের সদস্য দের সাথে ভারতে গিয়ে বসবাস শুরু করেন।
আবার কেউ কেউ চাকরি থাকা অবস্থায় সঞ্চয় গুলা দিয়ে আত্নীয় দের সাথে ঐখানে জমি কিনে বাড়ি করেছে।
আবার একজন কে দেখেছি উনি নিজের ছেলে মেয়েদের প্রথিষ্টিত হওয়া পর্যন্ত এখানে থেকেছে। এখন শেষ বয়সে অন্য আত্বীয় দের সাথ গিয়ে কাটাবেন এই জন্য চলে গেলেন। তিনি তার জীবনের শেষ দিকের চাকরী তে প্রতি বৃহস্পতিবার ভারতে চলে যেতেন রবিবার সকালে এসে অফিশ করতেন।

এমন অনেকেই আছে গিয়ে আবার ফিরে এসেছেন, বেশিভাগ ই আসেন নি যারা গিয়েছেন। কেউ কেউ বেরাতে আসলে সবার সাথে দেখা করে তখন দেখা যায়।

তো আমার দেখা এটা একটা কমন বেপার যে শেষ সময় টা ওইখানে অন্য সকলের সাথে কাটানোর জন্য চলে যাওয়া। বা চাকরির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এ দেশে থাকা। বা নিয়মিত আসা যাওয়া করা কমন।
জানিনা উত্তর টা হয়েছে কিনা কিন্তু আমার দেখা এটার জন্য অনেক পরিবার কমছে। আর এদের সবাই স্বেচ্ছাই যাচ্ছে।
যদি চান এসে দেখে যেতে পারেন আমাদের এলাকাই সবাই একসাথে আড্ডা দিচ্ছে খেলছে, খাচ্ছে কোন ব্যবধান দেখিনা।

এর মধ্যে যাদের আত্বীয় ভারতে বেশি তারা ইচ্ছা করে তাদের সাথে মিলিত হবে একসময় যা নিষ্ঠুর দেশবিভাগ এ পরে আলাদা হয়েছে, আবার কেউ ভাবে বাংলাদেশ থেকে ভারতে ভবিষ্যত বেশি ভাল।
কেউ কেউ ভাল খারাপ এইখানে ই থাকব

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম এক সংগে মিলেমিশে একাকার হয়ে বসবাস করতে চাই কিন্তু যারা বাংলাদেশ শোষন করে ভারতে জমায় তাদের প্রতি একরাশ ঘৃণা।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩১

গফুর মিয়া১৯১ বলেছেন: পৃথিবীতে যারা আছে কোন না কোন ভাবে অপরের দ্বারা অত্যাচারিত। বাংলাদেশে যেমন মুসলমনার দ্বারা কিছু হিন্দু অত্যাচারিত হচ্ছে তেমনিই বাংলাদেশে হিন্দু দ্বারা মুসলমান অত্যাচারিত হচ্ছে। তবে অত্যাচার শব্দটা যতোটা কঠিন ও বাজে ততটা বাজে অবস্থায় হিন্দুরা নেই।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তুলনামূলক বাংলাদেশে সব জনগোষ্ঠীর মানুষই ভালো আছেন?

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: সড়ক ও জনপথের অন্যান্য মহারথীরা টাকা সুইজারল্যান্ড, ইউরোপ, আমেরিকায়, কানাডা এইসব দেশে পাচার করে। উনি করেন ভারতে। এইটুকুই শুধু পার্থক্য। প্রতিবেশী হিসাবে দুর্নীতির টাকাতে ভারতের হক বেশী। :)

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভারতীয় পাসপোর্ট ব্যবহার করছেন অথচ চাকুরী করছেন বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ উচ্চপদে; এটা বড়ই আশ্চর্যের বিষয় বটে!

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫২

নীল আকাশ বলেছেন: অবাক হয়েছেন? এই সরকারের আমলেও?

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভারতীয় পাসপোর্ট ব্যবহার করছেন অথচ চাকুরী করছেন বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ উচ্চপদে; অবাক হওয়ারই কথা!

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৫

বিষক্ষয়_রিটার্নস বলেছেন: জানামতে বাংলাদেশের আইন অনুসারে বাংলাদেশ সরকারের কর্মকর্তারা অন্যকোনো দেশের নাগরিত্ব গ্রহন করতে পারে না.............শুধু ভারত না তা সকল দেশের জন্যই প্রযোজ্য

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কিন্তু বর্তমানে অনেকেই ভারতের নাগরিক এবং বাংলাদেশে বহালতবিয়তে গুরুত্বপূর্ণ এবং উচ্চপদে চাকুরী করছে; দুহাত ভরে টাকা কামিয়ে ভারতে পাচার করছে।

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


প্রশাসন ভেংগে পড়েছে, নৈরাজ্য

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:১০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রশাসনে একটা বিশেষ সম্প্রদায়ের লোক দাপিয়ে বেড়াচ্ছে।

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

ফুয়াদের বাপ বলেছেন: দেশের পোষাক শিল্পেও নাকি ভারতীয় বিনিয়োগকারীদের আধিপত্য আছে। যৌথ বিনিয়োগের সুবিধা ধরে বিরাট অংকের মুনাফা/রেমিটেন্স ভারতে পাঠায়।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:১২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পোষাক শিল্পে ভারতীয়রা কাজ করছে এমন সংখ্যায় অনেক।

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


@ফুয়াদের বাপ,

রেমিটেন্স কি তা সম্পর্কে আপনার ধারণা আছে?

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৯

রানার ব্লগ বলেছেন: তুষার কান্তির দুই কানে ইট বেধে ভারত পাঠিয়ে দেয়া হোক।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:১৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইট বাধতে বাধতে সে ১০০ পারসেন্ট কামিয়ে নিজেই ভেগে যাবে।

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২১

নতুন বলেছেন: এই প্রকৌশলী কি গতকাল চাকুরী নিয়েছেন?

তিনি এই অধিদপ্তরে যোগ দিয়েছেন অনেক আগেই তখন কি নিয়ম অনুযায়ী তার ব্যাকগ্রাউন্ড চেক করা হয়নাই?

উনি নিয়ম ভেঙ্গে থাকলে তার সাজা হওয়া উচিত।

কিন্তু দেশে দূনিতি করে বিদেশে অনেক মানুষই টাকা সরিয়ে নিয়ে যায়। অন্যরা আমেরিকা কানাডায় করে উনি হয়তো ভারতে করেছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওনাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হয়না ওনারা এমনিতেই বিশ্বাসী সম্প্রদায়।

১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: এই হিন্দু প্রধান প্রকৌশলি ভারতে বাড়ি গাড়ি করেছেন - তা কিন্তু তার আত্মিয় স্বজন হিন্দুরা খেতে পারবে - বাংলাদেশের “মোছওলমান” (মুসলমান নয়) আমলারা বিদেশে বেগমপাড়ায় বাড়ি গাড়ি ব্যবসায় প্রতিষ্ঠান কলকারখানা গড়েছেন তা তো বিদেশিরা খাবে - তার এক বা দুই ছেলে মেয়ে ভোগ করতে পারবে কি না সন্দেহ - অধিকাংশ নিজেরাও ভোগ করে যেতে পারে না - শুধু নেশায় লুটপাট করে দেশ ও জাতিকে ঠকাচ্ছে -

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এদের লুটের নেশা শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে।

১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১৬

সোহানী বলেছেন: গুড গুড গুড.......... ভালো তো ভালো না..................

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খুবই ভালো।

১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪৩

তানভির জুমার বলেছেন: এটা বাংলাদেশে সম্ভব। আমাদের হিন্দু ভাইয়া একটু বেশীই সুবিধা ভোগ করে। আজকে দেখলাম প্রকাশ কুমার নামে এক মেডিকেল টেকনোলজিস্ট করোনা টেস্টের আড়াই কোটি টাকা আত্মসাৎ করে এখন পলাতক।

খবরের লিংক.

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বেশি সুবিধা ভোগ করার পরও তাদের মায়া কান্নার শেষ নেই। অনেক হিন্দু আছে তারা ব্যবসার জন্য ব্যাংক লোন নিয়ে পগার পাড়; তারপরও তারাই এখনো বেশি লোন সুবিধা পাচ্ছে।

১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: আজ নিউজ টা পড়ে খুব অবাক হয়েছি।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অবাক হওয়ার কিছু নেই এটাই স্বাভাবিক। যদি আপনি কিছু বলেন তাহলে আপনি স্বাধীনতার বিরুদ্ধপক্ষ হয়ে যাবেন অবলীলায়।

২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: দাদাদের জন্য অবারিত দুয়ার

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তাদের জন্য অবারিত আমাদের জন্য বারিত; কারণ তারা বিশ্বাসী।

২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২০

কামাল১৮ বলেছেন: আমেরিকার নাগরিক হয়ে যদি মন্ত্রী হতে পারে ভারতিয় নাগরিকে সমস্যা কোথায়।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সমস্যা কোথাও নেই। সমস্যা শুধু বিবেকবানদের বিবেকে।

২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪১

আহমেদ জী এস বলেছেন: দেশ প্রেমিক বাঙালী,





একটি অরক্ষিত দেশ.......
এসব কখনও কোনও লক্ষন নয়।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দেশের জন্য এটা শুভ লক্ষণ হতেই পারেনা।

২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪২

আহমেদ জী এস বলেছেন: দেশ প্রেমিক বাঙালী,





**********শুভ লক্ষন

২৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৪

নেওয়াজ আলি বলেছেন: ক্ষমতা চাই । চেয়ার ছাড়বো না মরণ পর্যন্ত ।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চেয়ার আমার চাই যে কোন কিছুর বিনিময়ে।

২৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:০৭

অগ্নিবেশ বলেছেন: @লুরা খুব বাড় বাড়ছে, ৯৯পারেসেন্টের দেশে এরা জায়গা পায় কিভাবে??

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পার্সেন্ট বিষয় না ভালোদের যায়গ সবখানেই থাকবে।

২৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.